West Bengal News Live: ২টি সিমেস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক?পর্ষদ ও সংসদের কাছে প্রস্তাব চাইল সরকার
বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা। বর্তমানে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি ২ রোগী।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও দিল্লি বোর্ডের মতো ? ২টি সিমেস্টারে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ? পর্ষদ ও সংসদের কাছে প্রস্তাব চাইল সরকার।‘চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পর্ষদ ও সংসদ’,পরীক্ষা প্রসঙ্গে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
১৮ অগাস্ট থেকে খুলছে বেলুড় মঠ। সকাল ৮ থেকে ১১, বিকেল ৪ থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে।দুটি ডোজের শংসাপত্র বা ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট নিয়ে যেতে হবে।পরিচয়পত্রের সঙ্গে নিয়ে গেলে ঢুকতে পারবেন দর্শনার্থীরা
অবিলম্বে কলেজ, ইউনিভার্সিটি খোলার দাবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের পাশেই, মাটিতে বসে, ক্লাস করলেন পড়ুয়ারা।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৩৯ জন, মৃত ১২।রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ ৭২৪ জন।সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা
এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলনে নড়েচড়ে বসল সরকার।স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক।‘আবেদনের ভিত্তিতে নিয়ম মেনে আন্দোলনকারীদের নিয়োগ’,*শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে পর জানালেন এসএসসি চেয়ারম্যান।‘মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়োগ করা হয়নি’, অভিযোগ তুলে সল্টলেকে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।‘অভিযোগ শুনবে কমিশন, নিয়ম মেনে নিয়োগ’,শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে পর জানালেন এসএসসি চেয়ারম্যান।
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগ নিয়ে জানাল এসএসসি।উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ে ১৯০০জন অনুপস্থিত।শূন্য পদে নতুন করে নিয়োগ, জানাল স্কুল সার্ভিস কমিশন
মিউটেশনের ফলে করোনার ভাইরাসের আরও দুটি নতুন রূপ।ডেল্টা প্লাসের পর করোনা ভাইরাসের নতুন রূপ কাপ্পা ও বি১৬১৭.৩।নতুন রূপ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।খুব দ্রুতগতিতে দেশে ছড়াতে পারে করোনা ভাইরাসের নতুন রূপ,আশঙ্কাপ্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।২টি নতুন রূপ নিয়ে গবেষণা শুরু ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের।দেশের সব রাজ্যকে নজরদারি রাখতে নির্দেশ
সমস্ত জেলাকে সোয়াইন ফ্লু নিয়ে সতর্ক করল স্বাস্থ্য দফতর। জেলায় সোয়াইন ফ্লু-র জন্য ওষুধ মজুতের নির্দেশ।কোভিড নেগেটিভ অথচ ইনফ্লুয়েঞ্জা উপসর্গ নিয়ে আসা রোগী নিয়ে সতর্কতা।নোডাল সেন্টার হিসেবে বেলেঘাটা আইডি শুরু করল পরিকাঠামো তৈরির কাজ
শেষ মুহূর্তে কোভিশিল্ড আসায়, কলকাতা পুরসভার কেন্দ্রগুলিতে দেওয়া হল ভ্যাকসিন। আজ কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, কাল থেকে কোভিশিল্ড দেওয়া যাবে না বলে জানিয়েছে পুরসভা।
বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভকারীদের গ্রেফতার করল পুলিশ।
গরুপাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্র নিয়ে রিপোর্ট সিবিআইয়ের।ভানুয়াতু সরকারকে ২৮ পাতার রিপোর্ট সিবিআইয়ের ।‘বিনয় মিশ্রের বিরুদ্ধে কী কী মামলা, কেন পলাতক?’
‘আসানসোল আদালতের গ্রেফতারি পরোয়ানার নোটিস’।তথ্য দিয়ে বিদেশমন্ত্রকের মাধ্যমে ভানুয়াতু সরকারকে রিপোর্ট, খবর সূত্রের। কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের প্রত্যর্পণ চেয়ে তৎপর সিবিআই। ‘সিবিআই এধরনের পদক্ষেপ নিলে আইনি লড়াই হবে’ ,সিবিআইয়ের তৎপরতা নিয়ে প্রতিক্রিয়া বিনয় মিশ্রের আইনজীবীর -
বাগনানে গণধর্ষণকান্ডের প্রতিবাদে উলুবেড়িয়া থানায় সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। সভানেত্রী অগ্নিমিত্র পলের নেতৃত্বে থানার সামনে বসে পড়ে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।.
দ্বিতীয় হুগলি ব্রিজে সকালে মারাত্মক দুর্ঘটনায়এক মোটরবাইক আরোহীর মৃত্যু। আজ সকালে সোওয়া ১০ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, কলকাতাগামী লেনে কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে প্রচণ্ড গতিতে এসে একটি বাস ধাক্কা মারে মোটরবাইকে। বাইকের এক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও একজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতাল। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ ও মন্দিরতলা ট্র্যাফিক গার্ডের কর্মীরা।
গ্রেট ক্যালকাটা কিলিংসের দিন খেলা দিবস পালনে আপত্তি। রাজ্যপালের কাছে গিয়ে আপত্তি জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। ১৯৪৬-র কুখ্যাত ঘটনার দিনই যাতে খেলা দিবস পালিত না হয়, তার আবেদন জানিয়েছেন সনাতন সংগঠনের প্রতিনিধিরা। রাজভবনে শুভেন্দুর উপস্থিতিতে সংগঠনের সঙ্গে সাক্ষাতের পর ট্যুইট রাজ্যপালের। ওই দিনই খেলা দিবস পালিত হলে, তা মনে করিয়ে দেবে সেই কুখ্যাত ঘটনার কথা। তাই তাঁরা দিন বদলের আবেদন জানিয়েছেন। ট্যুইট রাজ্যপালের। আজ দিল্লিও যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
কলকাতা-সহ আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ।আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা জারি।জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙে জারি হলুদ সতর্কতা
মালদায় চাকরিপ্রার্থী সেজে প্রতারণাচক্রের পর্দাফাঁস করল পুলিশ। মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অফিস খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতা হয়। অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হচ্ছিল লক্ষ লক্ষ টাকা। গতকাল বিকেলে পুলিশ গ্রেফতার করে ৫ জনকে। মূল অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।
গোঘাটে তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল! ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষকে। অভিযোগ, সোমবার হুগলির গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেত্রী শ্যামলী ঘোষকে এভাবেই হেনস্থা করেন দলের নেতা-কর্মীরা। প্রতিবাদে জেলার সহ সভাপতির অপসারণের দাবিতে অবরোধ করেন তৃণমূলের কর্মীরাই।
টেকনিক্যাল সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল সল্টলেকের ২ ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে। অভিযান চালিয়ে মালিক সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রঘুনাথপুরে টোটোয় করে এলাকায় এলাকায় ঘুরে মাইকে কাটমানির বিরুদ্ধে প্রচার। শাসক-নেতার ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে তরজা। কাটমানির নেপথ্যে দলেরই একাংশ, অভিযোগ তৃণমূল ওয়ার্ড সভাপতির। দলে স্বচ্ছতা আছে, অভিযোগ উড়িয়ে মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। পাল্টা কটাক্ষ বিজেপির।
পূর্ব বর্ধমানের বৈকণ্ঠপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত দফতরের মধ্যেই মহিলা পঞ্চায়েত প্রধানকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ দলেরই কর্মীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের বৈকণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিককে রীতিমতো শাসিয়ে হুমকি দেন তৃণমূলেরই দুই কর্মী।
আজ ঘাটালের বন্য পরিস্থিতি দেখতে গেছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ তুলে দিলেন দুর্গতদের হাতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেব, জুন মালিয়াও।
ভাগীরথীর জল উপচে, বানভাসি নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও প্রায় ১ মানুষ সমান জল উঠে গেছে। রাস্তাঘাট জলের তলায়। এরইমধ্যে, জলের তোড়ে ভাঙতে শুরু করেছে নদীর পাড়। ভাঙন-আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের।
দ্বিতীয় হুগলি ব্রিজে সকালে মারাত্মক দুর্ঘটনায়এক মোটরবাইক আরোহীর মৃত্যু। আজ সকালে সোওয়া ১০ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, কলকাতাগামী লেনে কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে প্রচণ্ড গতিতে এসে একটি বাস ধাক্কা মারে মোটরবাইকে। বাইকের এক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও একজন গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতাল। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ ও মন্দিরতলা ট্র্যাফিক গার্ডের কর্মীরা।
রাজ্যের স্কুলগুলির কী অবস্থা? স্কুলগুলিতে পড়ুয়া পিছু কত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন? রিপোর্ট তলব করে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আদালতের বেঁধে দেওয়া সময়ের থেকে বেশি সময় চাওয়ায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, প্রথমবার ঝাড়গ্রাম সফরে গেলেন মুখ্যমন্ত্রী। সোমবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করেন। কখনও, আদিবাসীদের নাচের ছন্দে পা মেলালেন... কখনও আবার আদিবাসী বাদ্যযন্ত্র বাজান মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে আজ ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গতকাল ঝাড়গ্রামে যাওয়ার পথে কপ্টারেই উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রেক্ষাপট
কলকাতা: সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের ইউপিএসসির পরীক্ষাতেও বাংলার ভোট-সন্ত্রাস। রাজনীতিই লাভবান পারিবারিক ব্যবসা থেকে কৃষক আন্দোলন রাজনৈতিক কিনা, জানতে চাওয়া হল মতামত।
বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা। বর্তমানে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি-তে ভর্তি ২ রোগী। সোয়াইন ফ্লু-র চিকিৎসায় ৫০ বেডের ওয়ার্ড তৈরির আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজ্যের স্কুলগুলির কী অবস্থা? রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। তথ্য ছাড়াই স্কুল চালাচ্ছে রাজ্য? তথ্য না থাকলে সেটা বিস্ময়কর। রাজ্য সময় চাওয়ায় মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ। অ্যাকাডেমি অফ ফাইন আটর্সের সামনে গাছের নীচে পঠনপাঠনের ব্যবস্থা করল বিপ্লবী শিক্ষার্থী ঐক্য নামে একটি সংগঠন। গাছের তলায় অভিনব এই পঠনপাঠনের ব্যবস্থার নাম দেওয়া হল, বৃক্ষ বিদ্যালয়।
বৃক্ষ বিদ্যালয়
চিত্তরঞ্জন সেবাসদন হাসাপাতালে শিশুবদলের অভিযোগ। পরিবারকে দেখানো হল মৃত সন্তান। সেই সন্তান তাঁর নয় বলে দাবি মায়ের। ন্যায়বিচারের আশায় হাসপাতাল কর্তৃপক্ষ-পুলিশের দ্বারস্থ পরিবার। লিখিত অভিযোগ পেলে তদন্তের আশ্বাস।
রেড রোড বাস দুর্ঘটনা কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। যান্ত্রিক ত্রুটি নয়, চালকের বেপরোয়া গতির জন্য দুর্ঘটনাটি ঘটে বলে উল্লেখ ৪৯০ পাতার চার্জশিটে। সাক্ষীদের গোপন জবানবন্দির ভিত্তিতেই চার্জশিট বলে সূত্রের খবর।
কলকাতা পুরসভায় চাকরির নামে প্রতারণার অভিযোগে আটক ২। ধৃতদের বিরুদ্ধে পুরসভায় চাকরি দেওয়ার টোপ দিয়ে ৩৫ জনের থেকে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ। ১ মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল নিউমার্কেট থানার পুলিশ।
হাওড়ার বাগনানে এক বিজেপি কর্মীর ব্রেনস্ট্রোকে আক্রান্ত স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ৬দিনের পুলিশ হেফাজত।
রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু। একদিনে নতুন করে কোভিড আক্রান্ত হলেন ৫৫৭ জন, ১১ জনের মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা। ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত ৭৫ জন, ৪ জনের মৃত্যু।
সামান্য কমল সংক্রমণ
বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে আজ ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গতকাল ঝাড়গ্রামে যাওয়ার পথে কপ্টারেই উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ থেকে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, ২ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমেও।
পশ্চিমবঙ্গ বাঁচাও স্লোগান তুলে পথে বিজেপি। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ভবানীপুর, ঘোলায় ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
বিজেপির বিরুদ্ধে পাল্টা মিছিল কাঁকুড়গাছিতেও।
এসএসকেএমে ত্রিপুরায় আক্রান্তদের দেখতে গিয়ে বিস্ফোরক মমতা। প্রতিহিংসায় আক্রমণ, সব দেখছে জনতা, পাল্টা বিজেপি।
মমতা...বিমানে অভিষেকের পাশে গুন্ডা বসানো হচ্ছে। শমীক-অভিষেক এমন কিছু নেতা নয়, যে তাকে খুনের চক্রান্ত করতে হবে। )
ত্রিপুরাকাণ্ডে ফের একবার বিজেপিকে হুমকি উদয়নের। পাল্টা এফআইআরের পথে বিজেপি।
৬। কার্যত বিজেপির সুরেই এবার স্বশাসিত কোচবিহারের দাবি আলিপুরদুয়ারের তৃণমূল নেতার। বঙ্গভঙ্গ দলের নীতি নয়, দাবি নেতৃত্বের। বিজেপি হলে এফআইআর, কী করবে তৃণমূল? প্রশ্ন বিজেপির।
এনএসও-র সঙ্গে কোনও চুক্তি হয়নি, সংসদে জানালেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। ওবিসি বিল পাসে রাজি হলেও, পেগাসাসে অনড় বিরোধীরা।
রাতে সিব্বলের বাড়িতে তৃণমূল-সহ বিরোধীনেতাদের বৈঠক।
সাঁকরাইলে উদ্ধোধনের পরে দফতরের ভিতরে তৃণমূল বিধায়ক, বাইরে তালা বিজেপির। ১ ঘণ্টা পরে উদ্ধার করল পুলিশ। ৪ বিজেপি কর্মী গ্রেফতার। রাজনীতির যোগ নেই, দাবি গেরুয়া শিবিরের।
ভ্যাকসিন পেতে এক সেন্টার থেকে অন্য সেন্টারে মরিয়া হয়ে দৌড়। হরিশ মুখার্জি রোডে হুড়োহুড়ি। টিকা-হয়রানির সাক্ষী মহানগর।
ঝাড়গ্রামে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। বাজালেন ধামসা, পা দোলালেন আদিবাসীদের নাচের তালে। ২-১ মাসেই দুয়ারে রেশন প্রকল্প চালুর ঘোষণা।
আদিবাসীদের জমি হস্তান্তর নয়, আইন আনছে সরকার। ঝাড়গ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রকেও অনুরোধ। বন্যা পরিস্থিতি দেখতে আজ যাচ্ছেন ঘাটাল।
রাষ্ট্রপুঞ্জের ইতিহাসে প্রথমবার। সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্র নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা। সমুদ্র-বাণিজ্যে জটিলতা দূর করার বার্তা।
আজ থেকে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহারে সতর্কতা। প্রবল বর্ষণের সম্ভাবনা মালদা, ২ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমে।
দেশে ফিরলেন অলিম্পিক্সের পদকজয়ীরা। বিমানবন্দর থেকে অশোক হোটেল-রাজকীয় সম্বর্ধনা। সোনার মেডেল বাবা-মায়ের গলায় পরিয়ে দিলেন নীরজ। (অ্যাম...)
ইস্টবেঙ্গলের চুক্তি-জট অব্যাহত। কোর কমিটির বৈঠকে চুক্তির পক্ষে সায় প্রাক্তনীদের। ক্লাবকে জানালেন চিঠি দিয়ে। মতভেদ মেটেনি, জানাল কর্তৃপক্ষ।
বাইপাসের ধারে অনিরুদ্ধের লস্টের শ্যুটিংয়ে ইয়ামি গৌতম। সারলেন বৃষ্টির দৃশ্যের শ্যুটিং। কলকাতা ছাড়া ইনভেস্টিগেটিভ ড্রামার শ্যুটিং হওয়ার কথা পুরুলিয়ায়।
বাইপাসে ইয়ামি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -