কলকাতা : ছবিটা মারাত্মক হচ্ছে দিনের পর দিন। প্রতিদিন সন্ধেয় সরকারি পরিসংখ্যান বলে দিচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ প্রভাব বিস্তার করছে প্রবল গতিতে। রাজ্যের স্বাস্থ্য দফতের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন চার হাজার আটশো সতেরো জন। মারা গিয়েছেন কুড়ি জন। মঙ্গলবারের বুলেটিন  অনুযায়ী অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ২ হাজার ৫১৯ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯ হাজার ৫০ জন।


পাশাপাশি এই নিয়ে টানা তৃতীয় দিন কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি। শুধু কলকাতায় সংক্রমিত এক হাজার দুশো একাত্তর জন। এগারো জন প্রাণ হারিয়েছেন। উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার কবলে পড়েছেন ১ হাজার ১৩৪ জন। প্রাণ হারিয়েছেন ৪ জন।


সোমবার স্বাস্থ্য দফতরের জারি করা বিবৃতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন সংখ্যা ৪ হাজার ৫১১ জন। এই সময় ব্যবধানের মধ্যে রাজ্যে করোনার বলি হয়েছিলেন ১৪ জন। রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয় ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পেরিয়েছিল। কলকাতাতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১০৯ জন। আর উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।


গত শনিবার রাজ্যে ভাইরাসের সংক্রমণে পড়েছিলেন ৪ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৪৮ জন। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৮৩ জন। বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন। মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন। 


সোমবারই রাজ্যে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যসচিব। হাসপাতালগুলিকে গত বছরের থেকে ২০ শতাংশ বেশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।


এছাড়াও আরটিপিসিআর টেস্টের সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। অক্সিজেন ও অ্যাম্বুল্যান্সের পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ফের সেফ হাউসগুলিকে সচল করার পরামর্শ দেওয়া হয়েছে। জেল প্রশাসনকে ভিড় নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা বিধি মেনে ছোট করে পয়লা বৈশাখের অনুষ্ঠানের পরামর্শ দেওয়া হয়েছে।