কলকাতা: রবিবারের থেকে প্রায় ২০০ জন কমল আক্রান্তের সংখ্যা। সোমবারে রাজ্যে অনেকটাই কমল সংক্রমণ। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন।  রবিবারও সাতশোর ওপর ছিল করোনা সংক্রমণ।  শনিবার আক্রান্ত হয়েছিল ৭০০ জন। শুক্রবার এই পরিসংখ্যান ছিল ৬৮৬। 


রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিনে আক্রান্ত হয়েছে ৫০৫ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬। রাজ্যে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। বাংলায় মোট করোনা মুক্তের সংখ্যা ১৫ লক্ষ ২৫ হাজার ৫৮১। মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজ্যে অ্যাক্টিভ কেস কমেছে ১৭২। 


তবে রাজ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৩৩৮টি। রাজ্যে এখন সংক্রমণ হার ১.৯২ শতাংশ। কলকাতাকে একদিনে সংক্রমিত হয়েছেন ১০৭ জন। 


দেশে করোনায় দৈনিক মৃত্যু ৩০০-র নীচে, যা ৬ মাসে সর্বনিম্ন, কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৯৪৮।  গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের বেশি ছিল। সেই তুলনায় আজকের পরিসংখ্যান অনুযায়ী,  দৈনিক আক্রান্তর সংখ্যা কমেছে। পাঁচ দিন পর দৈনিক আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের কম। 



দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪।  দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন। একদিনে ৪৩ হাজার ৯০৩ জন সুস্থ হয়েছেন।


এদিকে, ৮৪ দিনের ব্যবধানের আগেই যারা কোভিশিল্ডের (Covishield) দ্বিতীয় ডোজ নিতে চান, তাদের ৪ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ নেওয়ার অনুমতি দেওয়া হোক। সেইজন্য কোউইন পোর্টালে নির্দিষ্ট সূচিতে বদল আনার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল কেরল হাইকোর্ট।