West Bengal News Live : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫৫৭
West Bengal CM Mamata Banerjee: ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী।
ত্রিপুরাকে সামনে রেখে যখন পথে নেমেছে তৃণমূল। তখন ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ স্লোগান তুলে পাল্টা পথে নামল বিজেপি। সেন্ট্রাল অ্যাভিনিউ, ভবানীপুর থেকে উত্তর ২৪ পরগনার ঘোলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
নানা অজুহাতে কিষাণ সম্মান নিধির টাকা দিচ্ছিল না কেন্দ্র। এইটুকুও পেতেন না, যদি না লড়াই করতাম। চিঠিতে কৃষকদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের কয়েকজন চাষির হাতে পৌঁছল মমতার চিঠি। পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে বিজেপি।
মাদক মেশানো চা খাইয়ে রোগীর আত্মীয়দের বেহুঁশ করে টাকা লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। মানুষকে সচেতন করতে শুরু হয়েছে প্রচার।
করোনা আবহে উত্তর ২৪ পরগনার কচুয়ায় এবারও বন্ধ থাকছে লোকনাথ ব্রহ্মচারীর জন্মাষ্টমী উপলক্ষে উৎসব-অনুষ্ঠান। ৫০ জন ভক্ত নিয়ে সামাজিক দূরত্ববিধি মেনে মন্দিরের কর্মী ও পুরোহিতরাই করবেন পুজো-পাঠ। বন্ধ জল ঢালাও। ভক্তদের বাড়িতে বসেই পুজোপাঠের অনুরোধ মন্দির কর্তৃপক্ষের।
এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সল্টলেক সেন্ট্রাল পার্কে অনশনে বসতে যান চাকরি প্রার্থীরা। সেই সময় পুলিশ তাঁদের বাধা দেয়। শুরু হয় ধস্তাধস্তি। গ্রেফতার ৫০। পরে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়।
সামনাসামনি মন্ত্রী ও বিরোধী দলনেতা। স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূল-বিজেপির পক্ষ থেকে। ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে উত্তেজনা তমলুকে। যদিও বিশৃঙ্খলার অভিযোগ মানতে নারাজ মন্ত্রী, বিরোধী দলনেতা দু’জনই।
হাওড়ার বাগনানে এক বিজেপি কর্মীর ব্রেনস্ট্রোকে আক্রান্ত স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
‘তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হলে এখানকার বিজেপি নেতারা রেহাই পাবেন না।’ বিজেপিকে হুমকি দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। এই হুমকির তীব্র নিন্দা করেছে বিজেপি।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস ও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপি-র মশাল মিছিল। মুরলীধর সেন লেন, ভবানীপুর, ঘোলায় মিছিল আটকাল পুলিশ।
ঘোলায় বিজেপির মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ধস্তাধস্তি।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস ও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপি-র মশাল মিছিল। কলকাতার ভবানীপুরে মিছিল আটকাল পুলিশ।
কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হলুদ সতর্কতা। মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমেও বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গের দুই জেলায় সতর্কতা।
১০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগে দিল্লি থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে কলকাতায়। গত ২৩ জুলাই লেকটাউন থানায় দায়ের হয় অভিযোগ। এই মামলায় আগেই কলকাতা থেকে আর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে চক্রের তৃতীয় সদস্যের।
আজ থেকে কলকাতার রাস্তায় নামল সিএনজি চালিত বাস। আজ থেকেই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু। প্রথম দিন প্রথম বাসটি চালালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম নিজে। আপাতত দু’টি বাসকে সিএনজি-তে বদলে নেওয়া হয়েছে। ধাপে ধাপে আরও বেশ কিছু সিএনজি চালিত বাস নামবে রাস্তায়।
রাজ্যে অমিল ভ্যাকসিন। এবার নোটিস দিয়ে সরাসরি কেন্দ্রকে দায়ী করল কলকাতা পুরসভা। বাগবাজার পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন গ্রহীতারা। সেখানে নোটিস লেখা, কেন্দ্র না পাঠানোয় ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, ভ্যাকসিন পেতে হয়রানি বাড়ছে। এই পরিস্থিতিতে এর জন্য যে কেন্দ্রই দায়ী তা সাধারণ মানুষকে জানাতে বিভিন্ন বরোর পুর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নোটিস ঝোলাতে বলা হয়েছে।
ভ্যাকসিন পেতে পুর স্বাস্থ্যকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। কয়েকজনকে দেওয়ার পর ঘোষণা করা হয়, এবার আরেক জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন পেতে মরিয়া হয়ে বাকিরা ছুটলেন ব্যস্ত হরিশ মুখার্জি রোড ধরে। সপ্তাহ শুরুর দিনে এই ভ্যাকসিন-হয়রানির সাক্ষী থাকল মহানগর।
কলকাতায় জামাত জঙ্গি গ্রেফতারের ঘটনায় তদন্তে এনআইএ। রিপন স্ট্রিটে এসটিএফ-এর অফিসে গেল এনআইএ দল। তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা এনআইএ-র। আজই নথি ও কেস ডায়েরি হস্তান্তরের সম্ভাবনা।
‘ত্রিপুরায় গণতন্ত্র নেই, জঙ্গলরাজ চলছে। বিজেপির গুন্ডারা হামলা করেছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। যে গণতন্ত্রে আইনজীবী আদালতে আসতে পারে না, সেই রাজ্য গণতান্ত্রিক হতে পারে না। যদি নিরপেক্ষ সংস্থা হয় তাহলে ত্রিপুরায় আসুক জাতীয় মানবাধিকার কমিশন,’ বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
‘আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন তৈরি করেছে সরকার। সারা দেশেও এই আইন প্রণয়ন করা হোক,’ ঝাড়গ্রামে বললেন মুখ্যমন্ত্রী।
তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, প্রথমবার ঝাড়গ্রাম সফরে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন তিনি। যাওয়ার সময় আকাশপথে পরিদর্শন করেন হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা। ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী উত্সবে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলান তিনি। বাজান ধামসাও। বীরসামুণ্ডার ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। আজ রাত্রে তিনি থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে। আগামীকাল ঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী।
তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, প্রথমবার ঝাড়গ্রাম সফরে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন তিনি। যাওয়ার সময় আকাশপথে পরিদর্শন করেন হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা। ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী উত্সবে যোগ দেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের স্কুলগুলির কী অবস্থা? ছাত্র পিছু কতজন শিক্ষক-শিক্ষিকা? রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষকের অভাব ও স্কুলছুটের সংখ্যা বৃদ্ধির অভিযোগে মামলা । সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
রিপোর্ট জমা দিতে বেশি সময় চায় রাজ্য । ‘তথ্য ছাড়াই স্কুল চালাচ্ছে রাজ্য? রিপোর্ট দিতে ১ দিনই যথেষ্ট’, তথ্য না থাকলে সেটা বিস্ময়কর, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির
বিজেপি-শাসিত ত্রিপুরায় হামলার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের প্রতিবাদে যোগ দিলেন সুনীল মণ্ডল। এদিন সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। যোগ দেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ওই রাজ্যের পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়ারও অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ।
দাম্পত্য বিবাদে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রঘুনাথগঞ্জের রানিনগর গ্রাম। স্বামী ও সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ, দাবি পরিবারের। পরিবার সূত্রে খবর, মাসতিনেক আগে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় দাম্পত্য বিবাদ শুরু হয়। অভিযোগ, এনিয়ে বচসার জেরে গতকাল স্বামীকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত ও ৩ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে নিজে বিষ খান ওই গৃহবধূ। খবর পেয়ে স্বামী ও সন্তানের দেহ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাম্পত্য বিবাদে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রঘুনাথগঞ্জের রানিনগর গ্রাম। স্বামী ও সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ, দাবি পরিবারের। পরিবার সূত্রে খবর, মাসতিনেক আগে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় দাম্পত্য বিবাদ শুরু হয়। অভিযোগ, এনিয়ে বচসার জেরে গতকাল স্বামীকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত ও ৩ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে নিজে বিষ খান ওই গৃহবধূ। খবর পেয়ে স্বামী ও সন্তানের দেহ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিপুরায় আক্রান্ত জয়া দত্ত ও সুদীপ রাহাকে এসএসকেএমে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। গতকাল আগরতলা থেকে বিশেষ বিমানে আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ রাহা ও জয়া দত্তকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেন, আহতদের চিকিত্সার ব্যবস্থা করেনি ত্রিপুরা সরকার। রাতে বিমানবন্দর থেকে জয়া দত্ত ও সুদীপ রাহাকে এসএসকেএমে নিয়ে আসেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। সুস্থ হলে ফের তাঁরা ত্রিপুরায় যাবেন বলে জানিয়েছেন জয়া দত্ত।
অর্জুন-গড়ে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন সাংসদের ঘনিষ্ঠ বিজেপির তিন বিদায়ী কাউন্সিলর। গতকাল তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসক শিবিরে যোগ দেন ভাটপাড়া পুরসভার ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বিজেপির তিন বিদায়ী কাউন্সিলর। অন্যদিকে, নৈহাটিতে তৃণমূলের সভায় দলে যোগ দেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এক সদস্য-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী।
বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি ও যুব তৃণমূল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি কর্মীর অভিযোগ, শনিবার রাতে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে চড়াও হন তৃণমূলের স্থানীয় নেতারা। মহিলাকে বেঁধে রেখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ত্রিপুরায় বারবার আক্রান্ত তৃণমূল। প্রতিবাদে আজ সংসদ ভবন চত্বরে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা। অন্য বিরোধী দলকে পাশে চেয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের ধর্নাকে পাত্তা দিতে নারাজ বিজেপি।
তিনমাস পর বিধায়কের উদ্যোগে খুলল ঘুসুড়ির হনুমান জুটমিল। করোনা আবহে মুখে হাসি ফুটল সাড়ে ৩ হাজার শ্রমিকের। বিধানসভা ভোটের পর বন্ধ হয়ে যায় ঘুসুড়ির এই জুটমিল। কাজ হারিয়ে সমস্যায় পড়েন শ্রমিকরা। তৈরি হয় ক্ষোভ। মুখ্যমন্ত্রীর নির্দেশে জুটমিল খোলাতে উদ্যোগী হন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। সকালে মিলের গেটে হাজির ছিলেন তিনি। তিনমাস পর ফের কাজে যোগ দিতে পেরে খুশি শ্রমিকরা।
খড়গপুরে উড়ালপুলের গার্ডওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক চালকের। গতকাল রাত ১০টা নাগাদ খড়গপুর টাউন থানা এলাকার পুরীগেট উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দুই যুবক। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, আঁচ দিল্লিতে। আজ সংসদ ভবন চত্বরে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদরা। অন্য বিরোধী দলকেও সামিল হতে আহ্বান। কটাক্ষ বিজেপির।
প্রেক্ষাপট
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর, প্রথমবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। সোমবার ঝাড়গ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর প্রশাসনিক বৈঠকও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার দুপুরে ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১ টা দেড়টা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছনোর কথা। ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে। রবিবার অস্থায়ী হেলিপ্যাড পরিদর্শন করেন প্রাক্তন তৃণমূল সাংসদ উমা সোরেন, গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো সহ দলের জেলা নেতৃত্ব।
রবিবার থেকেই ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। নবান্ন সূত্রে খবর, ঝাড়গ্রাম থেকে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালও যেতে পারেন মুখ্যমন্ত্রী। আকাশপথে ঘুরে দেখতে পারেন বন্যা পরিস্থিতি।
কথা বলতে পারেন দুর্গতদের সঙ্গে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -