West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬০৩ জন, মৃত্যু ১৪ জনের

Get the latest West Bengal News and Live Updates: করোনার জন্য অনুমতি না মেলায় বিজেপির সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ত্রিপুরায় একই কারণ দেখানো হলে, এখানে কীসের আপত্তি? প্রশ্ন তৃণমূলের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Nov 2021 08:41 PM
WB News Live Updates: ছট পুজোর আগে এবারও রবীন্দ্র সরোবরের গেট আটকাতে তত্‍পর পুলিশ

ছট পুজোর আগে এবারও রবীন্দ্র সরোবরের গেট আটকাতে তত্‍পর পুলিশ। সরোবরের ১৬টি গেটই বাঁশ, টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রবীন্দ্র সরোবরে সাধারণের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে পুলিশ।

West Bengal News Live: রাসবিহারী থেকে বেহালাগামী অটোতে তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে

রাসবিহারী থেকে বেহালাগামী অটোতে তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। অটো থেকে নামার পর রাস্তায় তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।  অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। 

WB News Live Updates: ডাউন ঠাকুরনগর লোকালের ধাক্কায় মৃত্যু দু'জনের

ডাউন ঠাকুরনগর লোকালের ধাক্কায় মৃত্যু দু'জনের। অশোকনগর রোড ও গুমা স্টেশনের মাঝে ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলে বনগাঁ জিআরপি।

West Bengal News Live: রায়গঞ্জে নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে যুবককে গণপিটুনি স্থানীয়দের

নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি স্থানীয়দের। রায়গঞ্জ হাসপাতালে ভর্তি অভিযুক্ত। থানায় অভিযোগ দায়ের অভিযোগকারিণীর পরিবারের

WB News Live Updates: ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, হাইকোর্টে জনস্বার্থ মামলা

১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, হাইকোর্টে জনস্বার্থ মামলা। পরিকল্পনা ছাড়াই নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর অভিযোগ। ১৮ বছরের কম হওয়ায় পড়ুয়াদের টিকাকরণ হয়নি, অসুস্থ হওয়ার আশঙ্কা’, সময় কমিয়ে কীভাবে ক্লাস, বিশেষ কমিটি চেয়ে জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা

West Bengal News Live: চিন্তায় রাখছে কলকাতা, উত্তর ২৪ পরগনার করোনাচিত্র

স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে রাজ্যের মধ্যে দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা চিত্র চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টার কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। আর উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ১৩৮ জন, মৃত্যু ৪ জনের।

WB News Live Updates: গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা আক্রান্ত ৬০৩ জন, মৃত্যু ১৪ জনের

কিছুটা স্বস্তি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৬০৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

West Bengal News Live: বারাসাতে হোটেলে গুজরাতের ব্যবসায়ীর রহস্যমৃত্যু

বারাসাতে হোটেলে গুজরাতের ব্যবসায়ীর রহস্যমৃত্যু। ব্যবসায়ের কাজে ৬ নভেম্বর বারাসাতে আসেন ব্যবসায়ী। বারাসাতের হোটেলে মৃত্যু মহেশকুমার রামপ্রসাদ আগরওয়ালের। হোটেলের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার। কিভাবে ব্যবসায়ীর মৃত্যু? তদন্তে বারাসাত থানার পুলিশ।

WB News Live Updates: ২ বছর বন্ধ থাকার পরে রাজ্যে ফের শিল্প সম্মেলন

২ বছর বন্ধ থাকার পরে রাজ্যে ফের শিল্প সম্মেলন। ২০-২১ এপ্রিল শিল্প সম্মেলনের আয়োজন রাজ্য সরকারের। ‘রাজ্যপালকে শিল্প সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ, ‘বিদেশে গিয়ে বাংলার শিল্পের হয়ে সওয়ালের অনুরোধ’। শিল্প লগ্নি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করলেন রাজ্যপাল। রাজ্যের সার্বিক উন্নয়নে সাহায্যের আশ্বাস রাজ্যপালের।

West Bengal News Live: সায়েন্স সিটি মোড়ে বাস থামিয়ে নথি পরীক্ষা করা শুরু করল তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ

ভাইফোঁটার দিন বাঘাযতীন উড়ালপুলে বাসে পিষ্ট হয়ে মৃত্যু। সায়েন্স সিটি মোড়ে বাস থামিয়ে নথি পরীক্ষা করা শুরু করল তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ। 

WB News Live Updates: বাড়তি বিলের অভিযোগে ৭ হাসপাতাল-নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন

বাড়তি বিলের অভিযোগে ৭ হাসপাতাল-নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। যাদবপুরের কেপিসি, টালিগঞ্জের আরোগ্য নার্সিংহোম, সল্টলেকের ডামা হাসপাতাল, সেবা হাসপাতাল, ভবানীপুরের মাইক্রোল্যাব, উত্তরপাড়ার উইকেয়ার নার্সিংহোমের জরিমানা করা হয়েছে।

West Bengal News Live: নানুরের বালিগুলি গ্রামে সিপিএম কর্মীকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ

বীরভূমের নানুরের বালিগুলি গ্রামে সিপিএম কর্মীকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। ‘সিপিএম করত বলেই তৃণমূলকর্মীদের হামলা’, অভিযোগ পরিবারের। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। 

WB News Live Updates: বিধাননগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

বিধাননগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। স্থানীয় বাসিন্দাদের একাংশ এর জন্য পুরসভাকেই কাঠগড়ায় তুলছে। তাঁদের অভিযোগ, নিয়মিত আবর্জনা সাফাই না করার কারণে বাড়ছে ডেঙ্গি। পুরসভার পাল্টা দাবি, বিধি না মেনে যাঁরা যত্রতত্র জঞ্জাল ফেলছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

West Bengal News Live: ছটপুজোর আগে এবারও রবীন্দ্র সরোবরের গেট আটকাতে তত্‍পর পুলিশ

ছটপুজোর আগে এবারও রবীন্দ্র সরোবরের গেট আটকাতে তত্‍পর পুলিশ। সরোবরের ১৬টি গেটই বাঁশ, টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রবীন্দ্র সরোবরে সাধারণের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে পুলিশ।

WB News Live Updates: হাওড়ায় বামেদের বিক্ষোভে তুলকালাম

আলাদা করে ভোট করতে হবে হাওড়া-বালি পুরসভায়। একাধিক দাবিতে হাওড়ায় বামেদের বিক্ষোভে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

West Bengal News Live: সব পুরসভায় একসঙ্গে ভোট, না হলে একসঙ্গে গণনা চায় বিজেপি

সব পুরসভায় একসঙ্গে ভোট, না হলে একসঙ্গে গণনা চায় বিজেপি। নির্বাচন কমিশনে দরবার। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। সিদ্ধান্ত নেবে তো কমিশন, পাল্টা সৌগত রায়। 

WB News Live Updates: ভ্যাট নিয়ে বিতর্কের মুখে পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

পেট্রোপণ্যের ভ্যাট নিয়ে বিজেপির বিক্ষোভ বিধানসভার বাইরেও। জগদ্ধাত্রী পুজোর পরে বিদ্যুতের বিল নিয়ে আন্দোলনের ডাক। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র। রাজ্যকে ভ্যাকসিনও দেয় না। ভ্যাট নিয়ে বিতর্কের মুখে পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: তেলে ভ্যাট কমানোর দাবিতে কাল ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির বিক্ষোভ

তেলে ভ্যাট কমানোর দাবিতে কাল ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির বিক্ষোভ। বেলাগাম দাম বাড়িয়ে লোকদেখানো ছাড়, খোঁচা তৃণমূলের। 

WB News Live Updates: ভগবানপুরে নেতা খুনের প্রতিবাদে বিজেপির ডাকা বন‍ধে প্রভাব পড়েনি

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে নেতা খুনের প্রতিবাদে বিজেপির ডাকা বন‍ধের তেমনভাবে প্রভাব পড়েনি। সকাল থেকে খোলা দোকানপাট, বাজার। যান চলাচলও স্বাভাবিক। দুপুরে বিজেপির তরফে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। বিজেপি সূত্রে খবর, আগামীকাল মৃত বিজেপি নেতার বাড়িতে যেতে পারেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, শনিবার রাতে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে, কুপিয়ে খুন করা হয় বিজেপি নেতা চন্দন মাইতিকে। প্রতিবাদে আজ ভগবানপুরে ১২ ঘণ্টা বন‍ধের ডাক দেয় বিজেপি। 

West Bengal News Live: অটোতে তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, গ্রেফতার যুবক

রাসবিহারী থেকে বেহালাগামী অটোতে তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। অটো থেকে নামার পর রাস্তায় তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। 

WB News Live Updates: কলকাতায় মিনিয়াপোলিসের ছায়া

কলকাতায় মিনিয়াপোলিসের ছায়া। চোর সন্দেহে ধরা যুবককে বুকে লাথি। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। দুঃখপ্রকাশ করে অভিযুক্তকে সাসপেন্ড সিপি-র। সাউথ ট্রাফিক গার্ডের কয়েকজন কর্মীর সামনেই মারধরের অভিযোগ। আমি বিব্রত, বললেন সিপি সৌমেন মিত্র। সাউথ গার্ডের ওসি, কর্তব্যরত সার্জেন্টকে সি, কর্তব্যরত সার্জেন্টকে লালবাজারে তলব। যিনিই এমন ঘটনা ঘটান, সেটা দুঃখজনক, প্রতিক্রিয়া শ্রীজাতর। শুধু সাসপেন্ড নয় গ্রেফতার করা হোক অভিযুক্তকে, দাবি প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর।

West Bengal News Live: বিজেপি-বিক্ষোভে ধুন্ধুমার
তেলে শুল্কহ্রাসের দাবিতে রাস্তায় বিজেপি নেতৃত্ব। গার্ড রেল দিয়ে মুরলীধর সেন লেনের দু’দিক আটকে মিছিল রুখল পুলিশ। (অ্যাম)
WB News Live Updates: যত মারবেন, তত বিজেপি বাড়বে, বললেন শুভেন্দু

বিজেপির সমাবেশে শুভেন্দু অধিকারী বলেছেন, যত মারবেন, তত বিজেপি বাড়বে। কেন্দ্র জ্বালানিতে শুল্ক কমালেও এখনও সেই পথে হাঁটেনি রাজ্যের তৃণমূল সরকার। 

West Bengal News Live: পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানোর দাবিতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ

পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানোর দাবিতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি, কেন্দ্র পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমালেও, রাজ্য সরকার ভ্যাট কমানোর কোনও উদ্যোগ নেয়নি। যেখানে দেশের অধিকাংশ রাজ্যেই জ্বালানির দামে ভ্যাট কমিয়েছে। অবিলম্বে ভ্যাট কমানোর দাবি জানিয়ে এদিন প্ল্যাকার্ড নিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

WB News Live Updates: বিজেপি কর্মীদের জমায়েত, ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা, উত্তেজনা

জমায়েত বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা। শহরে জ্বালানির দামে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। 

West Bengal News Live: জ্বালানির দামে ভ্যাট দাবিতে বিজেপির মিছিল, করোনার জন্য অনুমতি দিল না পুলিশ, অনড় দল

কেন্দ্র জ্বালানির দামে উত্পাদন শুল্ক কমানোর পর, পশ্চিমবঙ্গে ভ্যাট কমানোর দাবিতে আজ থেকে পথে নামছে বিজেপি। মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল করার কথা। কিন্তু মেলেনি পুলিশের অনুমতি। করোনা পরিস্থিতিতে এ ধরনের মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞার কথা জানিয়ে বিজেপির রাজ্য দফতরে নোটিস লাগিয়েছে পুলিশ। যদিও মিছিল কর্মসূচিতে অনড় বিজেপি নেতৃত্ব। পুলিশের সঙ্গে বচসা। দলীয় দফতরের সামনে ভিড় জমিয়েছন বিজেপি কর্মীরাও।

WB News Live Updates: ছট পুজোকে কেন্দ্র করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মানতে তত্পর কলকাতা পুলিশ-প্রশাসন

ছট পুজোকে কেন্দ্র করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মানতে তত্পর কলকাতা পুলিশ-প্রশাসন। বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবরের ১৬টি গেট। কোন কোন ঘাটে ছট পুজোর অনুষ্ঠান হতে পারে, তার তালিকা প্রকাশ করে সরোবরের গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছট পুজোয় অশান্তি এড়াতে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রবীন্দ্র সরোবরে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

West Bengal News Live: আজ থেকে শুরু সরকারিভাবে ধান কেনা,দুবরাজপুরে কৃষি দপ্তরে লম্বা লাইন কৃষকদের

আজ থেকে শুরু সরকারিভাবে ধান কেনা। আর তাই ধান বিক্রয়ের জন্য সকাল থেকে মানুষের লম্বা লাইন। দুবরাজপুর ব্লকের কৃষি দপ্তরে, ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের কৃষকরা তাদের ধান সরকারিভাবে বিক্রির জন্য ভোর থেকেই লম্বা লাইন দিয়েছেন, প্রচুর মানুষের ভিড় ।

WB News Live Updates: বাসে ধূমপানের প্রতিবাদ করায় নানুরে আক্রান্ত পুলিশ কর্মী

বীরভূমের নানুরে আক্রান্ত পুলিশ কর্মী। আক্রান্ত সদাইপুর থানায় কর্মরত এনভিএফ কর্মী।বাসের মধ্যে কয়েকজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় ধূমপান করছিলেন বলে অভিযোগ।ধূমপানের প্রতিবাদ করায় এনভিএফ কর্মীরে মারধর করা হয় বলে অভিযোগ।চার যুবকের বিরুদ্ধে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের

West Bengal News Live: জ্বালানির দামে ভ্যাট কমানোর দাবিতে আজ থেকে পথে নামছে বিজেপি

কেন্দ্র জ্বালানির দামে উত্পাদন শুল্ক কমানোর পর, পশ্চিমবঙ্গে ভ্যাট কমানোর দাবিতে আজ থেকে পথে নামছে বিজেপি। মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল করার কথা। মেলেনি পুলিশের অনুমতি। করোনা পরিস্থিতিতে এ ধরনের মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞার কথা জানিয়ে বিজেপির রাজ্য দফতরে নোটিস লাগিয়েছে পুলিশ। যদিও মিছিল কর্মসূচিতে অনড় বিজেপি নেতৃত্ব। দলীয় দফতরের সামনে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা

WB News Live Updates: ভাঙড়ের বৈরামপুরে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার ২৫

ভাঙড়ের বৈরামপুরে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার ২৫। পদ্মপুকুরে আব্বাস সিদ্দিকির সভায় যোগদান ঘিরে উত্তেজনা।পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ, আহত হন ৪ পুলিশকর্মী

West Bengal News Live: উপনির্বাচনে ইভিএম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর, পাল্টা প্রশ্ন ফিরহাদের

উপনির্বাচনে ইভিএম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। বললেন সব ভোটের মেশিনই পাল্টানো হয়েছে। বেহালা পূর্বের মেশিন গোনা হয়েছে গোসাবায়। একটা দল ৮৬-৮৭ শতাংশ ভোট কী করে পায়? প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে ইভিএমের জন্যই অনৈতিকভাবে জিতেছিলেন, এটা শুভেন্দু অধিকারী মেনে নিচ্ছেন তো? প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম।

WB News Live Updates: জ্বালানিতে ভ্যাট না কমানোয় মমতাকে নিশানা অমিত মালব্যর

 মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অশোক গহলৌত, বাঘেল, জগন রেড্ডি, কেসিআর, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়নের মত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিরোধী দলের মুখ্যমন্ত্রী পেট্রোল এবং ডিজেলের ওপর ভ্যাট কমাননি। তাদের রাজ্যের মানুষ বাধ্য হয়ে চড়া দামের জ্বালা সহ্য করছেন। এই ধরনের সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। ট্যুইট করে মন্তব্য বিজেপি নেতা অমিত মালব্যর।

West Bengal News Live: দিলীপের গড়ে বিজেপিতে ভাঙন, নারায়ণগড় ব্লকে ৩০০ জন নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে

দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে বিজেপিতে ভাঙন। নারায়ণগড় ব্লকের প্রায় ৩০০ জন নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। বিজেপি নেতৃত্বের দাবি, কিছু না পাওয়ায়, দলবদল। উন্নয়নে সামিল হতেই যোগদান, পাল্টা তৃণমূল।


 

WB News Live Updates:নেতা খুনের ঘটনায় বিজেপির ডাকা বনধে তেমন প্রভাব পড়েনি ভগবানপুরে

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় বিজেপির ডাকা বনধে তেমন প্রভাব পড়েনি ভগবানপুরে।  সকাল থেকে খোলা রয়েছে বাজার-হাট।  যান-বাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। 
গেরুয়া শিবিরের নেতাকে পিটিয়ে ও কুপিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা খুনের ঘটনায় থানায় কোনও, লিখিত অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।

West Bengal News Live: মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের ইস্তফা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা

তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের ইস্তফা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা। তৃণমূল শিবিরের দাবি, পায়েলের সঙ্গে দলের যোগ নেই। স্বামীর সঙ্গে তিনিও বিজেপিতে যোগ দিয়েছিলেন। গোষ্ঠীকোন্দলের জেরে এই ধরণের ঘটনা ঘটছে, পাল্টা দাবি বিজেপির।

WB News Live Updates: উত্তুরে হাওয়ায় দাপটে নভেম্বরের শুরুতে আরও নামল পারদ

উত্তুরে হাওয়ায় দাপটে নভেম্বরের শুরুতে আরও নামল পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

West Bengal News Live: চোর সন্দেহে ধরা যুবককে বেধড়ক মারধর, সাসপেন্ড অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

চোর সন্দেহে ধরা যুবককে বেধড়ক মারধর। চলন্ত বাস থেকে মহিলার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে মারধর করা হয়। মারধরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার।সাউথ ট্রাফিক গার্ডের কয়েকজন কর্মীর সামনেই মারধর।অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ।দুঃখপ্রকাশ কলকাতা পুলিশ কমিশনারের।‘এমন ঘটনা ঘটনা উচিত হয়নি, আমি বিব্রত, মন্তব্য সৌমেন মিত্রর।
ডিউটিতে থাকা বাকি ট্রাফিক কর্মীদেরও ডেকে পাঠানো হল।

WB News Live Updates: মালদার চাঁচলে বাড়িতে বিস্ফোরণ, উড়ল টিনের চাল

মালদার চাঁচলে বাড়িতে বিস্ফোরণ। উড়ল রান্নাঘরের টিনের চাল। বরাতজোরে প্রাণে বাঁচলেন মা ও সন্তান। বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ নাকি, বাইরে থেকে কেউ বোমা ছুড়েছে, খতিয়ে দেখছে পুলিশ।


 

West Bengal News Live: বোমা বিস্ফোরণে জখম

দিনহাটার ভেটাগুড়ির ব্রাহ্মণের চৌকি এলাকায় বোমা বিস্ফোরণ। জমিতে মাটি কাটার সময় বিস্ফোরণে গুরুতর আহত একজন। কে বা কারা ওখানে বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে পুলিশ।


 

WB News Live Updates: রেশন দোকানে ধুন্ধুমার

ছট পুজোর আগে রেশন না পাওয়ায় জলপাইগুড়ি শহরে বিক্ষোভ, পথ অবরোধ। রেশন দোকান বন্ধ করে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। রেশন ডিলারের দাবি, আধার লিঙ্ক করার যন্ত্র বিকল হয়ে যাওয়ায় এই বিপত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা: বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলার সন্ত্রাস প্রসঙ্গ। ভোটের পর খুন ৫৩ কর্মী, ঘরছাড়া কর্মীরা। দাবি নাড্ডার। মিথ্যা অভিযোগ, কোনও সন্ত্রাস হয়নি, পাল্টা সৌগত।


বাংলায় অতুলনীয় উত্থান। বিধানসভায় ৭৭ আসনে জয়। বাংলায় নতুন অধ্যায় রচনা করবে বিজেপি। মন্তব্য নাড্ডার। উপনির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত, পাল্টা তৃণমূল।


কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন দল দেখে দেওয়া হচ্ছে বাংলায়। অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। কোনও দলবাজি হয়নি। নিয়ম মেনেই ভ্যাকসিন বন্টন। পাল্টা সৌগত।


কেন্দ্রের বিনামূল্যে রেশন বন্ধের প্রতিবাদে মোদিকে চিঠি। আরও ৬ মাস চালু রাখার আবেদন সৌগতর। একই দাবি বামেদেরও। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, যুক্তি ধর্মেন্দ্র প্রধানের।


কেন্দ্র শুল্ক কমালেও পেট্রোপণ্যে ভ্যাটে ছাড় দেয়নি বাংলা। অসমে গিয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। আক্রমণ নিশীথের। উপনির্বাচনে ধাক্কা খেয়ে নাটক করছে, পাল্টা চন্দ্রিমা।


পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবি। আজ রাজ্য বিজেপির মিছিলে অনুমতি দিল না পুলিশ। করোনার কারণে অনুমতি নয়, পুলিশ সূত্রে খবর। মিছিল হবেই, পাল্টা শমীক।


২২ নভেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। ১৯ ডিসেম্বর ভোট চেয়ে রাজ্যের আবেদনে সম্মতি জানিয়ে ছটপুজোর পরে চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।


পুরভোটে বাম-কংগ্রেস জোট ? আগামী সপ্তাহে বৈঠক, জানালেন বিমান। আইএসএফের সঙ্গে জোট নয়, প্রতিক্রিয়া অধীরের। মানুষের জন্য লড়াই চলবে, প্রতিক্রিয়া আব্বাসের।


ভাঙড়ের বৈরামপুরে ধুন্ধুমার। পদ্মপুকুরে আব্বাস সিদ্দিকির সভায় যোগ দিতে বাধা পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ। আহত ৪ পুলিশকর্মী। অনুমতি ছিল না, দাবি পুলিশের।


পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুন। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা শাসকদল।


দল ছাড়তে বলায় ফের দিলীপকে খোঁচা তথাগতর। স্বেচ্ছায় দল ছাড়ছি না। দল ছাড়লে গোপন তথ্য ফাঁস হত, হুঁশিয়ারি তথাগতর। ব্যক্তিগত ইগোর জন্য দলাদলি পাপ, পাল্টা দিলীপ।


দলত্যাগে বিজেপির কিছু এসে যায় না। জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার ঘোষণাকে কটাক্ষ সুকান্তর। উপনির্বাচনে জামানত জব্দ, কেন ইস্তফা নয় ? পাল্টা জয়।


পুরভোটের আগে কুণাল ঘোষের নামে আরও ৩টি মামলা ত্রিপুরা সরকারের। পরিকল্পিত মামলা, আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। আইন ভাঙায় ব্যবস্থা, পাল্টা বিজেপি।


অশালীন আচরণের প্রতিবাদ করায় দোকানে মহিলাকে খুন করে দেহ ফেলা হয় রাস্তার ধারের গর্তে। পুলিশের সিজার লিস্টের সাক্ষীও হয় ধৃত। ঠাকুরপুকুরে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য।


রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি রেখে মা উড়ালপুল থেকে ঝাঁপ। হাসপাতালে মৃত্যু চালকের। কী কারণে ঝাঁপ ? তদন্তে পুলিশ।


উদ্বেগ বাড়িয়ে করোনায় রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত সাতশো পার। দেশে করোনায় ৩৪ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। একলাফে ৫২৬ জনের মৃত্যু।


 


বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট। ভরা হেমন্তে রেকর্ড পারদ-পতন কলকাতায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দার্জিলিঙে পারদ আটের নীচে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.