WB Election 2021 LIVE: অধিকারী গড়ে শক্তিপ্রদর্শন তৃণমূলের, আজ কাঁথিতে শুভেন্দুর পাল্টা সভা
West Bengal Assembly Elections 2021 LIVE Updates, 23 December 2020: কাল কাঁথিতেই বিজেপির পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের মিছিল ঘিরে অধিকারী বাড়ির সামনে কড়া নিরাপত্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
24 Dec 2020 10:15 AM
নিউ ব্যারাকপুরের তালবান্দা এলাকায় পথসভার প্রস্তুতি চলাকালীন বিজেপির তিন কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল ওই ঘটনা ঘটে। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজ ওই এলাকায় মিছিল করবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও তৃণমূলের তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সিংগীমারি এলাকা থেকে উদ্ধার এক তৃণমূল কর্মীরা রক্তাক্ত মৃতদেহ। আজ সকালে রাস্তার পাশের একটি জমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে পড়ে ছিল ছুরি ও বিজেপির পতাকা। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপির সভায় যেতে চাননি বলে ৭০ বছরের খালেক মিঞাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি। এই উপলক্ষে শান্তিনিকেতনে আসবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
বছরের শুরুতেই নন্দীগ্রামে যাচ্ছেন মমতা। ৭ জানুয়ারি সভা করবেন তেখালিতে। আজ বিশ্বভারতীর শতবর্ষে ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রতিমাসে আসবেন, দাবি দিলীপ ঘোষের।
শুভেন্দু অধিকারীর গড়ে শক্তিপ্রদর্শন তৃণমূলের। অধিকারী বাড়ির কাছ থেকেই মিছিল করেন ফিরহাদ হাকিম, সৌগত রায়। গরহাজির শিশির, দিব্যেন্দু, সৌমেন্দু।
বৃহস্পতিবার সকালের খবর: আজ কাঁথিতেই পাল্টা মিছিল শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে খবর, মিছিল শুরু হবে বেলা ২টো নাগাদ। কাঁথি-মেচেদা রূপশ্রী বাইপাস মোড় থেকে শুরু হবে মিছিল। ৫ কিলোমিটার পথ অতিক্রম করে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে মিছিল শেষ হবে। বাসস্ট্যান্ডের কাছের মাঠেই সভা হবে।
বছরের শুরুতেই নন্দীগ্রামে যাচ্ছেন মমতা।
৭ জানুয়ারি তেখালিতে সভা করবেন তৃণমূল নেত্রী
৭ জানুয়ারি তেখালিতে সভা করবেন তৃণমূল নেত্রী
বিজেপি নেতাকে গ্রেফতারি ঘিরে উত্তপ্ত খড়দা। দফায় দফায় বিটি রোড অবরোধ, পুলিশের লাঠিচার্জ। খড়দায় আগ্নেয়াস্ত্র-সহ বিজেপি নেতা গ্রেফতারির প্রতিবাদ। অস্ত্র-সহ বিজেপি যুব নেতা বুলেট রায় গ্রেফতার।খড়দা থানার সামনে বিজেপির অবরোধ, পুলিশের লাঠিচার্জ।পানিহাটিতে তৃণমূলের সভার আয়োজনের সময় বচসা। বিজেপি কর্মীদের বিরুদ্ধে ছবি তোলার অভিযোগ। বাধা দিলে অস্ত্র বের করে হুমকি দেওয়ার অভিযোগ।অস্ত্র দেখিয়ে বিজেপির যুব নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ। ফাঁসানো হয়েছে, অভিযোগ তুলে বিটি রোড অবরোধ
ফিরহাদ-সৌগতের সভার মধ্যেই তৃণমূলের বিক্ষোভ। দেশপ্রাণ ব্লকের নেতা তরুণ জানার নাম ঘোষণা না হওয়ায় অনুগামীদের বিক্ষোভ। দেরিতে এসেছেন, তালিকাতেও কোনওভাবে ভুল করে নাম বাদ পড়েছিল, তাই বিভ্রান্তি, দাবি নেতৃত্বের। অনেক কাজ থাকে, তাই দেরি হয়েছিল, পাল্টা দাবি স্থানীয় তৃণমূল নেতা তরুণ জানার।
মুকুল রায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে শুভেন্দু।
বিকেল ৫.২০ নাগাদ মুকুলের বাড়িতে পৌঁছন শুভেন্দু।
প্রায় আধঘণ্টা ধরে চলছে মুকুল-শুভেন্দু বৈঠক।
আগামীদিনের রণকৌশল নিয়ে আলোচনা বলে খবর সূত্রের।
সৌজন্য সাক্ষাৎ, দাবি শুভেন্দুর।
বিকেল ৫.২০ নাগাদ মুকুলের বাড়িতে পৌঁছন শুভেন্দু।
প্রায় আধঘণ্টা ধরে চলছে মুকুল-শুভেন্দু বৈঠক।
আগামীদিনের রণকৌশল নিয়ে আলোচনা বলে খবর সূত্রের।
সৌজন্য সাক্ষাৎ, দাবি শুভেন্দুর।
কাঁথির সভা থেকে বিজেপির রাজ্য সভাপতিকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। একজন তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে জবাব পাবেন, হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।
অধিকারী পরিবার মানুষের পরিবার, পাল্টা শুভেন্দু অনুগামী বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা।
কুলপির সভায় তৃণমূলকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বললেন, ‘করোনার ভ্যাকসিন আসেনি, কিন্তু তৃণমূলের হয়েছে। তৃণমূলের ভ্যাকসিন হচ্ছে বিজেপি।
১৩২ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।
২৯ হাজার মিথ্যে মামলা দেওয়া হয়েছে।
আমার ওপর ৪০টি মামলা দেওয়া হয়েছে।
যে তৃণমূল নেতা কেস করছে, তার নাম লাল ডায়েরিতে।
ক্ষমতায় এলে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করে দেব।
মারছ মারো, কিন্তু ততটা মারো পরে যতটা সহ্য করতে পারবে।
যারা চমকাচ্ছে, পরে তাদের মাটি খুঁড়েও বের করব।
আমি বলছি, বদল হবে, বদলাও হবে, কাউকে ছাড়ব না।
‘আমফান, একশো দিনের কাজের টাকা লুঠ করছে’
সব টাকা লুঠ করেছ, হজম করতে দেব না।
পঞ্চায়েতের টাকা লুঠের তালিকা হাতে এসেছে।
সরকারে এলে তদন্ত হবে, সব জেলে যাবে। ছোট নেতারা আলিপুর জেলে, বড়রা ভুবনেশ্বর জেলে।
১৩২ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।
২৯ হাজার মিথ্যে মামলা দেওয়া হয়েছে।
আমার ওপর ৪০টি মামলা দেওয়া হয়েছে।
যে তৃণমূল নেতা কেস করছে, তার নাম লাল ডায়েরিতে।
ক্ষমতায় এলে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করে দেব।
মারছ মারো, কিন্তু ততটা মারো পরে যতটা সহ্য করতে পারবে।
যারা চমকাচ্ছে, পরে তাদের মাটি খুঁড়েও বের করব।
আমি বলছি, বদল হবে, বদলাও হবে, কাউকে ছাড়ব না।
‘আমফান, একশো দিনের কাজের টাকা লুঠ করছে’
সব টাকা লুঠ করেছ, হজম করতে দেব না।
পঞ্চায়েতের টাকা লুঠের তালিকা হাতে এসেছে।
সরকারে এলে তদন্ত হবে, সব জেলে যাবে। ছোট নেতারা আলিপুর জেলে, বড়রা ভুবনেশ্বর জেলে।
মিছিল শেষে তৃণমূলের সভায় সৌগত বললেন, ‘আজ কাঁথিতে সর্ববৃহৎ মিছিল হল। প্রমাণ হল কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। কে তৃণমূল ছেড়ে চলে গেল, কিছু যায় আসে না। আবার প্রমাণ হল মমতার কোনও বিকল্প নেই।
দেশের কৃষিক্ষেত্র এখন বড় সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে।
আদানি-অম্বানিদের আসার সুযোগ করে দিচ্ছে মোদি সরকার।
আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন আছে তৃণমূলের।
পরিযায়ী শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করেনি কেন্দ্র।
অতিমারীর মোকাবিলাতেও ব্যর্থ কেন্দ্রীয় সরকার।
মোদি সরকারের অপরিকল্পিত লকডাউনে ভোগান্তি।
বিধানসভায় ৯৯টির বেশি আসন পাবেনা বিজেপি।
অমিত শাহ বাংলা নিয়ে দিবাস্বপ্ন দেখছেন।
করোনার টিকা কবে আসবে বলতে পারছেন না।
অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোজ রাজ্যে আসছেন!
যারা সতীশ সামন্তের কথা বলে, তারাই শ্যামাপ্রসাদের দলে!
সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলালে মেদিনীপুর ক্ষমা করবে না।
একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র।
‘মমতা না গেলে জাতীয় মানচিত্রে নন্দীগ্রাম উঠে আসত না।
মমতাকেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী করতে হবে।
ডায়মন্ডহারবারের ঘটনাকে অহেতুক বড় করে দেখানো হচ্ছে।
আইপিএসদের জোর করে সরালে লড়াই হবে।
লাশের রাজনীতি করছেন কৈলাস বিজয়বর্গীয়।
আত্মহত্যা করলেও দলীয় কর্মী বলে প্রচার বিজেপির।
রাজ্যের নেতাদের ওপর ভরসা নেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের।
সেই জন্যই বারবার কেন্দ্রীয় নেতাদের আসতে হচ্ছে।
তৃণমূল হওয়ার পর ২টি ভোটে হেরেছেন শুভেন্দু।
শুভেন্দু কোনও পালোয়ান নয়, অখিল গিরিই পালোয়ান।
শুভেন্দু আজ মীরজাফরদের দলে গেছে।
শুভেন্দু বলেছিল অভিষেকের সঙ্গে কাজ করতে সমস্যা নেই।
অথচ কাল বলল তোলাবাজ ভাইপো হঠাও!
বিশ্বাসঘাতক নয়, জনগণই শেষ কথা বলে।
বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দুকে মানুষ ক্ষমা করবে না।
দেশের কৃষিক্ষেত্র এখন বড় সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে।
আদানি-অম্বানিদের আসার সুযোগ করে দিচ্ছে মোদি সরকার।
আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন আছে তৃণমূলের।
পরিযায়ী শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করেনি কেন্দ্র।
অতিমারীর মোকাবিলাতেও ব্যর্থ কেন্দ্রীয় সরকার।
মোদি সরকারের অপরিকল্পিত লকডাউনে ভোগান্তি।
বিধানসভায় ৯৯টির বেশি আসন পাবেনা বিজেপি।
অমিত শাহ বাংলা নিয়ে দিবাস্বপ্ন দেখছেন।
করোনার টিকা কবে আসবে বলতে পারছেন না।
অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোজ রাজ্যে আসছেন!
যারা সতীশ সামন্তের কথা বলে, তারাই শ্যামাপ্রসাদের দলে!
সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলালে মেদিনীপুর ক্ষমা করবে না।
একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র।
‘মমতা না গেলে জাতীয় মানচিত্রে নন্দীগ্রাম উঠে আসত না।
মমতাকেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী করতে হবে।
ডায়মন্ডহারবারের ঘটনাকে অহেতুক বড় করে দেখানো হচ্ছে।
আইপিএসদের জোর করে সরালে লড়াই হবে।
লাশের রাজনীতি করছেন কৈলাস বিজয়বর্গীয়।
আত্মহত্যা করলেও দলীয় কর্মী বলে প্রচার বিজেপির।
রাজ্যের নেতাদের ওপর ভরসা নেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের।
সেই জন্যই বারবার কেন্দ্রীয় নেতাদের আসতে হচ্ছে।
তৃণমূল হওয়ার পর ২টি ভোটে হেরেছেন শুভেন্দু।
শুভেন্দু কোনও পালোয়ান নয়, অখিল গিরিই পালোয়ান।
শুভেন্দু আজ মীরজাফরদের দলে গেছে।
শুভেন্দু বলেছিল অভিষেকের সঙ্গে কাজ করতে সমস্যা নেই।
অথচ কাল বলল তোলাবাজ ভাইপো হঠাও!
বিশ্বাসঘাতক নয়, জনগণই শেষ কথা বলে।
বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দুকে মানুষ ক্ষমা করবে না।
WB Election 2021 LIVE: কাঁথিতে শক্তিপ্রদর্শন তৃণমূলের, সৌগত-ফিরহাদের নেতৃত্বে মিছিল
কাঁথিতে আজ তৃণমূলের শক্তিপ্রদর্শন। ক্যানাল পার্ক থেকে ডরমিটারি মোড় পর্যন্ত র্যালি। এর পরে জনসভায় বক্তব্য রাখবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। তৃণমূলের সভা-র্যালিতে নেই অধিকারী পরিবারের কোনও সদস্য।
গতকালই দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, সভায় যোগ দেওয়ার জন্য দলের তরফে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি।
এদিকে, কাল কাঁথিতেই বিজেপির পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের মিছিল ঘিরে অধিকারী বাড়ির সামনে কড়া নিরাপত্তা।
কাঁথিতে আজ তৃণমূলের শক্তিপ্রদর্শন। ক্যানাল পার্ক থেকে ডরমিটারি মোড় পর্যন্ত র্যালি। এর পরে জনসভায় বক্তব্য রাখবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। তৃণমূলের সভা-র্যালিতে নেই অধিকারী পরিবারের কোনও সদস্য।
গতকালই দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, সভায় যোগ দেওয়ার জন্য দলের তরফে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি।
এদিকে, কাল কাঁথিতেই বিজেপির পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের মিছিল ঘিরে অধিকারী বাড়ির সামনে কড়া নিরাপত্তা।
WB Election 2021 LIVE: রবীন্দ্রনাথ ঠাকুরকে 'অসম্মান' করছে বিজেপি, প্রতিবাদ-মিছিল তৃণমূলের
রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে বিজেপি। বাংলায় নৈরাজ্য সৃষ্টি করছে তারা। এর প্রতিবাদে আজ পথে নামল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মিছিল যাওয়ার সময় লেকমার্কেটের কাছে বিক্ষোভ দেখায় বিজেপি। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মন্তব্যে বিতর্ক তৈরি হয়। এরপর অমিত শাহর বীরভূম সফর উপলক্ষ্যে বিজেপির কাটআউটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঘিরেও বিতর্ক চরমে ওঠে। তৃণমূলের দাবি, ইতিহাস না জেনে বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে অপমান করছে বিজেপি। বাংলার মনীষীদেরও অসম্মান করা হচ্ছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এর বিরুদ্ধে জনমত তৈরি করতেই তাদের পথে নামার সিদ্ধান্ত।
রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে বিজেপি। বাংলায় নৈরাজ্য সৃষ্টি করছে তারা। এর প্রতিবাদে আজ পথে নামল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মিছিল যাওয়ার সময় লেকমার্কেটের কাছে বিক্ষোভ দেখায় বিজেপি। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মন্তব্যে বিতর্ক তৈরি হয়। এরপর অমিত শাহর বীরভূম সফর উপলক্ষ্যে বিজেপির কাটআউটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঘিরেও বিতর্ক চরমে ওঠে। তৃণমূলের দাবি, ইতিহাস না জেনে বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে অপমান করছে বিজেপি। বাংলার মনীষীদেরও অসম্মান করা হচ্ছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এর বিরুদ্ধে জনমত তৈরি করতেই তাদের পথে নামার সিদ্ধান্ত।
একদিকে যখন কাঁথিতে তৃণমূলের জনসভা, অন্যদিকে শুভেন্দুর বাড়ির সামনে কড়া পুলিশ প্রহরা।
WB Election 2021 LIVE: ‘দিদিকে পদত্যাগ করাতে আমি এসেছি’, হুঙ্কার দিলীপের, ‘কে ভোগী, কে ত্যাগী মানুষ তার উত্তর দেবে’, কটাক্ষ পার্থর
‘কৃষকদের পাশে মমতা আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।’ এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, ‘আগামীদিনে কৃষকদের জন্য যথাসাধ্য চেষ্টা করব। নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে আছি।’
বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল মহাসচিব যোগ করেন, ‘ভাত-ডাল খেয়ে, গান শুনে সংস্কৃতি বদল হয় না। কে ভোগী, কে ত্যাগী মানুষ তার উত্তর দেবে। তৃণমূল কংগ্রেস একটি ঐক্যবদ্ধ দল।’
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, ‘কেন কেন্দ্রীয় কৃষক প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে? তিনি বলেন, ‘রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।’ তাঁর হুঙ্কার, ‘দিদিকে পদত্যাগ করাতে আমি এসেছি’।
‘কৃষকদের পাশে মমতা আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।’ এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, ‘আগামীদিনে কৃষকদের জন্য যথাসাধ্য চেষ্টা করব। নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে আছি।’
বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল মহাসচিব যোগ করেন, ‘ভাত-ডাল খেয়ে, গান শুনে সংস্কৃতি বদল হয় না। কে ভোগী, কে ত্যাগী মানুষ তার উত্তর দেবে। তৃণমূল কংগ্রেস একটি ঐক্যবদ্ধ দল।’
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, ‘কেন কেন্দ্রীয় কৃষক প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে? তিনি বলেন, ‘রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।’ তাঁর হুঙ্কার, ‘দিদিকে পদত্যাগ করাতে আমি এসেছি’।
WB Election 2021 LIVE: পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপির মিছিলে 'হামলা', অভিযুক্ত তৃণমূল
কাঁথিতে তৃণমূলের সভার দিনই, রামনগরে বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তাদের ৬-৭ জন কর্মী আহত হয়েছেন। গতকাল এলাকায় আর নয় অন্যায় কর্মসূচির আয়োজন করে বিজেপি। তাদের অভিযোগ, অনুষ্ঠানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। প্রতিবাদে গতকাল রাতে রামনগরে পথ অবরোধ করে বিজেপি। আজ সকালে এলাকায় মিছিল করেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের মিছিলেও হামলা চালায়। এক বিজেপি কর্মীর মাথা ফাটে, আরও কয়েকজন আহত হন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কাঁথিতে তৃণমূলের সভার দিনই, রামনগরে বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তাদের ৬-৭ জন কর্মী আহত হয়েছেন। গতকাল এলাকায় আর নয় অন্যায় কর্মসূচির আয়োজন করে বিজেপি। তাদের অভিযোগ, অনুষ্ঠানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। প্রতিবাদে গতকাল রাতে রামনগরে পথ অবরোধ করে বিজেপি। আজ সকালে এলাকায় মিছিল করেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের মিছিলেও হামলা চালায়। এক বিজেপি কর্মীর মাথা ফাটে, আরও কয়েকজন আহত হন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
WB Election 2021 LIVE: শুভেন্দুর নামে মীরজাফর, গদ্দার লেখা পোস্টার নিয়ে বৈদ্যবাটিতে মিছিল তৃণমূলের
মালদার পর এবার হুগলিতে দেখা গেল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার। মীরজাফর, গদ্দার লেখা পোস্টার নিয়ে বৈদ্যবাটি এলাকায় মিছিলও করলেন তৃণমূল কর্মীরা। শনিবার মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এর জেরে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল। এদিন বৈদ্যবাটিতে জিটি রোডে মিছিল করেন তৃণমূল কর্মীরা। মাইক নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রচারও করেন তাঁরা। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মালদার পর এবার হুগলিতে দেখা গেল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার। মীরজাফর, গদ্দার লেখা পোস্টার নিয়ে বৈদ্যবাটি এলাকায় মিছিলও করলেন তৃণমূল কর্মীরা। শনিবার মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এর জেরে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল। এদিন বৈদ্যবাটিতে জিটি রোডে মিছিল করেন তৃণমূল কর্মীরা। মাইক নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রচারও করেন তাঁরা। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: কাঁথিতে আজ তৃণমূলের শক্তিপ্রদর্শন, 'ডাক পাননি' অধিকারী পরিবারের সদস্যরা
কাঁথিতে আজ তৃণমূলের শক্তিপ্রদর্শন। জনসভায় থাকবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। শুভেন্দুর পরিবারে এখনও তৃণমূলের তিনজন জনপ্রতিনিধি থাকলেও, তাঁরা কেউ এই কর্মসূচিতে ডাক পাননি বলেই অভিযোগ।
শুভেন্দুর বাবা শিশির অধিকারী কাঁথির তৃণমূল সাংসদ ও পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি। শুভেন্দুর এক ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। আরেক ভাই সৌম্যেন্দু কাঁথির পুরসভার প্রশাসক।
কিন্তু, বুধবারের কর্মসূচির প্রচারে কাঁথি-সহ জেলাজুড়ে যে পোস্টার-হোর্ডিং লাগানো হয়েছে, তাতে কোথাও শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী বা সৌম্যেন্দু অধিকারীর ছবি নেই।
শুভেন্দুর ভাই, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর দাবি, বুধবারের কর্মসূচিতে তাঁকে ডাকা হয়নি। সভা পূর্ব নির্ধারিত হওয়া সত্ত্বেও, তাঁকে এবিষয়ে কিছু জানানো হয়নি।
তৃণমূল বিধায়ক অখিল গিরির দাবি, শিশির অধিকারীকে তিনি ফোন করে সভার ব্যাপারে জানান। কিন্তু, পায়ে চোট থাকায় তিনি আসতে পারবেন না বলে জানান।
এদিকে, কাল কাঁথিতেই বিজেপির পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী।
কাঁথিতে আজ তৃণমূলের শক্তিপ্রদর্শন। জনসভায় থাকবেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। শুভেন্দুর পরিবারে এখনও তৃণমূলের তিনজন জনপ্রতিনিধি থাকলেও, তাঁরা কেউ এই কর্মসূচিতে ডাক পাননি বলেই অভিযোগ।
শুভেন্দুর বাবা শিশির অধিকারী কাঁথির তৃণমূল সাংসদ ও পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি। শুভেন্দুর এক ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। আরেক ভাই সৌম্যেন্দু কাঁথির পুরসভার প্রশাসক।
কিন্তু, বুধবারের কর্মসূচির প্রচারে কাঁথি-সহ জেলাজুড়ে যে পোস্টার-হোর্ডিং লাগানো হয়েছে, তাতে কোথাও শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী বা সৌম্যেন্দু অধিকারীর ছবি নেই।
শুভেন্দুর ভাই, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর দাবি, বুধবারের কর্মসূচিতে তাঁকে ডাকা হয়নি। সভা পূর্ব নির্ধারিত হওয়া সত্ত্বেও, তাঁকে এবিষয়ে কিছু জানানো হয়নি।
তৃণমূল বিধায়ক অখিল গিরির দাবি, শিশির অধিকারীকে তিনি ফোন করে সভার ব্যাপারে জানান। কিন্তু, পায়ে চোট থাকায় তিনি আসতে পারবেন না বলে জানান।
এদিকে, কাল কাঁথিতেই বিজেপির পদযাত্রার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী।
WB Election 2021 LIVE: "মরার সময় হরিনাম, ঘোষণা হলেও, নিয়োগ হবে না", রাজ্যে সাড়ে ১৬ হাজার শিক্ষক ও ১০ হাজারের বেশি পুলিশকর্মী নিয়োগ ইস্যুতে আক্রমণ দিলীপের
গতকাল, মুখ্যমন্ত্রী রাজ্যে সাড়ে ১৬ হাজার শিক্ষক ও ১০ হাজারের বেশি পুলিশ কর্মী নিয়োগ নিয়ে ঘোষণা করেন। এপ্রসঙ্গে দিলীপের কটাক্ষ, "মরার সময় হরিনাম। ঘোষণা হলেও, নিয়োগ হবে না।"
গতকাল, মুখ্যমন্ত্রী রাজ্যে সাড়ে ১৬ হাজার শিক্ষক ও ১০ হাজারের বেশি পুলিশ কর্মী নিয়োগ নিয়ে ঘোষণা করেন। এপ্রসঙ্গে দিলীপের কটাক্ষ, "মরার সময় হরিনাম। ঘোষণা হলেও, নিয়োগ হবে না।"
WB Election 2021 LIVE: "তালিকায় নেতাদের ছেলেদের নাম ঢোকানো হচ্ছে, এখানেও দুর্নীতি হবে", উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সরকারি সাহায্য ইস্যুতে আক্রমণ দিলীপের
উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সরকারি সাহায্য প্রসঙ্গেও আক্রমণ করেন দিলীপ। বলেন, "তালিকায় নেতাদের ছেলেদের নাম ঢোকানো হচ্ছে। আমফানের মতো এখানেও দুর্নীতি হবে। এর কাটমানি যাবে ইলেকশন ফান্ডে।
প্রসঙ্গত গতকালই, নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাজারে যথেষ্ট পরিমাণ ট্যাব না থাকার কারণে, পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যাতে তারা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারে।
উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সরকারি সাহায্য প্রসঙ্গেও আক্রমণ করেন দিলীপ। বলেন, "তালিকায় নেতাদের ছেলেদের নাম ঢোকানো হচ্ছে। আমফানের মতো এখানেও দুর্নীতি হবে। এর কাটমানি যাবে ইলেকশন ফান্ডে।
প্রসঙ্গত গতকালই, নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাজারে যথেষ্ট পরিমাণ ট্যাব না থাকার কারণে, পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যাতে তারা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারে।
WB Election 2021 LIVE: "আমি সব উত্তর দিয়ে দিলাম, এবার অমিত শাহকে ধোকলা খাওয়াতে হবে", রাজনীতির লড়াইয়ের মধ্যেও অন্য মেজাজে মমতা
ভোটের আগে উন্নয়ন বনাম অনুন্নয়নের দাবির লড়াই। খতিয়ান-পরিসংখ্যানের যুদ্ধ। সেই সঙ্গে গুরুগম্ভীর রাজনৈতিক আবহেও একটু ঠাট্টা মস্করা।
নবান্নে বসে একের পর এক পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহের দাবিকে নস্যাৎ করার পাশাপাশি হাল্কা মেজাজে ঠাট্টা করতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
অর্থনীতি থেকে স্বাস্থ্য, শিল্প- রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে একের পর এক আক্রমণ করেছিলেন অমিতা শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সব প্রশ্নের জবাব দিয়ে ধোকলা খাওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।
বললেন, "আমি কিন্তু সব উত্তর দিয়ে দিলাম। অমিত শাহকে খাওয়াতে হবে। ধোকলা খাওয়াতে হবে। আরেকটা খুব ভালবাসি, তবে নামটা মনে পড়ছে না।"
রাজনীতির লড়াইয়ের মধ্যেও অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ভোটের আগে উন্নয়ন বনাম অনুন্নয়নের দাবির লড়াই। খতিয়ান-পরিসংখ্যানের যুদ্ধ। সেই সঙ্গে গুরুগম্ভীর রাজনৈতিক আবহেও একটু ঠাট্টা মস্করা।
নবান্নে বসে একের পর এক পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহের দাবিকে নস্যাৎ করার পাশাপাশি হাল্কা মেজাজে ঠাট্টা করতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
অর্থনীতি থেকে স্বাস্থ্য, শিল্প- রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে একের পর এক আক্রমণ করেছিলেন অমিতা শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সব প্রশ্নের জবাব দিয়ে ধোকলা খাওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।
বললেন, "আমি কিন্তু সব উত্তর দিয়ে দিলাম। অমিত শাহকে খাওয়াতে হবে। ধোকলা খাওয়াতে হবে। আরেকটা খুব ভালবাসি, তবে নামটা মনে পড়ছে না।"
রাজনীতির লড়াইয়ের মধ্যেও অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
WB Election 2021 LIVE: "আমরা রেশনের চাল খাই, উনি আসবেন বলে মিনিকিট কিনেছিলাম", অনুব্রতর পাশে বসে মন্তব্য বাউল বাসুদেব দাসের
আমরা রেশনের চাল খাই, শাহ আসবেন বলে মিনিকিট কিনেছিলাম। খাওয়া দাওয়া করেই চলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলা হল না। অনুব্রত মণ্ডলের পাশে বসে আক্ষেপ বাউল বাসুদেব দাসের। অভিযোগ শুনে শিল্পীর মেয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি। বাউল শিল্পীকে ঘিরে তুঙ্গে শাসক-বিরোধী চাপানউতোর।
আমরা রেশনের চাল খাই, শাহ আসবেন বলে মিনিকিট কিনেছিলাম। খাওয়া দাওয়া করেই চলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলা হল না। অনুব্রত মণ্ডলের পাশে বসে আক্ষেপ বাউল বাসুদেব দাসের। অভিযোগ শুনে শিল্পীর মেয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি। বাউল শিল্পীকে ঘিরে তুঙ্গে শাসক-বিরোধী চাপানউতোর।
পূর্বস্থলীতে শুভেন্দুর পাল্টা সভা সুজাতার।বৃহস্পতিবার পূর্বস্থলীতেই তৃণমূলের পাল্টা সভা।
তৃণমূলের সভায় থাকবেন সুজাতা, কুণাল।
তৃণমূলের সভায় থাকবেন সুজাতা, কুণাল।
দলবদল করে নিরাপত্তা পেল সুজাতা।সুজাতা মণ্ডল খাঁকে নিরাপত্তা দিল রাজ্য।তার সঙ্গে ৩ জন নিরাপত্তা রক্ষী।বড়জোড়ার বাড়িতে ৪ জন রক্ষী
সায়ন্তন বসুকে শো-কজ করল বিজেপি।জিতেন্দ্রনাথ তিওয়ারি নিয়ে মুখ খোলার জন্য শো-কজ। ৭ দিনের মধ্যে জবাব তলব। তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়া নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি নেতা। তাঁদের মধ্যে ছিলেন সায়ন্তনও।
শুভেন্দু বিজেপির অনেক মুখের একজন। ওঁকে বাড়তি গুরুত্ব নয়। শুভেন্দুর জনসভায় কত লোক হয়, সেদিকে নজর রাখব। কেন নন্দীগ্রাম ছেড়ে উনি প্রথম জনসভায় পূর্ব বর্ধমানে, সে প্রশ্নের অবশ্য জবাব পেলাম না। কটাক্ষ সৌগত রায়ের।
দিলীপ ঘোষ আরও বলেছেন, ‘গরিব মানুষ টাকা পাচ্ছে না, অথচ তৃণমূল নেতাদের নামে টাকা চলে যাচ্ছে।দিদি বলছেন কিছু ভুল হয়েছে। কৃষকরা ফসল বিক্রি করে টাকা পাচ্ছেন না।
অর্ধেক টাকা চলে যাচ্ছে কালীঘাটে, অর্ধেক টাকা চলে যাচ্ছে ভাইপোর কাছে। চাকরি, ব্যবসা কিছু করতে পারবেন না, শুধুই কাটমানি। ২০০ আসন নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি।
অর্ধেক টাকা চলে যাচ্ছে কালীঘাটে, অর্ধেক টাকা চলে যাচ্ছে ভাইপোর কাছে। চাকরি, ব্যবসা কিছু করতে পারবেন না, শুধুই কাটমানি। ২০০ আসন নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি।
দিলীপ ঘোষ বলেছেন, ‘শুভেন্দুর ওপেনিং ব্যাটিং দেখলাম।
বাংলায় পরিবর্তন হতে চলেছে। বাংলাকে সোনার বাংলা গড়তে হবে।
সোনার বাংলায় গুরুত্ব দেওয়া হবে গরিব মানুষদের।
বাংলায় পরিবর্তন হয়েছে শুধু পিসি-ভাইপোর, আর কারও হয়নি।
তৃণমূল নেতাদের পরিবর্তন হয়েছে, যাঁরা এটা মানতে পারেননি তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন।
মায়েদের চোখের জল মুছিয়েছেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি হচ্ছে।
কিন্তু বাংলায় অর্ধেক লোক এই প্রকল্পের সুবিধা পায় না।
প্রকল্পের সুবিধা নিতে গেলে ২০০০০ টাকা চায়।
গরিবদের জন্য প্রকল্পেও কাটমানি।
আমফানের টাকাও লুঠেপুটে নিয়েছে।
বাংলায় পরিবর্তন হতে চলেছে। বাংলাকে সোনার বাংলা গড়তে হবে।
সোনার বাংলায় গুরুত্ব দেওয়া হবে গরিব মানুষদের।
বাংলায় পরিবর্তন হয়েছে শুধু পিসি-ভাইপোর, আর কারও হয়নি।
তৃণমূল নেতাদের পরিবর্তন হয়েছে, যাঁরা এটা মানতে পারেননি তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন।
মায়েদের চোখের জল মুছিয়েছেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি হচ্ছে।
কিন্তু বাংলায় অর্ধেক লোক এই প্রকল্পের সুবিধা পায় না।
প্রকল্পের সুবিধা নিতে গেলে ২০০০০ টাকা চায়।
গরিবদের জন্য প্রকল্পেও কাটমানি।
আমফানের টাকাও লুঠেপুটে নিয়েছে।
শুভেন্দু বললেন, ‘কংগ্রেস ভেঙে তৃণমূল করেছেন, সেই কংগ্রেসের হাত ধরতে হয়েছিল তৃণমূলকে।
আমায় বিশ্বাসঘাতক বলছে, আমায় মিরজাফর বলছে। বাংলায় পরিবর্তনের পরিবর্তন চাই।
শিল্প আনতে হবে, বেকারকে চাকরি দিতে হবে। দিলীপ ঘোষের নেতৃত্বে সবাই জোট বাঁধুন।দিলীপ ঘোষের নেতৃত্বে দল যা বলবে তাই করতে হবে। সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি, নৈতিকতা বিসর্জন দিইনি।’
আমায় বিশ্বাসঘাতক বলছে, আমায় মিরজাফর বলছে। বাংলায় পরিবর্তনের পরিবর্তন চাই।
শিল্প আনতে হবে, বেকারকে চাকরি দিতে হবে। দিলীপ ঘোষের নেতৃত্বে সবাই জোট বাঁধুন।দিলীপ ঘোষের নেতৃত্বে দল যা বলবে তাই করতে হবে। সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি, নৈতিকতা বিসর্জন দিইনি।’
শুভেন্দু বললেন, ‘সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি।রাস্তায় রাস্তায় তোলাবাজি বন্ধ হবে।
অমিত শাহ টাইট দেওয়ায় গরুপাচার-কয়লাপাচার বন্ধ হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচারও বন্ধ হয়ে যাবে।
দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে সরকার। কৃষকরা যদি ৬০০০ করে পেতে চান, তাহলে বিজেপি সরকার চাই।
অমিত শাহ টাইট দেওয়ায় গরুপাচার-কয়লাপাচার বন্ধ হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচারও বন্ধ হয়ে যাবে।
দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে সরকার। কৃষকরা যদি ৬০০০ করে পেতে চান, তাহলে বিজেপি সরকার চাই।
‘১৯৯৮-তে বিজেপি আশ্রয় না দিলে তৃণমূল উঠে যেত’, বললেন শুভেন্দু
দলবদলের পর, আজ প্রথম বিজেপির হয়ে জনসভা শুভেন্দু অধিকারীর। পূর্ব বর্ধমানের দুটি জায়গায় আজ বিজেপির জনসভা ও যোগদান কর্মসূচি। পূর্বস্থলীর জনসভায় একই মঞ্চে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ।ভাষণ শুরু করেছেন শুভেন্দু।
WB Election 2021 LIVE: জানুয়ারিতে রাজ্যে আসছেন অমিত শাহ, ফেব্রুয়ারিতে আসতে পারেন প্রধানমন্ত্রীও
ফেব্রুয়ারিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। খবর পিএমও সূত্রে। তিনদিনের সফরে জানুয়ারিতে আসছেন অমিত শাহও। ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবেন রাজ্যে। হাওড়ায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ফেব্রুয়ারিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। খবর পিএমও সূত্রে। তিনদিনের সফরে জানুয়ারিতে আসছেন অমিত শাহও। ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবেন রাজ্যে। হাওড়ায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
WB Election 2021 LIVE: গাইঘাটায় যোগদান মেলার আগে প্রকাশ্যে বিজেপির 'গোষ্ঠীদ্বন্দ্ব'
গাইঘাটায় যোগদান মেলার আগে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মঞ্চের পাশেই দেখা গেল মণ্ডল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার। আদি বিজেপির নামে ওই পোস্টারে দলীয় নেতার বিরুদ্ধে আমফানের টাকা তছরুপের অভিযোগ তোলা হয়েছে। এখানেই আজ বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার যোগদান মেলার আয়োজন করা হয়েছে। তার আগে এধরনের পোস্টার পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূলই পোস্টার লাগিয়েছে। তৃণমূল দাবি করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে মিথ্যা বলছে বিজেপি।
গাইঘাটায় যোগদান মেলার আগে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মঞ্চের পাশেই দেখা গেল মণ্ডল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার। আদি বিজেপির নামে ওই পোস্টারে দলীয় নেতার বিরুদ্ধে আমফানের টাকা তছরুপের অভিযোগ তোলা হয়েছে। এখানেই আজ বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার যোগদান মেলার আয়োজন করা হয়েছে। তার আগে এধরনের পোস্টার পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূলই পোস্টার লাগিয়েছে। তৃণমূল দাবি করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে মিথ্যা বলছে বিজেপি।
WB Election 2021 LIVE: যোগদান মেলা থেকে ফেরার পথে দুর্গাপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
দুর্গাপুরে বিজেপির যোগদান মেলা থেকে ফেরার পথে, সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল। উভয়পক্ষের ৭ জন আহত হন। গতকাল রাতে ঘটনাটি ঘটে কাঁকসার কাজলাডিহি এলাকায়। গতকাল দুর্গাপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে যোগদান মেলার আয়োজন করা হয়। বিজেপি অভিযোগ করেছে, যোগদান কর্মসূচি থেকে ফেরার পথে, তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে। তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় বিজেপি কর্মীরাই হামলা চালায়। বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
দুর্গাপুরে বিজেপির যোগদান মেলা থেকে ফেরার পথে, সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল। উভয়পক্ষের ৭ জন আহত হন। গতকাল রাতে ঘটনাটি ঘটে কাঁকসার কাজলাডিহি এলাকায়। গতকাল দুর্গাপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে যোগদান মেলার আয়োজন করা হয়। বিজেপি অভিযোগ করেছে, যোগদান কর্মসূচি থেকে ফেরার পথে, তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে। তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় বিজেপি কর্মীরাই হামলা চালায়। বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
WB Election 2021 LIVE: ১২ জানুয়ারি ফের রাজ্যে অমিত শাহ, অংশ নেবেন বিবেকানন্দর জন্মদিবসে যুব উৎসবে
জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিবসে আসছেন অমিত শাহ। অংশ নেবেন হাওড়ার জনসভায়। বিবেকানন্দর জন্মদিবসে যুব উৎসবে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিবসে আসছেন অমিত শাহ। অংশ নেবেন হাওড়ার জনসভায়। বিবেকানন্দর জন্মদিবসে যুব উৎসবে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
WB Election 2021 LIVE: ১২ জানুয়ারি ফের রাজ্যে অমিত শাহ, অংশ নেবেন বিবেকানন্দর জন্মদিবসে যুব উৎসবে
জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিবসে আসছেন অমিত শাহ। অংশ নেবেন হাওড়ার জনসভায়। বিবেকানন্দর জন্মদিবসে যুব উৎসবে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জানুয়ারিতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিবসে আসছেন অমিত শাহ। অংশ নেবেন হাওড়ার জনসভায়। বিবেকানন্দর জন্মদিবসে যুব উৎসবে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
WB Election 2021 LIVE: মালদার হবিবপুরে শুভেন্দুর পোস্টারে কালি, লেখা "গদ্দার মীরজাফর"
মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর পোস্টারে লাগানো হল কালি। পোস্টারে লেখা রয়েছে, গদ্দার মীরজাফর। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি কটাক্ষ করেছে, এটাই তৃণমূলের সংস্কৃতি, ভয় পেয়ে এধনের ঘটনা ঘটাচ্ছে। তৃণমূল দাবি করেছে, পোস্টার লাগানোর সঙ্গে তারা যুক্ত নয়। যদিও তৃণমূল যুব কংগ্রেসের তরফে পোস্টার লাগানোর কথা স্বীকার করা হয়েছে।
মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর পোস্টারে লাগানো হল কালি। পোস্টারে লেখা রয়েছে, গদ্দার মীরজাফর। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি কটাক্ষ করেছে, এটাই তৃণমূলের সংস্কৃতি, ভয় পেয়ে এধনের ঘটনা ঘটাচ্ছে। তৃণমূল দাবি করেছে, পোস্টার লাগানোর সঙ্গে তারা যুক্ত নয়। যদিও তৃণমূল যুব কংগ্রেসের তরফে পোস্টার লাগানোর কথা স্বীকার করা হয়েছে।
WB Election 2021 LIVE: স্ত্রী সুজাতাকে ডিভোর্সের নোটিস পাঠালেন সৌমিত্র খাঁ
ডিভোর্সের নোটিস পাঠালেন সৌমিত্র খাঁ। আইনজীবীর মাধ্যমে স্ত্রী সুজাতাকে পাঠালেন নোটিস পাঠালেন বিজেপি সাংসদ। স্ত্রী-র দলত্যাগের পর গতকালই বলেছিলেন সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ।
ডিভোর্সের নোটিস পাঠালেন সৌমিত্র খাঁ। আইনজীবীর মাধ্যমে স্ত্রী সুজাতাকে পাঠালেন নোটিস পাঠালেন বিজেপি সাংসদ। স্ত্রী-র দলত্যাগের পর গতকালই বলেছিলেন সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ।
WB Election 2021 LIVE: "তৃণমূল কংগ্রেসে যোগ্য সম্মান পাইনি", বিজেপিতে যোগ দিয়ে ক্ষোভ উগরে দিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক
বিজেপিতে যোগ দিয়ে পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক। গতকাল সাংবাদিক বৈঠকে সদ্য তৃণমূলত্যাগী পুর প্রশাসক কার্তিকচন্দ্র পাল দাবি করেন, তৃণমূল কংগ্রেসে যোগ্য সম্মান পাইনি। যাঁর হাত ধরে তৃণমূলে এসেছিলাম, সেই শুভেন্দু অধিকারীর একনিষ্ঠ অনুগামী হিসেবে সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপিতে যোগ দিয়েছি। জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, যোগ্য সম্মান দিয়েই ওই যুব তৃণমূল নেতাকে প্রথমে পুর প্রধান ও পরে পুর প্রশাসক পদে বসানো হয়।
বিজেপিতে যোগ দিয়ে পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক। গতকাল সাংবাদিক বৈঠকে সদ্য তৃণমূলত্যাগী পুর প্রশাসক কার্তিকচন্দ্র পাল দাবি করেন, তৃণমূল কংগ্রেসে যোগ্য সম্মান পাইনি। যাঁর হাত ধরে তৃণমূলে এসেছিলাম, সেই শুভেন্দু অধিকারীর একনিষ্ঠ অনুগামী হিসেবে সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপিতে যোগ দিয়েছি। জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, যোগ্য সম্মান দিয়েই ওই যুব তৃণমূল নেতাকে প্রথমে পুর প্রধান ও পরে পুর প্রশাসক পদে বসানো হয়।
WB Election 2021 LIVE: শুভেন্দু যাওয়ার পর ফের সক্রিয় দলের বহু কর্মী, দাবি অখিল গিরির
শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল জেলা সভাপতির বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অখিল গিরি মন্তব্য করেন, দলের যে সমস্ত কর্মীরা কাজ করছিলেন না, শুভেন্দু অধিকারী চলে যাওয়ায় তাঁরা ফের সক্রিয় হয়েছেন। এমনকি অন্য দল থেকে তৃণমূলে ফিরতেও শুরু করেছেন। এর জবাবে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত কণিষ্ক পণ্ডা রামনগরের বিধায়ক অখিল গিরির আসন ধরে রাখা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন। গতকাল অখিল গিরির সাংবাদিকর বৈঠকে উপস্থিত ছিলেন ভগবানপুরের তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি। এর আগে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত ছিলেন এই বিধায়ক।
শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল জেলা সভাপতির বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অখিল গিরি মন্তব্য করেন, দলের যে সমস্ত কর্মীরা কাজ করছিলেন না, শুভেন্দু অধিকারী চলে যাওয়ায় তাঁরা ফের সক্রিয় হয়েছেন। এমনকি অন্য দল থেকে তৃণমূলে ফিরতেও শুরু করেছেন। এর জবাবে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত কণিষ্ক পণ্ডা রামনগরের বিধায়ক অখিল গিরির আসন ধরে রাখা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন। গতকাল অখিল গিরির সাংবাদিকর বৈঠকে উপস্থিত ছিলেন ভগবানপুরের তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি। এর আগে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত ছিলেন এই বিধায়ক।
WB Election 2021 LIVE: পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিজেপির 'গোষ্ঠীদ্বন্দ্ব'
পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলার অভিযোগ উঠল মণ্ডল সভাপতির ভাইয়ের বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যার দাবি, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তোলায় গতকাল রাতে মণ্ডল সভাপতির ভাইয়ের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে ভাঙচুর চলে। এনিয়ে বেলদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গন্ডগোলের কথা স্বীকার করলেও, গোষ্ঠীকোন্দলের ঘটনা মানতে চাননি বিজেপির মণ্ডল সভাপতি।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলার অভিযোগ উঠল মণ্ডল সভাপতির ভাইয়ের বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যার দাবি, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তোলায় গতকাল রাতে মণ্ডল সভাপতির ভাইয়ের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে ভাঙচুর চলে। এনিয়ে বেলদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গন্ডগোলের কথা স্বীকার করলেও, গোষ্ঠীকোন্দলের ঘটনা মানতে চাননি বিজেপির মণ্ডল সভাপতি।
WB Election 2021 LIVE: রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে পড়ল বহিরাগত পোস্টার
রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে পড়ল বহিরাগত পোস্টার। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে ওই পোস্টারে লেখা, স্যুটে-বুটে পরিযায়ী আর নয়, এবার ভূমিপুত্র চাই। এদিন সকালে সলপ ও বাঁকড়ার একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ এ ধরনের পোস্টার দেখা যায়। বেশ কয়েকদিন ধরেই বেসুরো রাজীব বন্দ্যেপাধ্যায়। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বনমন্ত্রী। সম্প্রতি একসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া দাদার অনুগামীদের পোস্টারে ছেয়ে যায় ডোমজুড় বিধানসভা এলাকা। এই পরিস্থিতিতে রাজীবের বিধানসভা কেন্দ্রে বহিরাগত পোস্টার পড়ায় তৈরি হয়েছে জল্পনা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে পড়ল বহিরাগত পোস্টার। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে ওই পোস্টারে লেখা, স্যুটে-বুটে পরিযায়ী আর নয়, এবার ভূমিপুত্র চাই। এদিন সকালে সলপ ও বাঁকড়ার একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ এ ধরনের পোস্টার দেখা যায়। বেশ কয়েকদিন ধরেই বেসুরো রাজীব বন্দ্যেপাধ্যায়। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বনমন্ত্রী। সম্প্রতি একসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া দাদার অনুগামীদের পোস্টারে ছেয়ে যায় ডোমজুড় বিধানসভা এলাকা। এই পরিস্থিতিতে রাজীবের বিধানসভা কেন্দ্রে বহিরাগত পোস্টার পড়ায় তৈরি হয়েছে জল্পনা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রেক্ষাপট
পূর্ব বর্ধমান: দলবদলের পর, আজ প্রথম বিজেপির হয়ে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানে আজ বিজেপির দুটি জনসভা ও যোগদান কর্মসূচি রয়েছে।
কেতুগ্রামের জনসভায় একই মঞ্চে দেখা যাবে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে। জনসভায় ভাষণও দেবেন প্রাক্তন মন্ত্রী।
এর আগে পূর্বস্থলীর ছাতনি মোড়েও বিজেপির জনসভা ও যোগদান কর্মসূচি রয়েছে। সেখানেও একই মঞ্চে দেখা যাবে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে।
জনসভায় ভাষণও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য। সেখানে ভাষণ দেবেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা।
শুভেন্দু অধিকারী ও সৈকত পাঁজা সহ একঝাঁক নেতা-মন্ত্রী, সাংসদ শনিবার অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -