WB By-election 2021 Live: বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩ শতাংশ

Bhawanipur Assembly, WB By-election 2021 Live Updates: দুই কেন্দ্রের নির্বাচন ও একটি কেন্দ্রের উপনির্বাচন সহ রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Sep 2021 07:39 PM

প্রেক্ষাপট

আজ ভবানীপুরে উপনির্বাচন, মুর্শিদাবাদে জোড়া লড়াই। ভবানীপুরকেন্দ্রের জন্য শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯। কোভিড পরিস্থিতির জন্য...More

WB By-Elections Live:  নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সামশেরগঞ্জে

ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে, সামশেরগঞ্জে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোথায় ভোট দিতে হবে? মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে, বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ভোটযন্ত্রে হাতেকলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। নকল ইভিএমে জ্বলজ্বল করছে একজনেরই নাম। আমিরুল ইসলাম। এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এই ঘটনায়, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।