কলকাতা:  ৪৮ ঘণ্টার মধ্যে ফের তৃণমূলে বড়সড় ফাটল ধরাল বিজেপি। বুধবার ঘাসফুল ছেড়ে এবার পদ্মশিবিরে নাম লেখালেন তপনের বিদায়ী বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরিশঙ্কর দত্ত। 


বিজেপিতে যোগ দিলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের বোন জয়ন্তী মণ্ডল। গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেতা বনি সেনগুপ্ত। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রাজশ্রী রাজবংশীও।


এই প্রেক্ষিতে এদিন শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘আরও অনেক নেতা আছেন, তাঁরাও বিজেপিতে যোগ দিতে চান।’ দিলীপ বলেন, ‘আনিসুর বিজেপি ছাড়তেই তাঁর বিরুদ্ধে মামলা তোলা হয়েছে।’


 



 


এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ। তাঁর দাবি, ‘লোক দেখানো রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাত জেগে মন্ত্র মুখস্থ করছেন।’


এদিন বিজেপিতে যোগ দেওয়ার তালিকায় ছিলেন-- টিএমসিপি সদস্য রাকেশ বিশ্বাস, কুলতলির তৃণমূল ব্লক সভাপতি, পানিহাটি পুরসভার প্রশাসকমণ্ডলীর ২ সদস্য, হাওড়া পুরসভার মেয়র পারিষদ সদস্য ও দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য। 


প্রার্থী না করায় তৃণমূলের অন্দরে ক্রমেই ক্ষোভ বাড়ছে। গত সোমবার, একে একে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, ৫ জন বিদায়ী বিধায়ক। 
 



একদিকে যখন বিজেপিতে যোগদানের হিড়িক পরে গেল, অন্যদিকে দলবদল ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। দলীয় বিধায়কের সঙ্গে কাজ করতে পারছেন না বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন,
দক্ষিণ দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা ১৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর প্রবীর পাল ওরফে কেটি।