সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  তৃণমূলের পথ অবরোধে হুগলিতে আটকে গেল বিজেপির রথের চাকা। এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সাত সকালে দফায় দফায় উত্তেজনা ছড়াল  উত্তরপাড়ায়।


প্রথমে বচসা ও পরে তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপির সদস্য-সমর্থকরা।  পুলিশকে ঘিরেও চলল বিজেপির বিক্ষোভ। 


ভোটের আগে জনসংযোগ বাড়াতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই পরিবর্তন যাত্রার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার সকালে উত্তরপাড়া কলেজের সামনে থেকে গড়াতে শুরু করে বিজেপির পরিবর্তন যাত্রার সেই রথ।


উপস্থিত ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল-সহ বিজেপির জেলা নেতারা।  


বিজেপির অভিযোগ, রথ শিবতলা ঘাটের কাছে পৌঁছতেই অবরোধ শুরু করে দেয় তৃণমূল। যার জেরে আটকে যায় কর্মসূচি। এ নিয়েই দু’পক্ষের বচসা-হাতাহাতি শুরু হয়ে যায়। 


অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মসূচি থেকে তাঁদের নেতানেত্রীদের উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা হয়। তার প্রতিবাদেই রাস্তা অবরোধ করেন শাসকদলের কর্মীরা।  


শেষে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরপাড়া থানার পুলিশ।