বিষ্ণুপুর: ১১ ঘণ্টার মধ্যেই ইউ টার্ন নিলেন শতাব্দী রায়। সব মিটে গিয়েছে, তৃণমূলেই আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন বীরভূমের সাংসদ। বিক্ষুব্ধদের জল ঢেলে ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কিন্তু তৃণমূলের গড় ভাঙবেই, দৃঢ় প্রত্যয়ী গেরুয়া শিবির।
শতাব্দী দিল্লি যাচ্ছেন না, তৃণমূলেই থাকছেন জেনেও বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবি, ৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন খুব শিগগিরি। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সৌমিত্র খাঁ। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও কুণাল ঘোষকে কটাক্ষও করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। যদিও এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
শুধু সৌমিত্র খান নন, বিজেপির হেভিওয়েট নেতাদের অনেকেরই দাবি, বড় আঘাত অপেক্ষা করছে তৃণমূলের জন্য। 'তৃণমূল দলটাই আর থাকবে না' দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
জানুয়ারির এক্কেবারে শুরুর দিকেই সদ্য তৃণমূল ত্যাগী সাংসদ সুনীল মণ্ডল দাবি করেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন আরও ১৬ জন সাংসদ। কাঁকসার চা-চক্রে যোগ দিয়ে তিনি বলেন, ভোটের ফল বেরোলে দেখা যাবে, তৃণমূল নেমে গিয়েছে ৩ নম্বরে।
এই বছরই শুরুর দিকে ২০১১-র পরিবর্তনের আঁতুড়ঘর নন্দীগ্রাম থেকে রাজ্যে ফের পরিবর্তনের ডাক দেয় বিজেপি। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে পাশে রেখেই কৈলাস বিজয়বর্গীয় দাবি করেন, 'এটা আপনাদের সংকল্প। স্পষ্ট দেখা যাচ্ছে, তৃণমূল যাবে, বিজেপি আসবে। পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে'।
শুক্রবার দুর্গাপুরের ডিভিসি ব্যারাজে মকর সংক্রান্তির পুণ্যস্নান সারেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান। ফের একবার সোনার বাংলা গড়ার দাবি করেন তিনি। মকর সংক্রান্তির স্নান শেষেও বাদ যায়নি রাজনীতির কথা। আরও একবার সোনার বাংলা গড়ার কথা বলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। তিনি বলেন, '' করোনা মুক্ত দেশ হোক...সোনার বাংলা গড়ব, রাজ্যে শান্তি ফিরুক...আমাদের সরকার প্রতিষ্ঠা হলে তৃণমূল-জঞ্জালমুক্ত হবে রাজ্য'' ।
বিধানসভা ভোটের এখনও কয়েক মাস বাকি আছে। এরই মধ্যে চরমে শাসক-বিরোধী বাগ্যুদ্ধ, তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সপ্তমে।
West Bengal Election 2021: শিগগিরিই ঘাস-ফুল থেকে পদ্মে ৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক! দাবি করলেন Soumitra Khan
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2021 02:19 PM (IST)
'৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন খুব শিগগিরি।'
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -