বিটন চক্রবর্তী, তমলুক: দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা তমলুকে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনি। বিজেপির অভিযোগ, তমলুক পুরসভার ১৬নং ওয়ার্ডে বেশ কয়েকটি বাড়ির প্রাচীরে তারা আগে থেকেই দখল করে রেখেছিলেন। বাড়ির মালিকের অনুমতি নিয়েই এই কাজ তারা করেছিল বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু অভিযোগ, গতকাল রাতে সেই সমস্ত দেওয়াল গুলিতে তৃণমূলের লোকজন বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়েছে। শুধু তাই নয়, তৃণমূল সেখানে দেওয়াল লিখন করে বলে অভিযোগ বিজেপির।  


বিষয়টি জানার পরই সুর চড়ায় গেরুয়া শিবির। অভিযোগ, আজকে ফের সেই দেওয়ালগুলিতে বিজেপির তরফে ফের লিখতে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা বাধা দেয়।  আর তার প্রতিবাদে তমলুক হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা তৃণমূলের অভিযোগ, তারাই বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখেছে, বিজেপি সেখানে জোর করে দখল করতে চেয়েছিল। তৃণমূলের তরফেও বিক্ষোভ শুরু হলে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার বিশাল পুলিশবাহিনি ও র‍্যাফ। পুলিশের তরফে দু পক্ষকে নিয়ে থানায় বসে বিষয়টি মিটমাটের আশ্বাস দিলে বিক্ষোভ মেটে।