WB News Live: নজরে টোকিও অলিম্পিক্স, আলোর মালায় সেজে উঠল হাওড়া ব্রিজ
Get the latest West Bengal News and Live Updates: ব্যানারের নীচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ
নজরে টোকিও অলিম্পিক্স। আলোর মালায় সেজে উঠল হাওড়া ব্রিজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের তরফে সাজানো হয়েছে শতাব্দীপ্রাচীন এই ব্রিজকে। ভারত, জাপানের পতাকা থেকে অলিম্পিক্সের লোগোর রঙের বাহারি আলোয় সেজে উঠেছে হাওড়া ব্রিজ।পোর্টের তরফে জানানো হয়েছে, প্রতিযোগীদের উত্সাহিত করতে, যতদিন অলিম্পিক্স চলবে এভাবেই সাজানো থাকবে ব্রিজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের চেয়ারম্যান ভিনিত কুমার সোমবার সন্ধ্যায় এই আলোকসজ্জার উদ্বোধন করেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৩৯১টি। যার মধ্যে ৬৬৬টি স্যাম্পেল পজিটিভ হওয়ায় এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১.৬৫ শতাংশ।
নশোর আশপাশে বেশ কয়েকদিন ঘোরাফেরার পর বেশ কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। একধাক্কায় যা নেমেছে সাতশোর নিচে। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন
এবার সরকারি গাড়িতে নীলবাতির অপব্যবহার রুখতে পথে নামল পুলিশ। উপযুক্ত কারণ দেখাতে না পারায়, ঢাকুরিয়ায় একাধিক গাড়ি থেকে খুলে নেওয়া হয় নীলবাতি। গাড়ির নম্বর লিখে চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তথ্য পাঠানো হবে লালবাজারে।
সল্টলেকের লাবণী এস্টেটে হায়দরাবাদের যুবকের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। প্লাস্টিকের প্যাকেটে ঢোকানো ছিল যুবকের মাথা, প্লাস্টিকের প্যাকেট ফুটো করে ঢোকানো ছিল রান্নার গ্যাসের পাইপ। শরীরে জড়ানো ছিল টেপ, দাবি মৃতের বন্ধুদের। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ
‘একই চক্রে জড়িত দেবাঞ্জন-সনাতন-অশোক চক্রবর্তী’, প্রতারণার মামলায় আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা। দীর্ঘক্ষণ লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ। সল্টলেক দত্তাবাদে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না মেলায় পুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের।
কনস্টেবল পদে চাকরির দাবিতে ভবানী ভবনের সামনে বিক্ষোভ। বেলা পৌনে ১২টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। কিন্তু ডিসি সাউথের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়। পুলিশের তরফে বারবার বিক্ষোভকারীদের সতর্কও করা হয়। কিন্তু তাঁরা নিজেদের অবস্থানে অনড় থাকায় বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে ছত্রভঙ্গ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়।
পুরসভার টিকাকরণ কেন্দ্র ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। আজ হাজরা রোডের একটি টিকাকরণ কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী।নবান্নে আসার পথে টিকাকরণ কেন্দ্রে যান মুখ্যমন্ত্রী।সেখানকার কাজকর্ম ঘুরে দেখেন তিনি।এরপর আবার নবান্নের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী
মালদার মানিকচকে সালিশি সভা ডেকে তরুণ-তরুণীর বিয়ে দেওয়ার অভিযোগ। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী তরুণ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সালিশি সভা হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের।
পোস্টারের পর এবার বিজেপির তারকা বিধায়কের সন্ধান চেয়ে লাগানো হল ব্যানার। আজ সকালে খড়গপুর লোকাল থানা মোড়, পুরাতন বাজার মোড়, কৌশল্যা মোড় খরিদা, গোলবাজার-সহ বিভিন্ন এলাকায় হিরণ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার দেখা যায়।
সল্টলেকের দত্তাবাদে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন-হয়রানির অভিযোগ উঠল। প্রতিবাদে বিক্ষোভ দেখান ভ্যাকসিন গ্রাহকরা। তাঁদের দাবি, অনলাইনে আবেদন করার পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য কনফার্মেশন মেসেজ পান।আজ ভ্যাকসিন নেওয়ার জন্য দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলেও ভ্যাকসিন মেলেনি বলে অভিযোগ। স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কলকাতায় নীল বাতি লাগানো গাড়ি ধরতে তত্পর পুলিশ। রাস্তায় দাঁড় করানো হচ্ছে নীল বাতি লাগানো গাড়ি। খুলে দেওয়া হচ্ছে আলো। জানতে চাওয়া হচ্ছে পরিচয়। পদমর্যাদা অনুযায়ী কারা নীল বাতি লাগাতে পারেন তা খতিয়ে দেখে লিখে নেওয়া হচ্ছে গাড়ির নম্বর। এদিন ঢাকুরিয়া এলাকায় চলে অভিযান।
পুলিশে চাকরির দাবিতে ভবানী ভবনের সামনে চলছে বিক্ষোভ। বেলা পৌনে ১২টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। এরপরেও চলছে বিক্ষোভ।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে করোনার বিধি মানা হচ্ছে কীনা দেখতে রাস্তায় পুলিশ। মাস্ক না পরলে পথচারীদের পিঠে পড়ছে লাঠির বাড়ি। আবার অনেক ক্ষেত্রে বিলি করা হচ্ছে মাস্কও। বিধি ভাঙার অভিযোগে সকালে পুলিশ রেইড করে ক্যানিং বাজারেও।
প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে মাঝরাতে কসবার বোসপুকুরে চলল তাণ্ডব। হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গতকাল রাত ১২টা নাগাদ এলাকায় একাধিক বাড়িতে ভাঙচুর চলে। অভিযোগ, দুষ্কৃতীদের মারধরে বেশ কয়েকজনের মাথা ফাটে। রেহাই পাননি বৃদ্ধাও। বন্দুকের বাঁট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একাধিক বাইকও ভাঙচুর করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রোমোটিং করার জন্য ওই এলাকা খালি করার হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। রাজি না হওয়ায় গতকাল রাতে তারা হামলা চালায় বলে আক্রান্তদের অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিশ। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে দুষ্কৃতীরা অধরা।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বিজেপির বিক্ষোভ। মানিকতলায় ডিসি নর্থের অফিস ঘিরে বিক্ষোভ
নিউটাউনে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা নিউটাউনের চণ্ডীবেড়িয়ার সবুজ পল্লি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দুই দুষ্কৃতীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, তোলাবাজি, মারধর-সহ নিউটাউন ছাড়াও একাধিক থানায় অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল চণ্ডীবেড়িয়া এলাকায় হানা দেয় নিউটাউন থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি।
যুব তৃণমূলের ব্লক কমিটির উদ্যোগে রক্তদান শিবির হলেও ডাক পাননি ব্লক সভাপতি। এমন অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে। এই ঘটনায় ফের একবার সামনে এল যুব তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দলের জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন ব্লক সভাপতি। গতকাল তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দলীয় কর্মসূচি সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করে জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছেন যুব তৃণমূলের ব্লক সভাপতি। যদিও ব্লক সহ সভাপতির দাবি, অনুষ্ঠানে ব্লক সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলেও মুখ খুলতে চাননি যুব তৃণমূলের জেলা সভাপতি।
কেশপুরে অঞ্চল সভাপতি পরিবর্তন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নেতাকে অঞ্চল সভাপতি হিসেবে মানতে নারাজ তৃণমূল কর্মীরা। গতকাল এলাকায় বিক্ষোভও দেখান তাঁরা। সম্প্রতি তৃণমূলের ধলহারা ১৩ নম্বর অঞ্চলের সভাপতি পদে বিজেপি থেকে আসা নেতাকে বসানো হয়। লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ওই নেতা। বিধানসভা ভোটের আগে তিনি ফের গেরুয়া শিবির ছেড়ে পুরনো দলে ফেরেন। এই পরিস্থিতিতে দলের অঞ্চল সভাপতি পদে ওই নেতাকে মানতে নারাজ তৃণমূল কর্মীরা। এভাবে অঞ্চল সভাপতি বদল করা যাবে না, বলে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে ব্লক নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। অন্যদিকে, গোষ্ঠীকোন্দলকে নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে শ্রাবণ মাসের প্রথম সোমবার বীরভূমের বক্রেশ্বর মন্দিরে উধাও করোনা বিধি। ভক্ত থেকে পাণ্ডা, অধিকাংশেরই মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না দূরত্ব বিধিও। দেখা মেলেনি পুলিশের।
পোস্টারের পর এবার বিজেপির তারকা বিধায়কের সন্ধান চেয়ে লাগানো হল ব্যানার। আজ সকালে খড়গপুর লোকাল থানা মোড়, পুরাতন বাজার মোড়, কৌশল্যা মোড় খরিদা, গোলবাজার-সহ বিভিন্ন এলাকায় হিরণ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার দেখা যায়। ব্যানারের নীচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ। হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ৩ দিন আগে, তালবাগিচা এলাকায় খড়গপুর সদরের বিজেপি বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা। তার রেশ কাটার আগেই ফের বিজেপি বিধায়কের নামে দেখা গেল ব্যানার।
সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, সরকারি চাকরি পাইয়ে দেবেন বলে, শ্যামনগরের এক তরুণীর থেকে ওই ব্যক্তি ৮ লক্ষ টাকা নেন। তাঁকে জাল নিয়োগপত্রও দেওয়া হয়। কিন্তু পরে ওই তরুণী জানতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরই বউবাজার থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
প্রেক্ষাপট
অনেকে ভেবেছিল বিজেপি ১৭০ থেকে ১৮০টি আসন পাবে। আত্মতুষ্টিতে ভুগে ভোটে বিপর্যয়। চণ্ডীপুরে দলীয় সভায় মন্তব্য শুভেন্দুর। বিশ্বাসঘাতক শুভেন্দুকে মুখ করায় হার বিজেপির। কটাক্ষ কুণালের।
নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব বিতর্ক ইস্যুতে তদন্ত দাবি রিপুন বরার। কেন চুপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? প্রশ্ন কংগ্রেস সাংসদের। গুরুতর অভিযোগ, প্রমাণ কোথায়? প্রশ্ন তথাগতর।
প্রমাণ থাকলে আদালত, রাষ্ট্রপতির কাছে যাক, নিশীথের নাগরিকত্ব বিতর্ক ইস্যুতে বিরোধীদের আক্রমণ সায়ন্তনের। তদন্ত করে সত্য প্রকাশ্যে আনা হোক, পাল্টা দাবি পার্থপ্রতিম রায়ের।
ভারতীয় নাগরিক হিসেবেই বাংলায় শিক্ষকতা। নির্বাচনে হলফনামায় সব তথ্য জমা। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় ভিত্তিহীন অভিযোগ। আগে কেন আপত্তি জানায়নি তৃণমূল? প্রশ্ন নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ মহল সূত্রে।
শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে কাঁথি থানায় সিআইডি। তথ্য পেতে শুভেন্দুর এক প্রাক্তন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ। শুভব্রতর চিকিৎসা যে ২ চিকিৎসক করেছিলেন তাঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের তদন্তে ডিআইজি সিআইডি স্পেশাল। ৫০ জন বিজেপি কর্মী খুনে কর্ণপাত নয় কেন? আক্রমণ দিলীপের। চিকিৎসকের পরামর্শ নিন, পাল্টা অনুব্রত।
চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। রাতে কড়াকড়ির পরেও কলকাতায় বেনিয়ম। শিলিগুড়িতে সপ্তাহে একদিন বন্ধ বাজার। বকখালিতে হোটেলে থাকতে জরুরি আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট।
ভেন্টিলেশনে সাধন পাণ্ডে, অবস্থা এখনও উদ্বেগজনক। বেড়েছে ফুসফুসে সংক্রমণ, অনিয়মিত হৃদস্পন্দন। রয়েছেন ভেন্টিলেশনেই। বাবার আরোগ্য কামনায় পুজো মেয়ে শ্রেয়া পাণ্ডের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -