কলকাতা: গতকালের তুলনায় আরও খানিকটা কমল রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। গতকাল সংখ্য়াটি ছিল ৭৩৯। শনিবার প্রকাশিত রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭০৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৭, ৮৯০ জন।


বুলেটিনের হিসেব অনুযায়ী আজ ১৪ অগাস্ট রাজ্যে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১০,০৭৮ জন। গতকালের তুলনায় যা ৩১ জন কম। এই সময়ে পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮, ২৯১ জন। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৮৮, মৃত্যু ২ জনের। কলকাতায় একদিনে সংক্রমিত ৮২ জন, মৃত্যু একজনের। গত ২৪ ঘণ্টায় নদিয়ায় সংক্রমিত ৪০, মৃত্যু ৪ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭২১ জন। 


এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে রাজ্যের সব জেলা হাসপাতালগুলিকে পরিকাঠামো প্রস্তুত রাখার কথা মনে করিয়ে পাঠানো হল দ্বিতীয় চিঠি। অগাস্টের চতুর্থ সপ্তাহের মধ্যে সেরে ফেলতে হবে পরিকাঠামোগত সবরকম প্রস্তুতি, জেলার স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশে লেখা চিঠিতে জানানো হল একথাও।


দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জনের।  


মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৪৯৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। করোনাকে জয় করে ৩৫ হাজার ৭৪৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৭৩ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬১ লক্ষ ৫৭ হাজার ২০৮।