বাচ্চু দাস, দার্জিলিং: আগেই নির্দল হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন নান্টু পাল? এনিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শিলিগুড়ির তৃণমূল নেতা। যদিও তৃণমূল নেতৃত্বের আশা, কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না তিনি। আর এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।


প্রার্থীপদ নিয়ে শিলিগুড়িতে তৃণমূলের অন্দরে কি ফাটল আরও চওড়া হচ্ছে ?একদিন আগেই নির্দল হিসেবে ভোটে লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেতা নান্টু পাল। এবার কি দল ছাড়তে চলেছেন তিনি? বিক্ষুব্ধ নেতার মন্তব্য, জল্পনা আরও বাড়িয়ে তুলেছে। তৃণমূল নেতা নান্টু পাল জানান, ‘‘হঠাৎ করে আমাকে বাদ দিয়ে বাইরের কাউকে বসিয়ে দিল, খেলা শুরুর আগে খেলোয়াড়কে বের করে দিল ৷’’


তৃণমূল নেতার অসন্তোষের সূত্রপাত প্রার্থীপদ নিয়েই। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ওমপ্রকাশ মিশ্রর নাম ঘোষণা করেন। এরপরই প্রার্থী হতে না পেরে ক্রমাগত ক্ষোভ উগরে দিতে থাকেন নান্টু পাল। এবার তাঁর মন্তব্যে দলত্যাগের ইঙ্গিত মিলল। বিক্ষুব্ধ তৃণমূল নেতা নান্টু পাল জানান, ‘‘আমি দল ছাড়তে চাইনি, আমি যে দলেই গিয়েছি সেখানে পুরোটা দিয়েছি, শিলিগুড়ির মানুষ আমাকে হারায়নি, আগের দিন পর্যন্ত আমার নাম ছিল, হঠাৎ করে আমাকে বাদ দিয়ে বাইরের কাউকে বসিয়ে দিল, খেলা শুরুর আগে খেলোয়াড়কে বের করে দিল ৷’’


শিলিগুড়ির রাজনীতিতে নান্টু পাল অত্যন্ত পরিচিত মুখ। তিন দশকেরও বেশি সময় ধরে শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর। এরমধ্যে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত সময়কালে ডেপুটি মেয়র ও চেয়ারম্যান ছিলেন তিনি। বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা SJDA-র ভাইস চেয়ারম্যান নান্টু পাল। এছাড়া শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান তিনি। এ হেন গুরুত্বপূর্ণ নেতার তৃণমূল ত্যাগের জল্পনা তৈরি হতেই, জেলা নেতৃত্বের আশা, যাই হোক না কেন, দল বদলাবেন না তিনি। 


তৃণমূল প্রার্থী ও কোর কমিটির সদস্য, দার্জিলিং (সমতল) গৌতম দেব জানান, ‘‘নান্টু পালের বয়স হয়েছে, ৫ বার দল বদলেছেন, আমার পাড়াতেই থাকেন উনি, নান্টু পাল আমার হাত ধরেই তৃণমূলে আসেন, দলের তরফে অনেক কিছুই পেয়েছেন উনি, আশা করি ওনার শুভবুদ্ধির উদয় হবে এবং আর দল পরির্তন করবেন না ৷’’


তবে গোটা ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। রাজু সাহা, সাধারণ সম্পাদক, বিজেপি, দার্জিলিং (সমতল) জানান, ‘‘এটা নাটক চলছে, মানুষকে বোকা বানাচ্ছে, নান্টু পাল বহুদিনের নেতা ৷’’ ১৭ এপ্রিল শিলিগুড়ি বিধানসভা আসনে ভোট।