উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল: বৃহস্পতিবার কাকদ্বীপ থেকে ফের একবার পিসি-ভাইপো কটাক্ষ করেন অমিত শাহ। বলেন, তৃণমূল মানে শুধু ভাইপোর কল্যাণ। কেন্দ্রের সাড়ে তিন লক্ষ কোটি আর্থিক সাহায্য খেয়েছে ভাইপোরা। 


বিজেপির লাগাতার আক্রমণের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢাল হয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির দিকে। পৈলানের সভা থেকে বলেন, শুধু পিসি-ভাইপো বলছ, তোমার ছেলের কথা কেন বলছ না? তোমার ছেলেকে লুকিয়ে রাখবে তা হবে না ক্রিকেটের নেতা হল কী করে? কোনও পয়সা না থেকে এত টাকার ব্যবসা করল কী করে? আমার মুখ খুলিও না। আমার ভদ্রতাকে দুর্বলতা বলে মনে কোরোনা। চোরের মায়ের বড় গলা। আমার কাছেও সব নথি আছে। আমায় আক্রমণ কর, বাড়ির বউদের আর ছোটদের কোরোনা। মনে রেখো নিহত বাঘের চেয়ে আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। 


সম্প্রতি কোচবিহার সফরে এসেও পিসি-ভাইপোর প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে, তাঁর নির্বাচনী কেন্দ্র থেকে নজিরবিহীনভাবে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। বলেন, অভিষেককে দুর্ঘটনা করে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আজও একটা চোখে দেখতে পায় না অভিষেক। ওর মণি বেরিয়ে এসেছিল। আমি বাড়িতে থাকি তাই জানি কী কষ্ট হয়। হাজরায় যখন আমাকে মারা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। মাথায় ব্যান্ডেজ দেখে একাই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত। স্লোগান দিত, দিদিকে কেন মারলে জবাব দাও। তার জন্যই ওকে রাজনীতিতে এনেছি।