কলকাতা: আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বেড়েছে কার্যত লকডাউনের মেয়াদ। আর তাতেই করোনা পরিস্থিতি আয়ত্তে এসেছে রাজ্যে। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৯৫ জন। গতকাল করোনা আক্রান্ত হয়েছিলেন ১,৭৬১ জন। এই সময় পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। যদিও গতকালের তুলনায় এই সংখ্যাটা একটু বেড়েছে। 


২৯ জুনে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা  ২১,১১৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,০২৪। এদিনের হিসেব বলছে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪১ শতাংশ। 


দীর্ঘ বিধিনিষেধে পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা যে খানিকটা সামলে নেওয়া গিয়েছে, সেই ছবি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে রাজ্য স্বাস্থ্য দফতরের থেকে পাওয়া দৈনিক করোনা বুলেটিনে। গত একমাসের মেয়াদ ধরে হিসেব করলে এই সময়পর্বের মধ্যে রাজ্যে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৬ ভাগ। মৃত্যুও কমেছে ৪ ভাগ। আর যা নিয়ে সবথেকে বেশি চিন্তা ছিল, সেই পজিটিভিটি রেট কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ।


সোমবার (২৮ জুন) রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১ হাজার ৭৬১ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস কেড়ে নিয়েছে ৩২ জনকে। এর পাশাপাশি করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছিলেন ২ হাজার ৩৩ জন। 


অন্যদিকে ১০০ দিন পেরিয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নীচে। আরও কমল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯০৭ জনের। 


একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৫৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৬ হাজার ৯৯৪।