সঞ্চয়ন মিত্র, কলকাতা: বর্ষার বৃষ্টি বিদায় নিয়েছে রাজ্য থেকে। কিন্তু বাংলা থেকে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। ফের রাজ্যে ভাসতে চলেছে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ২ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ও উত্তরবঙ্গে।                 


হাওয়া অফিস সুত্রের খবর, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে সামান্য হালকা বৃষ্টি হতে পারে।  উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙেও হালকা বৃষ্টির সম্ভাবনা।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে।  আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।                


আরও পড়ুন, মধ্যরাতে দিল্লিতে পৌঁছলেন সমীর ওয়াংখেড়ে, 'তোলাবাজির অভিযোগের সঙ্গে যোগ নেই', দাবি NCB কর্তার


গত সপ্তাহেই জানান হয়েছিল যে এই সপ্তাহ থেকেই শীতের আমেজ টের পাওয়া যাবে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু হতে পারে চলতি সপ্তাহ থেকেই। দিনের তাপমাত্রা বাড়লেও, ক্রমে ক্রমে কমবে রাতের তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজও ভালভাবে টের পাবেন রাজ্যবাসী। শহরে শীতের স্পর্শ না পাওয়া গেলেও, গ্রাম বাংলায় গেলে হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে। সকালবেলা ঘাসের উপর শিশির-বিন্দু, ছাতিমের গন্ধে হেমন্তের আবেশ আর রাতে শিরশিরে হাওয়া, জানান দিচ্ছে শীত এল বলে।              


আরও পড়ুন, 'পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যেই কাজের ব্যবস্থা করুন', নির্দেশ মমতার


আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি  বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.০ মিলিমিটার।