WB Election 2021 LIVE Updates: দেগঙ্গায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগে আটক বিহারের ২ যুবক

West Bengal Assembly Election 2021 LIVE Updates: আটক দুই যুবক বিজেপির কর্মী বলে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Feb 2021 06:50 AM
WB Election 2021 LIVE: দেগঙ্গায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগে আটক বিহারের ২ যুবক

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগে আটক ২ যুবক।  পুলিশ সূত্রে দাবি, আটক দুই যুবক বিহারের বাসিন্দা। ওই দুই যুবক বিজেপির কর্মী বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  আজই বিজেপির পরিবর্তন  যাত্রা দেগঙ্গায় পৌঁছোনোর কথা।তার আগে এই পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।  তৃণমূলের অভিযোগ, দেগঙ্গা বাজার এলাকার আমিনপুর রোডে বিজেপির দুই কর্মী তাদের পোস্টার ছিঁড়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল।  সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের হাতেনাতে ধরে ফেলে।  তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

West Bengal Election 2021 LIVE:  সিবিআই নোটিসের জবাব দিলেন অভিষেকের স্ত্রী রুজিরা

সিবিআইয়ের নোটিসের জবাব দিলেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। গতকাল কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই রুজিরার বাড়িতে নোটিস ঝুলিয়ে দিয়ে এসেছিল।  রুজিরা সিবিআইকে জবাবে জানিয়েছেন, তিনি আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সময় দিতে রাজি। তিনি জানিয়েচেন, ওই সময়ের মধ্যে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারেন।  

West Bengal Election 2021 LIVE:  বীরভূমে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

বীরভূমের দুবরাজপুর ব্লকের বেশ কয়েকটি গ্রামে আজ সকালে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে।  স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে ওই রুট মার্চ হয়।  

WB Election 2021 LIVE: কয়লাকাণ্ডের তদন্তে মিলেছে নতুন তথ্য, দাবি সিবিআই সূত্রে

কয়লাকাণ্ডের তদন্তে নতুন তথ্য মিলেছে বলে দাবি সিবিআই সূত্রে।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে।  ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রচুর অর্থ।  সিবিআই সূত্রে দাবি,  ওই অ্যাকাউন্টের সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

West Bengal Election 2021 LIVE:  বারুইপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আজ সকালে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী।  বারুইপুরের বেলেগাছি এলাকায় এসডিপিও এবং আইসি-র নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে।  

PM Modi in Bengal: এক ঝলকে মোদির সফরসূচি...

PM Modi in Bengal: এক ঝলকে মোদির সফরসূচি...

Modi in Bengal: এক ঝলকে মোদির সফরসূচি...

Modi in Bengal: এক ঝলকে মোদির সফরসূচি...

Modi in Bengal: এক ঝলকে মোদির সফরসূচি...

Modi in Bengal: এক ঝলকে মোদির সফরসূচি...

প্রেক্ষাপট

আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। ওই দিনই হুগলির সাহাগঞ্জে  ডানলপ ময়দানে রাজনৈতিক জনসভা করবেন তিনি। আজ দুপুর ৩টে নাগাদ অসম থেকে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে চুঁচুড়া যাবেন তিনি। পরে গাড়িতে ডানলপ সভামঞ্চে পৌছবেন নরেন্দ্র মোদি। ডানলপ ময়দানে জনসভা করবেন তিনি। জনসভা শেষে পাশের সরকারি মঞ্চ থেকে একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.