WB Election 2021 LIVE: ‘ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে’, রাজ্যের কিষাণ-নিধি প্রকল্পে সায় নিয়ে কটাক্ষ শুভেন্দুর

West Bengal Assembly Election 2021 LIVE Updates: তমলুকের সভা থেকে তৃণমূলেকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jan 2021 07:53 PM
WB Election 2021 LIVE: তৃণমূলের দুই বেসুরো নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও রথীন চক্রবর্তীর বৈঠক




অরণ্য ভবনে বৈঠক তৃণমূলের দুই বেসুরো নেতার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। দু’জনের মধ্যে ঘণ্টাখানেক বৈঠক হয়। বৈঠকের পর রথীন চক্রবর্তী দাবি করেন, অসুস্থ রাজীবকে দেখতে এসেছিলেন। এদিন, আরও একবার দলের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র। এখনও রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
WB Election 2021 LIVE: সাংবিধানিক ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিনয় তামাঙ্গের



সাংবিধানিক ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিনয় তামাঙ্গ। চিঠিতে দার্জিলিঙের পার্বত্য অঞ্চল, তরাই, ডুয়ার্স ও গোর্খাদের সাংবিধানিক ন্যায় বিচার চাওয়া হয়েছে। মোদিকে পাঠানো চিঠিতে গোর্খাদের দীর্ঘদিনের ইতিহাসের কথা উল্লেখ করেছেন বিনয় তামাঙ্গ।
WB Election 2021 LIVE: ‘কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার’, মমতাকে আক্রমণ শুভেন্দুর



তমলুকের সভা থেকে তৃণমূলেনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার।’ তিনি বলেন, ‘তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। যাঁরা ক্রীতদাস তাঁরা থাকবেন, যাঁদের আত্মসম্মান আছে তাঁরা থাকবেন না।’
WB Election 2021 LIVE: ‘ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে’, রাজ্যের কিষাণ-নিধি প্রকল্পে সায় নিয়ে কটাক্ষ শুভেন্দুর



তমলুকের সভা থেকে তৃণমূলেনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘অর্জুনের ছেলের কাছে ভোটে হেরেছেন, আবার বড় বড় কথা। এখন বলছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প চালু করলাম। ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে।’
WB Election 2021 LIVE: ‘কোথাও যোগদানের প্রশ্ন নেই, সব কথা প্রকাশ্যে বলতে চাই না’, বললেন লক্ষ্মীরতন




‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। বিরোধী দলের নেতাদের উপরেও কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না।
সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। ক্রীড়বিদ হিসেবে সব রাজনৈতিক দলকে সম্মান জানাই। রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই। সব কথা প্রকাশ্যে বলতে চাই না।’
WB Election 2021 LIVE: ‘রাজনীতি থেকে আপাতত সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখনও বিধায়ক পদ ছাড়িনি’, বললেন লক্ষ্মীরতন




‘রাজনীতি থেকে আপাতত সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের সবাইকে ধন্যবাদ। এখনও বিধায়ক পদ ছাড়িনি, রাস্তায় বেরবো। ক্রীড়াবিদ হিসেবেই আমার সবথেকে বড় পরিচয়। ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাব। বিধায়ক পদে পূর্ণ সময় থাকব।
‘১০ বছরে মমতা এখনও টালির ছাদওয়ালা বাড়িতে থাকে’
‘নরেন্দ্র মোদি এখন ৬ কোটির টাকা গাড়িতে চড়েন’
‘মমতা আগের গাড়িতেই চড়েন, মমতার জীবনযাপন একই আছে’
‘নোটবন্দির পর ৪ বছর পেরিয়েছে জিডিপির পতন’
‘নোটবন্দি, জিএসটিতে ব্যাঙ্কের বাইরে লাইন’
‘নোটবন্দি-জিএসটির লাইন ছিল ভয়ের জন্য’
‘আর দুয়ারে সরকারে লাইন বিনম্রতার’
‘এখন অনেকে সততার মূর্তি হতে চাইছেন’
‘বাংলা কি নরেন্দ্র মোদির হাতের মোয়া ?’
‘মধ্যপ্রদেশ, বিহারে কোনও চোর ধরা পড়ে না’
‘কারণ এই রাজ্যগুলিতে বিজেপি সরকার’
‘কাকে টাকা নিতে দেখেছিলেন, তোলাবাজ কে ?’
‘আপনি উপসর্গহীন বেইমান, দলের খেয়ে দলের সঙ্গে গদ্দারি’
‘বলেছিলাম বাড়িতে পদ্মফুল ফোটাতে পারোনি’
‘সঙ্গে সঙ্গে একটা ভাইকে বিজেপিতে যোগদান করিয়েছ’
‘তার মানে বাড়িতে আরও উপসর্গহীন রয়েছে’
‘পদ্মফুল শুকিয়ে যাবে, ঘাসফুল কাটলে আরও বাড়বে’
‘বেইমানি, পাল্টিবাজি করে বিজেপিতে বাঁচার চেষ্টা’
‘দিল্লি-গুজরাতের কাছে বাংলাকে বিক্রি করার চেষ্টা, লাভ হবে না’
‘নবান্নে ফের হাওয়াই চটি’
‘বলছে স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান নেই’
‘নেতাজি না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি হত না’
‘বাংলাকে কলুষিত করলে আগামীতে কড়ায় গন্ডায় জবাব’
‘পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা’
‘আগামীদিনে বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় করুন’
‘রবীন্দ্রনাথকে সম্মান করে না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাদের চাই না’
‘বিজেপি এমন ভাব দেখাচ্ছে যেন কালকেই ক্ষমতা আসবে’
‘দিল্লি পরিচালনা করবে গঙ্গারামপুর, মেদিনীপুর, কোচবিহারকে ?
‘বলছে তোলাবাজ ভাইপো হঠাও’
‘আমার তোলাবাজি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চ তৈরি করে দিন’
‘মৃত্যুবরণ করব, ইডি-সিবিআই লাগাতে হবে না’
বহিরাগত, দিল্লির নেতারা বহিরাগত’
‘বুকের পাটা নেই বলে নাম করছে না’
‘পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, চিন যে ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করবে’
‘তাঁদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে।
‘গালওয়ানের ভ্যালির কী অবস্থা, অথচ চুপ নরেন্দ্র মোদি, অমিত শাহ’
‘চিনকে জবাব দেওয়া হবে না ?’
‘আমরা চাই পাকিস্তানের লাল চোখ গুঁড়িয়ে দেওয়া হোক’
‘ভারতের জমি কোনও দেশ দখল করতে চাইলে রুখে দাঁড়াতে হবে’
‘নির্বাচনের সময় জওয়ানদের নিয়ে রাজনীতি’
‘নির্বাচন চলে গেলে জওয়ানদের ভুলে যায়’
‘সাংসদ সুকান্ত মজুমদারকে জিতিয়েছেন’
‘আমাকে বলছে বহিরাগত, আমি ব্রাহ্মণ সন্তান, আমি বহিরাগত’
‘অথচ কৈলাস বিজয়বর্গীয় বাংলা বলতে জানেন না’
‘তাহলে কে বহিরাগত ? শুধুই চাটুকারিতা’
‘চলবে না অন্যায়, ফিরবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি’
‘উন্নয়নের নিরিখে মমতা বনাম মোদি রিপোর্ট কার্ড পেশ করুন’
‘গো হারা হারবে বিজেপি’
‘বাংলা গুজরাতের তল্পিবাহকতা করবে না’
‘বাংলা দিল্লির কাছে মাথা নত করবে না’
‘কটাক্ষ করে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ভোটের সময় বিজেপি, পরিষেবা দেওয়ার সময় তৃণমূল। বলেন, নরেন্দ্র মোদি বলেছিলেন, বেইমান হোক বা ডাকাত কেউ ছাড়া পাবে না। কিন্তু এখন সব বেইমান, ডাকাত বিজেপিতে ঢুকে গেছে।
‘দক্ষিণ দিনাজপুরে আজকের সভা সব রেকর্ড ভেঙে দিয়েছে। যে কটা পদ্ম ২০১৯ সালে ফুটিয়েছিলেন, সব বানের জলে ভেসে যাবে। মে মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়ে ফলাফল ঘোষণা।৫ মাস লড়াই করে মমতার হাত শক্ত করুন। আগামী ৫ বছর উন্নয়নের জোয়ার থেকে কোনও পরিবার বঞ্চিত হবে না। বিজেপিকে বিদায় করতে হবে। মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করুন। বললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
আজ গঙ্গারামপুরে তৃণমূলের জনসভায় তিনি বিজেপিকে নিশানা করে বলেন, বহিরাগতদের নিয়ে বাংলার কৃষ্টি নষ্টের চেষ্টা করা হচ্ছে। ২০১৯ সালের পর বিজেপির কোনও নেতাকে দেখা যায়নি। প্রধানমন্ত্রী, বিজেপির বড় নেতাদের দেখা যায়নি, কিন্তু মানুষের পাশে থেকেছেন তৃণমূলের নেতা-কর্মীরা, দাবি করেন তিনি।
শুভেন্দু এসে 'অশুদ্ধ' করেছেন, নেতাইয়ের শহিদ বেদি গঙ্গাজলে ধুল তৃণমূল





ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নেতাইয়ে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপনও করেন তিনি। শুভেন্দু অধিকারী শ্রদ্ধাজ্ঞাপন করায় শহিদ বেদী অশুদ্ধ হয়ে গেছে বলে দাবি করে এরপর গঙ্গাজল দিয়ে বেদী ধুয়ে দেন তৃণমূলের লালগড় ব্লক সভাপতি । এরপর সেখানে মাল্যদান করেন পার্থ চট্টোপাধ্যায় এবং মদন মিত্র। শুভেন্দু অধিকারী শহিদ পরিবারের সদস্য ও আহতদের হাতে তুলে দেন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য। তৃণমূলকে কটাক্ষ করে তাঁর দাবি, তিনি কোনওদিন নেতাইয়ে রাজনৈতিক পতাকা, ব্যানার নিয়ে আসেননি। যাঁরা এতদিন আসেননি, তাঁদের ব্যানার এখন নেতাইয়ে দেখা যাচ্ছে। নেতাই থেকে যখন ফিরছেন শুভেন্দু অধিকারী, তখন লালগড়ে, ‘ গদ্দার দূর হঠো’ বলে তাঁর বিরুদ্ধে শ্লোগান দিতে শোনা যায় তৃণমূলকর্মীদের।
কালিম্পংয়ের ডম্বরচকে বিনয় তামাংয়ের অফিস ভাঙচুর





কালিম্পঙে বিনয় তামাংয়ের জেলা অফিস ভাঙচুরের অভিযোগ উঠল গুরুংপন্থীদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তামাংপন্থীরা। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন গুরুংপন্থীরা।
দল ছাড়ছেন তৃণমূলের এগরা মহকুমার সভাপতি





পূর্ব মেদিনীপুরের এগরায় তৃণমূলে ভাঙন। গতকাল সন্ধেয় সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের এগরা মহকুমার সভাপতি বীরেন নায়েক। বীরেনের দাবি, তাঁর সঙ্গে ১২৫ জন অনুগামী রয়েছেন। দলের কাজে অসন্তুষ্ট হয়েই তৃণমূল ছেড়েছেন বলে দলত্যাগী নেতার দাবি। তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার সময় শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছেন তিনি।
তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন নায়েক জানিয়েছেন, বীরেন দল ছাড়ায় দলের মঙ্গল হবে। অন্যদিকে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুজ চক্রবর্তী জানিয়েছেন, দলে কেউ আসতে চাইলে স্বাগত জানানো হবে।

'বেইমান, তোলাবাজ'! বারাসত পুরসভার কাউন্সিলরের নামে পোস্টার





বারাসত পুরসভার ১৪ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সমীর কুণ্ডুর নামে তোলাবাজ, বেইমান অভিযোগ করে পোস্টার পড়েছে এলাকায়। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের বনমালীপুরে। বিদায়ী কাউন্সিলরের দাবি, অভিযোগ ভিত্তিহীন। কেউ বা কারা রাতের অন্ধকারে এ সব করেছে।
নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে শুভেন্দু





ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ সকালে তিনি নেতাইয়ে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শহিদ পরিবারের সদস্য ও আহতদের হাতে তুলে দেন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য। তৃণমূলকে কটাক্ষ করে তাঁর দাবি, তিনি কোনওদিন নেতাইয়ে রাজনৈতিক পতাকা, ব্যানার নিয়ে আসেননি। যাঁরা এতদিন আসেননি, তাঁদের ব্যানার এখন নেতাইয়ে দেখা যাচ্ছে।
এসটি-তালিকায় অন্তর্ভুক্তি সহ ৫ দফা দাবিতে খড়গপুরে অবরোধ কুর্মি সমন্বয় মঞ্চের





পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল কুর্মি সমন্বয় মঞ্চ। খড়গপুর ১ নম্বর ব্লকের খেমাশুলিতে ৫ দফা দাবিতে শুরু হয়েছে অবরোধ। কুর্মি সমাজকে এসটি-তালিকায় অন্তর্ভূক্ত সহ ৫ দফা দাবিতে অবরোধ আন্দোলনে নেমেছে কুর্মি সমন্বয় মঞ্চ।
কান্দিতে ছেঁড়া হল কংগ্রেসের ফ্লেক্স





মুর্শিদাবাদের কান্দিতে অধীর চৌধুরীর সভার আগে কংগ্রেসের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। গতকাল রাতে ঘটনাস্থলে যান কান্দির কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ করেছে কংগ্রেস। সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ফের অভিষেককে আক্রমণ সৌমিত্রের





দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের। পাশাপাশি, দীপক হালদারের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়েও করলেন কটাক্ষ। অন্যদিকে বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেও, দলের বিরুদ্ধে ক্ষোভের সুর ধরা পড়ল ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়কের গলায়।
বৃহস্পতিবার সকালের খবর


বরাহনগরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, অভিযোগ তৃণমূলের দিকে





বরাহনগরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গতকাল রাত ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে। বিজেপি সূত্রে খবর, বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলা কমিটির সহ সভাপতি রাজীব মিশ্রকে তিন দুষ্কৃতী এসে ডাকে। বিজেপি নেতা ফোনে কথা বলে নিতে বলেন। সেই সময় ৩ দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই সময়ে বাড়িতে ঢুকছিলেন স্থানীয় এক বিজেপি নেতা অতনু মুখোপাধ্যায়। দুষ্কৃতীদের গুলি চালাতে দেখে পালাতে গিয়ে পড়ে গিয়ে জখম হন তিনি। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
‘বিজেপি-তৃণমূল দু’দলের তরফেই কথা বলছেন নেতারা। কারা হৃদয় থেকে ভালো কথা বলছেন, যাচাই করছি। বিধানসভা ভোটের আগেই ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেব।’ আজ সকালে এবিপি আনন্দকে জানান একদা তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ। এরপর রাতে বদলে যায় জল্পনা।
এবার বেসুরো অভিনেতা রুদ্রনীল ঘোষ। সকালে অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাতে বিজেপি নেতার সঙ্গে বৈঠক। বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ? জন্মদিনে জল্পনার মধ্যেই বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের প্রস্তাব বিজেপির, খবর সূত্রের। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে রাজি রুদ্রনীল ঘোষ, খবর সূত্রের।
WB Election 2021 LIVE: রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক, 'সৌজন্য সাক্ষাৎ', দাবি নবান্নর




রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। রাজ্যপালের সঙ্গে সংঘাতের আবহে রাজভবনে মুখ্যমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ, জানানো হল নবান্ন সূত্রে। প্রায় ১০ মিনিট ধরে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক।
WB Election 2021 LIVE: ‘একুশে কংগ্রেসকে সুযোগ দিন’, বেলডাঙার জনসভায় অধীর




‘কংগ্রেস সুযোগ পায়নি, একুশে কংগ্রেসকে সুযোগ দিন। মোদি-মমতা মানুষকে স্বপ্ন দেখিয়ে চলেছে। ‘রাজ্য সরকারের মাথার ওপর ৪ লক্ষ ২০ হাজার টাকা ঋণের বোঝা’, মুর্শিদাবাদে বেলডাঙার জনসভায় বললেন কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
Suvendu Rally: ‘কোন অসুখে কোন ওষুধ দিতে হয় জানি’, সবংয়ে শুভেন্দু




‘একুশে সবংয়ে পদ্মফুল ফোটাবে শুভেন্দু। ২০২১ সালে সোনার বাংলা গড়বে বিজেপি। বাংলায় ও কেন্দ্রে একই সরকার গড়তে হবে। কোন অসুখে কোন ওষুধ দিতে হয় জানি।’
Suvendu Rally: ‘নৌকায় জল ঢুকতে শুরু করেছে’, সবংয়ে শুভেন্দু




‘নৌকায় জল ঢুকতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। আমফান দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি খেয়েছে।
কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্যের নামে চালানোর চেষ্টা। প্রতারক সরকারকে উৎখাত করতে হবে।’
Suvendu Rally: মমতার অনশন ভাঙিয়েছিলেন রাজনাথ, সবংয়ে শুভেন্দু




সবংয়ের সভায় বক্তব্য রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ‘ছোট আঙারিয়ার ঘটনার পর এনডিএ-র টিম না এলে সিবিআই তদন্ত হত না। মমতার অনশন ভাঙিয়েছিলেন রাজনাথ। আর আমাকে বলছে গডসের পার্টিতে যোগদান করেছি। বিজেপি প্রার্থী প্রত্যাহার না করলে প্রসূন বন্দ্যোপাধ্যায় ২৩০০০ ভোটে জিততে পারতেন না।’
WB Election 2021 LIVE: মুর্শিদাবাদের বেলডাঙায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জনসভা


WB Election 2021 LIVE: কোচবিহারে ‘বিদ্রোহ’, ব্লক সহ সভাপতি পদে ইস্তফা পুরপ্রশাসকের




কোচবিহারে ‘বিদ্রোহ’, ব্লক সহ সভাপতি পদে ইস্তফা পুরপ্রশাসক ভূষণ সিংহের। মতামত অগ্রাহ্য করেই ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ।
‘সবাইকে সব কিছুতে সন্তুষ্ট করা যায় না’, আলোচনার মাধ্যমেই সমাধান, দাবি জেলা নেতৃত্বের।
WB Election 2021 LIVE: পুরুলিয়ার ঝালদায় দিলীপ ঘোষের রোড শো


WB Election 2021 LIVE: ৯ তারিখ রাজ্যে ফের নাড্ডা, যোগ দেবেন কৃষক সুরক্ষা অভিযানে




ফের রাজ্যে আসবেন জে পি নাড্ডা। ৯ জানুয়ারি কাটোয়ায় যাবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। ‘কাটোয়ার জগদানন্দপুরে যাবেন জে পি নাড্ডা। কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেবেন বিজেপি সভাপতি। ৫ জন কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন।’ জানালেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। 'গোটাটাই ভাঁওতাবাজি।' নাড্ডার কর্মসূচিকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
WB Election 2021 LIVE: নানুরে উদ্ধার হল তাজা বোমা




ফের বীরভূমের নানুরে উদ্ধার হল তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে জলুন্দি গ্রামে তল্লাশি চালায় পুলিশ। গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয় ২০টি তাজা বোমা। বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড।
WB Election 2021 LIVE: 'শোভন-বৈশাখী এখনও বিজেপির সুরে সুর মেলাতে পারেননি', বললেন দিলীপ




শোভন-বৈশাখী এখনও বিজেপির সুরে সুর মেলাতে পারেননি। সুর মিললেই সব ঠিক হয়ে যাবে। পুরুলিয়ায় চা চক্রে গিয়ে ইঙ্গিতবহ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।


ওই পার্টিতে কখনও সুর ছিল না। যে কখনও গান গায়নি, সে গান গায়। জোর করে শিল্পী হয়েছিলেন, ছবি আঁকতেন। ওখানে একজন গান গায়, বাকিরা তালি বাজায়। ওখানে কা-কা গান হয়। সুর মিলবে কী করে। পুরুলিয়ায় চা চক্রে গিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।
WB Election 2021 LIVE: রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, আটক ৪




রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। নিহত বাবর শেখ বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধানের ভাই। ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তৃণমূল উপ প্রধানের অভিযোগ, গতকাল রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার সময়, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে তাঁর ভাইকে। বহিরাগত বিজেপি নেতারা উস্কানি দিয়ে খুন করাচ্ছে, এই অভিযোগ করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপির বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
WB Election 2021 LIVE: বেসুরো জলপাইগুড়ি পুরসভার অপসারিত পুর প্রশাসক




এবার বেসুরো জলপাইগুড়ি পুরসভার অপসারিত পুর প্রশাসক। পুরসভার ওয়েবসাইট থেকে তাঁর ছবি না সরানোয়, তাঁর আমলের উন্নয়নকে সামনে রেখেই ভোটে লড়তে চায় বলে মন্তব্য করলেন মোহন বসু। সেইসঙ্গে তাঁকে সরিয়ে যে বোর্ড গঠন করা হয়েছে, তার সদস্যদের মানুষ চায় না বলেও দাবি করেছেন তৃণমূল নেতা। পাল্টা জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ, প্রাক্তন পুর প্রশাসক ক্ষমতায় আসার পর শহর এলাকায় তৃণমূলের ভোট কমেছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি।
WB Election 2021 LIVE: অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী




জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন শুভেন্দু অধিকারী। বস্ত্র মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি।
WB Election 2021 LIVE: আজ সবংয়ে সভা শুভেন্দুর, তৃণমূলের পাল্টা সভা ৮-ই




পশ্চিম মেদিনীপুরের সবংয়ে আজ শুভেন্দুর সভা। ওই সভাতে উপস্থিত থাকার কথা ভারতী ঘোষের। সভায় বিজেপিতে যোগ দেবেন অন্য দলের বেশ কয়েকজন। দুপুর ২ নাগাদ শুরু হবে ওই সভা। ৮ জানুয়ারি একই জায়গায় পাল্টা সভা, ঘোষণা তৃণমূলের।
WB Election 2021 LIVE: জলপাইগুড়ির জল্পেশ্বর মন্দিরে পুজো অভিষেকের




বিধানসভা ভোটের আগে চারদিনের সফরে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়।আজ জলপাইগুড়িতে কর্মিসভা করবেন তিনি। তার আগে পুজো দেন জল্পেশ্বর মন্দিরে। এরপর চালসায় ৭টি বিধানসভার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে কর্মিসভা করেছেন তিনি। গতকাল আলিপুরদুয়ারের তোর্সা কালীমন্দিরে পুজো দেন অভিযেক বন্দ্যোপাধ্যায়।

প্রেক্ষাপট

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বাগদায় মতুয়াদের সভায় যোগ দিতে এসে মাঝপথ থেকেই ফিরে গেলেন শান্তনু ঠাকুর। বাগদার রামনগরে গতকাল সিএএ-র সমর্থনে মতুয়া সেনা এই সভার আয়োজন করে। বাগদা বাজার থেকে আয়োজকরা শান্তনু ঠাকুরকে পদযাত্রা করে সভাস্থলে যাওয়ার কথা বললে তিনি সেখান থেকেই ফিরে যান।


বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সুব্রত ঠাকুর সভাস্থলে গেলেও মঞ্চে না উঠেই ফিরে যান। যদিও মতুয়া সেনার পক্ষ থেকে জানানো হয়, হঠাৎ দরকারি কাজ এসে যাওয়ায় ফিরে গিয়েছেন শান্তনু ঠাকুর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.