কলকাতা: কাল সংখ্যাটা ছিল ৭৪৭। আজ সামান্য কমে সেটা দাঁড়াল ৭৩৯-এ। সুতরাং গতকালের তুলনায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা সামান্য কমল। শুক্রবার প্রকাশিত বুলেটিন অনিযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৭, ১৮৫ জন। ১৩ অগাস্টের হিসেবে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১০,১০৯। গতকালের থেকে যা ১৮ জন কম। 


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৮ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১০ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮,২৭৬ জনের। পাশাপাশি সরকারি বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনায় থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৪৯ জন। হিসেব বলছে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫,০৮,৮০০ জন। 


উল্লেখ্য, রাজ্যে ভ্যাকসিন নিয়ে হয়রানি অব্যাহত। আজ মেজিয়ায় ভ্যাকসিনের লাইনে ফের অশান্তি বাঁধে। বিক্ষোভের জেরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ হয়ে যায় টিকাকরণ। ব্লক স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভ্যাকসিন-হয়রানির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজনীতির রং দেখে তালিকা তৈরি করছে তৃণমূল, অভিযোগ করেছে বিজেপি। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে শাসকদল। 


অন্যদিকে ভ্যাকসিন সংক্রান্ত অশান্তি এড়াতে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হল। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে সোমবার, বুধবার, শুক্রবার। প্রথম ডোজ দেওয়া হবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। শুক্রবার এমনটাই জানালেন কলকাতা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ


এদিকে রাজ্যে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কমলেও দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। সামান্য কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭। করোনাকে জয় করে ৪২ হাজার ২৯৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৪৫ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ৩৩ হাজার ৪৫৭ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৫৩ লক্ষ ৬৫ হাজার ৯৪৯।