আশাবুল হোসেন, কলকাতা: আজ নবান্নে নির্বাচনী সমঝোতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তেজস্বী যাদবের মধ্যে বৈঠক। বিকেল চারটেয় ওই বৈঠক হওয়ার কথা। 


মমতা-তেজস্বী বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে আরজেডি। 


ইতিমধ্যেই, রাজ্যের শাসক দলকে সমর্থনের কথা জানিয়েছে সমাজবাদী পার্টি ও এনসিপি। সূত্রের দাবি, মমতাকে চিঠি লিখে সমর্থনের কথা জানিয়েছেন অখিলেশ যাদব ও শরদ পওয়ার।


রবিবার বামেদের ব্রিগেড সমাবেশে আসার কথা ছিল তেজস্বীর। সূত্রের খবর, জামুরিয়া আসনটি নিয়ে আরজেডি-র সঙ্গে দর কষাকষি চলছিল আলিমুদ্দিনের।


তবে শেষ পর্যন্ত ব্রিগেডে যোগ দেননি লালু-পুত্র। যা নিয়ে জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।



অন্যদিকে, বিহার বিধানসভা নির্বাচনে চমকে দিয়েছেন তেজস্বী। লালুপুত্রের দক্ষতায় দারুণ সাফল্য পেয়েছে আরজেডি।


এই প্রেক্ষিতে বাংলার ভোটের মুখে তেজস্বীর সঙ্গে মমতার সাক্ষাৎ নতুন কোনও সমীকরণ তৈরি কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।


এদিকে, আজ, সোমবার কালীঘাটে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক। সূত্রের খবর, ইতিমধ্যেই ২৯৪ কেন্দ্রের দলের খসড়া প্রার্থী তালিকা তৈরি। এই খসড়া প্রার্থী তালিকা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে আজ বৈঠকে বসছে তৃণমূলের নির্বাচনী কমিটি। গত শুক্রবারই তৈরি হয় ১২ জনের নির্বাচনী কমিটি।


মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই নির্বাচনী কমিটিতে আছেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়-সহ তৃণমূল নেতারা।


বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় বৈঠক। তার আগে, নির্বাচনী কমিটির ১২ জন সদস্য একে একে এসে উপস্থিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন ওই বৈঠকে। মিনিট কুড়ি বৈঠক থেকে বেরিয়ে তিনি নবান্নে চলে যান। 


সূত্রের দাবি, খসড়া প্রার্থীতালিকার পাশাপাশি, নির্বাচনী প্রচার নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। কীভাবে প্রচারাভিযান চলবে, কোন কোন বিষয়গুলি মানুষের কাছে তুলে ধরা হবে-- সে সব নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। 


মমতা বেরিয়ে গেলেও, কমিটির বাকি সদস্যরা দীর্ঘ বৈঠক করেন।