WB Election 2021 LIVE Updates:আঘাত লাগার পর এই প্রথম, ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে যাচ্ছেন মমতা
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আজ জেলায় জেলায় প্রচার তৃণমূল-বিজেপি হেভিওয়েটদের
আবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল নেত্রী।আঘাত লাগার পর প্রথমবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা।যাবেন স্থানীয় ধর্মীয় স্থানে
আজ রাতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। গুয়াহাটি থেকে সরাসরি দিল্লি যাওযার কথা ছিল। সূচী বদলে রাতে কলকাতায় ২ ঘণ্টার জন্য কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার আগে আসতে পারেন কলকাতায় তিনি।
পাঁচলা, উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ। হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ। মোহিত ঘাঁটির বিরুদ্ধে স্লোগান বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের। অফিসে ঢুকতে গিয়ে ক্ষোভের মুখে মুকুল রায়।‘তৃণমূল থেকে বিজেপিতে এসেই টিকিট, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই টিকিট’,অভিযোগ আন্দোলনকারী বিজেপি কর্মীদের একাংশের।নেতৃত্বের সঙ্গে কথা বলার পর আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বলেছিল পা ভেঙে দেব, ঘরে বসে থাকতে হবে, সিপিএম পারেনি, তোমারা কী করবে? আঘাত করে আটকানো যাবে না আমাদের।’
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বলছে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, চারজন মিলে মেদিনীপুর চালাত সেটা কি পার্টনারশিপ? মেদিনীপুর কি কোনও পরিবার চালাবে?।’
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। স্টেডিয়ামের নাম পাল্টে দিচ্ছেন মোদি, মেদিনীপুরের নাম পাল্টে এরা করবে ‘মোদিনীপুর’।’
বাঁকুড়ার রানিবাঁধের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বলেন, ‘প্রতিটি তহশিলে আদিবাসী শিশুদের জন্য স্কুল তৈরি হবে। বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক গরীব মানুষ আয়ুষ্মান ভারতের সুযোগ পাবে।’
বাঁকুড়ার রানিবাঁধের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বলেন, ‘আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু করতে দিচ্ছে না তৃণমূল। আমরা জিতলে বাংলায় আয়ুষ্মান ভারত দ্রুত চালু হবে। বাঁকুড়া-মশাগ্রাম রেলপথের বিদ্যুদয়নের কাজ চলছে।’
বাঁকুড়ার রানিবাঁধের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বলেন, ‘জঙ্গলের অধিকার পাবেন আদিবাসীরা। পানীয় জলের প্রথম প্রকল্প বাঁকুড়াতেই হবে। আদিবাসী মানুষদের বাড়িতে কলের জল পৌঁছে যাবে। প্রত্যেক আদিবাসীকে ১৮ হাজার টাকা দেওয়া হবে।’
বাঁকুড়ার রানিবাঁধের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বলেন, ‘তৃণমূল বলছে ষড়যন্ত্র করে আঘাত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশন কিন্তু এরকম কথা বলছে না। তাহলে কে সত্যি কথা বলছে ?’
বাঁকুড়ার রানিবাঁধের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বলেন, ‘মানুষ অনেক আশা করে বামেদের সরিয়ে তৃণমূলকে এনেছিল। মানুষ আশা করেছিল রাজনৈতিক হিংসা, দুর্নীতি বন্ধ হবে।’
বাঁকুড়ার রানিবাঁধের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের প্রকল্প থেকেও কাটমানি নিয়েছেন। আদাবাসীদের শংসাপত্র নেওয়ার জন্যও ঘুষ দিতে হয়।’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘বহিরাগতদের নায়ক বসে আছে মেদিনীপুরে। আমদাবাদে মোদি নিজের নামে স্টেডিয়াম করছে।’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘মানুষ যাঁর সঙ্গে থাকে, সেই শেষ কথা বলে। বাংলা নিজের মেয়েকেই চায়।’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘ভাঙা পায়েই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনও উঠেপড়ে লেগেছে। কী করে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা যায়। সেই চেষ্টা চলছে।’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘গরুর দুধ থেকে সোনা বার করবে দিলীপ, সেই সোনা দিয়ে সোনার বাংলা বানাবে অমিত শাহ। সোনার মহারাষ্ট্র, সোনার উত্তরপ্রদেশ, সোনার ঝাড়খন্ড হয়নি কেন ?’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি। ১০ দিনের মধ্যে গদ্দারদের মুখ দিয়ে জয় সিয়ারাম বলিয়ে ছাড়িয়েছি।’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে। ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন।’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘একজন মহিলার ওপর আঘাত হানতে গিয়ে একটি দল ধ্বংস হয়ে যাবে। বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা। জোর করে যেমন মধ্যপ্রদেশ, বিহার দখল করেছে সেরকম চেষ্টা বাংলাতেও।’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘বিজেপি নেতারা রাজ্যে আসছে, ভিড় হচ্ছে না। ২ মে তৃণমূল ২৫০-র বেশি আসন পাবে।’
পশ্চিম মেদিনীপুরে আজ ২টি জনসভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা দাঁতনে। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাঠেই কিছুদিন আগে সভা করেন শুভেন্দু অধিকারী।
ভার্চুয়াল মাধ্যমে ঝাড়গ্রামের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামে যেতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বার্তা দেন। বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করবে। আদিবাসীদের আত্মনির্ভর করবে বিজেপি। বনভূমির অধিকার আইন লাগু করবে বিজেপি।’
ভার্চুয়াল মাধ্যমে ঝাড়গ্রামের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামে যেতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বার্তা দেন। বলেন, ‘পুজোর অনুমতির জন্য এখন আদালতে যেতে হয়। দিদির আমলে মোদির প্রকল্প বাংলার মানুষ পায় নি। প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ।’
ভার্চুয়াল মাধ্যমে ঝাড়গ্রামের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামে যেতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ভোটের মুখে শাসনের দাদপুরে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। আজ সকালে পাতরা গ্রামে দাদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়ির ছাদে বিস্ফোরণ হয়। তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে বোমা ফাটানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কী কারণে বিস্ফোরণ খতিয়ে দেখছে শাসন থানার পুলিশ। তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামে যাচ্ছেন না অমিত শাহ। ঝাড়গ্রামের সভায় যাচ্ছেন না অমিত শাহ। খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বার্তা। বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে দক্ষিণেশ্বর থেকে খোল-করতাল নিয়ে অভিনব প্রচার করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আড়িয়াদহ পর্যন্ত রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন সিরিয়ালের কয়েকজন তারকা।
পশ্চিম মেদিনীপুরে আজ ২টি জনসভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা দাঁতনে। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাঠেই কিছুদিন আগে সভা করেন শুভেন্দু অধিকারী। এরপর শালবনি বিধানসভা এলাকায় চন্দ্রকোণা রোডে দ্বিতীয় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবশেষে মেদিনীপুর সদরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো করবেন তিনি। সিপাইবাজারের গির্জা মোড় থেকে এলআইসি মোড়, কলেজ মোড়, বটতলা হয়ে রোড শো শেষ হবে জগন্নাথ মন্দির চকে।
কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক। এদিন পরপর দুটি মন্দিরে পুজো দিয়ে কোন্নগর এলাকায় প্রচার করেন তিনি।
প্রচারে নেমে তৃণমূল প্রার্থী বানালেন চা, নিজে খেলেন, চায়ের কাপ ধরিয়ে দিলেন অন্যদের হাতে। কোথাও চালালেন টোটো। জনসংযোগ বাড়াতে সোমবার এভাবেই প্রচার করলেন সিউড়ির তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী। ব্যবসায়ী ও পথচলতি মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানালেন তিনি।
আজ তমলুক ও ময়নায় জোড়া সভা শুভেন্দু অধিকারীর। দুপুর ২টোয় তমলুকে ও দুপুর সাড়ে তিনটেয় ময়নায় সভা বিজেপি প্রার্থীর
দিনহাটার ভেটাগুড়িতে ফের উত্তেজনা। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত জহির আলি মিঞা ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তৃণমূলের অভিযোগ, গতকাল বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হওয়ার পরই হামলার ঘটনা ঘটে। বাজার যাওয়ার পথে, তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন ওই তৃণমূল কর্মী। থানায় অভিযোগ দায়ের হয়েছে। গেরুয়া শিবিবের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলার ঘটনা ঘটেছে।
বিজেপির প্রার্থী তালিকায় ফের তারকা চমক। চণ্ডীতলায় যশ, বেহালা পূর্বে পায়েল, শ্যামপুরে তনুশ্রী। সোনারপুর দক্ষিণের প্রার্থী অঞ্জনা। ডোমজুড়ে রাজীব, সিঙ্গুরে রবীন্দ্রনাথ।
বিধানসভা ভোটে চার সাংসদকে প্রার্থী করল বিজেপি। টালিগঞ্জে বাবুল, চুঁচুড়ায় লকেট, দিনহাটায় নিশীথ, তারকেশ্বরে স্বপন। প্রার্থী খুঁজে পাচ্ছে না, কটাক্ষ তৃণমূলের।
নিমতা, পানিহাটির পর নিউ ব্যারাকপুর। এবার বিজেপি কর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ।
নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ কমিশনের। সাসপেন্ড মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, সাসপেন্ড পুলিশ সুপারও। কমিশনের পদক্ষেপকে স্বাগত। প্রতিক্রিয়া সৌগতর। সবাই সব দেখতে পাচ্ছে, সবাই সব জানে। কটাক্ষ শুভেন্দুর।
প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। প্রার্থী করা হয়েছে বেহালা পশ্চিম কেন্দ্রে, তালিকায় নাম নেই বৈশাখীরও। ভোটের মুখে দিলীপ ঘোষকে চিঠি দিয়ে বিজেপির সমস্ত পদ ছাড়লেন শোভন-বৈশাখী।
বাকি ৬ দফার ৩৪ জনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। মান্নান, সুখবিলাস, মোহিত, মনোজ সহ টিকিট পেলেন ১৯ বিধায়কই। ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ আইএসএফেরও।
বাকি ৬ দফার ৩৪ জনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। মান্নান, সুখবিলাস, মোহিত, মনোজ সহ টিকিট পেলেন ১৯ বিধায়কই। ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ আইএসএফেরও।
আজ তিনটি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সাংসদের সভা রয়েছে -- দাঁতন, গড়বেতা, মেদিনীপুরে।
ভোট প্রচারে রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ। প্রার্থী হিরণকে নিয়ে খড়গপুরে রোড শো, সঙ্গে দিলীপ। আজ ঝাড়গ্রাম-রানিবাঁধে সভা। ২০০ আসনে জিতবে বিজেপি, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
দেওয়াল লিখন ঘিরে বচসা। হাওড়ার লিচুবাগানে তৃণমূল কর্মীকে গুলি। বিজেপির পতাকা লাগানো বাইকে এসে হামলার অভিযোগ। উদ্ধার আগ্নেয়াস্ত্র। অস্বীকার বিজেপির।
নবান্ন দখলের লক্ষ্যে এবার সাংসদ, মন্ত্রীদের প্রার্থী করল বিজেপি। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়, চুচুঁড়ায় লকেট চট্টোপাধ্যায়, তারকেশ্বরে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করে চমক দিল গেরুয়া শিবির। সংসদ থেকে হেভিওয়েটদের বিজেপি বিধানসভা ভোটের লড়াইয়ে নামানোয় কটাক্ষ করেছে তৃণমূল।
প্রেক্ষাপট
ভোট প্রচারে রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ। প্রার্থী হিরণকে নিয়ে খড়গপুরে রোড শো, সঙ্গে দিলীপ। আজ ঝাড়গ্রাম-রানিবাঁধে সভা। ২০০ আসনে জিতবে বিজেপি, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
চব্বিশে মার্চ ফের রাজ্যে আসছেন মোদি। শুভেন্দু-সহ জেলার প্রার্থীদের সমর্থনে কাঁথিতে জনসভা। মোদির মঞ্চে থাকতে পারেন শিশির-দিব্যেন্দু। ছেলে বললে যাব, প্রতিক্রিয়া শিশিরের।
বাকি ৬ দফার ৩৪ জনের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। মান্নান, সুখবিলাস, মোহিত, মনোজ সহ টিকিট পেলেন ১৯ বিধায়কই। ২০ জনের প্রার্থীতালিকা প্রকাশ আইএসএফেরও।
প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। প্রার্থী করা হয়েছে বেহালা পশ্চিম কেন্দ্রে, তালিকায় নাম নেই বৈশাখীরও। ভোটের মুখে দিলীপ ঘোষকে চিঠি দিয়ে বিজেপির সমস্ত পদ ছাড়লেন শোভন-বৈশাখী।
নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ কমিশনের। সাসপেন্ড মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, সাসপেন্ড পুলিশ সুপারও।
নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় কমিশনের পদক্ষেপকে স্বাগত। প্রতিক্রিয়া সৌগতর। সবাই সব দেখতে পাচ্ছে, সবাই সব জানে। কটাক্ষ শুভেন্দুর।
কোনও হামলা নয়। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার পিছনে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরই গাফিলতি। পর্যবেক্ষকদের রিপোর্ট দেখে ধারণা নির্বাচন কমিশনের। খবর পিটিআই সূত্রে।
বিধানসভা ভোটে চার সাংসদকে প্রার্থী করল বিজেপি। টালিগঞ্জে বাবুল, চুঁচুড়ায় লকেট, দিনহাটায় নিশীথ, তারকেশ্বরে স্বপন। প্রার্থী খুঁজে পাচ্ছে না, কটাক্ষ তৃণমূলের।
বিজেপির প্রার্থী তালিকায় ফের তারকা চমক। চণ্ডীতলায় যশ, বেহালা পূর্বে পায়েল, শ্যামপুরে তনুশ্রী। সোনারপুর দক্ষিণের প্রার্থী অঞ্জনা। ডোমজুড়ে রাজীব, সিঙ্গুরে রবীন্দ্রনাথ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -