কলকাতা: গতকাল সংখ্যাটা ছিল ৭৫২। রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৭৫১। বলার অপেক্ষা রাখে না বিশেষ হেরফের হয়নি পরিস্থিতির। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৫৬,৯০৮ জন। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। গতকাল করোনায় মৃতেযু হয়েছিল ১৪ জনের। গত দু-দিনের তুলনায় আজ খানিকটা কমল মৃতের সংখ্যা। 


সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনামুক্ত হয়েছেন ৭৫৭ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনা থেকে সেরে হাসপাতাল থেকে ফিরেছেন ১৫,৩০,১৪৪ জন। আজ রাজ্যে সুস্থতার হাল ৯৮.২৮ শতাংশ। বুলেটিন অনুযায়ী ১২ সেপ্টেম্বরে রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,১৮৭ জন। রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। শহরে ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ১২৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। পাশাপাশি এরপরেই রয়েছে দক্ষিণ ২ পরগনা। সেখানে একদিনে নতুন করে করোনা সংক্রমিত ১২৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।


অন্যদিকে দেশে করোনায় একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও, কাঁটা দৈনিক মৃত্যুর সংখ্যাবৃদ্ধি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৯১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন। 


আরও পড়ুন: Suvendu Adhikari : "সংবাদপত্রের একটি ভুল বিজ্ঞাপন নিয়ে মেতেছে ভুয়ো প্রচারের পাণ্ডারা", বিজ্ঞাপন-বিতর্কে পাল্টা শুভেন্দুর


 আরও পড়ুন: Hooghly:হাসপাতালে যাওয়ার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্সের, মৃত ১, জখম ৪