উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: তৃণমূল-বিজেপির মধ্যে যখন দলবদল নিয়ে তরজা-তুঙ্গে, তখন প্রার্থী তালিকা ঘোষণা করে ফের একবার তারুণ্যে জোর দিল বামেরা। তালিকায় ছাত্র ও যুব নেতাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হল। 


দুই গুরুত্বপূর্ণ আসনে লড়াইয়ের পতাকা দুই তরুণ মুখের হাতে তুলে দিল আলিমুদ্দিন। সিঙ্গুর থেকে প্রার্থী করা হল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হল সিপিএমের যুব সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে।


পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থেকে প্রার্থী করা হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী তথা এসএফআই নেত্রী ঐশী ঘোষকে। বালি থেকে এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধরকে প্রার্থী করল বামেরা। 


রাজারহাট নিউটাউন থেকে প্রার্থী, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে তথা সিপিএমের যুব সংগঠনের নেতা সপ্তর্ষি দেব। খড়দা থেকে আরও এক তরুণ মুখ, এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাসকে প্রার্থী করল বামেরা।


 



 


কামারহাটি কেন্দ্রেও তারুণ্যের ওপর ভরসা রেখেছে সিপিএম। বিদায়ী বিধায়ক মানস মুখোপাধ্যায়ের জায়গায় প্রার্থী করা হয়েছে যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রকে।


দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থেকে প্রার্থী করা হয়েছে এসএফআই এর রাজ্য সভাপতি প্রতিকুর রহমানকে। 


প্রয়াত নিরুপম সেনের কেন্দ্র বর্ধমান দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত সিপিএম নেতা প্রদীপ তার মেয়ে, আরেক তরুণ নেত্রী পৃথা তাকে।


২০১২ সালের ২২ ফেব্রুয়ারি বর্ধমানের দেওয়ানদিঘিতে পার্টি অফিসের কাছেই পিটিয়ে হত্যা করা হয় প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং জেলা কমিটি সদস্য কমল গায়েনকে। তাঁর মেয়েকেই এবার বর্ধমানের প্রাণকেন্দ্রের আসনে প্রার্থী করল সিপিএম।


হুগলির উত্তরপাড়া থেকে সদ্য প্রাক্তন যুবনেতা রজত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বামেরা। নৈহাটিতে প্রার্থী প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা সিপিএম নেতা রঞ্জিত কুণ্ডুর মেয়ে ইন্দ্রাণীকে প্রার্থী করেছে সংযুক্ত মোর্চা।  



তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল রয়েছে বামেদের প্রার্থী তালিকায়।


দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীতে ফের তারা ভরসা রাখল প্রবীণ নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ওপর।


হুগলির চণ্ডীতলা থেকে লড়ছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।


উত্তর দিনাজপুরের ইটাহার থেকে প্রাক্তন অসামরিক প্রতিরক্ষামন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়কে ফের প্রার্থী করল বামেরা।


দীর্ঘদিন ধরে বৃদ্ধতন্ত্রে জর্জরিত সিপিএমের এবারের প্রার্থী তালিকায় তারুণের ওপর জোর নিঃসন্দেহে তাৎ‍পর্যপূর্ণ। এর লাভ ভোটে তারা পায় কি না, সেটাই দেখার।