WB By-election 2021 Live: বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩ শতাংশ
Bhawanipur Assembly, WB By-election 2021 Live Updates: দুই কেন্দ্রের নির্বাচন ও একটি কেন্দ্রের উপনির্বাচন সহ রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে, সামশেরগঞ্জে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোথায় ভোট দিতে হবে? মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে, বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ভোটযন্ত্রে হাতেকলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। নকল ইভিএমে জ্বলজ্বল করছে একজনেরই নাম। আমিরুল ইসলাম। এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এই ঘটনায়, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
‘ভবানীপুরে প্রতিটি বুথে প্রায় ২০ শতাংশ ভোটারের অস্তিত্বই নেই। ভবানীপুর উপনির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট, খুব ভালো ভোট হয়েছে’, বললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম
বিকেল ৫: ভবানীপুরে ভোটদানের হার ৫৩ শতাংশ
বিকেল ৫: জঙ্গিপুরে ভোটদানের হার ৭৬ শতাংশ
বিকেল ৫: সামশেরগঞ্জে ভোটদানের হার ৭৮ শতাংশ
‘ভবানীপুরে প্রতিটি বুথে প্রায় ২০ শতাংশ ভোটারের অস্তিত্বই নেই। ভবানীপুর উপনির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট, খুব ভালো ভোট হয়েছে। মমতা মানুষের হৃদয়ে আছেন, বিজেপি ভেবেছিল ভবানীপুরে নন্দীগ্রামের মতো ঘটনা ঘটাবে। ভবানীপুরে বিজেপির হারের পর ফুল পাঠাবো। ভবানীপুরে কোথাও রিগিং হয়নি।’ বক্তা ফিরহাদ হাকিম।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভাসাইপাইকরে ৯ বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের। তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসা। পুলিশকে ঘিরে বিক্ষোভ কংগ্রেসের। সামশেরগঞ্জের ৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের।
‘অনুমতি না থাকা গাড়িতে যাচ্ছেন কল্যাণ চৌবে। বাইক চালকের বচসা থেকেই গাড়ি ভাঙচুর। এর মধ্যে রাজনৈতিক সংঘর্ষের বিষয় নেই।’ কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুরের ঘটনায় জানাল কমিশন। দাবি সূত্রের
ভবানীপুরে সেন্ট থমাস স্কুলের বুথে ভোট দিতে এসে ভোট না দিয়েই ফিরলেন ভোটার। ভোট পড়ে গিয়েছে শুনে ফিরছিলেন মহম্মদ নইমুদ্দিন। রাস্তা থেকে মহম্মদ নইমুদ্দিনকে নিয়ে বুথে ফিরলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
পদ্মপুকুরে বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়িতে হামলার ঘটনাকে ঘিরে ধুন্ধুমার। বহিরাগত অভিযোগ করে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন তৃণমূল নেতা অসীম বসু। বিজেপি কর্মীকে গ্রেফতার, মারধরের অভিযোগে ভবানীপুর থানায় প্রিয়ঙ্কা টিবরেওয়াল। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
দুপুর ৩: ভবানীপুরে ভোটদানের হার ৪৮ শতাংশ
দুপুর ৩: জঙ্গিপুরে ভোটদানের হার ৬৪ শতাংশ
দুপুর ৩: সামশেরগঞ্জে ভোটদানের হার ৭২ শতাংশ
শরৎ বোস রোডে বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুরের অভিযোগ। পদ্মপুকুরে বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। পদ্মপুকুরে বিজেপি নেতার গাড়ি আটকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে বারোয় বাড়ি থেকে বেরোন তিনি। তারপর গাড়িতে মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন তিনি। ভোট দিয়ে ৪ মিনিটের মধ্যেই মিত্র ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ফের বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী।
ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ভোট শেষ না হওয়া পর্যন্ত নজরবন্দি করে রাখার দাবি বিজেপির। ভবানীপুরের বাইরে নজরবন্দি করে রাখার দাবি বিজেপির। কোনওদিন কোনও অনৈতিক কাজ করিনি, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। নালিশ করলে পালিশ করে দেব, বিজেপিকে পাল্টা তোপ মদন মিত্রর। বিজেপির অভিযোগের প্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।
ভোট চলছে নির্বিঘ্নেই। তাই নৌকোয় চড়ে গান ধরলেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী সুজিত দাস।
আইকোর-মামলায় শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আড়াই ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে হাজরা মোড়ের উত্তম মঞ্চের হস্তান্তর নিয়ে জানতে চাওয়া হয়। সিবিআইয়ের দাবি, বহুতল করার জন্য উত্তম মঞ্চ লিজ নেয় আইকোর। হস্তান্তরের পর সেটি কলকাতা পুরসভার অধীনে আসে। হস্তান্তর প্রক্রিয়ায় কী ধরনের চুক্তি হয়েছিল, কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, কার নির্দেশে হস্তান্তর হয়েছিল, তা নিয়ে প্রশ্ন করা শোভন চট্টোপাধ্যায়কে। খবর সিবিআই সূত্রে। এদিন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সিবিআই দফতরে যান তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
ভোটের দিন বুথ পরিদর্শনের সময়, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমানকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। উঠল মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানও। মন্তব্য না করেই এলাকা ছাড়েন কংগ্রেস প্রার্থী।
দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৩৬ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ৫৪ শতাংশ। এছাড়া সামশেরগঞ্জে ভোটদানের হার ৫৭ শতাংশ।
ভবানীপুরের কয়েকটি বুথে রিগিংয়ের অভিযোগ বিজেপির। ১৫১, ১৬০, ১৬২, ১৭২ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ। বিজেপির অভিযোগের কোনও সত্যতা নেই, জানাল নির্বাচন কমিশন । ভবানীপুরের ভোটে রিগিংয়ের অভিযোগ তুলেছে সিপিএমও। তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ । রিগিংয়ের অভিযোগ ওড়াল তৃণমূল কংগ্রেস।
ভবানীপুরে খালসা হাইস্কুলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা। বুথে ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। অস্বীকার তৃণমূলের। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
ভোটের দিন ভবানীপুর গুরদোয়ারার সামনে জমায়েত। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ তুলে পুলিশ কর্মীকে ধমকালেন বিজেপি প্রার্থী। ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
মদন মিত্রর পাড়ায় প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী, অভিযোগ বিক্ষোভকারীদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সরিয়ে দেন।
ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি। এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তোলে তারা। এই পরিস্থিতিতে ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁদের নজরবন্দি করে রাখার দাবি জানানো হয় বিজেপির তরফে। ভবানীপুরের বাইরে নজরবন্দি করে রাখার দাবি গেরুয়া শিবিরের।
সকাল ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ২২ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ৩৬ শতাংশ ও সামশেরগঞ্জে ৪০ শতাংশ।
ভোটের দিন বুথ পরিদর্শন সেরে বাড়ি ঢোকার মুখে বিজেপি প্রার্থী সুজিত দাসের মুখোমুখি তৃণমূল প্রার্থী জাকির হোসেন। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে হল সৌজন্য বিনিময়। আপনার জন্য আমি আছি, আমার জন্য আপনি আছেন, জানালেন তৃণমূল প্রার্থী। ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, মন্তব্য বিজেপি প্রার্থীর।
সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা উচিত নির্বাচন কমিশনের। বলছেন দিলীপ ঘোষ।
আলিপুর বডিগার্ড লাইন্সের পাশে ডায়মন্ড হারবার রোডের একাংশে এখনও জল জমে রয়েছে। জল ডিঙিয়েই ওই এলাকার দুটি বুথে ভোট দিতে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জমা জলের কারণে রাস্তার একদিক বন্ধ থাকায় সকালের ব্যস্ত সময়ে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে। ভোটারদের অসুবিধা হবে না, বুথের সামনে জল নামানো হয়েছে, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ।
জঙ্গিপুরের আহিরণের চাঁইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ২৫ ও ২৬ নম্বর বুথের বাইরে ভিড়। বেআইনি জমায়েত হঠাল কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, জঙ্গিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে বুথের সামনে ভিড় করে দাঁড়িয়েছিলেন অনেকেই। দেখতে পেয়ে জমায়েত হঠায় পুলিশ।
সামশেরগঞ্জে দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও 'লক্ষ্মীর ভাণ্ডারে ভোট' দেওয়ার কথা বলছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেল
সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। ভবানীপুরের বিভিন্ন বুথে, অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।
সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গতকাল রাতে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তুললেন তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম। অভিযোগ ওড়ালেন কংগ্রেস প্রার্থী।
ভবানীপুরে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। মোতায়েন ১০০ জন ট্রাফিক সার্জেন্টও।
ভবানীপুরে ১২৬ নম্বর বুথে জ্যামের অভিযোগ বিজেপির। অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রে ভোট হচ্ছে। সামেশরগঞ্জে লড়াই আবার চতুর্মুখী। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিরুল ইসলাম, বিজেপির প্রার্থী মিলন ঘোষ। জইদুর রহমান লড়ছেন কংগ্রেসের হয়ে। সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে।
নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে ভোট হচ্ছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুর বিধানসভা আসনে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের হয়ে লড়াই করছেন জাকির হোসেন, বিজেপির প্রার্থী সুজিত দাস, আরএসপি-র টিকিটে লড়ছেন জানে আলম মিয়া। জঙ্গিপুরে বিধানসভা কেন্দ্রে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি বা প্রায় ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
ভবানীপুর সহ তিন কেন্দ্রে শুরু ভোটগ্রহণ। নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে ভোট হচ্ছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রেও ভোট হচ্ছে।
ভবানীপুর কেন্দ্রে আলিপুর রোড কেএমসি প্রাথমিক বিদ্যালয়ের ১২৪ নম্বর বুথে ভিভিপ্যাট বিকল হয়ে যাওয়ায় সময়মতো শুরু করা যায়নি মক পোল।
আজ ভবানীপুর এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন। ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারির ব্যবস্থা। সব বুথে মাইক্রো অবজার্ভার।
প্রেক্ষাপট
আজ ভবানীপুরে উপনির্বাচন, মুর্শিদাবাদে জোড়া লড়াই। ভবানীপুরকেন্দ্রের জন্য শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯। কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট।
ভবানীপুরে এক ধাক্কায় বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি বাহিনী। ১৫ থেকে বেড়ে ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি। সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সব বুথে মাইক্রো অবজার্ভার। যাতে পরিষ্কার, ভবানীপুরের হাইপ্রোফাইল যুদ্ধের প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।
ভবানীপুর বিধানসভায় মোট বুথ ২৮৭টি। এর মধ্যে মেন বুথ ২৬৯-টি । কোভিড পরিস্থিতির জন্য তৈরি হয়েছে ১৮-টি অক্সিলিয়ারি বুথ। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি হয়েছে DCRC। শুরুতে ভবানীপুরে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। বুধবার সেখানে মোতায়েন করা হয় আরও ২০ কোম্পানি বাহিনী। অর্থাৎ উপনির্বাচনে ভবানীপুরে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি। সব বুথেই থাকছেন মাইক্রো অবজার্ভার। মাইক্রো অবজার্ভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। থাকছে কুইক রেসপন্স টিম।
বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক। ভবানীপুরের ৩৮টি জায়গায় পুলিশ পিকেট করা হবে। থাকবে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আরটি মোবাইল ভ্যান থাকবে ২৩টি। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাড়তি নিরাপত্তার বেষ্ঠনী সেখানে। সব মিলিয়ে প্রস্তুতি সারা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ।
দেখতে থাকুন দুই কেন্দ্রের নির্বাচন ও একটি কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত খবরের যাবতীয় আপডেট...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -