West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা
Get the latest West Bengal News and Live Updates: তিস্তা অববাহিকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে
গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমল। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।
সিআইডি, সিবিআই, ইন্টারপোলকে একসুতোয় গাঁথল হাইকোর্ট। এক ছাত্রীর নিখোঁজ মামলায় ৩ এজেন্সিকে তদন্তভার দিল আদালত। নিখোঁজ ছাত্রী বাংলাদেশে পাচার হয়ে থাকলে ফিরিয়ে আনার নির্দেশ।সিবিআই ও ইন্টারপোলের সাহায্যে ছাত্রীকে ফেরানোর নির্দেশ হাইকোর্টের। ২০২০ সালের ২৯ জুলাই এমএসসির ছাত্রী বারাসাতের বাড়ি থেকে নিখোঁজ হন।ছাত্রী নিখোঁজ হওয়ার পর তদন্তভার যায় সিআইডির হাতে।
‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে ট্যুইটে তোপ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। ‘কেরলে কোভিডের তৃতীয় ঢেউ ঢুকে পড়েছে, বাংলায় নাকি কোভিড নেই’,মহেশতলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ছবি ট্যুইট করে কটাক্ষ অগ্নিমিত্রার।
‘মুখ্যমন্ত্রী উপনির্বাচন চাইছেন, অথচ ট্রেন বন্ধ। এগিয়ে যান, এগিয়ে বাংলা’ কটাক্ষ অগ্নিমিত্রার
কলকাতার ৮ টি কলেজে ১১ হাজার আসন। আবেদন পত্র জমা পড়ল ৩ লক্ষ ৬৭ হাজার ৭৫০। ১০০ শতাংশ পাশের জেরে কলেজে ভর্তিতে সঙ্কট? শহরের কলেজগুলিতে দেদার আবেদনপত্র। ‘আসন না বাড়ালে সঙ্কটমুক্তি অসম্ভব’বলছেন একাধিক কলেজ কর্তৃপক্ষ
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এবার দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে সিবিআই। ভোটের পর খুন হন সংগ্রাম বর নামে এক বিজেপি কর্মী। তাঁকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তেই আজ সিবিআই নিহতের বাড়িতে পৌঁছয়।
বিধানসভায় জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে রাজনীতির আঁচ। অধ্যক্ষ অনুষ্ঠানের সূচনা করে বেরিয়ে যাওয়ার পর সেখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেরিয়ে যাওয়ার আগে স্পিকার বলেন, এই অনুষ্ঠানে বিরোধী দলনেতার আসা উচিত ছিল।যদিও, সব অভিযোগ উড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, আগে পিএসি নিয়ে তৈরি হওয়া বিতর্ক দূর করুন স্পিকার।
নেই গ্লাভস, সিরিঞ্জ, প্যারাসিটামল, চোখের চিকিৎসায় ৪ ধরনের ওষুধ-ইঞ্জেকশন। দু’মাস ধরে একটানা সঙ্কট, বিপাকে চোখের চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র আরআইও।বিপাকে রিজিওনাল ইন্সটিটউট অফ অপথ্যালমোলজি।ওষুধ, গ্লাভস, সিরিঞ্জ চেয়ে স্বাস্থ্যভবনে চিঠি আরআইও কর্তৃপক্ষের।‘এই সমস্ত সরঞ্জাম বাইরে থেকে কেনার অর্থ তহবিলে নেই’।স্বাস্থ্যভবনকে জানাল আরআইও।জীবনদায়ী ওষুধ বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর গণনায় ‘গোড়ায় গলদ’। বেনজিরভাবে ১০৮ নম্বর বাড়ল এক ছাত্রীর। ছাত্রীর নম্বর ছিল ২৩৮, বেড়ে হল ৩৪৬ ।
রেজাল্ট বেরোনোর একমাস পর নতুন মার্কশিট হাতে পেলেন পরীক্ষার্থী
বিধানসভা ভোটের সময় করোনা অনেক ভয়াবহ ছিল। এখন করোনার প্রকোপ অনেক কমে গেছে। তখন ভোট করানো গেলে, এখন হবে না কেন?’
রাজনীতি করার জন্যই এখন বিজেপি ভোট পিছোতে চাইছে। মন্তব্য ফিরহাদ হাকিমের।
কলকাতায় ফের হুক্কা বারে হানা গোয়েন্দা পুলিশের। এলগিন রোড থেকে গ্রেফতার ৩ জন। বেআইনিভাবে হুক্কা বার চালানো ও কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার বদল। নতুন সিপি হচ্ছেন সুধীরকুমার নীলকণ্ঠ।সুধীরকুমার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি স্পেশাল ব্র্যাঞ্চ পদে ছিলেন।
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের সিপি অজয় ঠাকুরের বদলি। তাঁকে নিয়ে আসা হল ব্যারাকপুর কমিশনারেটের জয়েন্ট সিপি ক্রাইম পদে
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে তিস্তায় বাড়ল জলস্তর। তিস্তা অববাহিকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হল ২ হাজার ৫২৪ কিউসেক জল। এর ফলে জেলার ছোট নদীগুলোতে বাড়তে পারে জলস্তর। জলপাইগুড়িজুড়ে নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকা দখলকে কেন্দ্র করে ধাপায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। বাড়ি, দোকান ভাঙচুর। স্থানীয়দের দাবি, এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতী বিজু ওরফে বেজি ও দীপক হালদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। গতকাল সন্ধেয় গোষ্ঠীসংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ধাপার রাজারহাটের ঢিপি এলাকা। প্রগতি ময়দান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আজ থেকেই পোস্তা উড়ালপুল ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবে । KMDA। ভেঙে ফেলার কাজ চলাকালীন বন্ধ থাকবে বিবেকানন্দ রোডের একাংশ।ভাঙার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাও। যান চলাচল নিয়ন্ত্রণে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে নোটিস জারি করা হয়েছে। পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ চলাকালীন রুট বদলে অন্য পথে চালানো হবে গাড়ি। এমজি রোডে বন্ধ থাকবে ট্রাম চলাচল। এছাড়া, বি কে পাল অ্যাভিনিউ থেকে রবীন্দ্র সরণি পর্যন্ত নিমতলা ঘাট স্ট্রিটে একমুখী যান চলাচল করবে। KMDA সূত্রে খবর, প্রায় দেড়মাস ধরে চলবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার দ্বিতীয় পর্যায়ের কাজ।
মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত পাইলট। কলকাতার আকাশসীমায় ঢোকার পর হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাসকট থেকে ঢাকায় যাচ্ছিল ওই আন্তর্জাতিক উড়ান। নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করাচ্ছেন সহকারী পাইলট
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায়, দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। গতকাল নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ উল্লেখ, মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমানে সাংবাদিক বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের ভিখারি বলে কটাক্ষ করেন। এই কটূক্তির অভিযোগেই দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় নালিশ জানানো হয়েছে বলে তৃণমূল ছাত্র পরিষদের দাবি। বক্তব্য বিকৃত করার চেষ্টা, কাজ নেই তাই সস্তার রাজনীতি করতে দিলীপ ঘোষকে নিশানা করা হচ্ছে, প্রতিক্রিয়া বিজেপিরা জেলা নেতৃত্বের।
তৃণমূলে যোগ দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার দুই বহিষ্কৃত নেতা-নেত্রী। গতকাল ঘাসফুল শিবিরে যোগ দেন বিজেপির মহিলা মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভানেত্রী উত্তরা বাউড়ি ও বিজেপির কিষাণ মোর্চার বহিষ্কৃত জেলা সভাপতি বুদ্ধদেব মালো। তৃণমূলে যোগদান প্রসঙ্গে তাঁদের দাবি, দলীয় শৃঙ্খলা রক্ষা ও মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী নয় বিজেপি। তাই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। তৃণমূল শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন দুই প্রাক্তন বিজেপি নেতা-নেত্রী। বিজেপির প্রতিক্রিয়া, দলবিরোধী কাজের জন্য আগেই বহিষ্কার করা হয় ওই ২ জনকে।
বরানগরের এ কে মুখার্জি রোডে দাম্পত্য বিবাদে চলল গুলি। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্ত্রী বাপের বাড়িতে চলে যান। গতকাল তাঁকে ফিরিয়ে আনতে যায় স্বামী। রাজি না হওয়ায় ওই যুবক রাতে শ্বশুরবাড়ির সামনে ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
চিকিত্সক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য তৈরি হবে আলাদা রাস্তা তৈরি হবে। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে দ্রুত পৌঁছনোর জন্য রাস্তা। ফুট ওভারব্রিজের পাশাপাশি তৈরি করা হবে আরও কয়েকটি সংযোগ-পথ। হাসপাতাল চত্বরে পড়ুয়াদের জন্য তৈরি করা হবে বহুতল হোস্টেল। ভাল কাজ করলে নার্সদের মিলবে পুরস্কার। স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তাঁদের পদোন্নতি হবে
এসএসকেএমে চিকিত্সা পরিষেবা আরও উন্নত করতে নতুন পরিকল্পনা করছে রাজ্য সরকার। চিকিত্সক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য তৈরি হবে আলাদা রাস্তা। যাতে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে দ্রুত পৌঁছনো যায়। এর জন্য এসএসকেএম চত্বরে ফুট ওভারব্রিজের পাশাপাশি তৈরি করা হবে আরও কয়েকটি সংযোগ-পথ। এছাড়া, হাসপাতাল চত্বরে পড়ুয়াদের জন্য তৈরি করা হবে বহুতল হোস্টেল।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও, উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। আজ দিনভর মেঘলা আকাশ। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বৃহস্পতিবার ৬নং জাতীয় সড়কে দাপিয়ে চলল দলমার দল ছুট দাঁতাল হাতির দাপট। যেন মনে হবে কোন শুটিং চলছে রাস্তায় ।টোল থেকে সোজা রাস্তায় হেটে চলতে দেখা যায় গজরাজকে।খাবারের সন্ধানে অধিকাংশ সময় রাজ্য সড়কের ওপর গাড়ি আটকে খাবারের সন্ধান করতে বিভিন্ন সময় দেখা গেছে গজরাজদের। এবার একটু অন্য মুডে জাতীয় সড়কে দাপাদাপি হাতির। তা দেখে ভিড় মানুষের। হাতির দৌরাত্বে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ হয় জাতীয় সড়কে। শেষে বনদফতরের কর্মীরা গিয়ে পুনরায় হাতিটিকে পাশের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যান।
চালককে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পঞ্চসায়র থানার পুলিশ। চালকের দাবি, গতকাল রাতে পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনিতে যাওয়ার কথা বলে চেতলা থেকে ট্যাক্সিতে ওঠেন চার যাত্রী। অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর পর চালক ভাড়া চাওয়ায় শুরু হয় মারধর।
কলকাতা থেকে এবার বিদায় নিচ্ছে, মেট্রোর নন এসি রেক। মেট্রো রেল সূত্রে খবর, ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। সেদিনই আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে, মহানগরীর এতদিনের পুরনো সঙ্গীকে।
চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য। ১০ একর জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নার্সদের জন্য প্র্যাকটিসনার সিস্টার পদ তৈরি করা হবে। চিকিৎসকদের ঘাটতি মেটাতে কোয়াকদের কাজ লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী
কলকাতা হাইকোর্টে নতুন ৫ বিচারপতি। বিচারপতিরা হলেন কেডি ভুটিয়া, রবীন্দ্রনাথ সামন্ত, সুগত মজুমদার, বিভাস পট্টনায়েক ও আনন্দ কুমার মুখোপাধ্যায়। আজ সকাল ১১টায় শপথ নেবেন তাঁরা।
পুজোর আগেই রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে ভোট করাতে হবে। গতকাল নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানিয়ে এল তৃণমূল। সূত্রের খবর, ভবানীপুর-সহ রাজ্যে ৭ বিধানসভা কেন্দ্রের করোনা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট দেন তৃণমূল সাংসদরা। এদিকে, তৃণমূলের ভোট-তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি।
আগামী দুমাস করোনা মোকাবিলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, টিকা নেওয়া মানেই করোনা থেকে রক্ষা পাওয়া নয়, পরতে হবে মাস্ক। পুজোর আগে করোনা নিয়ে ফের একবার সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার।
কামারহাটি ফাঁড়ির কাছে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি। উঠেছে গুলি চালানোর অভিযোগও। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তৃণমূল কার্যালয়ে বেশ কিছু সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপের কাজ চলছিল। অভিযোগ, সাত-আটজন দুষ্কৃতী পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে। পালানোর সময় গুলি চালায়। যদিও গুলি চালানোর কথা পুলিশ স্বীকার করেনি। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলের একটা অংশের মদতে হামলা হয়। এই নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রেক্ষাপট
ভবানীপুর-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে দ্রুত ভোট চেয়ে ফের নির্বাচন কমিশনে তৃণমূল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভোটে কমিশনেরও সায় থাকার দাবি। এখনই নেই ভোটের পরিস্থিতি, পাল্টা দাবি বিজেপির।
আগামী দুমাস করোনা মোকাবিলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, টিকা নেওয়া মানেই করোনা থেকে রক্ষা পাওয়া নয়, পরতে হবে মাস্ক। পুজোর আগে করোনা নিয়ে ফের একবার সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার।
৫ কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে দ্রুত ভোট চেয়ে ফের নির্বাচন কমিশনে তৃণমূল। প্রয়োজনে ২ দফায় ভোট হলে আপত্তি নেই, জানালেন মহুয়া। এখনই নেই ভোটের পরিস্থিতি, পাল্টা দাবি বিজেপির।
ফের কমিশনে তৃণমূল
সন্ত্রাসের তদন্তে কলকাতা থেকে ভাটপাড়ায় সিবিআই। বিজেপি কর্মীদের মৃত্যুর পুনর্নির্মাণ। সাদা কাগজে সই করানোর অভিযোগে কলকাতা পুলিশের ২ অফিসারকে বাড়িতে ঢুকতে বাধা।
সন্ত্রাসের তদন্তে ৯টি মামলা রুজু করে তদন্তে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে ৪ কোম্পানি বাড়তি সিআরপিএফ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। ২ কোম্পানি কলকাতায়, বাকি ২ কোম্পানি জেলায়।
কামারহাটিতে পুলিশ ফাঁড়ির কাছেই তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা, গুলি চালানোরও অভিযোগ। জখম ৬ তৃণমূল কর্মী। নেপথ্যে দলেরই একাংশ, দাবি বিদায়ী কাউন্সিলরের।
প্রতারণার অভিযোগে গিরিশ পার্কে বিজেপির শ্রমিক সংগঠনের নেত্রী গ্রেফতার। আইনজীবীর ভুয়ো পরিচয়ে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। দলের সঙ্গে কোনও যোগ নেই। দাবি করলেন দিলীপ ঘোষ।
কলকাতা বিমানবন্দরের কাছে তেজস্ক্রিয় মৌল-সহ গ্রেফতার ২। পরীক্ষার জন্য পাঠানো হল অ্যাটমিক রিসার্চ সেন্টারে। উদ্ধার হওয়া ধাতব পদার্থ ক্যালিফোরমিয়াম হলে দাম কয়েকটি শো কোটি টাকা।
এবার সরকারি চিকিৎসক-নার্সদের জন্য বিনামূল্যে জমি দেবে রাজ্য। ১০ একর দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী। সঙ্কট কাটাতে কাজে লাগানো হবে কোয়াকদের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭১৭, ৯জনের মৃত্যু। দেশে একধাক্কায় ২০ শতাংশের বেশি বাড়ল সংক্রমণ। কেরলেই একদিনে আক্রান্ত ৩১ হাজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -