WB News Live Updates : রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৮৬০, মৃত্যু ১৪ জনের
West Bengal News Live Updates: বিএসএফের এক্তিয়ার বাড়ানোর বিরুদ্ধে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়। আগামী ১৬ তারিখ এই মর্মে আনা হবে প্রস্তাব। রাজ্যের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে চোখ রাখুন
আলিপুরদুয়ারের সদ্য গঠিত ফালাকাটা পুরসভা দখলে মরিয়া তৃণমূল ও বিজেপি---উভয় দলই। সেই মতো এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। গেরুয়া শিবিরের ইস্যু দুর্নীতি, অনুন্নয়ন। আর শাসকদলের হাতিয়ার রাজ্য সরকারের একের পর এক প্রকল্প।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ত্রিপুরায় বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ। পুরভোটের আগে আগরতলা শহরে ৩৩ নম্বর ওয়ার্ডের বটতলা বাজার এলাকায় তৃণমূলের পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ। প্রচারে বেরনোয় ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ। আক্রান্ত ৬ দলীয় সমর্থক, দাবি তৃণমূল কংগ্রেসের। আমবাসায় ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপ্না দাসের কৃষিজমিও লণ্ডভণ্ড। মাথায় হাত কৃষক পরিবারের। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের।
গোঁজ প্রার্থী নিয়ে বনগাঁর তৃণমূল নেত্রীর মন্তব্যের পরই, শাসক দলের অন্দরে অন্য সুর। দলীয় নেত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট এক তৃণমূল কর্মীর। সরব হয়েছেন বনগাঁর প্রাক্তন পুর প্রশাসকও। দলের নেতারা মুখ খুললেও, আমল দিচ্ছেন না আলোরানি সরকার।
ঝাড়খণ্ডের কাঁদরা থেকে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা। ঝাড়খণ্ড পুলিশের জালে শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণ দা। প্রশান্ত বসু ও তাঁর স্ত্রী সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ
মাওবাদী পলিটব্যুরোর সদস্য প্রশান্ত বসু। বাংলা-ঝাড়খণ্ড সহ উত্তর-পূর্ব ভারতের দায়িত্বে ছিলেন প্রশান্ত। ২০০৬-এ ওড়িশা থেকে গ্রেফতার হন প্রশান্তর স্ত্রী শীলা মারান্ডি। পরে জেল থেকে ছাড়া পান শীলা মারান্ডি। একসময় যাদবপুরে থাকতেন প্রশান্ত বসু ওরফে কিষাণ দা।
লেক কালীবাড়িতে গোপাষ্টমী পুজো। জগদ্ধাত্রী পুজোর আগের দিন গরুকে পুজো করে শুরু হয় উত্সব। করোনা আবহে বিধি মেনে উত্সবে অংশ নেন ভক্তরা।
বেলুড় মঠের সারদা পীঠে আজ জগদ্ধাত্রী পুজো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নবমী তিথিতে এই সময়ের মধ্যেই সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে৷ তিন প্রহরের পুজোর সঙ্গে হবে হোমও। করোনা আবহে এবার সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।
জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন আলোর মালায় সেজে উঠেছে চন্দননগর। চন্দননগর পালপাড়া, চরমন্দিরতল, চন্দননগর বড়বাজার, তেমাথা শিবমন্দির, কৃষ্ণনগরের চাষাপাড়ার পুজো এক ঝলকে।
নবান্নের কাছে ব্যাতাইতলায় পিডব্লুডি অফিস ও গোডাউনে আগুন। গোডাউনে রাখা দাহ্য পদার্থে আগুন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। গোয়া-ত্রিপুরায় দল চালাতেই দাম কমাচ্ছে না রাজ্য সরকার, অভিযোগ দিলীপ ঘোষের।
বজবজে ১৯ নম্বর ওয়ার্ডে বিস্ফোরণে উড়ল বাড়ির চাল। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল আশেপাশের বাড়ির টালিও। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে পুলিশ। কাল ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল
মেট্রোর স্মার্ট কার্ডের সিকিউরিটি ডিপোজিট বাড়ল। স্মার্ট কার্ড নিতে গেলে আগে দিতে হত ১০০ টাকা। এবার থেকে স্মার্ট কার্ড নিতে গেলে দিতে হবে ১২০ টাকা। স্মার্ট কার্ড ফেরত দিলে আগে মিলত ৬০ টাকা। এখন স্মার্ট কার্ড ফেরত দিলে মিলবে ৮০ টাকা। রবিবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর, জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোয় উঠতে গেলে বাধ্যতামূলক স্মার্ট কার্ড
সীমান্ত সুরক্ষা নিয়ে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এসপি-দের সঙ্গে বৈঠক। ‘অবিলম্বে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমানা চিহ্নিতকরণ করতে হবে’। ‘দ্রুত জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়ার কাজ শেষ করতে হবে’। ‘যেখানে সিঙ্গল ফেন্সিং সেখানে দ্রুত ডবল ফেন্সিং শেষ করতে হবে’। ‘কেন্দ্রের কাছে সীমান্ত সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ’। রাজ্যের সঙ্গে বৈঠকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব: সূত্র
মানুষকে ভুল বোঝানো হচ্ছে। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
সল্টলেকে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। গত দেড় মাসে ডেঙ্গিতে আক্রান্ত ১৬০ জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত মাত্র ২৫ জন। শেষ দেড় মাসে আক্রান্ত ১৬০ জন
পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বিধাননগর পুরসভা। ৪১টি ওয়ার্ডের আধিকারিকদের নিয়ে বৈঠক।
কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বিক্ষোভ। পুরোপুরি কলেজ খোলার দাবিতে বিক্ষোভ। কলেজ খোলার আগে ছাত্রদের টিকাকরণ সম্পূর্ণ করার দাবি
মঙ্গলবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। শহরের বেসরকারি স্কুলগুলিও খুলছে মঙ্গলবার থেকে। শিফটে ক্লাস হবে কোনও স্কুলে, কোথাও একসঙ্গে অফলাইন-অনলাইন ক্লাস
ক্যালকাটা গার্লস: ক্লাস হবে শুধু নবম ও একাদশের। লা মার্টিনিয়ার: নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্লাস শুরু। ডন বস্কো, পার্ক সার্কাস: ক্লাস হবে শুধু নবম ও একাদশের। ফিউচার ফাউন্ডেশন: ক্লাস হবে শুধু নবম ও একাদশের। ডিপিএস, রুবি পার্ক: ক্লাস হবে শুধু নবম ও একাদশের। মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে না গোখেল মেমোরিয়াল ও ভারতীয় বিদ্যাভবনে। মর্ডান হাই-তে মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে না। আপাতত হবে নবম ও একাদশের সায়েন্স প্রাক্টিক্যাল। বালিগঞ্জ শিক্ষা সদন মঙ্গলবার থেকেই শুরু ৪ ক্লাসের পঠনপাঠন।
জমা দেওয়া টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা গায়েবের অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা এক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞই অনলাইন প্রতারণার শিকার। হরিদেবপুর থানা ও লালবাজার সাইবার ক্রাইম বিভাগে দায়ের অভিযোগ।
পুরভোটের আগে হাওড়া পুরসভার থেকে আলাদা হল বালি। আজ বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাস হয়। এর আগে হাওড়া পুরসভার অধীনে ছিল বালি। বালির ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ৬৬টি ওয়ার্ড ছিল। এবার আলাদা হল হাওড়া ও বালি পুরসভা। আসন্ন পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০টি ওয়ার্ডে। নাগরিক পরিষেবা মাইক্রো লেভেলে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত, বিধানসভায় জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বিএসএফের এক্তিয়ার বাড়ানোর বিরুদ্ধে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়। আগামী ১৬ তারিখ এই মর্মে আনা হবে প্রস্তাব। বিধানসভায় এ নিয়ে হবে এক ঘণ্টার আলোচনা।
খবর রাজ্য বিধানসভা সূত্রে
পুরভোটের আগে হাওড়া পুরসভার থেকে আলাদা হল বালি। আজ বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাস হয়। এর আগে হাওড়া পুরসভার অধীনে ছিল বালি। বালির ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ৬৬টি ওয়ার্ড ছিল। এবার আলাদা হল হাওড়া ও বালি পুরসভা। আসন্ন পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০টি ওয়ার্ডে। নাগরিক পরিষেবা মাইক্রো লেভেলে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত, বিধানসভায় জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
লেকটাউনের কাছে দক্ষিণদাঁড়ি এলাকায় প্লাস্টিকের কারখানায় আগুন। সকাল ১০টা নাগাদ কারখানা থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
জলপাইগুড়ির রাজগঞ্জে গরু পাচারকারী সন্দেহে এক বাংলাদেশিকে আটক করল বিএসএফ। পুলিশ সূত্রে খবর, গতকাল ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্ত লাগোয়া রাজগঞ্জের অঙ্গতগঞ্জ গ্রামে ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিএসএফ। পরে তাকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের খুটাগঞ্জ গ্রামে। পাসপোর্ট না থাকায় গরু নিয়ে যাওয়ার জন্য নদী পেরিয়ে ওই বাংলাদেশি ভারতে ঢোকে বলে পুলিশের দাবি।
তপসিয়ার ২৪ নম্বর বাসস্ট্যান্ডে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক
পূর্ব বর্ধমান জেলায় হাতির তাণ্ডব। গলসি, আউশগ্রাম হয়ে এবার গুসকরা শহরের কাছাকাছি পৌঁছল হাতির পাল। দিনকয়েক ধরেই জেলায় দাপিয়ে বেড়াচ্ছে ৪০টি হাতির দল। গলসি হয়ে হাতির পাল এখন আউশগ্রাম ব্লকে ঘোরাফেরা করছে। বন কর্মীরা বাঁকুড়ার দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে পাকা ফসল। বড়সড় ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা। বন দফতরের দাবি, গতকাল গ্রামবাসীদের চিত্কারে ভয় পেয়ে যাওয়ায় হাতির দলটিকে তাড়ানো সম্ভব হয়নি।
বেলুড় মঠের সারদা পীঠে আজ জগদ্ধাত্রী পুজো। ১৯৪১ সালে সারদাপীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নবমী তিথিতে এই সময়ের মধ্যেই সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে৷ তিন প্রহরের পুজোর সঙ্গে হবে হোমও। করোনা আবহে এবার সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।
এবিপি আনন্দের খবরের জের। ইএম বাইপাসে পড়ে থাকা চিকিত্সা সংক্রান্ত নথি সংগ্রহ করল আর এন টেগোর হাসপাতাল। হাসপাতালের সুপারের নেতৃত্বে চলল নথি সংগ্রহের কাজ। শুক্রবার সকালে ইএম বাইপাসের অভিষিক্তা মোড় থেকে রুবি হাসপাতাল মোড়, গোটা এলাকাজুড়ে চিকিত্সা সংক্রান্ত হাজার হাজার নথি উড়তে দেখা যায়। সব নথিই আর এন টেগোর হাসপাতালের। বাইপাসে এমন ঘটনায় রীতিমতো ভিড় জমে যায়। গাড়ি দাঁড় করিয়ে অনেককে নথি পড়তেও দেখা যায়। নথি নিয়ে আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী মন্তব্য সামনে এসেছে। হাসপাতালের সিইও-র দাবি, কলকাতা পুরসভার গাড়িতে তুলে দেওয়া হয় ওষুধ সংক্রান্ত বাতিল নথি। সেই নথি গাড়ি থেকে পড়ে যাওয়াতেই এই বিপত্তি। যদিও হাসপাতালের সুপার জানান, চিকিত্সা সংক্রান্ত কোনও নথি বাইরে আসার কথা নয়। এই নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে। পরিস্থিতি ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।
টালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। বাঁ হাতের তালুতে মিলল সুইসাইড নোট। গতকাল সন্ধেয় শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় পূজা চন্দ নামে ওই বধূর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন পূজা। শ্বশুরবাড়িতে অত্যাচারের জেরেই মৃত্যু, অভিযোগ মৃতের বাবার। ঘটনায় অভিযুক্ত স্বামী, শাশুড়িকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পণের দাবিতে বধূহত্যার মামলা রুজু হয়েছে।
বাঁশদ্রোণী থানার কাছেই ব্যবসায়ীর ফ্ল্যাটে চুরি। ব্যবসায়ীর পরিবারের দাবি, বুধবার রাতে বাড়ি ছিলেন না ব্যবসায়ী সঞ্জিত মণ্ডলের স্ত্রী-পুত্র। গতকাল সকাল ৬টা নাগাদ কাজে বের হন গৃহকর্তা। অভিযোগ, এরপর ব্যবসায়ীর স্ত্রী-পুত্র ফিরে দেখেন, ঘর লন্ডভন্ড। প্রায় ১২ লক্ষ টাকার গয়না ও নগদ ২৫ হাজার টাকা খোয়া গিয়েছে বলে ব্যবসায়ীর দাবি। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত একমাসে এই থানা এলাকায় পরপর চারটি চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার।
আমবাগান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচকের মথুরাপুর ভেস্ট পাড়ায়। মৃতের নাম কৈলাস ঘোষ। পরিবারের দাবি, গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন বছর বাহান্নর প্রৌঢ়। আজ সকালে বাড়ির কাছেই আমবাগানে তাঁর রক্তাক্ত দেহ মেলে। মানিকচক থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুন বলে পরিবারের অভিযোগ। খতিয়ে দেখছে পুলিশ।
ইএম বাইপাসে গড়াগড়ি খাচ্ছে বেসরকারি হাসপাতালের হাজার হাজার নথি। অভিষিক্তা মোড় থেকে রুবি হাসপাতাল মোড়। শুক্রবার সকালে বাইপাসজুড়ে চিকিত্সার নথি উড়তে দেখা যায়। সব নথিই আর এন টেগোর হাসপাতালের। বাইপাসে গাড়ি দাঁড় করিয়ে নথি পড়ছেন সাধারণ মানুষ। দেখা গেল এমন ছবিও। নথি নিয়ে আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী মন্তব্য। হাসপাতালের সিইও-র দাবি, কলকাতা পুরসভার গাড়িতে তুলে দেওয়া হয় ওষুধ সংক্রান্ত বাতিল নথি। সেই নথি গাড়ি থেকে পড়ে যাওয়াতেই এই বিপত্তি। যদিও হাসপাতালের সুপার জানিয়েছেন, চিকিত্সা সংক্রান্ত কোনও নথি বাইরে আসার কথা নয়। এই নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকার নরঘাটে দুর্ঘটনা। মৃত ৩, গুরুতর আহত অন্তত ৮। পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে হেড়িয়া থেকে কলকাতাগামী বাস। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা সবজি বোঝাই গাড়িকে ধাক্কা মারে বেসরকারি বাস। এরপর আরও কয়েকটি দিঘাগামী গাড়িকে ধাক্কা মারে বাসটি। যান্ত্রিক ত্রুটি, না কি বাসের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, খতিয়ে দেখছে চণ্ডীপুর থানার পুলিশ।
২০ মাস পরে স্কুলে হাজির পড়ুয়ারা। সরকারি নির্দেশে মঙ্গলবার খুলবে স্কুল। কিন্তু তার আগেই আজ স্কুলের দরজায় চেনা ছবি। দেশজুড়ে আজ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। তাতে যোগ দিতেই স্কুলে হাজির হয়েছে পড়ুয়ারা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের রাজ্য সফরের দিনই কোচবিহারের সিতাইয়ে সাত ভাণ্ডারি সীমান্তে বিএসএফের গুলি। ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’ জন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের দাবি, গরুপাচার ঠেকাতেই গুলি চলে। ঘটনাস্থলে যাচ্ছে সিতাই থানার পুলিশ। বিএসএফের প্রতিক্রিয়া এখন মেলেনি।
ফের হাওয়া বদল। রাতারাতি গায়েব শীতের আমেজ। কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপাতত রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে পূবালি বাতাস। তার দাপটে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তৈরি হচ্ছে মেঘপুঞ্জ। এর প্রভাবে কাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে। রবিবারে বাড়তে পারে বৃষ্টি। সোমবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।
বিজেপি ছেড়ে এবার কি তৃণমূলে শ্রাবন্তী? চাইলে ভেবে দেখবে দল, জানালেন পার্থ।
পড়ুয়াদের স্কুলে পাঠানো নিয়ে কোনও জোর করবে না সরকার। সিদ্ধান্ত নেবেন অভিভাবকরাই, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
নন্দীগ্রামের মঞ্চ থেকে কুরুচিকর আক্রমণের অভিযোগ। কাঁথি কোর্টে কুণালের বিরুদ্ধে মানহানির মামলা সৌমেন্দুর। ঠিকই বলেছি, পাল্টা কুণাল।
মঙ্গলবার থেকে খুলছে স্কুল-কলেজ। সোমবার থেকে সকাল ৭টাতেই শুরু মেট্রো। অফিস টাইমে ৫ মিনিট অন্তর মেট্রো। স্মার্ট কার্ডেই সফর
প্রেক্ষাপট
রাজ্যের সব পুরসভার প্রশাসকের অপসারণ দাবি। অপসারণ দাবি করলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। ‘বিধানসভা নির্বাচনের আগে কমিশনের নির্দেশে সরানো হয়েছিল। প্রশাসকের পদ থেকে সরানো হয়েছিল রাজনৈতিক ব্যক্তিদের। স্বচ্ছতার স্বার্থে প্রশাসকের পদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরানো উচিত। দাবি শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের
এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েও রাজ্য সরকার-রাজভবন সংঘাত। ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডে’র সঙ্গে তুলনা করে রাজ্যপালকে খোঁচা অমিত মিত্রের। যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম, তার উত্তর কোথায়? সুর চড়ালেন রাজ্যপালও। আর এনিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এর জন্য প্রস্তুতি শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জোনগুলিকে। হাইস্পিড ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ স্বামী। এই অভিযোগে লালবাজার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্ত্রী। সরশুনার সরকারহাটের ঘটনা। মহিলার আশঙ্কা, স্বামীকে খুন করে দেহ লোপাট করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার পুলিশের। নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সরশুনা থানার ওসি।
ভুয়ো ওয়েবসাইট খুলে ৫২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সূত্রে খবর, ব্যবসার জন্য কিছু দামি জিনিস কিনতে চেয়ে ৫২ লক্ষ টাকা দেশে ও বিদেশের অ্যাকাউন্টে জমা দেন অভিযোগকারী ব্যবসায়ী। সেই টাকা গায়েব হয়ে যায়। তদন্তে নেমে বিহারের দ্বারভাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে থাকবেন না ডিএম-রা: নবান্ন সূত্র। বিএসএফ নিয়ে বৈঠক, আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এসপিদের সঙ্গে বৈঠক। আলোচনা হবে বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে: সূত্র। সীমান্তের ৫০ কিমি পর্যন্ত এলাকায় তল্লাশি, গ্রেফতারের অধিকার। বিএসএফের কাজের পরিসর বৃদ্ধিতে আপত্তি রাজ্য সরকারের। আলোচনায় উঠতে পারে রাজ্যের আপত্তির বিষয়: সূত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -