West Bengal News Live: রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৮১২, মৃত ১৩

Get the latest West Bengal News and Live Updates: গত ২৪-ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১২ জন। একই সময় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৩ জন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Aug 2021 08:43 PM
West Bengal News Live: রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৮১২, মৃত ১৩

গত ২৪-ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১২ জন। একই সময় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৩ জন। 

WB News Live Updates: দিঘায় মহিলা পর্যটককে ইভিটিজিং করার অভিযোগে গ্রেফতার ৭ যুবক

দিঘায় বেড়াতে আসা এক মহিলা পর্যটককে প্রকাশ্য রাস্তায় ইভিটিজিং করার অভিযোগে ৭ যুবককে পাকড়াও করল দিঘা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে দিঘা থানা সূত্রে জানানো হয়েছে। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

West Bengal News Live: সোনারপুর বেআইনী ভ্যাকসিন ক্যাম্প কাণ্ডে গ্রেফতার আরও ১ 

সোনারপুর বেআইনী ভ্যাকসিন ক্যাম্প কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতের নাম উত্তম কর্মকার। অভিযুক্ত পেশায় প্রমোটার বলে জানা গিয়েছে। সোনারপুরের সুভাসগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ অর্থের বিনিময়ে ক্যাম্প করিয়েছিল সে। ৪০ থেকে ৪৫ জনকে সে ভ্যাকসিন করিয়েছিল বলে অভিযোগ। এদের মধ্যে তার শ্রমিকরাও ছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করে পুলিশ।

WB News Live Updates: আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ৯ই ও ১০ই অগাস্ট উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

West Bengal News Live: আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারি গ্রেফতার

আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার কাটাগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ওই কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করে চারটি আগ্নেয়াস্ত্র। পুলিশের অনুমান কাউকে বিক্রি করার জন্য আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগর এলাকায় দাঁড়িয়ে ছিল ওই কারবারি।

WB News Live Updates: ‘পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য‘, বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের জন্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য সরকার।’

West Bengal News Live: ‘দেশের অর্থনীতির উন্নতি না হলে, বাংলা একা কিছু করতে পারবে না’, বললেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

‘সারা দেশের অর্থনীতি সচল হলে, তার প্রভাব পড়বে। বাংলার অনেকেই ভিন রাজ্যে কাজ করেন। দেশের অর্থনীতির উন্নতি হলে, তার প্রভাব পড়বে বাংলাতেও। আরেকটা ঢেউ এলে, জিডিপি আরও নামতে পারে। দেশের অর্থনীতির উন্নতি না হলে, বাংলা একা কিছু করতে পারবে না। মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: ‘ভিড় জায়গায় গেলে সবাই যেন মাস্ক পরেন‘, অনুরোধ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিদিন ১১ লক্ষ ভ্যাকসিন দিতে পারে বাংলা। কেন্দ্র ভ্যাকসিন না পাঠালে, আমরা বাজার থেকে কিনতে পারছি না। আগে অনেক ভ্যাকসিন কেনা হয়েছিল, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিড় জায়গায় গেলে সবাই যেন মাস্ক পরেন।’

West Bengal News Live: ‘ভ্যাকসিন না থাকলে একসঙ্গে ১০ হাজার লোক এলে কীভাবে দেব?’, বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভ্যাকসিন না থাকলে একসঙ্গে ১০ হাজার লোক এলে কীভাবে দেব? পরপর সবাই পাবে, যেরকম ভ্যাকসিন পাব, সেভাবে দেব। গুজরাতে জনসংখ্যা বাংলার প্রায় অর্ধেক, বেশি ভ্যাকসিন পেয়েছে। সমস্ত রাজ্য ভ্যাকসিন পাক, কিন্তু যেন কোনও বৈষম্য না হয়। বাংলা সীমান্তবর্তী রাজ্য, তাই গুরুত্ব দেওয়া হোক।’


 

WB News Live Updates: ‘পুজোর ছুটির পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনা‘, জানালেন মুখ্যমন্ত্রী

‘পুজোর ছুটির পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনা। করোনাকালে স্কুল খোলা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live: ‘করোনা মোকাবিলায় বাংলায় অনেক কিছু কাজ হয়েছে‘, জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘করোনা মোকাবিলায় বাংলায় অনেক কিছু কাজ হয়েছে। উৎসবের মরসুমে গতবারে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য।‘

WB News Live Updates: এখনও জলের তলায় হাওড়ার উদয়নারায়ণপুর

প্রায় ৫দিন পার, এখনও জলের তলায় হাওড়ার উদয়নারায়ণপুর। দামোদরের জল ঢুকে প্লাবিত উদয়নারাণপুরের হরালি গ্রাম। বাঁধ কাটার চেষ্টার অভিযোগ পাশের গ্রাম পাঁচারুলের। চলছে পাহারা।

West Bengal News Live : ভ্যাকসিন বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

ভ্যাকসিন বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর lতিনি লেখেন, '‘ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। ‘আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান। বিজেপি শাসিত উত্তর প্রদেশ, গুজরাত, কর্নাটক বেশি ভ্যাকসিন পাচ্ছে। বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না। দিনে বর্তমানে ৪ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্যে। আমরা দৈনিক ১১ লক্ষ ডোজ দিতে সক্ষম'

West Bengal News Live : আরামবাগ-কলকাতা রুটের সরকারি বাসে মানা হচ্ছে না দূরত্ব বিধি, রেড রোডে বাস আটকাল পুলিশ

আরামবাগ-কলকাতা রুটের সরকারি বাসে মানা হচ্ছে না দূরত্ব বিধি। করোনা আবহে বাসযাত্রীর ফোন পেয়ে নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। রেড রোডে আটকানো হয় বাস। আরামবাগ থেকে কলকাতায় আসার পথে বাসে দূরত্ব বিধি মানা হচ্ছে না দেখে প্রতিবাদ করেন এক অধ্যাপিকা। তাঁর দাবি, পাশে পাননি সহযাত্রীদেরও। এরপর কলকাতা পুলিশের হেল্প লাইনে ফোন করেন ওই অধ্যাপিকা। তাতেই কাজ হয়। রেড রোডে বাস আটকায় পুলিশ। বাস চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

West Bengal News Live : রাজ্যসভার সংসদদের অধিবেশন মুলতুবির পর সাংসদদের ঢুকতে 'বাধা'

রাজ্যসভার সংসদদের অধিবেশন মুলতুবির পর সাংসদদের ঢুকতে 'বাধা'। অভিযোগ তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়ের। রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূলকে সমর্থন কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গের। নিয়মবহির্ভূতভাবে বাধা, বিরোধীদের প্রশ্নের মুখে রাজ্যসভার চেয়ারম্যান। 

West Bengal News Live : পারাংয়ের জলে প্লাবিত দাসপুরের চণ্ডীপুর গ্রাম

পারাংয়ের জলে প্লাবিত দাসপুরের চণ্ডীপুর গ্রাম। শুক্রবার জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধের রাস্তা। আড়াই কিলোমিটার দীর্ঘ বাঁধের ১২টি জায়গায় রাস্তা ভেঙেছে। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ।

West Bengal News Live : দমদমে মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে

সন্তানের অমানবিক আচরণের সাক্ষী থাকল বৃষ্টিভেজা মহানগর। মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। গতকাল রাতে দমদম স্টেশন সংলগ্ন মাঠে প্লাস্টিক জড়ানো অবস্থায় ওই প্রৌঢ়াকে উদ্ধার করে সিঁথি থানার পুলিশ। জানা যায়, ৬৮ বছরের ওই প্রৌঢ়া চিত্পুর থানা এলাকার রাজা মণীন্দ্র রোডের বাসিন্দা। সেখানে এক মেয়ের সঙ্গে তিনি থাকতেন।মেয়েই তাঁকে দমদম স্টেশন চত্বর লাগোয়া ওই মাঠে ফেলে রেখে যান বলে পুলিশের দাবি। বিষয়টি জানতে পেরে ওই প্রৌঢ়াকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। 

West Bengal District News : জলমগ্ন কামারহাটির প্রসাদনগরের কাছে বিটি রোডের কলকাতামুখী রাস্তা

জলমগ্ন কামারহাটির প্রসাদনগরের কাছে বিটি রোডের কলকাতামুখী রাস্তা। জল জমে থাকায় ওই রাস্তায় ধীর গতিতে যান চলাচল করছে। বেলা বাড়লে যানজটের আশঙ্কা।

West Bengal District News : মালদায় গঙ্গায় শুরু হয়েছে ভাঙন, নদী গর্ভে তলিয়ে গিয়েছে বাড়িঘর

মালদার বৈষ্ণবনগরে গঙ্গায় শুরু হয়েছে ভাঙন। লালুটোলা এলাকায় নদী গর্ভে তলিয়ে গিয়েছে বাড়িঘর, বিঘার পর বিঘা কৃষি জমি। দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করেছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই ভাঙন শুরু হয়েছে। দুর্বল নদী বাঁধের কারণেই ভাঙন বলে অভিযোগ। এনিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live : বীরভূমের মহম্মদবাজার ব্লকের দ্বারকা নদীর ওপর সেতুতে ভয়াবহ ধস

সেতুর মাঝখান থেকে দ্বিধাবিভক্ত। অর্ধেকটা ভেঙে হেলে গেছে নদীর দিকে। বীরভূমের মহম্মদবাজার ব্লকের দ্বারকা নদীর ওপর সেতুতে ভয়াবহ ধস, 
দ্বারকেশ্বর নদীর উপর থাকা এই সেতুই এপাড়ের আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা যাওয়ার মূল পথ। মহম্মদবাজার থেকে সাঁইথিয়া কিম্বা রামপুরহাট যাওয়ার অন্যতম রাস্তা এটি। আর তাতে ধস নামায় দুই এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
বন্ধ করে দেওয়া হয়েছে সেতুর ওপর যান চলাচল। ২০ কিলোমিটার ঘুরে, অন্য পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর,  সপ্তাহ তিনেক আগেই সেতুতে ফাটল দেখা যায়।  এরপর নদীতে জলস্তর ক্রমশ ভাঙতে থাকে। বুধবার ধসে গেল সেতুর একাংশ। দ্রুত সেতু মেরামতির আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক।  

West Bengal News Live : বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ম্যাটাডোর চালক-সহ চারজনের

মুর্শিদাবাদের নবগ্রামে জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ম্যাটাডোর চালক-সহ চারজনের। আহত আরও ২ জন। ভোর সাড়ে ৫টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নবগ্রামের পুনিয়া থেকে বহরমপুরে যাওয়ার জন্য ম্যাটাডোরে উঠছিলেন কয়েকজন শ্রমিক। আচমকাই পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ম্যাটাডোর চালক-সহ ৪ জনের। এরপরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে যান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। তাঁর আশ্বাস ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে

প্রেক্ষাপট

DVC’র ছাড়া জলের কারণে বন্যা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে জানিয়েই, জল ছাড়া হয়েছে বলে দাবি DVC’র। বন্যা পরিস্থিতির জন্য ফের DVC’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী!


প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী তুললেন ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ। বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেই ফোন ধরতে পারেননি মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীকে ফোন করেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান, রাজ্যে কি খুব বৃষ্টি হচ্ছে? বৃষ্টির কারণেই কি বন্যা পরিস্থিতি? 


মুখ্যমন্ত্রী বলেন, বন্যা হচ্ছে DVC’র জল ছাড়ার কারণে। তিনি আরও বলেন, DVC বারবার জল ছেড়ে দেয়। আমরা অভিযোগ জানিয়েও বিচার পাচ্ছি না। বুলবুল, আমফান, ইয়াস প্রত্যেকবার সবথেকে বেশি ক্ষতি হচ্ছে রাজ্যের। DVC ৫৪ হাজার কিউসেক জল ছাড়বে বলেছিল। ২ লক্ষ কিউসেক ছেড়েছে। ওরা বাঁধ পরিষ্কার করে না।যদি, করত তাহলে ২ লক্ষ কিউসেক জল বেশি ধরতে পারত। এটা পরিকল্পিত বন্যা। 

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন স্থানীয় তৃণমূল সাংসদ দেব।  ঘাটালের ফি বছর বন্য পরিস্থিতির জন্য কেন্দ্রকে দুষেছেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রের জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা হচ্ছে না। এছাড়াও তিনি বলেন, 'দিদি প্রধানমন্ত্রী হলেই ঘাটালের সমস্যার সমাধান হবে। অন্য কোনও সরকার কেন্দ্রে থাকলে ঘাটাল মাস্টার অ্যাকশন প্ল্যান কার্যকর হবে না।'

ডিভিসির পাঞ্চেত, মাইথন এবং তেনুঘাট জলাধার থেকে প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে।...পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। DVC-র জলাধার থেকে প্রচুর জল ছাড়ায় প্রতিবছরই ম্যান মেড বন্যা হয়। ২০১৫-র পর, ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজ্যকে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.