West Bengal News Live: ফের স্কচ পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ সরকার
Get the latest West Bengal News and Live Updates: মেট্রোর স্মার্ট কার্ডে বাড়ল সিকিউরিটি ডিপোজিট। স্মার্ট কার্ড নিতে গেলে এবার থেকে দিতে হবে ১২০ টাকা, ফেরতে মিলবে ৮০ টাকা।
জমজমাট আনন্দপুরে অরিন্দম শীলের পুজোয়। শান্তিপুর থেকে আনা রাজরাজেশ্বরী সাজের প্রতিমা থেকে ভোগ। ঐতিহ্যে ছেদ ফেলতে নারাজ শীল পরিবারের আজকের প্রজন্মও। সকালে পুজো, আরতি থেকে বিকেল আড্ডা, পেটপুজো। সবমিলিয়ে জমজমাট শীল বাড়ির পুজো।
ফের স্কচ পুরস্কারে সম্মানিত হল পশ্চিমবঙ্গ সরকার। স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতর পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড। একই পুরস্কারে সন্মানিত হয়েছে রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি বিভাগও। ওই বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য সরকারের পরিষেবা ও জনমতের উপর ভিত্তি করে, স্কচ পুরস্কার দেওয়া হয়।
ত্রিপুরার তেলিয়ামুড়ায় একটি হোটেলে দুষ্কৃতীদের ‘হুমকি’। ওই হোটেলেই উঠেছেন তৃণমূলের ২ বিধায়ক অভিজিৎ সিংহ ও খোকন দাস। "পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বকে যেন হোটেলে থাকতে না দেওয়া হয়।" হোটেল মালিকের স্ত্রীকে ‘হুঁশিয়ারি’ দুষ্কৃতীদের
এবিপি আনন্দ আলোক আনন্দ বিশেষ সম্মান পেল বাদুড়বাগান সর্বজনীনের পুজো। এই পুজোও এবার যথেষ্ট নজরকাড়া।
নয় বছর আগে বিহার থেকে হারিয়ে যাওয়া ছেলেকে হাওড়া থেকে ফিরে পেল পরিবার। সৌজন্যে হ্যাম রেডিও। মনোজ পাসওয়ান। আঠাশ বছরের এই যুবক হারিয়ে গিয়েছিলেন ৯ বছর আগে। বিহারের বাকা জেলার বাসিন্দা মনোজ পাসওয়ান। দীর্ঘদিন পরে হারানো মনোজকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।
মণিপুরে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা মমতার। "মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঘন্য হামলা। ৫ জন সাহসী যোদ্ধার মৃত্যু বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। দেশ বিচারের অপেক্ষায় রয়েছে।"
ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের>
বাঁকুড়ায় আদিবাসী মূর্তিতে মালা বিজেপি বিধায়কের, শুরু তরজা। গত বছর নভেম্বরেই আদিবাসী মূর্তিতে মালা দেন অমিত শাহ। আদিবাসী মূর্তি বিরসা মুন্ডার কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে বিভীষণ হাঁসদার বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন শাহ। আজ বিভীষণের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন বিধায়ক নীলাদ্রি দানা। বিভীষণ হাঁসদার মেয়েকে দিল্লি এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার আশ্বাস দেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের।
করোনায় দৈনিক সংক্রমণ এখনও ৮০০-র ওপরেই। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়ল। একদিনে নতুন করে সংক্রমিত ৮৭২ জন। সবচেয়ে বেশি ২১৭ জন সংক্রমিত কলকাতাতেই। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর। "কংগ্রেস শাসিত রাজ্যগুলি ভ্যাট কমিয়েছে, পশ্চিমবঙ্গ এখনও কমায়নি কেন ? দৃঢ় পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি, যাতে রাজ্যে পেট্রোপণ্যের দাম কমে। আপনি বিভিন্ন জায়গায় এই ইস্যুতে সরব, কিন্তু কোনও পদক্ষেপই করেননি।" মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে লেখেন অধীর চৌধুরী
এবিপি আনন্দের বিচারে সেরা জগদ্ধাত্রী পুজোর সম্মান জিতে নিয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো। অনুপম থিম ভাবনা ও মূর্তিতে ডাকের সাজ নজর কেড়েছে।
কালীপুজোর জলসায় বিজেপি বিধায়কের উদ্দাম নাচ। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। ঘটনা ঘিরে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের চক্রান্ত, দলবাজি করছে শাসকদল, পাল্টা অভিযোগ বিজেপির।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পড়ল পোস্টার। পোস্টারে লেখা ‘শুভেন্দু অধিকারী মীরজাফর’। নন্দীগ্রামে আজই একাধিক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন শুভেন্দু। তারা চাঁদবাড় এলাকায় পোস্টার পড়ে
এবিপি আনন্দর বিচারে সেরা জগদ্ধাত্রী পুজোর সম্মান জিতে নিল চনন্দননগরের বাগ বাজার সর্বজনীন। ১৮৭ বছরে পড়ল এবারের পুজো। সাবেকিয়ানার সঙ্গে আলোকসজ্জা। এই পুজো নজর কাড়ছে সবার।
দমদম সেভেন ট্যাঙ্কসে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়ি ফিরছিলেন পেশায় অটোচালক ৫২ বছরের রঞ্জন সাহা। অন্ধকারে দেখতে না পেরে তিনি খোলা ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
৪৯ তম বর্ষে চন্দননগরের দৈবক পাড়ার পুজোর থিম, উত্সারিত আলো। মায়ের দৃষ্টিতে নাশ হয় অশুভ শক্তি। সেই ভাবনাকেই ফুটিয়ে তোলা হয়েছে। জগদ্ধাত্রী পুজোয় এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল দৈবক পাড়া।
‘বাংলার মেয়ে’ রাজ্যসভার আসন ‘বহিরাগত’দের দিয়ে নষ্ট করছেন। বাঙালিরা কি এই বঞ্চনার জবাব দেবেন না? তৃণমূলের টিকিটে অসম এবং গোয়া থেকে ভোটে জেতার সম্ভাবনা না থাকা এইসব লোকেদের জন্য বাংলা কেন মূল্য চোকাবে? ফালেইরোকে তৃণমূল রাজ্যসভার প্রার্থী করার পর ট্যুইটে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন । বৈঠকে রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি। পুরভোটের নিরাপত্তা বন্দোবস্ত পর্যালোচনায় আলোচনা
হুগলির উত্তরপাড়ায় বৃদ্ধকে মাথা থেঁতলে খুন। বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগ মেয়ের বিরুদ্ধে। অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। পারিবারিক অশান্তির জের, অনুমান পুলিশের।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বধূর অস্বাভাবিক মৃত্যু। পরিবারের দাবি, কুকুরের গায়ে আতসবাজি ছোড়ার প্রতিবাদ করেন মৃতার ছেলে। যার জেরে বাড়িতে এসে ছেলেকে হুমকি দেয় কয়েকজন। ছেলের চিন্তায় আতঙ্কগ্রস্ত হয়ে আত্মঘাতী হন মা। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করল পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মিড-ডে মিলের টাকা নয় ছয় করার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার মহারাজাহাট হাই স্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক বিপ্লব সরকারের বিরুদ্ধে। যদিও বিপ্লব বাবুর কথায় বিষয়টি তদন্তাধীন। তাই তিনি এখন এবিষয়ে তিনি কিছু বলবেন না। তবে জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। তাই মধ্যশিক্ষা পর্ষদ তাঁকে সাসপেন্ড করেছে। যদিও নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দাবি, চক্রান্ত করে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তার এই সাসপেন্ডের খবরে অখুশি বিদ্যালয়ের পড়ুয়ারা।
রীতি মেনে একদিনের জগদ্ধাত্রী পুজো হচ্ছে কৃষ্ণনগরে। কথিত রয়েছে, একবার মুর্শিদাবাদে বন্দি থাকার জন্য দুর্গাপুজো করতে পারেননি মহারাজা কৃষ্ণচন্দ্র। মুক্তি পাওয়ার পর তিনি জানতে পারেন, দুর্গাপুজো ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কথিত রয়েছে, আক্ষেপ যখন তাঁর বুকে চেপে বসছিল, ঠিক তখন দেবী তাঁকে স্বপ্নাদেশে একদিনে জগদ্ধাত্রী আরাধনার কথা বলেন। সেই রীতি মেনে আজও কৃষ্ণনগরে একদিনের জগদ্ধাত্রী পুজো হয়।
পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার সকালে শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা সোনাকুল গ্রামে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম এবং শাশুড়ি আনোয়ারা বিবিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা হুগলির চন্দননগর। কোথাও সাবেকি প্রতিমা, কোথাও থিম পুজো। টক্কর জোরকদমে।
লুঠ করে খুনের আগাম পরিকল্পনা ছিল কাঁকুলিয়াকাণ্ডে অভিযুক্তদের। খুনের পরিকল্পনা নিয়েই কর্পোরেট কর্তার বাড়িতে যায় অভিযুক্তরা।প্রচুর টাকা নিয়ে ঘোরেন সুবীর চাকী, এই ধারণাতেই বাড়িতে হানা।অভিযুক্তরা ভেবেছিল বাড়িতেই মিলবে প্রচুর টাকা, গয়না।ভিকি-সহ ধৃতদের জেরায় মিলেছে তথ্য, দাবি পুলিশের।নিহত কর্পোরেট কর্তার একাধিক ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার।উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও
তৃণমূলের রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফালেইরো। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ২৯ নভেম্বর ভোট।মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো।‘দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ’, এবিষয়ে আমরা আত্মবিশ্বাসী, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের।সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো।তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন ফালেইরো
টালবাহানার পর অবশেষে চালু হল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল। খুশি স্থানীয় বাসিন্দারা। তবে একটি লোকাল চালু হলেও, বাকি আরেকটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী
দমদম সেভেন ট্যাঙ্কসে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু। রাতে বাড়ি ফেরার সময় ম্যানহোলে পড়ে মৃত্যু।মৃত প্রৌঢ়ের নাম রঞ্জন সাহা।আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে । এ নিয়ে এখনও পুরসভার কোনও বক্তব্য পাওয়া যায়নি
জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে নদিয়ার কৃষ্ণনগর। মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই এখানে একদিনে জগদ্ধাত্রী আরাধনার রীতি চলে আসছে। নবমীর দিনই হয় চার প্রহরের পুজো। একদিনই হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো। পরদিনই হয় বিসর্জন।
ট্রেনের স্টপেজের দাবিতে মালদার হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর স্টেশনে ধর্নায় বসলেন স্থানীয় বাসিন্দারা। গণস্বাক্ষর করা স্মারকলিপি পাঠানো হল প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে। স্থানীয়দের দাবি, করোনা পরিস্থিতির আগে কুমেদপুর জংশন স্টেশনে ৭টি এক্সপ্রেস ট্রেন দাঁড়াত। এছাড়াও, একাধিক প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ দেওয়া হত। অভিযোগ, করোনা আবহে এখন কোনও ট্রেনই দাঁড়াচ্ছে না কুমেদপুর স্টেশনে। রেলসূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ চালু করা নিয়ে রেলমন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। দূরপাল্লার ট্রেনের স্টপেজের ব্যাপারেও আলোচনা চলছে।
শীতের শুরুতে ফের শান্তিপুরে ভাগীরথীতে ভাঙন। আতঙ্কিত ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার পাম্পিং স্টেশনেও বড়সড় ফাটল। নতুন করে ভাঙন শুরু হওয়ায় পানীয় জল সরবরাহে সমস্যা হতে পারে বলে আশঙ্কা। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঙন-কবলিত এলাকা পরিদর্শন করেছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ভাগীরথীর পাড় স্থায়ীভাবে বাঁধানোর জন্য সেচ দফতর অর্থ মঞ্জুর করেছে। খুব তাড়াতাড়ি শুরু হবে কাজ, জানিয়েছে শান্তিপুর পুরসভা।
ত্রিপুরায় পুর ভোটের আগে ফের অশান্তি। আগরতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাধা দেওয়ায় এক সরকারি কর্মচারীকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন আক্রান্ত সরকারি কর্মী। গতকাল ১০ ও ৩৩ নম্বর ওয়ার্ডেও পতাকা-ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ।
শনিবার সাত সকালেই মৃতদেহ উদ্ধারকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়াল মেজিয়ার গোস্বামী গ্রাম এলাকায় ।প্রথমে মৃতদেহটিকে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নং সংলগ্ন একটি গাছে ঝুলতে দেখেন স্থানীয়রা । তারপর তারা খবর দেয় মেজিয়া থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ।
কাঁকুলিয়া রোডে নিহত কর্পোরেট-কর্তা সুবীর চাকীর মোবাইল ফোনের সন্ধানে ডায়মন্ড হারবারের মগরাহাট খালে নামানো হল ডুবুরি। আজ সকালে জোড়া খুনে ধৃত ভিকি হালদারকে নিয়ে ওই এলাকায় যায় লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। ঘণ্টাদুয়েক খালে তল্লাশি চালিয়ে কিছু না মেলায়, তারা ফিরে যায়। পুলিশ সূত্রে খবর, জেরায় ভিকি দাবি করে, সুবীর চাকীকে খুন করার পর, তাঁর মোবাইল ফোন মগরাহাট খালে ফেলে দেওয়া হয়।
বিজেপি কর্মীদের গায়ে আঘাত লাগলে অথবা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হলে, অক্ষত অবস্থায় ফিরতে পারবেন না। এবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রী আলোরানি সরকারকে হুমকি দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
ফের জলপাইগুড়িতে খাঁচাবন্দি হল চিতাবাঘ। ময়নাগুড়ির পানবাড়ি এলাকায় গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়িয়েছিল। স্থানীয়দের দাবি, কাছেই রামশাই জঙ্গল থেকে বেরিয়ে মাঝেমধ্যেই লোকালয়ে হানা দিচ্ছিল চিতাবাঘ। খবর পেয়ে দিনকয়েক আগে খাঁচা পাতে বন দফতর। গতকাল রাতে খাঁচাবন্দি হয় পূর্ণবয়স্ক চিতাবাঘ। উদ্ধারের পর চিতাবাঘটিকে গরুমারা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিত্সার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সিটু অফিসে বাংলা সিনেমার শ্যুটিং। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বামেদের শ্রমিক সংগঠনকে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি। পাল্টা জবাব দিয়েছে সিপিএম।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। রীতি মেনে বেলুড়ের সারদা পীঠে শুরু হয়েছে দশমী পুজো। আজই সন্ধেয় জগদ্ধাত্রী বিসর্জন। রীতি ও ঐতিহ্য মেনে বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী, তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজো হয় গতকাল।
এলাকায় নিয়মিত বসে মদ-গাঁজার আসর। প্রতিবাদ করায় নরেন্দ্রপুর থানা এলাকায় গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদীকে বাঁচাতে গেলে প্রতিবেশী অন্তঃসত্ত্বাকেও মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিয়মিত মদ-গাঁজার আসর বসে। গতকাল একই ঘটনা ঘটায়, স্থানীয় মহিলারা প্রতিবাদ করেন। সেইসময় প্রতিবাদীর বাড়িতে ঢুকে তাঁর মেয়ে ও শ্বশুরকে মারধর করার পাশাপাশি, তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
৬ কোটি টাকা খরচ করে পুরুলিয়ার রঘুনাথপুরে ত্রিফলা বাতিস্তম্ভ লাগানো হলেও, বছর দুয়ের ধরে বন্ধ সবকটিই! আর এনিয়ে রক্ষণাবেক্ষণের অভাব-সহ দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস। যদিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর প্রশাসক।
মুর্শিদাবাদের রণগ্রামে দ্বারকা নদীর উপরে থমকে নতুন ব্রিজ তৈরির কাজ। অত্যন্ত ঢিমেতালে চলছে বহরমপুর আর কান্দির মধ্যে সংযোগকারী এই ব্রিজ তৈরির কাজ, অভিযোগ অধীর চৌধুরীর। সেতু দ্রুত তৈরির চেষ্টা চলছে, পাল্টা দাবি তৃণমূলের।
আলিপুরদুয়ারের সদ্য গঠিত ফালাকাটা পুরসভা দখলে মরিয়া তৃণমূল ও বিজেপি, দুই দলই। সেই মতো এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। গেরুয়া শিবিরের ইস্যু দুর্নীতি, অনুন্নয়ন। রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পকেই হাতিয়ার করছে শাসকদল।
হাওড়া পুরসভা থেকে ফের আলাদা করা হল বালিকে। গতকাল বিরোধীশূন্য বিধানসভায় প্রস্তাব পাস করাল রাজ্য সরকার।
প্রেক্ষাপট
সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠকের দিনই অশান্ত কোচবিহার। সিতাইয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বিএসএফের গুলি, মৃত ৩।
বৈঠকের দিনেই অশান্ত
নিহতদের মধ্যে একজন কোচবিহারে বাসিন্দা, দুজন বাংলাদেশি। গরুপাচার ঠেকাতেই গুলি, দাবি স্থানীয়দের। পাচারকারীদের বাধা দেওয়ায় আহত ১ জওয়ান, দাবি বিএসএফের।
‘গুলিতে মৃত ভারতীয়’
কোমরের নিচে না করে কেন মাথায় গুলি ? বিএসএফের মদত ছাড়া সীমান্তে কীভাবে সম্ভব গরুপাচার ? প্রশ্ন উদয়নের। গরুপাচারে জড়িত স্থানীয় তৃণমূল নেতারাই, পাল্টা সুকান্ত।
‘কেন মাথায় গুলি ?’
বিএসএফের পরিসর বৃদ্ধির বিরুদ্ধে ১৬ নভেম্বর বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। সংসদে সরব হব, হুঁশিয়ারি সুদীপের। দেশের সুরক্ষা নিয়েও রাজনীতি, পাল্টা দিলীপ।
এক্তিয়ার-বিরোধী প্রস্তাব ?
পুরভোটের আগে হাওড়া পুরসভা থেকে আলাদা হল বালি পুরসভা। বিরোধীশূন্য বিধানসভায় পাস প্রস্তাব। মানুষের কাছে পরিষেবা পৌঁছতেই সিদ্ধান্ত, জানালেন চন্দ্রিমা।
আলাদা হাওড়া-বালি
পুরভোট নিয়ে ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠক। প্রস্তুত তৃণমূল, দাবি ফিরহাদের। সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি বিজেপির।
পুরভোট তৎপরতা
আসন কমলেও উত্তরপ্রদেশ ধরে রাখতে পারেন যোগী। উত্তরাখণ্ড, মণিপুরে কংগ্রেসের সঙ্গে টক্কর বিজেপির। পাঞ্জাবে কংগ্রেসকে টেক্কা দিতে পারে আপ। আভাস সি ভোটারের সমীক্ষায়।
৫ রাজ্যে ভোট-সমীক্ষা
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অশান্ত ত্রিপুরা। আগরতলায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। আমবাসার তৃণমূল প্রার্থীর কৃষিজমি লণ্ডভণ্ড। অভিযুক্ত বিজেপি। অস্বীকার গেরুয়া শিবিরের।
ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূল
মঙ্গলবার থেকে সরকারি স্কুলের সঙ্গে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও। কোনও স্কুলে শিফটে ক্লাস, কোথাও একসঙ্গে অনলাইন-অফলাইন ক্লাস।
খুলছে বেসরকারি স্কুলও
দূরপাল্লার ট্রেনে উঠছে স্পেশাল তকমা। করোনা আবহে দেড় বছর পর ফিরছে মেল ও এক্সপ্রেস ট্রেন। কবে থেকে বদল, প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে দিন ঘোষণা, জানাল রেল বোর্ড।
ফিরছে মেল-এক্সপ্রেস
মেট্রোর স্মার্ট কার্ডে বাড়ল সিকিউরিটি ডিপোজিট। স্মার্ট কার্ড নিতে গেলে এবার থেকে দিতে হবে ১২০ টাকা, ফেরতে মিলবে ৮০ টাকা। রবিবার থেকে সিদ্ধান্ত কার্যকর।
১২০ টাকায় স্মার্ট কার্ড
সল্টলেকে উদ্বেকজনক ডেঙ্গি পরিস্থিতি। গত দেড় মাসে আক্রান্ত ১৬০ জন। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বিধাননগর পুরসভা।
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি
ভ্যাকসিন ছিটকে বিপত্তি। গবাদি পশুর রোগ ব্রুসেলোসিসের উপসর্গ নিয়ে ট্রপিক্যালে শতাধিক প্রাণিবন্ধু। একদিনে ৩০ জনের বেশি পরীক্ষা অসম্ভব, জানাল হাসপাতাল।
ব্রুসোলোসিস-বিপত্তি
২০২০ সালের অক্টোবরের তুলনায় চাহিদা কমল বাস-গাড়ির। দু চাকার বিক্রি কমল চব্বিশ দশমিক নয় চার শতাংশের। জানাল সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারার্সের।
চাহিদা কমল বাস-গাড়ির
জগদ্ধাত্রী পুজোয় আলোয় মালায় সেজেছে হুগলির চন্দননগর। নদিয়ার কৃষ্ণনগরেও চলছে জগদ্ধাত্রী আরাধনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -