West Bengal News Live: রাতের কলকাতায় নাকা চেকিং কলকাতা পুলিশের

Get the latest West Bengal News and Live Updates: রাত ৯টার পর করোনা বিধি ভঙ্গ করে বিনা কারণে যাঁরা ঘুরে বেড়াচ্ছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jul 2021 11:33 PM
WB News Live Updates: রাতের কলকাতায় নাকা চেকিং কলকাতা পুলিশের

রাতের কলকাতায় নাকা চেকিং কলকাতা পুলিশের। রাত ৯টার পর করোনা বিধি ভঙ্গ করে বিনা কারণে যাঁরা ঘুরে বেড়াচ্ছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

West Bengal News Live: পূর্ব সিকিমে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪

পূর্ব সিকিমে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪। ভূমকম্পনের কেন্দ্রস্থল পূর্ব সিকিম। 

WB News Live Updates: পেগাসাস ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেস

কাল বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা, সূত্রের খবর। পেগাসাস ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেস। মমতার দিল্লি সফরের আগে নতুন সমীকরণের ইঙ্গিত। 

West Bengal News Live: উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ

উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। ছড়িয়েছে ক্ষোভ। আর এই প্রেক্ষিতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates: আন্তঃরাজ্য প্রতারণা চক্রের হদিশ

আন্তঃরাজ্য প্রতারণা চক্রের হদিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে কেওয়াইসি আপডেটের নামে ৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। আসানসোল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের যুবক।

West Bengal News Live: সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ

সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্ষমা চাইলেন সৌমিত্র খাঁ

WB News Live Updates: সোমবার বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live: বিক্ষোভ দেখানোর একদিনের মধ্যেই বাড়ল নম্বর

বিক্ষোভ দেখানোর একদিনের মধ্যেই বাড়ল নম্বর। আরামবাগ গার্লস স্কুলে নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চ মাধ্যমিক ছাত্রীর। রবিবারই সংশোধিত রেজাল্ট হাতে পান পরীক্ষার্থীরা। শুক্রবার স্কুল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন অনেক ছাত্র। 

WB News Live Updates: আদিগঙ্গা থেকে যুবককে উদ্ধার

আদিগঙ্গা থেকে যুবককে উদ্ধার। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতাল থেকে ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু

উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগপত্র নেওয়ার কাজ চলবে ৭ দিন। স্কুল মারফত অভিযোগ জানাতে হবে পরীক্ষার্থীদের। জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। স্কুল মারফত না আসায় কয়েকজন অভিযোগকারী ফিরে যান। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস মহুয়া দাসের। 

WB News Live Updates: কলকাতায় অনিরুদ্ধ রায়চৌধুরীর হিন্দি ছবি 'লস্ট'-এর শ্যুটিং শুরু করলেন ইয়ামি গৌতম

আজ থেকে কলকাতায় অনিরুদ্ধ রায়চৌধুরীর হিন্দি ছবি 'লস্ট'-এর শ্যুটিং শুরু করলেন ইয়ামি গৌতম। তুষার পান্ডে, পিয়া বাজপেয়ীও যোগ দিয়েছেন শ্যুটিংয়ে।

West Bengal News Live: উইক এন্ডের রাতে কোভিড বিধি অগ্রাহ্য করে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হুল্লোড়

উইক এন্ডের রাতে কোভিড বিধি অগ্রাহ্য করে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হুল্লোড়। কেউ বেরিয়েছেন জয় রাইডে, কেউ বা পার্টি করে ফিরছেন। এভাবে কোভিড বিধি উপেক্ষা করায় গতকাল পার্ক স্ট্রিট থানা এলাকায় ১০০টি মামলা রুজু করেছে সাউথ ট্রাফিক গার্ড। সবকটি অভিযোগ পার্ক স্ট্রিট থানায় জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পার্ক হোটেলকাণ্ডের পর কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে প্রতি শুক্র ও শনিবার বিশেষ অভিযান চালানো হচ্ছে। গতকাল কলকাতা পুলিশের বিভিন্ন ট্রাফিক গার্ড গোটা শহরে কোভিড বিধিভঙ্গের ঘটনায় ৮৩০টি মামলা রুজু করেছে।

WB News Live Updates: জটিল ও সময়সাপেক্ষ পদ্ধতির সরলীকরণের রাস্তায় হাঁটল কলকাতা পুরসভা

জমি-বাড়ি কেনার আগে ওই সম্পত্তির কোনও কর বকেয়া আছে কিনা, তার সার্চিং-এর জন্য আর অপেক্ষা করতে হবে না। করতে হবে না কোনও খরচ। পুরসভার ওয়েবসাইটেই জানা যাবে সব কিছু। জটিল ও সময়সাপেক্ষ পদ্ধতির সরলীকরণের রাস্তায় হাঁটল কলকাতা পুরসভা। 

West Bengal News Live: পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সুর আরও চড়াল তৃণমূল

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সুর আরও চড়াল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ট্যুইটে লেখেন, "কেন্দ্রীয় সরকার চায় না সংসদ চালাতে। পেগাসাস স্পাইওয়্যার নিয়ে আলোচনা চান না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। হাল ছাড়ছেন না বিরোধী সাংসদরা। এই ইস্যুতে সরকারকে কাঠগড়ায় তুলতে সব চেষ্টা চলবে।" 

WB News Live Updates: দিনহাটায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

উপ নির্বাচনের আগে দিনহাটায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী ও দলের রাজ্যস্তরের নেতার বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের ব্লক সভাপতি। অস্বস্তি ঢাকতে মন্তব্য এড়ালেন রাজ্যস্তরের ওই নেতা। সিদ্ধান্তের ভার রাজ্য নেতৃত্বের ঘাড়ে চাপাল তৃণমূল জেলা নেতৃত্ব। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live: বীরভূমের লাভপুরে ফের বিজেপিতে ভাঙন

বীরভূমের লাভপুরে ফের বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন ১৬টি অঞ্চলের বুথ সভাপতি-সহ প্রায় এক হাজার কর্মী। গেরুয়া শিবিরের জেলা নেতৃত্বের দাবি, ভয় দেখিয়ে যোগদান করিয়েছে তৃণমূল। উন্নয়ন দেখেই এসেছে, পাল্টা দাবি রাজ্যের শাসক দলের।

WB News Live Updates: বরানগর হাসপাতালে টিকার জন্য ৩ দিন ধরে লাইন

বরানগর হাসপাতালে টিকার জন্য ৩ দিন ধরে লাইন। শুক্রবার থেকে লাইনে দাঁড়িয়ে, দাবি ভ্যাকসিন গ্রহীতাদের একাংশের। শনিবারও ভ্যাকসিন পাওয়া যায়নি বলে অভিযোগ। কাল ভ্যাকসিন মিলবে বলে দাবি। প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষর। 

West Bengal News Live: বিরাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর

বিরাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর অব্যাহত। অভিযুক্ত বাবুলাল সিংহ তৃণমূলের সঙ্গেই যুক্ত বলে বিস্ফোরক দাবি করলেন তাঁর স্ত্রী। প্রমাণ হিসেবে তিনি প্রকাশ্যে এনেছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদম পুরসভার তৃণমূলের শহর সভাপতি বিধান বিশ্বাসের সঙ্গে বাবুলালের ছবি।

WB News Live Updates: কোভিড বিধি ভেঙে রেস্তোরাঁয় পার্টি শিলিগুড়িতে

শিলিগুড়িতেও কোভিড বিধি ভেঙে রেস্তোরাঁয় পার্টি করার অভিযোগ। গ্রেফতার বার কাম রেস্তোরাঁর কর্মী সহ ১০ জন।

West Bengal News Live: রাতে কোভিড বিধি ভেঙে পার্ক স্ট্রিটে গাড়ি দাঁড় করিয়ে হুল্লোড়

উইকএন্ডের রাতে কোভিড বিধি ভেঙে পার্ক স্ট্রিটে গাড়ি দাঁড় করিয়ে হুল্লোড়। কেউ বেরিয়েছিলেন জয় রাইডে, কেউ ফিরছিলেন পার্টি করে। কোভিড বিধি ভাঙায় ১০০ মামলা রুজু সাউথ ট্রাফিক গার্ডের। 

WB News Live Updates: মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল নেতাকে 'কুপিয়ে খুনের চেষ্টা'

মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে ডোমকলের হিতানপুর এলাকায়।স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের যোগদান অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি। অভিযোগ, মাঝরাস্তায় পাটের দড়ি ছুড়ে তাঁর বাইক আটকায় ৩-৪ জন দুষ্কৃতী। পড়ে যাওয়ায় তৃণমূল নেতার ওপর ধারাল অস্ত্র নিয়ে তারা চড়াও হয়। আক্রান্ত তৃণমূল নেতার চিত্কারে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম তৃণমূল নেতাকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা। 

West Bengal News Live: ধারাল অস্ত্রের কোপে ব্যবসায়ী জখম

ধারাল অস্ত্রের কোপে ব্যবসায়ীকে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুবরাজপুরে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে হেতমপুর বাজারে দোকান বন্ধ করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, হেতমপুর রাজবাড়ির কাছে জঙ্গলের পাশে গা ঢাকা দিয়ে দাঁড়িয়েছিল কয়েকজন দুষ্কৃতী। ব্যবসায়ীর মাথায় আঘাত করে, ধারাল অস্ত্রের কোপ মেরে টাকা ও সাইকেল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম ব্যবসায়ী স্থানীয় হাসপাতালে ভর্তি। 

WB News Live Updates: মডেলের ছবি পর্ন সাইটে ভাইরাল করার অভিযোগে মহিলা-সহ গ্রেফতার ২ 

মডেলের ফোটোশ্যুটের ছবি পর্ন সাইটে ভাইরাল করে দেওয়ার অভিযোগে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। মডেলের অভিযোগ, ফোটোশ্যুটের কথা বলে সম্প্রতি তাঁকে সল্টলেকের একটি স্টুডিও-য় নিয়ে যান দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা ওই মহিলা ও তাঁর সঙ্গী। কিছুদিন পর ফোটোশ্যুটের ছবি পর্ন সাইটে ভাইরাল হয়েছে বলে ওই মডেল জানতে পারেন। এরপর তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। গতকাল রানাঘাট থেকে অভিযুক্ত মহিলার সঙ্গী ও আজ সকালে দমদম ক্যান্টনমেন্ট থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

West Bengal News Live: সোনারপুরে অন্তত ৩০ জনকে ভ্যাকসিন দিয়েছে ধৃত স্বাস্থ্যকর্মী মিঠুন মণ্ডল

সোনারপুরে বেআইনি ভ্যাকসিন ক্যাম্প-কাণ্ডে নতুন তথ্য। অন্তত ৩০ জনকে ভ্যাকসিন দিয়েছে ধৃত স্বাস্থ্যকর্মী মিঠুন মণ্ডল। খাতায়কলমে লেখা ডায়মন্ড হারবারের স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হয়েছে টিকা। কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে সোনারপুরে। জেরায় জানিয়েছে ধৃত মিঠুন মণ্ডল, দাবি পুলিশের। কীভাবে সম্ভব হল, জানতে স্বাস্থ্য দফতরে যোগাযোগ পুলিশের। ডায়মন্ড হারবারে যাচ্ছে তদন্তকারীদের একটি দল

WB News Live Updates: শিলিগুড়ির তৃণমূল নেতার বাড়িতেই তৈরি হতো নকল মদ!

পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে শিলিগুড়ির তৃণমূল নেতার বাড়িতেই তৈরি হত নকল মদ। দাবি বিহার পুলিশের। অভিযুক্ত নেতাকে জেরা করে এই তথ্য জানার পর, গতকাল তাঁর শিলিগুড়ির বাড়িতে অভিযান চালায় বিহার পুলিশ। বাজেয়াপ্ত করে স্পিরিট বোঝাই ৯০টা ড্রাম, কাচের বোতল বোঝাই ৩০টা কার্টন ও ৫০টা খালি ড্রাম। পুলিশের দাবি, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া স্পিরিটের বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। বিহারে মদ পাচারের অভিযোগে ১৯ জুলাই বিহার পুলিশের হাতে গ্রেফতার হন ফাঁসিদেওয়ার বিধাননগর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি।

West Bengal News Live: আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস

আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আসানসোল থেকে গ্রেফতার চক্রের অন্যতম পাণ্ডা। ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। চলতি বছরের ২৪ মে বাগুইআটির এক বাসিন্দা অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে KYC আপটেড করাতে বলে তাঁর ডেবিট কার্ডের নম্বর ও মোবাইল ফোনে আসে ওটিপি জেনে নেয় এক ব্যক্তি। এরপর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। 

WB News Live Updates: গরু নিয়ে বিবাদে ইংরেজবাজারে আহত ৬

গরু নিয়ে বিবাদের জের। দুই প্রতিবেশীর সংঘর্ষ ঘিরে মালদার ইংরেজবাজারে উত্তেজনা। আহত উভয়পক্ষের ৬। গতকালের ঘটনা। তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।

West Bengal News Live: খড়গপুর শহরে প্রতিবাদীকে 'খুন' প্রতিবেশীর

বেপরোয়া গতির প্রতিবাদ করায়, খড়গপুর শহরে প্রতিবাদীকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিমপুরার ক্ষুদিরাম পল্লি এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে ওই প্রতিবেশী পাড়ার রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে বাইক চালানোয় প্রতিবাদ করেন বছর ছাব্বিশের যুবক। অভিযোগ, এনিয়ে বচসার জেরে যুবককে বেধড়ক মারধর করেন ওই প্রতিবেশী। সংজ্ঞাহীন অবস্থায় আক্রান্তকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। রাতে ঘটনাস্থলে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী। 

WB News Live Updates: দমকলের ১৫টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

দমকলের ১৫টি ইঞ্জিন ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় ৩১টি অস্থায়ী দোকান। রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করেন। যদিও মন্ত্রীর দাবি, এতগুলো ইঞ্জিন জোগাড় করতে সময় লেগেছে, দমকল কর্মীদের তত্পরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। 

West Bengal News Live: একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ 

রাত ২টো নাগাদ কেষ্টপুরের ভিআইপি রোডের ধারে শতরূপা পল্লিতে অস্থায়ী কাঠের আসবাবের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের খাবার দোকান-সহ অন্যান্য দোকানে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার ফেটে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন। 

WB News Live Updates: বিধ্বংসী আগুনে ২ দমকল কর্মী সহ জখম ৭

বিধ্বংসী আগুনে ভস্মীভূত দোকান। নিয়ন্ত্রণ করতে গিয়ে ২ দমকল কর্মী সহ জখম ৭। একজনের অবস্থা আশঙ্কাজনক। রুটিরুজি হারিয়ে দিশেহারা বহু পরিবার।

West Bengal News Live: কেষ্টপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান

কেষ্টপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান। পর পর সিলিন্ডার বিস্ফোরণে নিমেষে ছড়াল আগুন। দমকলের ১৫টি ইঞ্জিনের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

প্রেক্ষাপট

কেষ্টপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান। পর পর সিলিন্ডার বিস্ফোরণে নিমেষে ছড়াল আগুন। দমকলের ১৫টি ইঞ্জিনের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। 


বিধ্বংসী আগুনে ভস্মীভূত দোকান। নিয়ন্ত্রণ করতে গিয়ে ২ দমকল কর্মী সহ জখম ৭। একজনের অবস্থা আশঙ্কাজনক। রুটিরুজি হারিয়ে দিশেহারা বহু পরিবার।  


উচ্চমাধ্যমিকে পাস করানোর দাবিতে ছড়াচ্ছে সংক্রমণ। মালদায় লাঠি উঁচিয়ে হঠাল পুলিশ। মুর্শিদাবাদে অবরোধ। খড়গপুরে স্কুলে তাণ্ডব। আঁচ সল্টলেকে সংসদ ভবনেও। 


রেজাল্ট-বিতর্কে সংসদ সভাপতিকে নবান্নে তলব। পড়ুয়াদের ভবিষ্যতের বিষয়, খতিয়ে দেখে পদক্ষেপ নিতে বললেন মুখ্যসচিব। বৈঠকের পরেই ৭দিনের মধ্যে অভিযোগ জানাতে বিজ্ঞপ্তি। 


মার্কশিটে গরমিলের অভিযোগ। উচ্চমাধ্যমিক সংসদকে চিঠি শিক্ষক সংগঠনের। রবিবার, ছুটির দিনেও দফতর খোলা রেখে অভিযোগ খতিয়ে দেখবে সংসদ। অসন্তোষ কোথায় তা প্রধান শিক্ষকদের জানাতে নির্দেশ। 


টিকা দেওয়া হবে ৪০০ জনকে, লাইনে দাঁড়িয়ে হাজারেরও বেশি। ভ্যাকসিনের জন্য ইসলামপুরে তুলকালাম। ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ইটবৃষ্টি, মাথা ফাটল ১জনের। কিছুক্ষণ বন্ধ থাকার পরে ফের শুরু টিকাকরণ। 


কলকাতা থেকে শিলিগুড়ি। বৃষ্টির মধ্যেই ভ্যাকসিনের জন্য রাত থেকে লম্বা লাইন। কেন্দ্রের ভুল নীতিতেই টিকার আকাল, দাবি ফিরহাদের। কালোবাজারি করে সঙ্কট তৈরি করছে তৃণমূল নেতারাই, পাল্টা দিলীপ। 


দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই ফের বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্প। সোনারপুরে হাতেনাতে পাকড়াও ডায়মন্ড হারবারের স্বাস্থ্য দফতরের কর্মী। টাকা নিয়ে টিকা দেওয়ার অভিযোগ। 


রাজ্যসভায় তৃণমূলের চমক। প্রার্থী করা হচ্ছে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে। 


পঞ্চায়েতের দখল নিয়ে বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি। যুব কর্মীর মায়ের মৃত্যু। সালারে যুব বনাম তৃণমূলের সংঘর্ষ। প্রতিবাদে বিক্ষোভ। এলাকা দখল নিয়ে গোঘাটেও বোমাবাজি। বেশ কয়েকজন আহত। 


বাঁকুড়ায় শিশু পাচারের চেষ্টার অভিযোগে এবার তৃণমূলের নাম জড়াল এক অভিযুক্ত। বিজেপির শেখানো কথা, দাবি তৃণমূল নেতার। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চায় বিজেপি। 


অনুব্রত মণ্ডলের পর এবার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। রুপোর মুকুট পরিয়ে দলীয় কর্মীদের সম্বর্ধনা। মুকুট না পরিয়ে মানুষের পাশে দাঁড়ান, খোঁচা বিজেপির। ভালবেসে সম্বর্ধনা, দাবি উদ্যোক্তাদের। 


রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৩০, ৮জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে দার্জিলিং, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। সোমবার থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে দিল্লিতে খুলছে সিনেমা হল। মেট্রো-বাসে ১০০ শতাংশ ছাড়। 


নিউটাউনে এবার ঝুলন্ত অবস্থায় কঙ্কাল উদ্ধার। পাঁচল ঘেরা ফাঁকা জায়গায় গাছে ঝুলন্ত কঙ্কাল। দেখতে পেয়ে ইকো পার্ক থানায় খবর স্থানীয়দের।কার কঙ্কাল? আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ। 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.