উজ্জ্বল মুখোপাধ্যায়, শান্তনু নস্কর ও করুণাময় সিংহ: বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের মঞ্চেও সেই খেলা হবে! যদিও, কিছুটা অন্যভাবে। 


সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, খুব শুনছি ‘খেলা হবে’। সমাবেশ প্রমাণ করছে খেলা-মেলা বন্ধ হয়ে যাবে। আরএসপি  সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন, বলছে খেলা হবে? এটা কি খেলা? আমরা লড়াই করতে এসেছি।


আরও পড়ুন:


Kolkata Brigade Rally: ব্রিগেড থেকে জড়তাহীন জোট-বার্তা


বিপুল ভিড় দেখে উৎসাহিত বিমান বসুরা বুঝিয়ে দিলেন, বিধানসভা ভোটের লড়াইটা শুধু বিজেপি-তৃণমূলের মধ্যে নয়, যুদ্ধের ময়দানে পুরোদস্তুর হাজির তাঁরাও।


বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আজ থেকে একদিকে তৃণমূল-বিজেপি, অন্যদিকে আমরা। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, বাংলায় পরিবর্তন আসবে, তবে সেই পরিবর্তন হবে মোর্চার হাত ধরে। 


আরও পড়ুন:


Kolkata Brigade Rally: যেখানেই বামেরা প্রার্থী দেবে, সেখানেই রক্ত দিয়ে জেতাব, ঘোষণা আব্বাসের


সম্প্রতি হুগলির সভা থেকে, তারপর ভোটের দিন ঘোষণার দিও, খেলা হবে বলে মন্তব্য করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির সভা থেকে তৃণমূল নেত্রী বলেছিলেন, কী খেলা হবে তো? হ্যাঁ খেলা হবে।  এমনকী, ভোটের দিন ঘোষণার দিনও তিনি বলেছিলেন, আট দফায় খেলব। বিজেপির পাল্টা দাবি, খেলবে তারাই। 


সবাই দাবি করছেন, তাঁরাই খেলায় জিতবেন! শেষপর্যন্ত কার দাবি সত্যি হয়, তার উত্তর পাওয়া যাবে ২ মে। ভোটের ফল ঘোষণার দিন।


আরও পড়ুন:


Kolkata Brigade Rally: ব্রিগেডে নজর কাড়লেন আব্বাস, রাজ্যে কি এবার ধর্মভিত্তিক দলের উত্থান?