সনৎ ঝা, দার্জিলিং: অশোক ভট্টাচার্য না কি গৌতম দেব, কার বিরুদ্ধে প্রার্থী হবেন? উত্তরবঙ্গের রাজনীতিতে শঙ্কর ঘোষকে নিয়ে তুঙ্গে জল্পনা। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে দল। প্রতিক্রিয়া সিপিএম ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতার। 


এক সময় যাঁর ছায়াসঙ্গী, তাঁর বিরুদ্ধেই কি এবার ভোটের লড়াই? না কি রাজ্যের মন্ত্রী তথা আরেক হেভিওয়েটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা? সদ্য বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষের প্রার্থীপদ নিয়ে তুঙ্গে জল্পনা!


শুক্রবার বিজেপিতে যোগ দেন শিলিগুড়ির বহিষ্কৃত সিপিএম নেতা শঙ্কর ঘোষ। তাঁর দলবদলের পরই উত্তরবঙ্গের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে ২টি জল্পনা। শিলিগুড়ির সিপিএম প্রার্থী তথা একদা যাঁর ছায়াসঙ্গী ছিলেন, সেই অশোক ভট্টাচার্যর বিরুদ্ধেই প্রার্থী হতে পারেন শঙ্কর ঘোষ। 


অন্যদিকে, জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে রাজ্যের মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে ভোটের লড়াইতে নামতে পারেন তিনি। তাঁকে নিয়ে জল্পনা জোরালো হলেও দিনভর বাড়িতেই ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর। করেন ফুলগাছের পরিচর্যা। 


শিলিগুড়ির বিজেপি নেতা শঙ্কর ঘোষ জানান, ‘‘৩ দশক ধরে বাম রাজনীতি করেছি। ওঁদের থেকে অনেক কিছু শিখেছি। আমি দলবদলের পর যে ভাষায় আক্রমণ করা হয়েছে, সেটা অনভিপ্রেত। যে দলে যোগ দিয়েছি, তাঁরা যা বলবে সেটাই করব ৷’’


অন্যদিকে প্রচারে বেরিয়ে শঙ্কর ঘোষের দলবদলকে তীব্র আক্রমণ করেছেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘শঙ্কর উচ্চ শিক্ষিত ছেলে। নীতি আদর্শ ছেড়ে এমন একটা দলের কাছে আত্মসমর্পণ করল সেটা ভাবা যায় না। সারা দেশের লোক বিজেপির বিরুদ্ধে লড়ছে। শিলিগুড়ির মানুষ জবাব দেবে... ৷’’


কার্যত একই সুর গৌতম দেবের গলাতেও। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, ‘‘শঙ্কর হার্ডকোর বামপন্থী। দীর্ঘদিন ধরেই সেটা দেখে আসছি। বিজেপিতে যোগ দেওয়া দুর্ভাগ্যজনক। ভোটে দাঁড়ালে লড়াই হবে ৷’’


শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করেছে তৃণমূল। সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূল প্রার্থী গোতম দেব। সিপিএমের টিকিটে লড়ছেন দিলীপ সিংহ। কোনও জায়গাতেই প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ১৭ এপ্রিল পঞ্চম দফায় ২টি কেন্দ্রেই ভোটগ্রহণ।