Dankuni Arms Seize: ভোটের আগে ডানকুনিতে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-কার্তুজ, গ্রেফতার ভিনরাজ্যের পাচারকারী

বজবজ, ভাঙড় ও মুর্শিদাবাদের সুতি থেকেও উদ্ধার প্রচুর বোমা

Continues below advertisement

ময়ূখঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত হালদার: তৃতীয় দফার ভোটের মুখে ডানকুনি টোলপ্লাজা থেকে গ্রেফতার ভিনরাজ্যের অস্ত্র পাচারকারী। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বজবজ, ভাঙড় ও মুর্শিদাবাদের সুতি থেকে উদ্ধার হয়ে প্রচুর বোমা।

Continues below advertisement

কাঁথি থেকে নন্দীগ্রাম! বা কেশপুর! দু’দফায় ভোটে দফায় দফায় অশান্তির ছবি দেখেছে বঙ্গবাসী। সেই উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে, তৃতীয় দফার ভোটের মুখে ডানকুনি টোলপ্লাজা থেকে ভিনরাজের অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল সিআইডি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে  ৮টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৩০০ রাউন্ড গুলি।

সূত্রের খবর, ধৃত যুবকের নাম ব্রিজমোহন তিওয়ারি। সে ঝাড়খণ্ডের পালামৌয়ের বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনার বজবজে অস্ত্র-সহ গ্রেফতার হলেন বিজেপির বুথ সভাপতি। অভিযুক্তকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালান হয়। পুলিশের দাবি, তল্লাশিতে দু’ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। 

ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি সুফল ঘাটুর দাবি, ‘‘পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে ৷’’ বজবজোর তৃণমূলরো নির্বাচনী কমিটির সদস্য গৌতম দাশগুপ্ত বলেন, ‘‘মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এক্ষেত্রে ধোপে টেঁকে না ৷’’

এদিকে ভোটের মুখে ভাঙড়ে ফের বোমা উদ্ধার হল। ভাঙড় থানার পদ্মপুকুরের মাঠ থেকে ৪১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের সূতিতেও বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, সুতির নতুন চাঁদরা এলাকায় একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকে ২টি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার হয়।



Continues below advertisement
Sponsored Links by Taboola