কলকাতা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় আরও কিছু ছাড় দিয়ে রাজ্যে বহাল থাকছে আংশিক লকডাউন। ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস-অটো-টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন-মেট্রো রেল । রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি থাকছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল এ কথা ঘোষণা করা হয়েছে। 
এদিকে, রাজ্যের সিদ্ধান্তকে সমালোচনা করল বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, সরকারের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের উপনির্বাচন আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, সংক্ষিপ্ত সময়ের নোটিসে উপনির্বাচন করা যায়। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের জের টেনে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, এদিকে, উপ নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী। বলছেন, সব স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্যদিকে, ট্রেন-মেট্রো চালাচ্ছেন না। তাহলে বাস চালালে যাত্রী কোথা থেকে আসবে। আসলে এ জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনার। রাজ্য সরকারের সেই পরিকল্পনার অভাব রয়েছে। এভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
 উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বেশ কিছু বিধি শিথিল করল রাজ্য সরকার। কার্যত লকডাউন আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।ট্রেন-মেট্রো আগের মতোই আপাতত বন্ধ থাকবে।গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ১ জুলাই থেকে সরকারি-বেসরকারি বাস চালু হবে।রাস্তায় নামবে অটো এবং টোটো। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। 
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১লা জুলাই থেকে খুলবে সেলুন এবং বিউটি পার্লার। সময়সীমা নির্দিষ্ট। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা অবধি।এক্ষেত্রেও ৫০ শতাংশ গ্রাহক উপস্থিতি বাধ্যতামূলক।বাজার-হাট খোলার ক্ষেত্রে কিছুটা সময়সীমা বাড়ানো হয়েছে। 
সকাল ৬টা থেকে বেলা ১২টা অবধি খোলা থাকবে সবজি ও মাছের বাজার।অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা অবধি।
জিমের ক্ষেত্রে নবান্নের নির্দেশ,৫০ শতাংশ লোক নিয়ে সকাল ৬ টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা অবধি দু’দফায় খোলা যাবে জিম।
মুখ্যমন্ত্রীর ঘোষণা,সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে বেসরকারি অফিস।কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাকেই করতে হবে।প্রতিটি ক্ষেত্রেই স্যানিটাইজেশন এবং মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিয়ে বাড়ির ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত অতিথি থাকতে পারবেন।সরকারি-বেসরকারি বাস চালু হলেও, ট্রেন-মেট্রো আপাতত বন্ধ থাকছে।
আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না।