West Bengal News Live: বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা
Get the latest West Bengal News and Live Updates: আজ রাতেই দিল্লি যাচ্ছেন জহর সরকার
বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন। সেভেন ট্যাঙ্কস পেরোনোর পরেই বেহাল দমদম রোড। রাস্তার মাঝে বিশাল গর্ত। অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টমুখী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। খানা-খন্দে ভরা রাস্তায় প্রতি পদে দুর্ঘটনার আশঙ্কা। নিত্যদিন যানজটের সমস্যা। পরিস্থিতি সামলাতে গিয়ে নাজেহাল ট্রাফিক পুলিশ। রুবি মোড় ও কামালগাজি ব্রিজ সংলগ্ন ইএম বাইপাসের বেহাল দশা। রাস্তার যেখানে-সেখানে গর্ত। ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। বজবজ ট্রাঙ্ক রোডেও বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। PV Sindhu,
রাজ্যজুড়ে কমছে করোনার দাপট।সোমবার রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৫৭৫ জন। যা রবিবারের তুলনায় বেশ অনেকটাই কম। ১ অগাস্ট রাজ্যে মোট আক্রান্ত হয়েছিলেন ৭০১ জন।
ত্রিপুরায় অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি। ভয় দেখিয়ে লাভ নেই। ত্রিপুরায় বিধানসভা ভোটে ৪০ থেকে ৪৫টি আসন পাবে তৃণমূল। দাবি অনুব্রত মণ্ডলের।
আগরতলায় অভিষেকের গাড়িতে হামলা, বিজেপিতেই ভিন্ন সুর। নিন্দনীয় ঘটনা, বিজেপির সংস্কৃতি নয়, বলে মন্তব্য শমীক ভট্টাচার্যের। খবরে থাকার জন্য তৃণমূলেরই অপচেষ্টা, উল্টো সুরে দাবি জয়প্রকাশ মজুমদারের।
বাংলায় চাকরি নেই. চাকরির জন্য আন্দোলনে যেতে হচ্ছে শিক্ষক থেকে আশাকর্মীদের। ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিষেকের আক্রমণের পাল্টা শুভেন্দু অধিকারী।
শিক্ষকপদে নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোয় ২ জনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকপদে অবিলম্বে নিয়োগের দাবিতে গতকাল ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককেই এখনও নিয়োগ করা হয়নি। তারই প্রতিবাদে ‘শিক্ষামন্ত্রীর দুয়ারে আমরা’ প্ল্যাকার্ড হাতে মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন চাকরিপ্রার্থীরা। প্রায় আধ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। সেই ঘটনাতেই ২ জনকে গ্রেফতার করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ পদে জয়ী হলেন তৃণমূল প্রার্থী জহর সরকার। দুপুর তিনটে পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। দুপুর তিনটের পর বিধানসভার সচিবের সঙ্গে দেখা করেন জহর সরকার। বিধানসভার সচিব জহর সরকারের হাতে সার্টিফিকেট তুলে দেন। আজ রাতেই দিল্লি যাচ্ছেন জহর সরকার। বাদল অধিবেশনেই রাজ্যসভায় যোগ দেওয়ার সম্ভাবনা।
আগরতলায় বক্তব্য পেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘লড়াই আজ থেকে শুরু হল। আজকের তারিখ লিখে রাখুন, ত্রিপুরায় দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে তৃণমূল। জহ্লাদদের উল্লাসমঞ্চে পরিণত করেছে বিজেপি। বিপ্লব দেব ও বিজেপির ক্ষমতা থাকলে আটকে দেখাক। আমার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।’
আগরতলায় বক্তব্য পেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একজন সাংসদের ওপর এ ধরনের আক্রমণ বিজেপির গুণ্ডারা করেছে। তাহলে সাধারণ মানুষ, ত্রিপুরায় নারী নিরাপত্তা কোথায়? ত্রিপুরার পুলিশ নিষ্ক্রিয়। পুলিশকে সরকারের নির্দেশ পালন করতে হয়, পুলিশকে দোষারোপ করব না।’
আগরতলায় বক্তব্য পেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের যত তাতাবে, তত শক্তিশালী হবে তৃণমূল। ত্রিপুরার মানুষকে স্বাধীন করতে দৃঢ়ভাবে এগোবে তৃণমূল। মানুষ হাত নেড়ে, দোকান থেকে এসে আশীর্বাদ করেছে। দায়িত্ব নেওয়ার পর অন্য রাজ্যে পা রেখেছি। বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের নিদারুণ উদাহরণ সবাই দেখতে পেয়েছে।’
ত্রিপুরায় বক্তব্য পেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘লাঠি, বাঁশ, রড দিয়ে মারা হয়েছে। আমার সঙ্গে থাকা ৩ নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছে। আমাকে আটকাতে ১০০ মিটার ছাড়া ছাড়া রাস্তা অবরোধ করা হয়েছে। ত্রিপুরেশ্বরী মন্দিরে না পৌঁছতে পারি, সবরকম চেষ্টা করেছে।’
ত্রিপুরায় বক্তব্য পেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ত্রিপুরায় অতিথি দেব ভবঃ-র নামে যে ঘটনা ঘটেছে, সবাই দেখেছে’। ‘ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম। মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাতে না পৌঁছতে পারি, তার জন্য সবরকম চেষ্টা করেছে বিজেপি’
সংগ্রামপুর বিষমদকান্ডে খোঁড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড। ২০১১-তে সংগ্রামপুরে বিষমদে মৃত্যু হয় ১৭২ জনের ।খোঁড়া বাদশাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আলিপুর আদালতের।
শনিবার খুন-সহ ৪টি ধারায় দোষী সাব্যস্ত করা হয় খোঁড়া বাদশাকে।
নিমতায় বৃহন্নলাকে গুলি করে খুনের ঘটনায় টিটাগড় থেকে আরেক বৃহন্নলাকে গ্রেফতার করল পুলিশ। গতকাল নিমতার ছোটফিঙার সাবিত্রী পল্লিতে সুমনা ধর নামে ওই বৃহন্নলাকে গুলি করে খুন করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকা দখলের লড়াইয়ের জেরেই এই খুনের ঘটনা।
দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। গতকাল পেটলায় দলীয় সভায় জগদীশ বর্মা বাসুনিয়া দাবি করেন, বিধানসভা ভোটের সময় বুথ কমিটির অনেক সদস্যই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। সেই কারণেই গতকাল বুথ কমিটি ভেঙে দিয়ে নতুন বুথ কমিটি ঘোষণা করেন তৃণমূল বিধায়ক। এবারের বিধানসভা নির্বাচনে কোচবিহারে ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে বিজেপি। সিতাই ও মেখলিগঞ্জ আসন দুটি তৃণমূল দখল করে।এই পরিস্থিতিতে সিতাইয়ের তৃণমূল বিধায়কের মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। তৃণমূল ও বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
করোনা পরিস্থিতিতে ৬৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দিল রাজ্য কারা দফতর। এদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন। এই বন্দিরা ১৪ বছর ধরে জেলে ছিলেন। প্রত্যেকেই পঞ্চাশোর্ধ্ব। জেলে থাকাকালীন আচরণ বিবেচনা করে এদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
জনবহুল এলাকায় অটোয় বসে থাকা প্রৌঢ়কে কাছ থেকে গুলি, হামলার অভিযোগ উঠল বাইক আরোহী দুষ্কৃতীদের বিরুদ্ধে। লক্ষ্যভ্রষ্ট হয়ে কানে লেগে বেরিয়ে যায় গুলি। আজ সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের চম্পাহাটি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অটোয় একাই বসেছিলেন বছর ৫৫-র প্রৌঢ়। অভিযোগ, বাইক আরোহী দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আশেপাশের বাসিন্দারা ছুটে আসায় তারা পালিয়ে যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে হামলা।
অভিষেকের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। চলন্ত গাড়িতে যথেচ্ছ লাঠির বাড়ি। নিজেই ভিডিও ট্যুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের পতাকা লাগানো ঘিরে আগরতলায় উত্তেজনা। তৃণমূল যুব কংগ্রেসের নেতা-কর্মীদের বাধা। ছিলেন দেবাংশু-সুদীপ-জয়ারা। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। এলাকায় উত্তেজনা।
ত্রিপুরার ৮টি জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল তিনজনকে, তৃণমূলের তরফে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বে থাকছেন সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত। ত্রিপুরায় সংগঠন গড়ে তোলার কাজ করবেন এই তিনজন।
আগরতলায় তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর উপলক্ষে আগরতলা শহরে দলের পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেইসময় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যর সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয়। এনিয়ে উত্তেজনা ছড়ায়।
দুপুরে সাংগঠনিক বৈঠক করবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে যোগ দিতে সকালে আগরতলা রওনা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবার তৃণমূলের নজরে বিজেপি-শাসিত ত্রিপুরা। ২০২৩-এ ওই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠন বিস্তারে তত্পরতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে।
শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। গ্রামাঞ্চলে বহু পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। জল থইথই ঘাটাল পুর-এলাকাও। বেশ কয়েকটি জায়গায় শিলাবতীর বাঁধ ভেঙে জল ঢুকছে শহরে।
সকাল থেকেই সেজে উঠেছে ত্রিপুরার রাজধানী। টাঙানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে কালিম্পঙের শ্বেতিঝোরায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। গতকাল রাত থেকে সিকিম ও কালিম্পঙের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পূর্ত দফতর।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছে কুলতলিতে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পিক-আপ ভ্যান, ঘটনাস্থলেই ৬ শ্রমিকের মৃত্যু, আশঙ্কাজনক বেশ কয়েকজন। আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা। ২৩-এ ভোট। পর্যবেক্ষকদের মতে, বিজেপির জনপ্রিয়তা কমছে। বাম-কংগ্রেস দুর্বল। শ্যুন স্থান হয়েছে বলে মত। তা মাথায় রেখে ত্রিপুরা দখলে ঝাঁপাতে চাইছে তৃণমূল। এখন থেকেই প্রস্তুতি। মমতারও যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও জনপ্রিয় হয়েছে খেলা হবে স্লোগান
প্রেক্ষাপট
২০২৩-এ ত্রিপুরা বিধানসভার নির্বাচন। টানা তৃতীয়বার বঙ্গ জয়ের পর এবার সেই রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল কংগ্রেস! ইতিমধ্যেই তত্পরতা শুরু হয়ে গিয়েছে শাসকশিবিরে! শনিবারই কের পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, বিজেপি শাসিত ত্রিপুরাতেও, ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে সোমবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সোমবারবেলা ১২টা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।
এই সফরে অন্যান্য দল থেকে কয়েকজন নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন সদস্যের একটি দল আগরতলায় যায়। কিন্তু কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের হোটেলবন্দি করে বিজেপি শাসিত ত্রিপুরার প্রশাসন। হোটেলের বাইরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
এই ঘটনার প্রবল সমালোচনা করে তৃণমূল। টিম PK-র সদস্যদের আটকে রাখার অভিযোগে আগরতলার ধর্মনগরে প্রতিবাদ মিছিলও করে তৃণমূল। পুলিশ সেই মিছিল আটকালে ধুন্ধুমার বেধে যায়। কলকাতা থেকে আগরতলায় যান রাজ্যের দুই মন্ত্রী-সহ একাধিক তৃণমূল সাংসদ।
এ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে। এবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -