সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বিধানসভা নির্বাচনের মুখে অগ্নিগর্ভ উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। একদিকে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে বোমাবাজির অভিযোগ, অপরদিকে তৃণমূলের পার্টি অফিস ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের তাণ্ডব। সবমিলিয়ে উত্তপ্ত পরিবেশের মাঝেই শুরু হয়ে গিয়েছে চরম রাজনৈতিক অভিযোগ-পাল্টা পালাও।


একদিকে তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ এনেছেন পরিকল্পনা আক্রমণের, তেমনই বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, বিনা প্ররোচনায় তাদের কর্মীদের ওপর আঘাত নামিয়ে এনেছে শাসকদলের কর্মীরা।


খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘এরা পরিকল্পনা করেই এসব করছে, নিজেরাই ইঁট-বোম নিয়ে লোক ফিট করেছে, মানুষ বুঝে গেছে ৷’’ অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, ‘’তৃণমূল হামলা করছে, আমাদের লোকজনকে মারে, আমাদের রথ যাওয়ার সময় বোমা ছোড়ে, গাড়িতে আগুন দিয়ে দেয়, বিনা প্ররোচনায় হামলা হয়েছিল ৷’’


এদিন মিনখাঁয় বিজেপির রথযাত্রার সময় তীব্র উত্তেজনা ছড়ায়। মালঞ্চ বাজারে দিলীপ ঘোষের কনভয়ে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মিনাখাঁর কুশানগ্রা মোড়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি। পুলিশের অবশ্য দাবি, কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি।


গত শনিবার মিনাখাঁর ক্রিশ্চানপাড়া মোড়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িতে হামলা হয়। ঠিক একসপ্তাহের মাথায় বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র মিনাখাঁ।


এদিন বিকেলে টাকি থেকে মিনাখাঁর মালঞ্চ হয়ে বাসন্তী হাইওয়ে ধরে বামনপুকুরে যাচ্ছিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। অভিযোগ, মিনাখাঁ মালঞ্চ বাজারের কাছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে বোমাবাজি করে তৃণমূল। ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত ৩। অপরপক্ষে অভিযোগ, বিজেপি-র পরিবর্তন যাত্রার রথ যখন বসিরহাটের দিকে যাচ্ছে, সেই সময় কুশানগ্রা মোড়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়।


যদিও জেলা পুলিশ সূত্রের দাবি, বোমাবাজির কোনও ঘটনা ঘটেনি। বিজেপির মিছিলের শেষপ্রান্তে থাকা ২ কর্মীকে আটকে রাখা হয় বলে গুজব রটতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বনগাঁ সাংগঠনিক জেলা হয়ে এখন বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছেছে বসিরহাটে। পরবর্তীতে সেই রথ বারাসাত হয়ে আসবে ব্যারাকপুর সাংগঠনিক জেলায়। এই প্রেক্ষাপটে নিত্য অশান্তির আশঙ্কা করছে প্রশাসনের একাংশ।