কলকাতা: রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। আজও সাতশোর কোটায় রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা হল ১৫,৬৮,৩২১ জন। সরকারি হিসেব অনুযায়ী আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৮০ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল মৃত্য়ু হয়েছিল ১৩ জনের। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৭৭৮ জন। উল্লেখ্য, রাজ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। একপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১২৩ জন হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৭৪০ জন। এনিয়ে রাজ্যে সুস্থ হলেন মোট ১৫,৪১,৯৬৩ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
অন্যদিকে দেশে ফের ২০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৭০।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ৫৫ হাজার ৫৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ২২ লক্ষ ৮৮ হাজার ৭০০।
আরও পড়ুন: লটারিতে কোটিপতি হয়ে ঘুম উড়েছে মুদিখানা দোকানের দিনমজুরের