কলকাতা: রবিবারের পর সোমবার বেশ কিছুটা কমেছিল করোনা সংক্রমণ। মঙ্গলবার যদিও রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুসারে মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৩৯ জন। রাজ্যে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯। 


সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৫৭ জন। মঙ্গলবার সেই সংখ্যা বাড়ল বেশ কিছুটা। এর আগে রবিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছিল ৬৭৫ জন। সেই তুলনায় সোমবারের পরিসংখ্যান কিছুটা স্বস্তির ছিল। তবে মঙ্গলবারে কিছুটা চিন্তা বাড়ল। 


সোমবারের মতো মঙ্গলবারেও কিছুটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সরকারি হিসেবে ১০ অগাস্ট রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা  ১০ হাজার ২১৫ জন। সোমবার রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল  ১০ হাজার ৩১২। কিছুটা কমেছে সক্রিয় সংখ্যা। স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে, রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৭২৪ জন। সোমবার রাজ্যে করোয়ান মুক্তের সংখ্যা ছিল ৭১৯। এ নিয়ে করোনা আবহ শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০৬,৫৩২ জন। সরকারি হিসেবে মঙ্গলবার রাজ্যে সুস্থতার হার ৯৮. ১৫ শতাংশ। 


দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরে করোনা আক্রান্ত হয়েছে ৬৮ জন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ৬৭ জন। এরপর রয়েছে শৈলশহর দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৪৬৯টি। পজিটিভিটি রেট ১.৫৮%। পশ্চিমবঙ্গে ১০ অগাস্ট পর্যন্ত করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ২১২ জনকে। এদের মধ্যে কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন ২ লক্ষ ৩৯ হাজার ৮৮৫ জন, সেকেন্ড ডোজ পেয়েছেন ৫৪ হাজার ৩২৭ জন।