সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ‘জয় বাংলা’ মাস্ক পরে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। মাস্ক এসেছে নবান্ন থেকে, দাবি পুলিশ সুপারের। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোটের প্রচার করছে তৃণমূল, অভিযোগ বিজেপি জেলা সভাপতির। অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের।


জয় বাংলা বনাম জয় শ্রীরাম। বিধানসভা ভোটের মুখে স্লোগান-পাল্টা স্লোগানে সরগরম রাজ্য-রাজনীতি। এরইমধ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর মুখে জয় বাংলা! মুখে মানে, মুখে পরা মাস্কে...৷ সন্ত্রাসমুক্ত বিধানসভা নির্বাচন করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পৌঁছয় দু’কোম্পানি বিএসএফ। বৃহস্পতিবার ওই এলাকায় রুটমার্চ করেন তাঁরা। 


রুটমার্চের সময় জওয়ানদের মুখে ছিল জয় বাংলা লেখা মাস্ক! রায়গঞ্জ দেবীনগর মহারাজা জগদীশনাথ হাইস্কুলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন রুটমার্চের আগে জেলা প্রশাসনের তরফে তাঁদের ওই মাস্ক দেওয়া হয়। কেন জয় বাংলা লেখা মাস্ক দেওয়া হল বিএসএফকে? রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সুমিত কুমার জানিয়েছেন, সরকারের তরফে এই মাস্ক দেওয়া হয়েছে। মাস্কগুলি নবান্ন থেকে এসেছে। কেন্দ্রীয় বাহিনীকে জয় বাংলা লেখা মাস্ক দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেছেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটের প্রচার করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য দফতর এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাব ৷’’ উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ‘‘আমরা কোনও কর্মসূচি শেষে জয় হিন্দ-জয় বাংলা বলে বক্তব্য শেষ করি। এই লেখা মাস্ক পড়াতে কোন অন্যায় নেই ৷’’ তবে শুধু রায়গঞ্জই নয়, এদিন নদিয়ার নাকাশিপাড়া, বীরভূমের সাঁইথিয়া ও মুর্শিদাবাদের বেলডাঙায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। 


বুধবার বেশি রাতে রায়গঞ্জে দুই কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জ-সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করে। রায়গঞ্জ দেবীনগর মহারাজা জগদীশনাথ হাইস্কুলে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৷ করোনা আবহে তাদের হাতে সরকারের পক্ষ থেকে মাস্ক পৌঁছে দেওয়া  হয়েছে। সেই মাস্কে বড় বড় করে লেখা ‘জয় বাংলা’। তৃণমূল কংগ্রেসের স্লোগান জয়বাংলা। শাসক দলের এই স্লোগানে কেন্দ্রীয় বাহিনীর প্রচারকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।