রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাগরদিঘিতে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের  অর্ন্তদ্বন্দ্ব। যা নেমে এল রাস্তায়। প্ল্যাকার্ড হাতে রাস্তায় মিছিল করল একদল। দু‘বারের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সুব্রত সাহার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ দেখান তারা। দাবি তোলেন পুরনো প্রার্থী চাই না, চাই নতুন প্রার্থী। সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় নামলেন তৃণমূলেরই ব্লক সভাপতি সহ নেতৃত্ব ও জন প্রতিনিধি ও সমর্থকেরা। যে ঘটনায় মুখে কুলুপ এটেছেন খোদ বিধায়ক।


'সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল চাই!' এই দাবিতে ফের আন্দোলনে সাগরদিঘির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও জন প্রতিনিধিদের একাংশ। সোমবার মিছিল করে সভার মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানালেন এই নেতৃত্ব ও জন প্রতিনিধিদের একাংশ। তাঁদের মূলত ক্ষোভ, স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সুব্রত সাহার বিরুদ্ধে। বেশ কয়েক মাস ধরে, সাগরদীঘির তৃণমূল নেতৃত্ব ও জন প্রতিনিধিদের একাংশ বিধায়কের আচরণে তাঁদের ক্ষোভ প্রকাশ্যে আনছেন।


এর আগেও তারা লিখিত ভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দরবার করেছেন। তৃণমূল নেতৃত্ব, বার বার চেষ্টা করেছেন এই ক্ষোভ প্রশমনের জন্য, কিন্তু ভোটের দিন যত এগিয়ে আসছে  এই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। বিধায়কের বিরুদ্ধে ক্ষুব্ধ নেতা ও জন প্রতিনিধিদের সংখ্যা বাড়ছে, যা তৃণমূল নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলেছে বিধানসভা ভোটের প্রাক্কালে। ঘটনায় চাপে রয়েছেন বিধায়ক সুব্রত সাহাও। যদিও তিনি সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে কোন মন্তব্য করতে চাইছেন না।