কলকাতা: তৃণমূল ছাড়ার পর শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই মোতায়েন হয়েছেন সিআরপিএফ জওয়ানরা। এসে গিয়েছে বুলেটপ্রুফ গাড়িও। এবার তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মন্ডল খাঁ-কে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে সর্বক্ষণ তিনজন রক্ষী থাকবেন। দু’জনের হাতে থাকবে নাইন এম এম পিস্তল। একজনের হাতে একে ফর্টি সেভেন। বড়জোড়ায় সুজাতার বাড়িতেও সর্বক্ষণ মোতায়েন থাকবেন একজন এসআই এবং তিনজন কনস্টেবল।
সুজাতা বলেছেন, তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন। সে কথা বুজেই রাজ্য তাঁকে নিরাপত্তা দিয়েছে।
একইসঙ্গে তৃণমূলের হয়ে রাজনৈতিক কর্মসূচীও শুরু করতে চলেছেন সুজাতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে প্রথম জনসভা করেছেন শুভেন্দু। সেখানে তিনি তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। এবার সেই পূর্বস্থলীতেই পাল্টা সভা করবে তৃণমূল। ওই সভায় সুজাতা যোগ দেবেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।
অমিত শাহর সভায় ভাঙন ধরেছিল তৃণমূলে। শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক-সাংসদ বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই ভাঙনের আঁচ এবার এসে লাগে বিজেপি সাংসদের সংসারে! সোমবার সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে! এরপরই গতকালই সাংবাদিক বৈঠকেই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অশ্রুসজল সৌমিত্র।স্ত্রী বিরোধী দলের পতাকা হাতে নিতেই লাইভ সাংবাদিক বৈঠকে চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সৌমিত্র। তা শুনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী-ও!
সৌমিত্র-সুজাতা দুজনেই আগে তৃণমূল করতেন, সেখান থেকে যান বিজেপিতে। আদালতের নির্দেশে সৌমিত্র ভোটের সময় বিষ্ণুপুরে ঢুকতে পারেননি, তাঁর হয়ে কার্যত একাই বিজেপির প্রচার সামলান সুজাতা মণ্ডল খাঁ। ভোটের দিনও তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে একা লড়তে দেখা যায় তাঁকে। ভোটে জেতার জন্য যাবতীয় কৃতিত্ব সৌমিত্র স্ত্রীকেই দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক মহলের ধারণা, অনেকটা সে কারণে সুজাতার এই সিদ্ধান্ত।
সর্বক্ষণ তিনজন রক্ষী,একজনের হাতে একে ফর্টি সেভেন, তৃণমূলে যোগদানের পর সুজাতাকে নিরাপত্তা রাজ্য পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2020 07:53 PM (IST)
এবার তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মন্ডল খাঁ-কে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে সর্বক্ষণ তিনজন রক্ষী থাকবেন। দু’জনের হাতে থাকবে নাইন এম এম পিস্তল।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -