অর্ণব মুখোপাধ্যায়, পুরুলিয়া: গতকাল পুরুলিয়াতে জোড়া সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ওই জেলাতেই তিনটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


রঘুনাথপুর, মানবাজার ও পুরুলিয়া - এই তিনটি বিধানসভায় দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার করবেন তিনি। 


নন্দীগ্রামে আহত হওয়ার পর, গতকাল প্রথম জেলা সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় জোড়া সভা করেন তৃণমূলনেত্রী। হুইলচেয়ারে বসেই ভাষণ দেন তিনি। প্রথমে ঝালদা হাইস্কুল মাঠে নির্বাচনী সভা করেন। পরের সভাটি ছিল বলরামপুরে। 


গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টিই তারা দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে। 


 



 


কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়।পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে ৭টি বিধানসভাতেও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। 


এই পরিস্থিতিতে জেলায় হারানো জমি পুনরুদ্ধারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে ঘাস-ফুল শিবির। এই পরিস্থিতিতে গতকাল ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


অন্যদিকে, গতকাল পশ্চিম মেদিনীপুরে আজ ২টি জনসভা ও রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা ছিল দাঁতনে। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করেন অভিষেক। এই মাঠেই সপ্তাহ দুয়েক আগে সভা করেন শুভেন্দু অধিকারী। 


 



 


এরপর শালবনি বিধানসভা এলাকায় চন্দ্রকোণা রোডে দ্বিতীয় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, মেদিনীপুরের আবেগকে বিক্রি করে দিল্লির কাছে মাথা নত করেছ। মীরজাফর-গদ্দারদের জবাব দিন।


বিজেপিকে আক্রমণ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ২ তারিখের পর তাঁর খেলা শুরু হবে।


সবশেষে মেদিনীপুর সদরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহরে রোড শো করেন তিনি। 


সিপাইবাজারের গির্জা মোড় থেকে এলআইসি মোড়, কলেজ মোড়, বটতলা হয়ে রোড শো শেষ হয় জগন্নাথ মন্দির চকে।