কলকাতা : রাজ্যের দিকে দিকে অক্সিজেনের আকাল । হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ।









DCP Traffic Kolkata র তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, যখনই কোনও হাসপাতাল বা অক্সিজেন সরবরাহকারী সংস্থা,  কোথাও অক্সিজেন সিলিন্ডার বা ট্যাঙ্কার নিয়ে যাবেন,  তখন যেন সংশ্লিষ্ট দুটি ফোন নাম্বারে যোগাযোগ করা হয় । ফোন নাম্বার গুলো উল্লেখ করে দেওয়া হয়েছে ওই ট্যুইটে।  রাজ্যের মধ্যে অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে কলকাতা পুলিশের এই পদক্ষেপ । কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য এক্সক্লুসিভ করিডোর করে দেওয়া হবে। 
ফোন নম্বর দুটি হল -  03322505096 / 03322143644



দেশে দিকে দিকে ভয়ঙ্কর হচ্ছে অক্সিজেন সঙ্কট । সেই সঙ্গে বাংলাতেও। ৮০ জন রোগী ভর্তি, হাতে মাত্র ১ঘণ্টার অক্সিজেন ! উত্তর ভারতের পর এবার অক্সিজেন সঙ্কট বাংলাতেও। অক্সিজেন সঙ্কটে মানিকতলার জেএন রায় হাসপাতাল। হাসপাতালের ৮০জন রোগীর মধ্যে ৫০জন করোনা আক্রান্ত। কীভাবে পরিস্থিতি সামাল? অনিশ্চয়তায় হাসপাতাল কর্তৃপক্ষ।


এছাড়াও দোকানে অক্সিজেনের সরবরাহ নেই। হাসপাতালে হাসপাতালে অক্সিজেনের আকাল। এই পরিস্থিতিতে বাড়িতে থাকা করোনা রোগীদের জন্যও অক্সিজেন জোগাড় করা দুরুহ হয়ে উঠছে। 

কোথাও অক্সিজেনের জন্য কাতরাচ্ছেন রোগীরা । কোথাও অক্সিজেন না পেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ার অভিযোগও রয়েছে। কোথাও একটা মাত্র অক্সিজেনের সিলিন্ডার পেতে পড়েছে লম্বা লাইন। ভাগ্যের জোরে  সিলিন্ডার পেলেও, তা নিয়ে যেতে হচ্ছে ঠেলে ঠেলে! 


দিল্লি-সহ দেশের একাধিক জায়গায় করোনার বিপদের মধ্যেই শুরু হয়েছে অক্সিজেনের জন্য হাহাকার! দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র অক্সিজেনের অভাবের কারণে শুক্রবার রাতে ২০ জনের মৃত্যু হয়েছে সেখানে। মৃতসরের নীলকান্ত হাসপাতালে, অক্সিজেনের অভাবে ৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে। কেন্দ্র-রাজ্য-প্রশাসনের কে বাধা দিচ্ছে? অক্সিজেনের সঙ্কট নিয়ে মামলায় কড়া বার্তা দিল্লি হাইকোর্টের। এখনও পর্যাপ্ত অক্সিজেন না আসায় কেন্দ্রকে ভর্ত্সনা ।