West Bengal News Live: সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন ফিরহাদ-পার্থ, দেখা করলেন পরিবারের সঙ্গে

Get the latest West Bengal News and Live Updates: ভাইফোঁটার দিনে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন তৃণমূলের দুই নেতা

abp ananda Last Updated: 06 Nov 2021 08:53 PM
West Bengal News Live: ৪৮ ঘণ্টার মধ্যেই ঠাকুরপুকুর হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ

মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন মাংসের দোকানের কর্মী। ধৃত, খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। শুক্রবার সকালে ঠাকুরপুকুর থানার এলাকার সখেরবাজারে, ফুটপাথের ধারে একটি গর্তের মধ্যে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলায় শাড়ি প্যাঁচানো ছিল। শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। 

WB News Live Updates: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন?

অর্ডার করেও মেলেনি খাবার। অথচ অ্যাপে শো করছে খাবার ডেলিভারি হয়ে গিয়েছে! অনলাইন খাবার সরবরাহের এক সর্বভারতীয় সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবিষয়ে ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

West Bengal News Live: সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন ফিরহাদ-পার্থ

সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন ফিরহাদ-পার্থ, দেখা করলেন পরিবারের সঙ্গে। বালিগঞ্জের এই ফ্ল্যাট আজ শুনশান। এসেছিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "এ বাড়িতে কত এসেছি, তাঁকে দেখেই রাজনীতি শিখেছি, পুরভোটের আগে অপূরণীয় ক্ষতি।" অন্যদিকে, রুবি হাকিম বলেন, "সুব্রতদা আমাকে বোনের মতো দেখতে, যখন তখন আসতাম, মেয়রের হাতে চা খাচ্ছি কত বড় ব্যাপার, শেষ দেখা হয়েছিল জেলে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, "আমার রাজনৈতিক গুরু, ভাবতেও পারছি না বিধানসভায় আর দেখতে পাব না, সবসময় পরামর্শ দিতেন, কীভাবে চালাব জানি না।" 

WB News Live Updates: দুর্গাপুর জাতীয় সড়কে পুলিশের জিপে ধাক্কা বেপরোয়া লরির

দুর্গাপুর জাতীয় সড়কে পুলিশের জিপে ধাক্কা বেপরোয়া লরির। গুরুতর আহত গুড়াপ থানার ওসি ও এসআই। গ্রিন করিডোর করে আনা হল কলকাতায়। শিবপুরে টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মহিলার। দুবরাজপুরে গাড়ি-বাইক সংঘর্ষে আহত ৫জন. 

West Bengal News Live: চিংড়িঘাটা মোড়ে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারল বেপরোয়া গাড়ি

চিংড়িঘাটা মোড়ে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর, আহত আরও ৬ জন। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।

WB News Live Updates: ফাঁকা হয়ে যাচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের জঙ্গল, অভিযোগ তুলছেন পরিবেশ প্রেমী

অবাধে চলছে কাঠ পাচার। ফাঁকা হয়ে যাচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের জঙ্গল। এমনই অভিযোগ তুলছেন পরিবেশ প্রেমী। সমস্যা স্বীকার করে, বন দফতরের দাবি, জঙ্গল বাঁচাতে সমস্ত চেষ্টাই হচ্ছে। জঙ্গলঘেরা ডুয়ার্সের মরাঘাট থেকে নাথুয়া, বানারহাট রেঞ্জের বিভিন্ন এলাকায় দেখা মিলবে এমনই ছবি। 

West Bengal News Live: শেক্সপিয়র সরণিতে বৃদ্ধা হত্যাকাণ্ডের কয়েকঘণ্টার মধ্যেই ধরা পড়ল মূল অভিযুক্ত

তদন্তে মূল সূত্র হয়ে উঠল সিসি ক্যামেরার ফুটেজ।  নিহতের ফ্ল্যাট থেকে অভিযুক্ত বেরিয়ে যাচ্ছে, তা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।  তা দেখেই কয়েক ঘণ্টার মধ্যে শেক্সপিয়র সরণি থানা এলাকায় বৃদ্ধা খুনের কিনারা করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। 

WB News Live Updates: রাজারহাটে একটি কালীপুজোয় মানসিক হাসপাতালের ছবি

রাজারহাটে একটি কালীপুজোয় উঠে এসেছে মানসিক হাসপাতালের ছবি। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। আজ পুজোমণ্ডপে গিয়ে ক্লাবকর্তাদের সতর্ক করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও গোটা বিষয়ে কোনও ভুল দেখছেন না ক্লাবের পৃষ্ঠপোষক ও রাজারহাট-নিউটাউনের বিধায়ক।

West Bengal News Live: ফের ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

গত ২৪ ঘণ্টা জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২২জন শিশু। সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১৯জন শিশু। কারও বয়স ৪ ঘণ্টা, কারও তিন দিন। কারও আবার ন'দিন।মায়ের স্পর্শ, স্নেহ ঠিকমতো বোঝার আগেই ফুরিয়ে গেল তাদের প্রাণশক্তি।

WB News Live Updates: বিজেপির ভূমিকায় অসন্তোষ, তৃণমূলে যাওয়ার ইঙ্গিত জয়ের

বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জয় বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর। বিজেপির ভূমিকায় অসন্তোষ, তৃণমূলে যাওয়ার ইঙ্গিত জয়ের। 

West Bengal News Live: তৃণমূলের রেকর্ড ভোটে জয়কে কটাক্ষ করলেন নিশীথের

দিনহাটা উপনির্বাচনে তৃণমূলের রেকর্ড ভোটে জয়কে কটাক্ষ করলেন নিশীথ প্রামাণিক। কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য, ক্লাসটেস্টে ফেল করার পর, কেউ যদি অনলাইন পরীক্ষায় ভাল ফল করে, তা নিয়ে গর্বের কিছু নেই। মানুষের প্রতি আস্থা না থাকাতেই বালখিল্যের মতো কথা। পাল্টা বিঁধেছে তৃণমূল।

WB News Live Updates: নিশিকান্ত মণ্ডলকে খুনে শুভেন্দু অধিকারীকে দায়ী তৃণমূলের

পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ার তৎকালীন প্রধান নিশিকান্ত মণ্ডলকে খুনের ষড়যন্ত্র করেছিলেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামে এমনই দাবি করলেন তৃণমূল নেতা আবু তাহের। এতদিন পরে কেন এমন দাবি? পাল্টা প্রশ্ন তুলে সরব হয়েছেন নিহত নেতার ছেলে। এই ইস্যুতে আক্রমণ শানিয়েছে বিজেপিও।

West Bengal News Live: ফের ভাঙনের কবলে সামশেরগঞ্জ

ফের ভাঙনের কবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকা। গত কয়েকদিন নদী গর্ভে তলিয়ে গিয়েছে কৃষিজমি ও আমবাগান। গ্রামবাসীদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে, সর্বগ্রাসী রূপ নেবে গঙ্গা। ভাঙন রোধে অর্থ বরাদ্দ হয়েছে, কাজ শুরু হবে, আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক।

WB News Live Updates: আদিবাসীদের ভাইফোঁটা দিলেন অগ্নিমিত্রা পল

ভাইফোঁটায় ছক ভাঙা পথে হাঁটলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। যে আদিবাসী সমাজে ভাইফোঁটা বলে কোনও উৎসব নেই, নিজের নির্বাচনী এলাকায় সেই আদিবাসী পাড়ায় গিয়ে ফোঁটা দিলেন তিনি। আসানসোল দক্ষিণের বিধায়কের এই উদ্যোগে দারুণ খুশি হীরাপুরের বড়ডাঙা গ্রামের প্রান্তিক বাসিন্দারা।

West Bengal News Live: ভাইফোঁটায় ব্যস্ত হৈমন্তী শুক্লা, নিজের হাতেই করেছেন আয়োজন

ভাইফোঁটায় ব্যস্ত হৈমন্তী শুক্লা। নিজের হাতেই করেছেন আয়োজন। গলফ গ্রিনের বাড়িতে শিল্পীর হাত থেকে ফোঁটা নিতে হাজির ভাইরা।

WB News Live Updates: ভাইফোঁটায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভাইফোঁটায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ভাই-বোনের এই বন্ধন উৎসাহভরে এবং ভালবাসার সঙ্গে উদযাপিত হোক।

West Bengal News Live: দক্ষিণেশ্বরে ভাইয়ের বাড়িতে ফোঁটা দিলেন লকেট চট্টোপাধ্যায়

দক্ষিণেশ্বরে ভাইয়ের বাড়িতে ফোঁটা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

West Bengal News Live: দক্ষিণেশ্বরে ভাইয়ের বাড়িতে ফোঁটা দিলেন লকেট চট্টোপাধ্যায়

দক্ষিণেশ্বরে ভাইয়ের বাড়িতে ফোঁটা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

WB News Live Updates: দেশে দুটি টিকার ডোজ পেয়েছেন মাত্র ২৬ শতাংশ, ৩১ ডিসেম্বরের মধ্যে কত শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হতে পারে? ট্যুইটে খোঁচা ডেরেকের

প্রতি চারজন ভারতবাসীর মধ্যে তিনজনের এখনও পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়নি। ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন ৫৬.৮৮ শতাংশ। আর দুটি ডোজ পেয়েছেন মাত্র ২৫. ৯৯ শতাংশ মানুষ। তাহলে ৩১ ডিসেম্বরের মধ্যে কত শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হতে পারে? ট্যুইটে করে কটাক্ষ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের।

West Bengal News Live: ঠাকুরপুকুরে মহিলা খুনে রহস্য অব্যাহত, সিসি ক্যামেরার ফুটেজেও সূত্র অধরা

ঠাকুরপুকুরে মহিলা খুনে রহস্য অব্যাহত। সিসি ক্যামেরার ফুটেজেও সূত্র অধরা।‘কালীপুজোর রাতে ঘরে স্বামীকে ঘরে তালাবন্ধ করে বেরিয়ে যান মহিলা’,মৃতার স্বামীর দাবি খতিয়ে দেখছে পুলিশ।
নির্মীয়মাণ বহুতলের শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নির্মীয়মাণ বহুতলে কাদের যাতায়াত ছিল, খতিয়ে দেখা হচ্ছে।নারী নিরাপত্তার দাবিতে শখের বাজার মোড়ে বিক্ষোভ এসইউসিআইয়ের

WB News Live Updates: বিজেপির রাজ্য দফতরে ভাই ফোঁটা,প্রধানমন্ত্রীর ছবিতে ফোঁটা দিয়ে সামনে সাজিয়ে দেওয়া হল ৩ কেজি লাড্ডু

মুরলীধর সেনে লেনে বিজেপির রাজ্য দফতরে ভাই ফোঁটা। প্রধানমন্ত্রীর ছবিতে ফোঁটা দিয়ে সামনে সাজিয়ে দেওয়া হল ৩ কেজি লাড্ডু। জে পি নাড্ডা, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর ছবিতেও দেওয়া হল ফোঁটা। দলীয় দফতরে এসে ফোঁটা নিলেন জয়প্রকাশ মজুমদার।

West Bengal News Live: বোন ও দুই দিদির কাছে ফোঁটা নিলেন বিজেপি নেতা রাহুল সিন্হা

যাদবপুরের রিজেন্ট এস্টেটে বোন ও দুই দিদির কাছে ফোঁটা নিলেন বিজেপি নেতা রাহুল সিন্হা।

WB News Live Updates: নিউ আলিপুরের বাড়িতে ভাই ফোঁটা দিলেন ইন্দ্রাণী হালদার

নিউ আলিপুরের বাড়িতে ভাই ফোঁটা দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

West Bengal News Live: বোনের বাড়িতে এসে ফোঁটা নিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য

সিঁথির মোড়ে বোনের বাড়িতে এসে দাদার সঙ্গে ফোঁটা নিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। 

WB News Live Updates: বাড়িতে বড়দির কাছে ফোঁটা নিলেন দমকলমন্ত্রী সুজিত বসু

আজ ভাইফোঁটা।  লেকটাউনে নিজের বাড়িতে বড়দির কাছে ফোঁটা নিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

West Bengal News Live: ভাইফোঁটায় হরেক রকমের মনপসন্দ মিষ্টি কিনতে মিষ্টির দোকানে ভিড়

মিষ্টি ছাড়া ভাই ফোঁটা অসম্পূর্ণ। তাই ভাইদের জন্য হরেক রকমের মনপসন্দ মিষ্টি কিনতে মিষ্টির দোকানে ভিড়। ভবানীপুরের নামী মিষ্টির দোকানে মিলছে ৭ থেকে ও ৯টি মিষ্টির প্ল্যাটার। রয়েছে নলেন গুড়ের সুফলে, খাজা, গানাস, চন্দ্রপুলি, পারিজাত, ভাই ফোঁটা স্পেশাল মিষ্টিও। এখন শুধু পাতে পড়ার অপেক্ষা।

West Bengal News Live: ভাইফোঁটায় হরেক রকমের মনপসন্দ মিষ্টি কিনতে মিষ্টির দোকানে ভিড়

মিষ্টি ছাড়া ভাই ফোঁটা অসম্পূর্ণ। তাই ভাইদের জন্য হরেক রকমের মনপসন্দ মিষ্টি কিনতে মিষ্টির দোকানে ভিড়। ভবানীপুরের নামী মিষ্টির দোকানে মিলছে ৭ থেকে ও ৯টি মিষ্টির প্ল্যাটার। রয়েছে নলেন গুড়ের সুফলে, খাজা, গানাস, চন্দ্রপুলি, পারিজাত, ভাই ফোঁটা স্পেশাল মিষ্টিও। এখন শুধু পাতে পড়ার অপেক্ষা।

West Bengal News Live: ভাইফোঁটায় হরেক রকমের মনপসন্দ মিষ্টি কিনতে মিষ্টির দোকানে ভিড়

মিষ্টি ছাড়া ভাই ফোঁটা অসম্পূর্ণ। তাই ভাইদের জন্য হরেক রকমের মনপসন্দ মিষ্টি কিনতে মিষ্টির দোকানে ভিড়। ভবানীপুরের নামী মিষ্টির দোকানে মিলছে ৭ থেকে ও ৯টি মিষ্টির প্ল্যাটার। রয়েছে নলেন গুড়ের সুফলে, খাজা, গানাস, চন্দ্রপুলি, পারিজাত, ভাই ফোঁটা স্পেশাল মিষ্টিও। এখন শুধু পাতে পড়ার অপেক্ষা।

WB News Live Updates: পার্ক স্ট্রিটের ইলিয়ট রোডে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু

পার্ক স্ট্রিটের ইলিয়ট রোডে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু। মৃত শিক্ষকের নাম ক্রিস্টোফার স্পেনস।বাড়ির মধ্যেই পড়েছিল দেহ, বাড়িতে একাই থাকতেন তিনি।প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।সেন্ট থমাস স্কুলে শিক্ষকতা করতেন ক্রিস্টোফার স্পেনস।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ

West Bengal News Live: দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

দুদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কাল জাতীয় কর্মসমিতির বৈঠক হবে। কেন্দ্রীয় মন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। থাকতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহও। রাজ্যের বিজেপি নেতারা ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।

West Bengal News Live: ভাইফোঁটার আনন্দে সামিল সেলিব্রিটিরা

ভাইফোঁটার আনন্দে সামিল সেলিব্রিটিরা৷ হাজারো ব্যস্ততার ফাঁকে আজকের বিশেষ দিনটা মিস করতে চান না কেউ৷

West Bengal News Live: ভাইফোঁটার আনন্দে সামিল সেলিব্রিটিরা

ভাইফোঁটার আনন্দে সামিল সেলিব্রিটিরা৷ হাজারো ব্যস্ততার ফাঁকে আজকের বিশেষ দিনটা মিস করতে চান না কেউ৷

WB News Live Updates: আজ ভাইফোঁটা,কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রাজনীতিকরাও

  আজ ভাইফোঁটা।  আজকের দিনে রাজনীতি নয়। যাবতীয় কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে ভাই ফোঁটার পার্বণে সামিল রাজনীতিকরাও। 

West Bengal News Live: রাজ্যজুড়ে শীতের আমেজ,  কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি

রাজ্যজুড়ে শীতের আমেজ।  কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।পারদ নেমেছে জেলাতেও। পুরুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে। দার্জিলিঙের এর তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি তে

WB News Live Updates: বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর

বাযাযতীন উড়ালপুল থেকে নামার সময়, বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল স্কুটার আরোহীর। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

WB News Live Updates: ফরওয়ার্ডব্লক থেকে তৃণমূলে

তৃণমূলে যোগ দিলেন কোচবিহার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তিন বারের কাউন্সিলর চন্দনা মহন্ত। ফরোয়ার্ড ব্লক থেকে ঘাসফুল শিবিরে যোগ।


 

WB News Live Updates: রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে

হুগলির রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

WB News Live Updates: রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে

হুগলির রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

WB News Live Updates: রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে

হুগলির রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

WB News Live Updates: রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে

হুগলির রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

WB News Live Updates: রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে

হুগলির রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

WB News Live Updates: রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে

হুগলির রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

WB News Live Updates: রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে

হুগলির রিষড়ায় ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।

West Bengal News Live: আজ ভাইফোঁটা, ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ,ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে
আজ ভাইফোঁটা৷ ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন৷ গতকাল প্রতিপদে অনেকেই ফোঁটা দিয়েছেন। আজ দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন৷ পছন্দসই মিষ্টি ভাইয়ের পাতে তুলে দিতে সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন৷ ভাইয়েরাও নতুন পোশাক পরে বোনেদের জন্য উপহার নিয়ে ফোঁটা নিতে প্রস্তুত৷
WB News Live Updates: খুনে অভিযুক্ত স্বামী

মালদার ভূতনিতে, গৃহবধূকে বিষ খাইয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক মৃতের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।


 

West Bengal News Live: ভিন রাজ্যে মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

ওড়িশায় কাজে গিয়ে, অস্বাভাবিক মৃত্যু মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিকের। কীভাবে মৃত্যু, তা পরিবারের কাছে স্পষ্ট নয়। শুক্রবার বাড়িতে আসে শ্রমিকের মৃতদেহ।


 

WB News Live Updates: জামাইকে গণপিটুনি

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে শাশুড়িকে মুগুর দিয়ে আঘাত করার অভিযোগ। জামাইকে গণপিটুনি। পরে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরতে না চাওয়ায়, ওই যুবক শাশুড়ির উপর চড়াও হন বলে অভিযোগ।

প্রেক্ষাপট

৫ দশকের বর্ণময় জীবনের অবসান। চোখের জলে সুব্রত মুখোপাধ্যায়কে চিরবিদায়। শেষযাত্রায় মানুষের ঢল। 


সুব্রতকে শেষশ্রদ্ধায় ভাঙল শাসক-বিরোধী ব্যবধান। রবীন্দ্রসদন থেকে বিধানসভা। দলমত নির্বিশেষে শেষশ্রদ্ধা। কান্নায় ভাঙলেন সুব্রত বক্সি। 


চলে গেলেন বঙ্গ রাজনীতির ত্রি মাস্কেটিয়ার্সের শেষ সৈনিক। দীপাবলির উৎসবের আবহে আলো নিভল একডালিয়ায়। কান্নায় ভাঙলেন অগণিত অনুরাগী। 


সুব্রত-শোকে বিহ্বল বাংলা। শূন্য বালিগঞ্জের বাড়ির বসার ঘর। নীরব একডালিয়ার কলতান। নাদনঘাটে পঞ্চায়েতমন্ত্রীর প্রাথমিক স্কুলেও শ্রদ্ধাজ্ঞাপন।


সুব্রত’দাই ছিলেন আমাদের উত্তমকুমার, বললেন ফিরহাদ। রাজনীতির শিক্ষক ছিলেন, প্রতিক্রিয়া পার্থ। করতেন না ভেদাভেদ, বললেন শুভেন্দু। 


রবীন্দ্রসদনে বন্ধু-সুব্রতকে বিদায় মুনমুনের।


সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে মোহনবাগান ক্লাবে শোকের ছায়া। অর্ধনমিত পতাকা। 


ঠাকুরপুকুরে শ্বাসরোধ করে হরিদেবপুরের মহিলাকে খুন, রাস্তার ধারে গর্ত থেকে উদ্ধার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে পড়ে গিয়ে মৃত্যুর অনুমান খারিজ।


ফের কলকাতায় আক্রান্ত একাকী বৃদ্ধা। টালা থানা এলাকায় দরজার লক ভেঙে হামলা, লুঠপাটের অভিযোগ। ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল। 


রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৬৩, ১৩জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনাও। 


করোনাকালে কেন্দ্রের বিনামূল্যে রেশন সম্ভবত আর মিলবে না ৩০ নভেম্বরের পর। এমন প্রস্তাব নেই, স্বাভাবিক হচ্ছে অর্থনীতি, দাবি কেন্দ্রের। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.