কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণের সুনামি ভয়াবহ চেহারা নিচ্ছে। এবার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।


শুধুমাত্র কলকাতাতেই সংক্রমণ প্রায় ছুঁয়ে ফেলেছে ৪ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন। মৃত্যু ১৮ জনের। কার্যত একই অবস্থা উত্তর ২৪ পরগণার। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৩ হাজার ১৪০ জনের। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৫ জন। এদিকে, করোনা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়াতেও। দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত যথাক্রমে ৯৮৬ ও ৮৮৯জন।


গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪২৫ জন বেড়ে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৮৮ হাজার ৮০০ জনে। তবে চরম আতঙ্কের আবহে রয়েছে কিছুটা স্বস্তির খবরও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৪০৭ জন। যার ফলে বঙ্গে আপাতত ডিসচার্জের হার দাঁড়াল ৮৬.৫৯ শতাংশ।


শনিবার রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছিলেন ১৪ হাজার ২৮১ জন  মৃত্যু হয়েছিল ৫৯ জনের। শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯৭০ জন, মৃত্যু হয় ২০ । উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮২১ জন, মৃত্যু হয়েছিল ১২।


গতকালই রাজ্যের করোনা পরিস্থিতির কথা বিচার করে কড়া নির্দেশিকা দিয়েছিল নবান্ন। মাস্ক না পরে বাইরে বেরোলে সেক্ষেত্রে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে শারীরিক দূরত্ববিধি যথাসম্ভব মেনে চলা হচ্ছে কি না, সেই দিকটাও দেখতে।


ইতিমধ্যে রাজ্যের একাধিক হাসপাতালকে কোভিড বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পক্ষে। বাকি দুই দফার ভোটের পর রাজ্যের করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে ধরে নিয়েই হাসপাতালগুলিকে ৬০ শতাংশ বেড কোভিডের জন্য সংরক্ষিত করে রাখার বার্তাও দেওয়া হয়েছে।