West Bengal News Live: বিধানসভায় এসে মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, রাজভবনে চিঠি লিখে অনুরোধ রাজ্য সরকারের

Get the latest West Bengal News and Live Updates:ভবানীপুরে মমতা একাই পেলেন ৭২ শতাংশ ভোট। মুখ থুবড়ে পড়ল বিজেপি। প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেলেন মাত্র ২২ শতাংশ ভোট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Oct 2021 07:18 PM
West Bengal News Live: "মিথ্যা কথা কম বলুন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান" ; মমতাকে আক্রমণ শুভেন্দুর

‘মিথ্যা কথা কম বলুন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। বেকার সমস্যার সমাধান করুন। বিরোধীদের সাহায্য চাইলে সহযোগিতা করব’, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র ডোমকল

রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র ডোমকল। বিডিও অফিসে শুনানির আগে সংঘর্ষ। নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ।

West Bengal News Live: করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে ? পরিদর্শনে কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি-র টিম

করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে কি না, তা দেখতে পরিদর্শন শুরু করল কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি-র টিম। বোসপুকুর শীতলামন্দির, তালবাগান, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ একের পর এক পরিদর্শন করা হবে।

West Bengal News Live: বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, রাজভবনে চিঠি লিখে অনুরোধ রাজ্য সরকারের। 

বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। ৭ অক্টোবর বেলা ১২টার আগে বিধায়ক-হিসেবে মমতার শপথ। বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল’, রাজভবনে চিঠি লিখে অনুরোধ রাজ্য সরকারের। 

West Bengal News Live: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দু’টি সিল করা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। একই মামলায় রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলও রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্রের খবর। 

West Bengal News Live: ভবানীপুরের ফলাফল নিয়ে সুর চড়ালেন শুভেন্দু

ভবানীপুরের ফল সেদিনই লেখা হয়ে গিয়েছিল, যেদিন নির্বাচন কমিশন লাজলজ্জার মাথা খেয়ে প্রেস নোট দিয়েছিল। কার্যত সার্টিফিকেটটা দেওয়া বাকি রেখেছিল তারা। 

West Bengal News Live: রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে এবার বিকাশ ভবন অভিযান বামপন্থী ছাত্র সংগঠনের

রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে এবার বিকাশ ভবন অভিযান। একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে বিকাশ ভবন অভিযান। সল্টলেক করুণাময়ী থেকে বিকাশ ভবনের দিকে যাবে মিছিল।

ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে দেব

এখনও জলের নীচে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন তৃণমূল সাংসদ দেব। এর আগে পিংলা-সবংয়ের পরিস্থিতিও ঘুরে দেখেন তিনি।

West Bengal News Live: বিপুল ভোটে জয়ের পরে ভবানীপুরের শীতলা মন্দিরে মমতা

বিপুল ভোটে জয়ের পরে ভবানীপুরের শীতলা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতলা মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরের গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক : মমতা

লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক। প্রতিনিধি দলকে আটকানো হয়েছে। বললেন মমতা।

West Bengal News Live: ফি বছর বন্যা, বাড়িতে নৌকা কিনে রাখেন ঘাটালের মানুষ

ফি বছর বন্যা। গাড়ি নয়, বাড়িতে নৌকা কিনে রাখেন ঘাটালের মানুষ। বন্যা হলেই সেই নৌকাই হয়ে ওঠে যাতায়াতের ভরসা।

West Bengal News Live: বিধানসভাতেই মুখ্যমন্ত্রী শপথ নেবেন, অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি

বিধানসভাতেই মুখ্যমন্ত্রী শপথ নেবেন, অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি’। ‘বিধানসভার অধ্যক্ষের কাছে শপথবাক্য পাঠ করার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বিধায়ক হিসেবে মমতার শপথগ্রহণ নিয়ে রাজভবনে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

West Bengal News Live: উত্তরপাড়া থেকে উত্তর কলকাতা জুড়ে পানীয় জলের সমস্যা

উত্তরপাড়া থেকে উত্তর কলকাতা জুড়ে পানীয় জলের সমস্যা। বিভিন্ন জায়গায় সকালের দিকে ঘোলা জল সরবরাহ হচ্ছে। ‘ডিভিসির ছাড়া জলে গঙ্গায় পলির আধিক্য’। ‘পানীয় জলের উৎপাদন ব্যাহত, প্রেসার কম’। সেজন্য অন্যান্য দিনের তুলনায় জল সরবরাহের পরিমাণ কম, জানাল পুরসভা।

West Bengal News Live: অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে মালদার চাঁচল স্টেডিয়াম

 অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে মালদার চাঁচল স্টেডিয়াম। এনিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক।

West Bengal News Live: পাঁচ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি কলুটোলার গোডাউনের আগুন

পাঁচ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি কলুটোলার গোডাউনের আগুন। ঘটনাস্থলে দমকলের ২২ টি ইঞ্জিন।  ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হচ্ছে দলকলকে। 

WB News Live Updates: হুগলির আরামবাগে এখনও বেশ কিছু জায়গা জলমগ্ন,বাড়ির আসবাব, জিনিসপত্রের ক্ষতির আশঙ্কা বাসিন্দাদের

হুগলির আরামবাগে এখনও বেশ কিছু জায়গা জলমগ্ন।  জলে ডুবে থাকা বাড়ির আসবাব, জিনিসপত্রের ক্ষতির আশঙ্কা বাসিন্দাদের।  স্থানীয় সূত্রে দাবি, প্রায় ১০ হাজার বাড়ি প্লাবনের কবলে পড়েছে।  গ্রামবাসীদের অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়।  কয়েকদিন আগে দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে বিপত্তি ঘটে।  আরামবাগের বিস্তীর্ণ অংশ ডুবে যায়।  

West Bengal News Live: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মত্যুর ঘটনার নিন্দা করে ট্যুইট মমতার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িতে পিষে ও গুলিতে কৃষক সহ ৮ জনের নিহত হওয়ার ঘটনার কড়া নিন্দা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
ট্যুইটে তিনি লিখেছেন, লখিমপুর খেরিতে বর্বর ঘটনার কড়া নিন্দা করছি।  কৃষক ভাইদের প্রতি বিজেপির বিরূপ মনোভাবে আমি ব্যথিত। ... কৃষকদের প্রতি সব সময় নিঃশর্ত সমর্থন থাকবে।  

WB News Live Updates: কলুটোলা স্ট্রিটে গোডাউনে ভয়াবহ আগুন, দুই আটককে উদ্ধার

কলুটোলা স্ট্রিটে একটি বাড়ির দোতলায় প্লাস্টিকের খেলনার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। আজ সকালে ওই গোড়াউনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলের ২২টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে।  আগুনের মধ্যে আটকে পড়েন দুজন। তাঁদের উদ্ধার করা হয়েছে।  ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। 

West Bengal News Live: চাঁচোল স্টেডিয়াম অসামাজিক কাজকর্মের আখড়া! ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের

অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে চাঁচোল স্টেডিয়াম। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস চাঁচোলের  মহকুমা শাসকের। স্টেডিয়ামের এই পরিবেশ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে দাবি তৃণমূলের।        

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২টি সিলকরা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।  একই মামলায় রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলও রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্রের খবর

West Bengal News Live: কলুটোলা স্ট্রিটে গুদামে  ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

কলুটোলা স্ট্রিটে একটি গুদামে  ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। এলাকায় প্রবল আতঙ্ক। আজ সকালে ওই গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।  ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন।

WB News Live Updates: ঘাটালে বহু এলাকা এখনও জলের তলায়,  চলছে নৌকা ও স্পিডবোট

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বহু এলাকা এখনও জলের তলায়।  চলছে নৌকা ও স্পিডবোট।  ঘাটাল শহরের কিছু জায়গায় একতলা বাড়ির প্রায় ছাদ ছুঁইছুঁই জল।  গ্রামীণ এলাকার অবস্থা আরও ভয়াবহ।  ডুবে রয়েছে বাড়িঘর, দোকান। 

West Bengal News Live: কলুটোলা স্ট্রিটে গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

কলুটোলা স্ট্রিটে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। আজ সকালে ওই গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে।  ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন।

WB News Live Updates: রানিগঞ্জে ইসিএলের রেলওয়ে সাইডিংয়ের নিরাপত্তারক্ষীকে কুপিয়ে খুনের অভিযোগ কয়লা চোরেদের বিরুদ্ধে

ইসিএলের রেলওয়ে সাইডিংয়ের নিরাপত্তারক্ষীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এলাকারই বেশকিছু কয়লা চোরেদের বিরুদ্ধে। ঘটনাটি রানিগঞ্জের কুনুস্তোড়িয়া এরিয়ার বাঁশরা খোলামুখ খনি  এলাকার । আজ সকাল  এই ঘটনাটি অন্য সকল নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করে ম্যানেজমেন্টকে খবর দিলে তারা ৩১ বছরের মনোজ চৌহান নামের ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

West Bengal News Live: আজ বিধানসভা অধ্যক্ষর সামনে হাজিরা দিচ্ছেন না ইডি-র আধিকারিকরা

আজ বিধানসভা অধ্যক্ষর সামনে হাজিরা দিচ্ছেন না ইডি-র আধিকারিকরা।নারদকাণ্ডে তদন্তকারী আধিকারিকরা হাজিরা দিচ্ছেন না।অধ্যক্ষের তলবে আজ হাজিরা দেওয়ার কথা ছিল আধিকারিকদের।আদালতের দ্বারস্থ হচ্ছেন আধিকারিকরা, আজই অধ্যক্ষকে চিঠি দিচ্ছে ইডি।অধ্যক্ষর এক্তিয়ার নেই তলবের, জানিয়ে দেওয়া হবে চিঠিতে

WB News Live Updates: করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে কি না, পরিদর্শন শুরু কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি-র টিমের

করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে কি না, তা দেখতে পরিদর্শন শুরু করল কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি-র টিম। বোসপুকুর শীতলামন্দির, তালবাগান, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ একের পর এক পরিদর্শন করা হবে।

West Bengal News Live: রাস্তা দখল করে দোকানপাট, দেগঙ্গায় থমকে রয়েছে রাস্তা সংস্কারের কাজ

রাস্তা দখল করে দোকানপাট। অবৈধভাবে তৈরি করা হয়েছে ঘর। তার জেরে, দেগঙ্গায় থমকে রয়েছে রাস্তা সংস্কারের কাজ। এদিকে, বেহাল রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। দ্রুত রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছে এলাকাবাসী।

WB News Live Updates: মালদার গোরক্ষা গ্রামে পারিবারিক বিবাদে মৃত্যু যুবকের

পারিবারিক বিবাদে রক্তারক্তিকাণ্ড মালদার গোরক্ষা গ্রামে। সংঘর্ষে মৃত্যু হল বছর ৩৫-এর এক যুবকের। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, অভিযুক্তের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। থমথমে এলাকায় বসেছে পুলিশ পিকেট।

West Bengal News Live: টানা বৃষ্টিতে প্রতিমা নির্মাণে বিস্তর ক্ষতি,সময়ে কাজ শেষ নিয়ে চিন্তায় দুর্গাপুরের শিল্পীরা

টানা বৃষ্টিতে প্রতিমা নির্মাণে বিস্তর ক্ষতি। সময়ে কীভাবে কাজ শেষ করবেন, বুঝে উঠতে পারছেন না দুর্গাপুরের প্রতিমা শিল্পীরা। উনুন জ্বালিয়ে চলছে প্রতিমা শুকোনোর কাজ। চিন্তায় পুজো উদ্যোক্তারাও।

WB News Live Updates: পর্যটকদের গাড়ির সামনে দলছুট হাতি! ছবি নেওয়ার জন্য পড়ল হিড়িক

পর্যটকদের গাড়ির সামনে দলছুট হাতি! ছবি নেওয়ার জন্য পড়ল হিড়িক! রবিবার এ ছবি দেখা গেল জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্যের মূর্তির রাস্তায়

West Bengal News Live: কেতুগ্রামে ত্রিপলের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

কেতুগ্রামে ত্রিপলের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সরকারি ত্রিপল তৃণমূলের পার্টি অফিসে মজুত থাকলেও গতকাল দুপুর পর্যন্ত তা দেওয়া হয়নি। আধ ঘণ্টা বিক্ষোভ চলার পর বিলি করা হয় ত্রিপল। এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।

WB News Live Updates: পাঁশকুড়ায় ধস নেমে নদীতে তলিয়ে গেল বেশ কয়েকটি দোকান

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ধস নেমে নদীতে তলিয়ে গেল বেশ কয়েকটি দোকান। গতকাল রাতে ওই ঘটনা ঘটেছে ডোমঘাটের কাছে কংসাবতী নদীর তীরবর্তী এলাকায়। ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, এরপর যদি নদীবাঁধে ফাটল ধরে জল ঢুকতে শুরু করে তাহলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দেবে।   

West Bengal News Live: আউশগ্রামে জল সরলেও চাষের জমিতে বালি, প্রমাদ গুণছেন কৃষকরা

বাঁধ ভাঙা জলে প্লাবিত পূর্ব বর্ধমানের আউশগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা। দু’দিন পর অজয়ের জল সরলেও চাষের জমি ভর্তি হয়ে গেছে বালিতে। ফলে ভবিষ্যতে ওই জমিতে ফসল ভাল না হওয়ার আশঙ্কায় প্রমাদ গুণছেন এলাকার কৃষকরা।

WB News Live Updates: বৃষ্টি কমলেও জল যন্ত্রণার ছবিতে বদল নেই হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরে

বৃষ্টি কমলেও জল যন্ত্রণার ছবিতে বদল নেই হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরে। কৃষিজমি, রাস্তা থেকে বসতবাড়ি সর্বত্র জল থইথই। ব্যপক ক্ষতি কৃষিকাজেও।

West Bengal News Live: উত্তর ২৪ পরগনায় করোনা-আতঙ্কের মধ্যেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ

বিধাননগর থেকে বরানগর। কামারহাটি থেকে মধ্যমগ্রাম। করোনা-আতঙ্কের মধ্যেই বাড়ছে, ডেঙ্গির প্রকোপ। তবে, প্রশাসন সূত্রে দাবি, এবছর উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কম।

WB News Live Updates: কলের জল ঘোলা, উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা

গোটা উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা।ঘোলা জল বেরোচ্ছে পুরসভার কল থেকে। উল্টোডাঙা চত্বরে পুরসভার কলের জল না খেতে মাইকে প্রচার।‘ডিভিসি জল ছাড়ার ফলে গঙ্গার জলে পলির আধিক্য।বন্ধ হয়ে যাচ্ছে গঙ্গার পরিশ্রুত পানীয় জলের প্লান্ট।সেই কারণেই পানীয় জলে সমস্যা।৩ দিন কম পানীয় জল সরবরাহ করা হবে।’


ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হবে, আশ্বাস ফিরহাদ হাকিমের

West Bengal News Live: চরমে জল-যন্ত্রণা

খানাকুল থেকে তারকেশ্বর, ধনেখালি থেকে জাঙ্গিপাড়া---বৃষ্টি কমলেও জমা জলের হাত থেকে নিস্তার মেলেনি হুগলির বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। বহু মানুষ এখনও ঘরছাড়া। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।


 

WB News Live Updates: জল নামতেই পটাশপুরে রোগের প্রাদুর্ভাব, ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি

জল নামতেই, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুরু হয়েছে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, পেটের রোগ। একইসঙ্গে বাড়ছে সাপে কামড়ানো রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তরফে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। নৌকো করে পৌঁছে দেওয়া হচ্ছে ওষুধ।

প্রেক্ষাপট

কলকাতা: ১০ বছর আগের নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ‍মমতা। ভবানীপুরে ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী। ২০২১ সালে জয়ী শোভনদেবের প্রাপ্ত ভোটের থেকে দ্বিগুণ ভোট পেলেন মমতা।


ভবানীপুরে মমতা একাই পেলেন ৭২ শতাংশ ভোট। মুখ থুবড়ে পড়ল বিজেপি। প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেলেন মাত্র ২২ শতাংশ ভোট। সিপিএম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। কোনও ওয়ার্ডে হারিনি, প্রতিক্রিয়া মমতার।


ভবানীপুরে মমতার জয়ের পরেই নন্দীগ্রামে উৎসব। ঘরের মেয়ে বদলা নিল। নন্দীগ্রামে শুভেন্দু মীরজাফরের কাজ করেছিল। আক্রমণ ফিরহাদের। প্রথমবার ফেল করে দ্বিতীয়বার পাস। কটাক্ষ বিজেপির।


ভবানীপুরে ছাপ্পা ভোট। দাবি প্রিয়ঙ্কার। সবাই ভোট দিতে পারেনি। দাবি সুকান্তর। বামেদের ভোট কমেনি। দাবি শ্রীজীবের। দ্বিগুণ ভোটে জিতবে আগেই বলেছিলাম। প্রতিক্রিয়া শোভনদেবের।


জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও জয়ী তৃণমূল। জঙ্গিপুরে ৯২ হাজারেরও বেশি ভোটে জিতে রেকর্ড জাকির হোসেনের। সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোটে জয়ী আমিরুল। জয়ের পর তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াল ২১৩।


তিন কেন্দ্রে জয়ের পর বিধানসভায় তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াল ২১৩। ৩০ অক্টোবরের নির্বাচনে ৪ প্রার্থীর নাম ঘোষণা মমতার। খড়দায় শোভনদেব, দিনহাটায় উদয়ন, শান্তিপুরে ব্রজকিশোর, গোসাবায় সুব্রত।


করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। মুখ্যসচিবকে চিঠি। 


ভোট পরবর্তী হিংসা ঠেকাতে পদক্ষেপ নিতে রাজ্যকে নির্দেশ কমিশনের। হিংসা রুখতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। বাংলাকে বদনামের চেষ্টা, পাল্টা ফিরহাদ। 


উত্তর কলকাতায় পুরসভার কল থেকে বেরোচ্ছে ঘোলা জল। পানীয় জল না খেতে উল্টোডাঙায় প্রচার। ডিভিসি জল ছাড়ায় বন্ধ গঙ্গার পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট। ৩ দিন কম পানীয় জল সরবরাহ। জানালেন ফিরহাদ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.