WB Election 2021 LIVE Updates: ফাইভ স্টার থেকে খাবার আসছে, একটু ছিঁড়ে মুখে দিচ্ছেন,পুরোটা খান না: মমতা

West Bengal Assembly Election 2021 LIVE Updates: বামেদের সঙ্গে আসন নিয়ে জটিলতা কমলেও, কংগ্রেসের সঙ্গে জট এখনও কাটেনি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Feb 2021 06:41 AM
'বিজেপির থেকে টাকা নিয়ে কেউ কেউ সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে'

 


তৃণমূল নেত্রী বলেছেন, ‘ নিহত বাঘের চেয়ে আহত বাঘ ভয়ঙ্কর।কেন্দ্রীয় পুলিশ নিয়ে আসবে ভয় পাবেন না। বেশি ভয় দেখালে বাড়ির মেয়েরা খুন্তি নিয়ে দাঁড়াবে। নিজের এলাকায় নজর রাখুন, অনেক জায়গায় টাকা দেওয়া হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। ফর্মুলা দেখে এলাকা দখল করতে গুণ্ডা নিয়ে আসছে বিজেপি। বহিরাগতদের ঢুকতে দেবেন না। রথযাত্রা ফ্লপ, বাইরে থেকে লোক ভাড়া করে আনছে। প্রতিদিন লোক নাকি হামলা করে ? আগে নিজেদের সামলাও। পুরাতনরা কেউ নেই, কিছু এঁচোড়ে পাকা আছে, তারাই বিজেপিকে খেয়ে নিচ্ছে। ২০২১ সালে সবচেয়ে বেশি ভোটে জিতবে তৃণমূল। বাংলাকে ধমকালে, চমকালে বাংলা গর্জায়। কেউ কেউ সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। জগাই, মাধাই, গদাইকে বিদায় করুন। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে বিদায় করুন। কোনও ঝগড়াঝাঁটি নয়, যে তৃণমূলের প্রতীক পাবে, সেই নিয়েই লড়াই করবে।’

'অভিষেককে মারার চেষ্টা হয়েছে, চোখ উপড়ে গেছিল'

তৃণমূল নেত্রী বলেছেন, ‘এই চেহারায় হবে না, ফোলা ফোলা চেহারা। গুলি-বন্দুকের সঙ্গে লড়াই করে বেঁচে গেছি। আমার পরিবারের সবাই রাজনীতি করে।


অভিষেক স্পেশাল প্রায়োরিটি পায় না আমার কাছে। হাজরায় হামলার পর আমার মাথা ফেটে গেছিল, মাথায় ব্যান্ডেজ ছিল। অভিষেক হাতে পতাকা নিয়ে মিছিল করত। ওর এই আগ্রহ দেখে রাজনীতিতে এনেছি। অন্যদিকে সবাই ছেলেদের বিদেশে পাঠিয়ে দেয়। অভিষেককে মারার চেষ্টা হয়েছে, চোখ উপড়ে গেছিল। আমার পরিবার এমন কাজ করবে না যাতে মানুষের বদনাম হয়।


আমার জন্য কথা শুনতে হয় অভিষেককে। অভিষেক একটা চোখে দেখতে পায় না। অভিষেককে তো ডেপুটি চিফ মিনিস্টার করিনি। অমিত শাহ নিজের ছেলেকে রাজনীতি নামান। আমি বন্দেমাতরম বলি, তোমরা বলবে না কেন ?


সবকিছুর লক্ষ্মণরেখা থাকা উচিত, সৌজন্য থাকা উচিত।

'বলছে বাংলা দখল করবে, আগে দিল্লি সামলাও'

পৈলানে মমতা বলেছেন, ‘উত্তরপ্রদেশে তিনজন নাবালিকাকে নির্যাতন হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন ? দিল্লিতে এনআরসির নামে কত মানুষকে হত্যা করা হয়েছে? স্বৈরাচারী, বর্বরোচিত রাজনৈতিক দল বিজেপি।শুধু মানুষের মধ্যে হিংসা ছড়ায়। বলছে বাংলা দখল করবে, আগে দিল্লি সামলাও। কৃষকদের কীভাবে মেরেছে, শুধু ট্র্যাক্টর নিয়ে গেছিল। কৃষকদের সামলাতে পারে না, আবার বাংলা দখল করবে’।

‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যা বলতে পারে, কখনও দেখিনি'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যা বলতে পারে, কখনও দেখিনি। কৃষকদের অবমাননা করে পঞ্জাবে সাফ হয়ে গেছে বিজেপি।


পঞ্জাব, ত্রিপুরা, অসম, হরিয়ানায় সাফ হবে বিজেপি। বাংলায় এনপিআর, এনআরসি করতে দেব না। আগে নিজের বাবা-মার সার্টিফিকেট আছে কিনা দেখো।  তৃণমূলের বুথকর্মীদের ওপর নজর রয়েছে বিজেপির।রক্ত দিতে হলে দাও, বিজেপি-বাম-কংগ্রেসের কাছে মাথা নত নয়।গ্রামগঞ্জের মানুষকে টাকা দেবে, টাকা নিন মাংস-ভাত খান।টাকা নিয়ে ভোটের বাক্সে উল্টে দিন।শুধু ভাগাভাগির রাজনীতি, বাবা-ছেলে, মা-মেয়ের মধ্যে ভাগাভাগি।কোটি কোটি টাকা নিয়ে আসছে, আর ফাইভ স্টারের খাবার এনে খাচ্ছেন।একটু ছিঁড়ে মুখে দিচ্ছেন, পুরোটা কিন্তু খান না।গরিব মানুষকে অপমান করছে।’

'বাড়ি গিয়ে বিজেপি উল্টোপাল্টা বললে কান মলে দিন'

তৃণমূল নেত্রী বলেছেন,  ‘আগে সরস্বতী পুজোর মন্ত্র বলুক।


দুর্গাপুজোর জন্য ২৮০০০ ক্লাবকে টাকা দেয় রাজ্য।


মা দুর্গা জানে না আবার দুর্গাপুজোর কথা বলছে।


অমিত শাহ আমাকে হিন্দু ধর্ম শেখাবেন!


সবচেয়ে বড় চোর, আবার চোরের মায়ের বড় গলা।


বিজেপির কাছে শুধু কলা আছে, কলা খাও ভাগ যাও।


বাড়ি গিয়ে বিজেপি উল্টোপাল্টা বললে কান মলে দিন।


কান মলে ছবি রেখে দেবেন।’

''আমফানের সময় নাটক করে ঘুরে গেলেন মোদি''

মমতা বলেছেন, ‘আমফানের সময় ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে তৃণমূল সরকার। এক পয়সা দেয়নি কেন্দ্র, নাটক করে ঘুরে গেলেন নরেন্দ্র মোদি।


রাজ্য যে টাকা পায়, সেখান থেকে ১০০০ কোটি দিয়েছে। প্রতিদিন মিথ্যা কথা বলছে।‘’

গ্যাসের দাম ৮০০ টাকা, তখন কেন চুপ ?

মমতা বললেন ‘বাঘের হামলায় সময় বিজেপির দেখা মেলে না।গঙ্গাসাগর দেখতে গেছে বিজেপির ২ নম্বর নেতা।গঙ্গাসাগর বলছে খারাপ, আমি বলি এই মূর্তিমান কি বলছ ?লজ্জা করে না, একটা পয়সা দিয়েছ।দেশে ক্ষমতায় এসে নোটবন্দি, ঘরবন্দি, হিংসা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করেছে।গ্যাসের দাম ৮০০ টাকা, তখন কেন চুপ ?আগে অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখাক অমিত শাহ।অমিত শাহের ছেলেও ছাড় পাবে না।রোজ শুধু ভাইপো বলছে।‘তোমার ছেলের  কি করে কোটি কোটি  টাকা হচ্ছে ?’

জাকিরের ওপর হামলায় পুরো তদন্ত হওয়া উচিত: মমতা

পৈলানের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মৃত্যুর সঙ্গে লড়াই করছে রাজ্যের মন্ত্রী। সকালে গিয়েছিলাম মন্ত্রীর সঙ্গে দেখা করতে। প্রায় ২৬ জন আহত হয়েছেন। জাকির খুব পপুলার ছেলে। জাকিরের ওপর হামলায় পুরো তদন্ত হওয়া উচিত। সিট গঠন করা হয়েছে। রেলস্টেশনের ভিতর রেল পুলিশের অধীনে।বিজেপির চক্রান্ত চলছে। দক্ষিণ ২৪ পরগনার ওপর খুব লোভ বিজেপির।’

নেতা ধার করে ভোটে লড়তে চাইছে বিজেপি: অভিষেক

দক্ষিণ ২৪ পরগনার পৈলানের জনসভায় ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিধানসভা ভোটে দঃ ২৪ পরগনায় ৩১-এ ৩১ করতে হবে।এবার লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই। এবারের লড়াই শুধু বহিরাগতদের বিরুদ্ধে নয়।মাঠে-ময়দানে আমরা আছি, বুক চিতিয়ে লড়তে হবে। যেখানে ডাকবেন সেখানেই যাব, দঃ ২৪ পরগনায় ৩১-এ ৩১ করতে হবে।এবার ভোটে ২৫০টি আসনে জিততে হবে। বহিরাগতরা আবার গুজরাতে ফিরে যাবে। বাংলা লিখতে, পড়তে জানে না, তারা বাংলা দখল করবে!এতদিন কেন সোনার ভারতবর্ষ হয় নি কেন?এই ভাঁওতায় বাংলার মানুষ পা দেবে না ।অমিত শাহ কাকদ্বীপে সভা করে বলছেন, ৪ লক্ষ মৎস্যজীবীকে টাকা দেব।ওরা শুধু বলছেন, ক্ষমতায় আনুন, ভারতবর্ষকে কী করেছেন?


১ কোটি ১২ লক্ষ মানুষকে আয়ুষ্মান, ১০ কোটি পাচ্ছেন স্বাস্থ্য সাথী।অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, পা দেবেন না।৮ বছরে মোদি সরকার কী করেছে, রিপোর্ট কার্ড কোথায়?দিলীপ ঘোষের বাড়ির লোকেরাই স্বাস্থ্য সাথী কার্ড করাচ্ছেন।আগে নিজের বাড়ি সামলান, তারপরে অন্য কিছু ভাবুন।বাংলার টাকা কেন্দ্র কেটে নিয়ে যাচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে?তৃণমূল থেকে নেতা ভাঙিয়ে দল করতে হচ্ছে।নেতা ধার করে ভোটে লড়তে চাইছে।’

West Bengal Election 2021 LIVE: বাম-কংগ্রেস-আইএফএস জোট-জট পুরোপুরি কাটল না

মাঝরাত পর্যন্ত বৈঠকের পরেও, বাম-কংগ্রেস-আইএফএস জোট-জট পুরোপুরি কাটল না। বামেদের সঙ্গে আসন নিয়ে জটিলতা কমলেও, কংগ্রেসের সঙ্গে জট এখনও কাটেনি। 

WB Election 2021 LIVE: আজ দুপুরে পৈলানে মমতার সভা, উপস্থিত থাকার কথা অভিষেকেরও

দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। জেলার ৩১টি আসনের মধ্যে গত বিধানসভা ভোটে ২৯টি আসনই দখল করে তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও জেলার চারটি আসনেই জয়ী হয়েছে তারা। এই পরিস্থিতিতে বিজেপির জমি তৈরির চেষ্টা রুখে দেওয়াই তৃণমূলের লক্ষ্য। পাশাপাশি, দলের ভোটব্যাঙ্ক অটুট রাখতে বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের

WB Election 2021: জাকির হোসেনের উপর হামলার প্রতিবাদে রঘুনাথগঞ্জে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার প্রতিবাদে রঘুনাথগঞ্জের ওমরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

West Bengal Election 2021 LIVE: আজ বিজেপিতে যোগ দিচ্ছেন যুব তৃণমূলের সহ সভাপতি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

শেষপর্যন্ত সত্যি হল জল্পনা। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন যুব তৃণমূলের সহ সভাপতি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কাকদ্বীপে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেবেন তিনি। অভিষেকের গড়ে তাঁকে দলে টেনে তৃণমূলকে বার্তা দিতে চাইছে বিজেপি। খবর সূত্রের। অমিত শাহর সভায় আজ টালিগঞ্জের আরও কয়েকজন তারকার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal Election 2021 LIVE: বিস্ফোরক আইনে মামলা রুজু,  তদন্তে আজিমগঞ্জ জিআরপি

নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তে আজিমগঞ্জ জিআরপি। সকালে ঘটনাস্থলে যায় সিআইডি-র বম্ব স্কোয়াড। যাচ্ছে ফরেন্সিক দলও। 

West Bengal Election 2021 LIVE: ঝলসে গিয়েছে পা,  হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক স্প্লিন্টারের আঘাত

মন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক স্প্লিন্টারের আঘাত রয়েছে। গোড়ালির হাড় ভেঙেছে। হাড় ভেঙেছে পায়ের দু’জায়গায়। ঝলসে গিয়েছে পা। উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। হাতের বুড়ো আঙুলও মারাত্মকভাবে জখম। শরীরের একাধিক জায়গায় সপ্লিন্টারের আঘাত রয়েছে। 

WB Election 2021 LIVE: 'ওমিট অমিত শা', নামখানায় এসএফআইয়ের ব্যানার

নামখানায় অমিত শাহর সভাস্থলের কাছেই এসএফআইয়ের ব্যানার। ওমিট অমিত শাহ, প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির দাবিতে ব্যানার লাগানোর পাশাপাশি, রাস্তায় চক দিয়ে লেখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাম ছাত্র সংগঠনের দাবি। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal Election 2021 LIVE: আপাতত স্থিতিশীল মন্ত্রী জাকির হোসেন, খবর হাসপাতাল সূত্রে

বোমায় আহত মন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। খবর হাসপাতাল সূত্রে। আজ ভোর ৫টা নাগাদ মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। 

WB Election 2021 LIVE: পৈলানে কর্মিসভা মমতার

দক্ষিণ ২৪ পরগনায় অমিত শাহর কর্মসূচির দিনেই আজ পৈলানে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় সভা শুরু হওয়ার কথা। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

West Bengal Election 2021 LIVE: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ঐতিহাসিক ভিড় হবে’, বললেন সওকত মোল্লা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ঐতিহাসিক ভিড় হবে। লক্ষাধিক মানুষের জমায়েত হবে। বলেছেন দক্ষিণ ২৪ পরগনা  যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সওকত মোল্লা।

WB Election 2021 LIVE: অমিত শাহর সভা হবে ঐতিহাসিক: বিজেপি রাজ্য সহ সভাপতি, রাজু বন্দ্যোপাধ্যায়

অমিত শাহর সভা হবে ঐতিহাসিক। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রকৃত অর্থেই পরিবর্তন শুরু হবে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন লোক হয় না। ১০০ দিনের কাজে যাঁরা যুক্ত, তাঁদের ডেকে এনে সভা ভরাতে হয়।  সেখানে আমাদের সভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দেন। 

প্রেক্ষাপট

দক্ষিণ ২৪ পরগনায় আলাদা জায়গায় আজ সভা অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের।  গঙ্গাসাগর, নামখানা ও কাকদ্বীপে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বুধবার রাতেই শহরে চলে এসেছেন অমিত শাহ।  পৈলানে কর্মিসভা করবেন তৃণমূলনেত্রী।  যে সভায় থাকবেন অভিযেক বন্দ্যোপাধ্যায়ও। কার সভায় কত লোক হবে, তা নিয়ে শুরু হয়েছে দাবি, পাল্টা দাবি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.