West Bengal News Live Updates: আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩
Get the latest West Bengal News and Live Updates: বন্দরের জমিতে গুদাম। কেন ছিল না অগ্নিনির্বাপক ব্যবস্থা? দায় নিতে হবে বন্দরকেই। গার্ডেনরিচকাণ্ডে আক্রমণে দমকলমন্ত্রী।
আউশগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার দেবশালা পঞ্চায়েতের তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য সহ তিনজন। তাদের গ্রেফতার করে সিট। কাল, সোমবার আদালতে পেশ। টেন্ডার নিয়ে সমস্যার জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।
সিপিএমের শাখা স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সম্মেলন শুরু হচ্ছে। পরের বছর এপ্রিলে পার্টি কংগ্রেস। তার আগে রাজ্য কমিটির তরফে জারি করা হল একগুচ্ছ নির্দেশিকা। সেই গাইডলাইনে নেতৃত্বে তরুণ প্রজন্মকে তুলে আনা থেকে শুরু করে, দলে মহিলাদের ক্ষমতায়ন এবং লাগাতার শুদ্ধিকরণে জোর দেওয়া হয়েছে।
কাল থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে মিলবে না কোভ্যাক্সিন। অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন দেওয়া বন্ধ থাকবে। কেন্দ্র পাঠাচ্ছে না, তাই কোভ্যাক্সিন দেওয়া সম্ভব নয়। জানানো হল কলকাতা পুরসভার তরফে।
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামে ভুয়ো প্রোফাইল খুলে পরিচিতদের কাছে ম্যাসেঞ্জার অ্যাপে টাকা চাওয়ার অভিযোগ। বিষয়টি নজরে আসতেই ভিডিও বার্তা দিলেন বিজেপি বিধায়ক। আমাকে ও দলকে বদনাম করতেই এসব করা হচ্ছে বলে অভিযোগ বিধায়কের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
কোচবিহারের হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের ১১ জন সদস্য। আগামীকাল তলবি সভা হওয়ার কথা। তার আগে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন প্রধানের বিরোধীরা। হুমকির অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই অনাস্থা আনাকে মেনে নেওয়া হবে না।>
উত্তর ২৪ পরগনায় ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি। ভাইরাল হল সেই ভিডিও। পাল্টা ফেসবুক পোস্টে নাম না করে পঞ্চায়েত সমিতির সভাপতিকেই নিশানা করলেন পঞ্চায়েত সদস্য। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজা।
এবার খেলার ছক পাল্টে নতুন ছকে ত্রিপুরায় খেলতে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। রেফারি করব না, খেলতে ভালোবাসি। তাই আমি এবার ত্রিপুরায় গিয়ে খেলব। খেলে কর্ণার থেকে গোলও দেব। এভাবেই মঙ্গলকোটের মাটি থেকে ত্রিপুরার বিজেপি নেতাদের হুমকি দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
গতকাল সংখ্যাটা ছিল ৭৫২। রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৭৫১। বলার অপেক্ষা রাখে না বিশেষ হেরফের হয়নি পরিস্থিতির। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৫৬,৯০৮ জন। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী, এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১৪ জনের। গত দু-দিনের তুলনায় আজ খানিকটা কমল মৃতের সংখ্যা।
পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল, মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ছিল, এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত ওই সময়ে মহিলা একা থাকত। মাকে খুনের সময় ছেলে দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
বুধবার আগরতলায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোরকদমে তার প্রস্তুতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তৃণমূল। বিপ্লব দেবের সরকারকে নিশানা করে, এমনই মন্তব্য করলেন কুণাল ঘোষ।
ভবানীপুরে জমজমাট উপনির্বাচনের রবিবাসরীয় প্রচার। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, ভবানীপুরে সকালে চা-চক্রে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পরে লি রোডে প্রচারে বিজেপি প্রার্থী, সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লিখলেন দেওয়াল। প্রচার চালান ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও।
বিজেপি জুমলা পার্টি, তৃণমূল উন্নয়নের দল। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাল কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ। যোগী আদিত্যনাথের সরকারের উন্নয়ন বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
বিজ্ঞাপন-বিতর্কে যোগী সরকারকে তৃণমূলের কটাক্ষের পাল্টা শুভেন্দু অধিকারীর। সংবাদপত্রের একটি ভুল বিজ্ঞাপন নিয়ে মেতেছে ভুয়ো প্রচারের পাণ্ডারা। বৃদ্ধি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ সরকারের অন্য রাজ্যের থেকে ধার করার প্রয়োজন নেই। যে রাজ্য নিজেই প্রশাসনিক অব্যবস্থায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে। ট্যুইট নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর।
যোগী আদিত্যনাথের আসল নাম উল্লেখ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ট্যুইট। অজয় বিস্ত নিজের মুখ বাঁচাতে বাংলার উন্নয়ন-মডেলের ছবিকেই প্রচারে ব্যবহার করছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ট্যুইট, ঠগী যোগীর উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুল, JW ম্যারিয়ট হোটেল, আমাদের আইকন হলুদ ট্যাক্সির ছবি। হয় নিজেকে বদলান, না হলে বিজ্ঞাপন এজেন্সি বদল করুন। এরপর নিশ্চয়ই নয়ডায় আমার বিরুদ্ধে এফআইআর হবে।
উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এই নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে যোগী আদিত্যনাথের সরকার। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে। কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বাইকে ধাক্কা মারায় টোটো চালককে মারধর, প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত স্থানীয় ক্লাবের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে ধুন্ধুমার। ভাঙা হয় পুলিশের গাড়ির কাচ। আহত এক এসআই ও দুই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পাণ্ডাপাড়া এলাকায়। দুষ্কৃতীদের মারধরে জখম টোটো চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩৬ ঘণ্টা পরেও দুষ্কৃতীরা গ্রেফতার না হওয়ায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন-বিতর্কে যোগী সরকারকে তৃণমূলের কটাক্ষের পাল্টা শুভেন্দু অধিকারীর। ‘সংবাদপত্রের একটি ভুল বিজ্ঞাপন নিয়ে মেতেছে ভুয়ো প্রচারের পাণ্ডারা। বৃদ্ধি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ সরকারের অন্য রাজ্যের থেকে ধার করার প্রয়োজন নেই,যে রাজ্য নিজেই প্রশাসনিক অব্যবস্থায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে।’ট্যুইট নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর
উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপন-বিতর্কে বিজেপিকে ভারতীয় জালিয়াতি পার্টি বলে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের
দুষ্কৃতী তাণ্ডব বেড়েই চলেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলে। অপরাধের কিনারা করতে গোটা এলাকায় দেড়শোর উপর সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে এনিয়েও তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
তুফানগঞ্জের চিলাখানায় তৃণমূল কংগ্রেস কর্মী শাহিনুর রহমানের খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ৪ বিজেপি কর্মীকে জেল হেফাজতের নির্দেশ দিল তুফানগঞ্জ মহাকুমা আদালত। আজ চারজনকে তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয়। সিবিআই-এর পক্ষ থেকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
আদালত চত্বর থেকে উদ্ধার হল প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। আজ সকালে হাওড়া কোর্ট চত্বরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় শিবু পাল নামে বছর পঞ্চান্নর ওই প্রৌঢ়ের দেহ মেলে। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকবছর আগে এই আদালতেই মুহুরির কাজ করতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে মেলেনি কোনও সুইসাইড নোট। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হাওড়া থানার পুলিশ।
মা উড়ালপুলে ব্যারিয়ার লাগানোর কাজ চলাকালীন চিনা মাঞ্জায় আহত হলেন খোদ ট্রাফিক সার্জেন্ট। সকাল সোয়া ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। স্কুটারে চড়ে কাজে যাচ্ছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রূপম সাহা। আচমকাই চিনা মাঞ্জা গলায় জড়িয়ে যায়। ঘাড়ের কাছে কেটে যাওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে
যোগীর উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা ফ্লাইওভারের ছবি। কটাক্ষের মুখে সংবাদপত্রের উপর দায় চাপাল যোগী সরকার।ছবির দায় সংবাদপত্রের, বিবৃতি দিয়ে দাবি উত্তরপ্রদেশ সরকারের
বাংলাতেই ভুয়োর ছড়াছড়ি, চাইলে আদালতে যাক। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
যোগী আদিত্যনাথের আসল নাম উল্লেখ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ট্যুইট, অজয় বিস্ত নিজের মুখ বাঁচাতে বাংলার উন্নয়ন-মডেলের ছবিকেই প্রচারে ব্যবহার করছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ট্যুইট, ঠগী যোগীর উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুল, JW ম্যারিয়ট হোটেল, আমাদের আইকন হলুদ ট্যাক্সির ছবি। হয় নিজেকে বদলান, না হলে বিজ্ঞাপন এজেন্সি বদল করুন। এরপর নিশ্চয়ই নয়ডায় আমার বিরুদ্ধে এফআইআর হবে।
ভাটপাড়ার পর টিটাগড়। ফের অর্জুন-গড়ে বিজেপিতে ভাঙন। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের হাজারদুয়েক বিজেপি কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দিলেন নিহত মণীশ শুক্লার ঘনিষ্ঠ দুই বিজেপি নেতা।
যোগীর উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি, বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ, সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে।’ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের
রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই বামেরাও। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস প্রচার করছেন ভবানীপুরে।
দিদির হয়ে ভোট চেয়ে প্রচার করলেন ভাই। এদিন কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে পটুয়াপাড়া, পাবর্তী চক্রবর্তী লেন, রানি শঙ্করী লেনের অলি-গলিতে গিয়ে প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীরা।
প্রিয়ঙ্কা টিবরেওয়াল বাচ্চা মেয়ে, একবার হেরেছেন, আবারও হারবেন। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় প্রচারে নেমে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। গতকালের পর আজও চেতলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন পরিবহণমন্ত্রী। ভোটারদের হাতে তুলে দেন প্রচারের লিফলেট।
রাতে টিউশন পড়ে ফেরার পথে ছিনতাইবাজদের হাতে আক্রান্ত এক ছাত্র। ঘটনাটি ঘটেছে সোনারপুরের রামচন্দ্রপুর এলাকায়। আক্রান্ত ছাত্রের বাড়ি বিদ্যাধরপুর এলাকায়। বাড়ি থেকে কিছুটা আগে ঘটে এই ঘটনা।
তৃনমূল পরিচালিত কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর উপর হামলার অভিযোগ। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডি এলাকায় এই হামলা হয়েছে বলে অভিযোগ। নিজের বাইকে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ (৪৫)। তাঁর স্ত্রী আকতারি খাতুন, কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাঁশ, লাঠি দিয়ে আব্দুর রশিদের উপর হামলা চালায় বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
বরাকর যুবক খুনে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কুলটির বরাকর বাজার থেকে কিছুটা দূরে নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হয় ২৪ বছরের শাহবাজ খানের গুলিবিদ্ধ দেহ। মৃতের পরিবার অভিযোগ তোলে শাহবাজকে জোর করে মাদক পাচারে নামানোর চেষ্টা চলছিল। রাজি না হওয়াতেই খুন করা হয়। খুনের ঘটনায় মূল অভিযুক্ত বান্টি মজুমদার ও তার সঙ্গী রাকেশ শর্মাকে গতকাল গভীর রাতে বরাকর স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে কুলটি থানার পুলিশ। অভিযুক্তরা বাইরে পালানোর ছক কষেছিল বলে পুলিশের দাবি।
মানিকতলায় অটোর মধ্যে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জন। ধৃত জগন্নাথ ভৌমিক এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার মানিকতলার বাগমারি বসাক বাগান এলাকায় অটোর মধ্যে উদ্ধার হয় অমরনাথ প্রসাদের রক্তাক্ত দেহ। মোবাইল ফোন নিয়ে বচসার জেরে মারধর, তার জেরেই মৃত্যু কি না খতিয়ে দেখছে পুলিশ।
মাত্র ২০ হাজার টাকার জন্য ভাটপাড়ায় যুবককে গুলি করে খুন। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভাটপাড়ার বড় শ্রীরামপুরে সিকান্দর দাস নামে ওই যুবকের বাড়িতে আসে স্কুটার আরোহী দুই যুবক। গন্ডগোলের জেরে যুবককে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, লকডাউনে কাজ ছিল না যুবকের। ২০ হাজার টাকা ধার নেন। টাকা শোধ করতে না পারায় বচসার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
রবিবাসরীয় সকালে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচার চলছে চেতলা এলাকায়। অন্যদিকে লি রোডে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল, সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
কংগ্রেসের প্রার্থী আছেন। কিন্তু তিনি ভোটে লড়তে চান না। বামেরা চাইছে কংগ্রেস কর্মীদের সমর্থন। কী করবেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস কর্মীরা? কাকে ভোট দেবেন, তা স্থানীয় নেতৃত্বকে ঠিক করতে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। কোনওপক্ষকেই গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
কলকাতায় ফের অনলাইন লটারির ব্যবসার আড়ালে জুয়ার আসর। আর্মেনিয়ান ঘাট রোডের একটি দোকান থেকে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালায় লালবাজারে গুন্ডদমন শাখা। হাতেনাতে পাড়কাও করে জুয়া চক্রের পাণ্ডাদের। বাজেয়াপ্ত হয়েছে কম্পিউটার, মানি বোর্ড ও জুয়া খেলার সরঞ্জাম। এর আগে একবালপুরের সুধীর বসু রোডে জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে আর্মেনিয়ান ঘাট রোডে এই জুয়া চক্রের সন্ধান মেলে।
উত্তর দিনাজপুরে গেরুয়া শিবিরে কোন্দল থামার নাম নেই। রায়গঞ্জের বিজেপি বিধায়ক ও সাংসদের দ্বন্দ্বে এবার মুখ খুললেন দলের রাজ্য সভাপতি। এদিকে, কৃষ্ণ কল্যাণীকে দলে ফেরার আহ্বান জানিয়েছে তৃণমূল।
রবিবারের সকালে প্রচারে নামলেন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। চায়ের আড্ডায় জনসংযোগের পাশাপাশি পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বিজেপি প্রার্থীর প্রচারে অংশ নেবেন দিলীপ ঘোষও।
২১ ঘণ্টা পরেও গার্ডেনরিচে ধিকিধিকি জ্বলছে আগুন। ১২-১৪টা গুদাম সম্পূর্ণ ভস্মীভূত। বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকলের ৮টি ইঞ্জিন কুলিং ডাউন প্রক্রিয়া চালাচ্ছে। এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। গতকাল সকাল ১০টা নাগাদ তারাতলা রোডে পোর্ট ট্রাস্টের জমিতে গোডাউনে আগুন লাগে।
তিন কেন্দ্রে উপনির্বাচন ও নির্বাচন নিয়ে সরগরম রাজ্য। তার মধ্যেই পাহাড়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল করল দার্জিলিংয়ের সব রাজনৈতিক দল।
ভবানীপুর উপনির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। গতকাল তৃণমূল নেত্রীর সমর্থনে প্রচার চালান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। উল্টোদিকে, কালীঘাটে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বিধানসভা ভোটে পিছিয়ে থাকা ৬টি ওয়ার্ডের প্রচারে বাড়তি নজর দিচ্ছে গেরুয়া শিবির।
পার্টি অফিস দখলকে কেন্দ্র করে নিউ ব্যারাকপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভাটপাড়া-নওয়াপাড়া গ্রামের ঘটনা। শাসক দলের এক গোষ্ঠীর উপর আরেক গোষ্ঠীর লোকজনের চড়াও হওয়ার অভিযোগ, আহত ২। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রেক্ষাপট
রাত গড়িয়ে সকাল এখনও নিভল না গার্ডেনরিচের আগুন। ধোঁয়ায় ঢেকেছ গোটা এলাকা। কটূ গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট। ১২টি গুদাম পুড়ে ছাই। আগুন নেভানোর চেষ্টায় দমকলের ২0টি ইঞ্জিনের লড়াই।
বন্দরের জমিতে গুদাম। কেন ছিল না অগ্নিনির্বাপক ব্যবস্থা? দায় নিতে হবে বন্দরকেই। গার্ডেনরিচকাণ্ডে আক্রমণে দমকলমন্ত্রী। দায় নিতে হবে লিজ নেওয়া সংস্থাকেই, পাল্টা বিবৃতি বন্দর কর্তৃপক্ষের।
কয়লাপাচারকাণ্ডে ফের অভিষেককে ইডির তলব। ২১ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরার নির্দেশ। হার মানতে না পেরে হেনস্থার চক্রান্ত, অভিযোগ তৃণমূলের। কিছু না করলে ভয় কেন? পাল্টা বিজেপি।
জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে কেন নেওয়া হয়নি স্পিকারের অনুমতি? সিবিআই ও ইডি-র শীর্ষ আধিকারিকদের বিধানসভায় তলব। সোমবারই যাচ্ছে বিধানসভার অধ্যক্ষের চিঠি, খবর সূত্রের।
চেতলায় মমতার হয়ে প্রচার শুরু ফিরহাদের। কালীঘাটে পুজো দিলেন প্রিয়ঙ্কা।
সিবিআইয়ের তলব, বিজেপি কর্মীর খুনের মামলায় সিজিও কমপ্লেক্সে নারকেলডাঙা থানার এসআইকে জিজ্ঞাসাবাদ। কৃষ্ণনগরে বিজেপি কর্মী খুনের অভিযোগে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের।
কলকাতা পুরসভায় নুসরত, সঙ্গে যশ। সন্তানের জন্মের শংসাপত্র সংক্রান্ত বিষয়ে জানতে পুরভবনে সঙ্গী-সহ তৃণমূলের সাংসদ-অভিনেত্রী। কথা বললেন ফিরহাদের সঙ্গে। নিলেন করোনার ভ্যাকসিন।
জরিমানার পরে ২০১৪-র প্রাথমিক টেট মামলায় এবার পর্ষদ সভাপতিকে কোর্টে তলব। আদালত অবমাননার মামলায় সোমবার সকালে মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ।
হরিদেবপুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। কারখানার মধ্যেই গলা কাটা দেহ। দেনার দায়ে আত্মঘাতী, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান পুলিশের।ছুরি, মোবাইল ফোন উদ্ধার। পাশের ঘরে ঘরে থাকা খাতার সূত্র ধরে তদন্ত।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৫২, ১৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে নদিয়া, জলপাইগুড়ি। শুধু ৩ জেলাতেই ১১জনের মৃত্যু। কলকাতায় ১১৯জন সংক্রমিত, ১জনের মৃত্যু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -