West Bengal News Live: এখনও জলবন্দি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা

Get the latest West Bengal News and Live Updates: কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Oct 2021 09:32 PM
West Bengal News Live: জলমগ্ন গ্রাম, অসহায় পরিস্থিতি, তারই মধ্যে নবজাতকদের জন্মে জীবনের জয়গান

ফুঁসে ওঠা নদী, জলমগ্ন গ্রাম। অসহায় পরিস্থিতি। তারই মধ্যে নবজাতকদের জন্মে জীবনের জয়গান। হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির মধ্যেও হাসপাতালে সুস্থভাবে সন্তানের জন্ম দিলেন সাত প্রসূতি। 

WB News Live Updates: সুরুচি সঙ্ঘে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস

মহালয়ায় পিতৃপক্ষের অবসান৷ ঘাটে ঘাটে তর্পণ৷ প্রথা মেনে প্রতিমার চক্ষুদান। সুরুচি সঙ্ঘে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

West Bengal News Live: ভোটের আগেই হার ‘স্বীকার’

উপনির্বাচনে গোসাবার মানুষ তাঁর দলকে ভোট দেবেন না। মনোনয়ন জমা দিতে এসে এমনই মন্তব্য করলেন খোদ গোসাবার আরএসপি প্রার্থী। তৃণমূলের দাবি, বাসন্তীতে আরও খারাপ ফল হবে বাম শরিকের। যদিও আরএসপি নেতৃত্বের দাবি, প্রার্থীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে

WB News Live Updates: এখনও জলবন্দি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা

দুয়োরে পুজো। দুঃখে পটাশপুর। এখনও জলবন্দি পূর্ব মেদিনীপুরের এই ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা। গ্রামবাসীদের আশঙ্কা, কেলেঘাই নদীর জল নামতে দশদিন পেরিয়ে যাবে। অতএব পুজো কাটবে প্লাবনের মধ্যে। দুর্বিষহ ভোগান্তির মধ্যেই চলছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: শহরে ফের অঙ্গ প্রতিস্থাপনের নজির,আমদাবাদের মহিলার হৃদযন্ত্র পাচ্ছেন কলকাতার রোগী

শহরে ফের অঙ্গ প্রতিস্থাপনের নজির। আমদাবাদের মহিলার হৃদযন্ত্র পাচ্ছেন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এক রোগী। হাসপাতাল সূত্রের খবর, আমদাবাদের বছর ৩৪-এর ওই মহিলার মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। তারপরই তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। মহালয়ার সন্ধ্যায় মৃতার হৃদযন্ত্র আনা হয় কলকাতায়। গ্রিন করিডর করে মাত্র ২৬ মিনিটে তা নিয়ে যাওয়া হয় আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে তা প্রতিস্থাপিত হচ্ছে বছর ৪০-এর রোগীর শরীরে।

WB News Live Updates: চেতলা অগ্রণীতে প্রতিমার চোখ আঁকলেন মমতা, দিলেন করোনা সতর্কতার বার্তা

মহালয়ার দিন পরপর দুর্গাপুজো উদ্বোধনে মমতা। চেতলা অগ্রণীতে প্রতিমার চোখ আঁকলেন মমতা। মণ্ডপে গিয়ে করোনা সতর্কতার বার্তা। 

West Bengal News Live: করোনা আবহেও অভিভাবকের সম্মতিক্রমে স্কুলে আইসিএসই-আইএসসি পরীক্ষা

করোনা আবহেও স্কুলে আইসিএসই-আইএসসি পরীক্ষা। স্কুলে বসে অনলাইনে পরীক্ষা দিতে পারে ছাত্রছাত্রীরা।লাগবে সংশ্লিষ্ট পড়ুয়ার অভিভাবকের সম্মতি।স্কুলগুলিকে বিজ্ঞপ্তি পাঠাল আইসিএসই কাউন্সিল।১৫ নভেম্বর থেকে শুরু দিল্লি বোর্ডের জোড়া পরীক্ষার প্রথম সিমেস্টার

WB News Live Updates: পুজোর মুখে ফের ঊর্ধ্বমুখী রাজ্যে করোনা সংক্রমণ

পুজোর মুখে ফের ঊর্ধ্বমুখী রাজ্যে করোনা সংক্রমণ। ফের দৈনিক সংক্রমণ ৮০০-র দোরগোড়ায়।২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন।রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন।উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৩৪ জন।নদিয়া, হাওড়া, হুগলিতেও বাড়ছে সংক্রমণ।বাড়ল রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যাও

West Bengal News Live: লুকিয়ে লখিমপুরে ঢুকতে হয়েছে তৃণমূল প্রতিনিধি দলকে, বললেন তৃণমূল নেত্রী

সহজে লখিমপুরে পৌঁছতে পারেনি তৃণমূল। লুকিয়ে লখিমপুরে ঢুকতে হয়েছে তৃণমূল প্রতিনিধি দলকে। বললেন তৃণমূল নেত্রী

WB News Live Updates: গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ও লঞ্চ কর্মীদের তত্‍পরতায় রক্ষা

গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ও লঞ্চ কর্মীদের তত্‍পরতায় রক্ষা পেলেন এক ব্যক্তি।  হুগলির বাসিন্দা ওই ব্যক্তি আজ সকালে লঞ্চে আর্মেনিয়ান ঘাটের দিকে আসার সময় গঙ্গায় ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করার পর নিয়ে যাওয়া হয় উত্তর বন্দর থানায়। পরে পরিবারের সদস্যরা এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। 

West Bengal News Live: দল বিরোধী কথা বলায় বহিষ্কৃত গারুলিয়ার উপ মুখ্য প্রশাসক ঊষা চৌধুরী

দল বিরোধী কথা বলায় বহিষ্কৃত গারুলিয়ার উপ মুখ্য প্রশাসক ঊষা চৌধুরী।গতকাল প্রকাশ্যে তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে বিষোদগার।দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ করেন ঊষা চৌধুরী।তারপরই রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের

WB News Live Updates: রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

 নিয়ন্ত্রিতভাবে জল ছাড়তে ব্যর্থ ডিভিসি। প্রতিবছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করুক কেন্দ্র। মোদিকে চিঠি মমতার। পুরোটাই নাটক, পাল্টা সুকান্ত

West Bengal News Live: মগরাহাট পশ্চিমের নিহত বিজেপি প্রার্থী মানস সাহার বাড়িতে অর্জুন, প্রিয়ঙ্কা

মগরাহাট পশ্চিমের নিহত বিজেপি প্রার্থী মানস সাহার বাড়িতে অর্জুন, প্রিয়ঙ্কা। ‘সিবিআই তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে। রাজ্যে গণতন্ত্র নেই, শাসকের আইন চলছে’।
মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর। ‘গণতন্ত্র না থাকলে অর্জুন সিংহ আসতে পারতেন না’,পাল্টা তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা

WB News Live Updates:কৃষ্ণ কল্যাণীর বিজেপি ত্যাগের পর জল্পনা বাড়ালেন আরও এক বিধায়ক

কৃষ্ণ কল্যাণীর বিজেপি ত্যাগের পর জল্পনা বাড়ালেন আরও এক বিধায়ক। নাটাবাড়ির বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি।মিহির গোস্বামী ও গিরীন্দ্রনাথ বর্মনের সাক্ষাৎ ঘিরে জল্পনা।সৌজন্য সাক্ষাৎ, বৈঠকের পর দাবি দু’পক্ষেরই।ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মিহির

West Bengal News Live: মহালয়ায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মহালয়ায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি, অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা।নবমী ও দশমীতে উপকূলবর্তী জেলা ও কলকাতায় বাড়তে পারে বৃষ্টি।পুজোর শুরুতে বৃষ্টির সম্ভাবনা কম।পুজোয় উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার

West Bengal News Live: কংগ্রেসকে শেষ করতেই তৃণমূল ও আপ-এর সঙ্গে যোগসাজশ করছে বিজেপি, অভিযোগ অধীরের

কংগ্রেসকে শেষ করতেই তৃণমূল ও আপ-এর সঙ্গে যোগসাজশ করছে বিজেপি, অভিযোগ অধীর চৌধুরীর।

WB News Live Updates: না জেনে মন্তব্য করছেন, লখিমপুর নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যের সমালোচনা কুণালের

 


লখিমপুরে ঢুকতে সব দলকে তো বাধা দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস ও ভিম পার্টি তো লখিমপুরে ঢুকতে পেরেছে। বললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। এ ব্যাপারে তাঁর মন্তব্যের সমালোচনা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন,না জেনে কথা বলছেন রাহুল। লখিমপুর পৌঁছতে যথেষ্ঠা বেগ পেতে হয়েছে তৃণমূল সাংসদদের। রাহুলকে পার্ট টাইম পলিটিশিয়ান বলেও কটাক্ষ করেছেন তিনি।

West Bengal News Live: নন্দীগ্রামে খেলা হবে স্লোগান নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

নন্দীগ্রামে গিয়ে ফের তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। খেলা হবে স্লোগান নিয়ে খোঁচা। তৃণমূল নেতাদের সিবিআই-ইডির তলব নিয়ে কটাক্ষ। পাল্টা জবাব তৃণমূলের।

WB News Live Updates: লখিমপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা, এবার বেসুরো সব্যসাচী

এবার বেসুরো সব্যসাচী দত্ত।লখিমপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনায় সব্যসাচী।‘কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ, এতো তালিবান নয়। লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, দোষীদের ফাঁসি হওয়া উচিত। ,লখিমপুরকাণ্ডে মন্তব্য সব্যসাচী দত্তর।‘১৪৪ ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপই করেছে’,গতকাল মন্তব্য করেন দিলীপ ঘোষ।

WB News Live Updates: ত্রিপুরায় লড়াইয়ের মঞ্চ বাঁধছে তৃণমূল

তৃণমূলের পাখির চোখ বিজেপি-শাসিত ত্রিপুরা। এবার ওই রাজ্যে দলের স্টিয়ারিং কমিটি ও যুব সংগঠন তৈরির কথা ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।  ত্রিপুরায় তৃণমূলের নতুন স্টিয়ারিং কমিটির রাজ্য আহ্বায়ক করা হয়েছে সুবল ভৌমিককে। ১৯ জনের স্টিয়ারিং কমিটির নেতৃত্বে থাকবেন সুস্মিতা দেব।

WB News Live Updates: বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা তৃণমূলের

বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি ও পঞ্চায়েত প্রতিনিধিদের অনিয়মিত হাজিরার অভিযোগে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল সদস্যা। গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল সদস্যার অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েতে প্রধান ও উপ প্রধান দুর্নীতিগ্রস্ত। পঞ্চায়েত প্রতিনিধিরা নিয়মিত হাজিরা না দেওয়ায় সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তৃণমূল সদস্যার অভিযোগ। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, সরকারি দফতরে তালা ঝোলানোর অভিযোগে তৃণমূল সদস্যার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে বিজেপি সদস্যরা আন্দোলনে নামবেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live: দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, আবেদনে তিনি জানান, যে কোনও মহিলাকে অন্য রাজ্য থেকে তলব করার আগে তদন্ত করতে হয়। এক্ষেত্রে আইন মেনে ইডি-র তরফে তা করা হয়নি। এছাড়াও, ই-মেলের মাধ্যমে ইডি-র সঙ্গে তিনি সহযোগিতা করেছেন বলে দিল্লি হাইকোর্টের কাছে আবেদনে জানিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে কয়লাকাণ্ডে ইডি-র নোটিসের প্রেক্ষিতে ১২ অক্টোবর তাঁকে সশরীরে হাজিরা দিতে বলে পাতিয়ালা হাউস কোর্ট। 

WB News Live Updates: রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সময়মতো পরিকাঠামোগত পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন্দ্র স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে রাজ্য বন্যা সমস্যা থেকে মুক্তি পাবে না।

West Bengal News Live: মহালয়ার তর্পণ ঘিরেও রাজনৈতিক তরজা

বাঁকুড়ায় একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল ও বিজেপি। এদিন মহালয়া উপলক্ষে রাজ্যে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় নিহত তৃণমূল কর্মীদের উদ্দেশে দ্বারকেশ্বরের ঘাটে তর্পণ করেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

পুজোর মুখে দুর্ভোগ আরও বাড়িয়ে গৃহস্থের হেঁশেলে আগুন। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৫ টাকা বেড়ে কলকাতায় আজ থেকে ১৪.২ কেজি এলপিজি-র দাম হল ৯২৬ টাকা। অন্যদিকে, মাত্র আড়াই টাকা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আজ থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৩ টাকা। গত ডিসেম্বর থেকে ৮ মাসে ধাপে ধাপে রান্নার গ্যাসের দাম আড়াইশো টাকারও বেশি বেড়েছে।

West Bengal News Live: কল খুলতেই বেরিয়ে আসছে ঘোলা জল

হাওড়ার বেশকিছু ওয়ার্ডে কল খুলতেই বেরিয়ে আসছে ঘোলা জল. কলকাতায় ঘোলা জল না পাওয়া গেলেও, কয়েকটি জায়গায় প্রেসার ছিল খুব কম। একই ছবি হুগলিতে.

WB News Live Updates: ক্রমশই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে শৈলশহর পানবু

সৌন্দর্যের ডালি সাজিয়ে অপেক্ষায় রয়েছে হিমালয়ের কোলের শৈলশহর পানবু। ক্রমশই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই ভিউ পয়েন্ট। পুজোর ছুটিতে একসঙ্গে প্রকৃতির এই জোড়া সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনার গন্তব্য হতেই পারে কালিম্পং থেকে ৪৮ কিমি দূরে পানবু ভিউ পয়েন্ট।

West Bengal News Live: মহালয়ার সকালে টালা প্রত্যয়ের চক্ষুদান

মহালয়ার সকালে টালা প্রত্যয়ের চক্ষুদান সম্পন্ন হল। ৯৬ বছরে পা দিল এই পুজো। এবারে টালা প্রত্যয়ের বিষয় ভাবনা, নির্বাধ। 

WB News Live Updates: আজ তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক

আজ তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। তার আগে, গতকাল কালীঘাট মন্দিরে গিয়ে যজ্ঞ করলেন। ন্যাড়াও হলেন। দাবি করলেন, বিজেপি ছাড়ার। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: বাবুঘাট থেকে বাগবাজার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ

আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ ভোর থেকেই শুরু তর্পণ। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের অপেক্ষা৷ বাবুঘাট থেকে বাগবাজার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ।

WB News Live Updates: পুরভোটের প্রস্তুতি তৃণমূলের

বালুরঘাটে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। দলের সব স্তরের নেতাদের নিয়ে হয় শাসক দলের বৈঠক। পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে বিজেপিও।

West Bengal News Live: আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান

শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷ 

প্রেক্ষাপট

কলকাতা: আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷ 


বালুরঘাটে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। দলের সব স্তরের নেতাদের নিয়ে হয় শাসক দলের বৈঠক। পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে বিজেপিও। 


অগ্নিকাণ্ডের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলুটোলার গুদাম। তিনতলা বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। আগুনে শেষ গুদাম। ক্ষতিগ্রস্ত। বেশ কয়েকটি পরিবারের জীবন-জীবিকা এখন অনিশ্চিয়তার মুখে। 


পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যার ত্রাণ নিয়ে জোর তরজা। বিজেপির অভিযোগ, তাঁদের দলীয় বিধায়ককে ত্রাণ বণ্টনে সরকারি ভাবে কোনও সাহায্য করা হচ্ছে না। তৃণমূলের কটাক্ষ, ঘাটালের বিজেপি বিধায়ক অরণ্যদেব, তাঁকে দেখাই যায় না।


তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘোষণা করলেও, শান্তিপুরে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে, প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল ও সিপিএম। বিজেপি এই বিধানসভার নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে।


বাঁকুড়ার বড়জোড়ায় সুতো কলে কর্মী নিয়োগ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।  বড়জোড়ার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠরা চাকরি পাচ্ছেন, এই অভিযোগে বিক্ষোভ দেখালেন দলেরই অন্য গোষ্ঠী।  বিধায়ক যদিও স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছেন।  এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


অবশেষে রাজ্যের প্রস্তাবে সায়। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন কক্ষে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তিন নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। নিজেই ট্যুইট করে একথা জানালেন জগদীপ ধনকড়।


বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী খুনের অভিযোগে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল CBI। ধৃতের ৩দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর মহকুমা আদালত। গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।


হোমগার্ডকে চড় মারার ঘটনায় আত্মসমর্পণ করলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। গ্রেফতারি এড়াতে আগেই এই মামলায় তিনি জামিন পান। জামিনের শর্ত অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন বিজেপি নেতা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.