কলকাতা: রাজ্যে সামান্য কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ জনের।


আজ, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৪। সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টার হিসেবে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩২। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৩৪৮ জনের। পজিটিভিটি রেট ৩.৪২ শতাংশ। একদিনে টিকাকরণ হয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৭৯৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫৮৩ জনের।


গতকাল, শুক্রবারের স্বাস্থ্য দফতর জানায় রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৩৫ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হন ২৩৭ জন। মৃত্যু হয় ৭ জনের। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ১৯০। মৃত্য়ু হয় ৬ জনের।


তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেখা দিয়েছে কোভিডের ডেল্টা প্লাস প্রজাতির আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সবাইকে নিতে হবে ভ্যাকসিন। কিন্তু সেই ভ্যাকসিন পেতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। কলকাতা থেকে জেলা, ভ্যাকসিন পেতে ফের দুর্ভোগ। কোথাও রাত থেকে লাইন দিয়েও মিলল না ভ্যাকসিন। কোথাও আবার নিয়ম বহির্ভূতভাবে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।


কলকাতা থেকে জেলা, ফের ধরা পড়ল ভ্যাকসিন ভোগান্তির ছবি। দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে শুক্রবার রাত থেকে ভ্যাকসিনের জন্য এখানে লাইন দেন বহু মানুষ। দক্ষিণ কলকাতার গড়িয়ায় ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে বিশৃঙ্খলা ছবি ধরা পড়ে।  নিয়ম বহির্ভূতভাবে অনেকেই ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে।