মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  ভোটের বাজারে এখন মুখে মুখে একটাই কথা-- 'খেলা হবে'।  তৃণমূল থেকে বিজেপি, বাদ নেই কেউ। 


এই প্রেক্ষাপটে দুর্গাপুরের দলীয় কর্মসূচি থেকে তৃণমূলকে নিশানা করতে গিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই খেলা হবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।


এদিন রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ভয়ঙ্কর খেলা হবে। ডাংগুলি খেলা হবে। পঞ্চায়েতে ভোটের মতো চমকাতে এলে খাটে শুয়ে ফিরতে হবে। 


কটাক্ষের সুরে পাল্টা তৃণমূল জানিয়েছে প্রচারে আসতে এধরনের মন্তব্য করছেন রাজু বন্দ্যোপাধ্যায়। দলের পশ্চিম বর্ধমান  জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন,  এসব ফাউল কথাবার্তা বলে অনেকে প্রচারে আসতে চাইছে, সিপিএমের ৩৪ বছরে অনেক কথা শুনেছি, ভোটের ফল এসব কথার গুরুত্ব নেই। 


রবিবার ভাষা দিবসের অনুষ্ঠানে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় খেলা হবে স্লোগান। বিজেপিকে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।  বলেন, একুশে চ্যালেঞ্জ খেলা হবে, আমি হবে গোলরক্ষক। 


বিজেপি অবশ্য বুঝিয়ে দিয়েছে, তারাও তৈরি। রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দলে এগারোজনই স্ট্রাইকার, মাঝমাঠে যে খেলে, যে ডিফেন্সে খেলে সবাই গোল করতে পারে। 


ফাইনাল ম্যাচ শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। কে কাকে কত গোল দেবে, বোঝা যাবে সেখানেই।